শুভ রাত্রি
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম $PUSS কয়েন ব্যানার তৈরি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সকলের কাছে আমার ব্যানার পছন্দ হবে।
বিগত তিনদিন যাবৎ আমি খুবই ব্যস্ত ছিলাম আমার স্ত্রীকে নিয়ে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমি ছেলে সন্তানের বাবা হয়েছি এবং অনুভূতিমূলক পোস্ট করেছি। বাবা হওয়ার পর ব্যস্ততা এবং দুশ্চিন্তা সবকিছুই দূর হয়ে গিয়েছিল। আমি ব্যানারটি তৈরি করেছিলাম পাঁচ দিন আগে। কিন্তু পোস্ট করার সময় পাচ্ছিলাম না। গত ১-২ দিন ধরে শরীর খুবই ক্লান্ত হয়ে পড়েছে। হসপিটালের ভিতরে এদিক ওদিক ছোটাছুটি করে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। রাত বারোটায় বাসায় এসে তাড়াহুড়া করে পোস্ট লিখতে বসে পড়ি।
যাইহোক "আমার বাংলা ব্লগ" $PUSS কয়েন উপলক্ষে ব্যানার তৈরির কনটেস্ট দেওয়া হয়েছে। বিশেষ ব্যানার তৈরির কনটেস্ট দেওয়ার জন্য আমাদের প্রিয় বড় দাদা ও ছোট দাদা এবং কমিউনিটির সকল মডারেটরদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। $PUSS কয়েন ইতিমধ্যে অনেক দাম বেড়েছে। আরও অনেক দাম বাড়বে আশাকরা যায়। আমরা সকলেই নিয়মিত প্রমোশন বৃদ্ধি করতে চেষ্টা করবো। $PUSS কয়েন নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে। তাই বর্তমানে চলমান ব্যানার প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করেছি। “আমার বাংলা ব্লগের” বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে আমরা অনেক বেশি আনন্দ করতে পারি। এই প্রতিযোগিতার জন্য আমি একটি ব্যানার তৈরি করেছি। আমি ব্যানারটি তৈরি করার জন্য Canva সফটওয়্যার ব্যবহার করেছি। আমি Canva ফ্রি ব্যবহার করি। আমার কাছে Canva দিয়ে বিভিন্ন ব্যানার ও লোগো তৈরি করতে খুবই ভালো লাগে। তাই আমি Canva সফটওয়্যার দিয়ে সারা রাত জেগে পরিকল্পনা করে এই ব্যানার তৈরি করেছি। Canva দিয়ে খুব সহজেই কোয়ালিটি ফুল ব্যানার তৈরি করা সম্ভব। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে ব্যানারটি তৈরি করেছি।
- ডেস্কটপ।
- Canva সফটওয়্যার।
প্রথমে আমি আমার পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সাইজ নিয়ে নিলাম। তারপর সে সাইজ অনুযায়ী একটি ডেমো টেমপ্লেট নিয়ে নিলাম। তারপর $PUSS কয়েনের বিভিন্ন লোগো আপলোড করে দুই পাশের কর্নারে বসিয়ে দিলাম। এবার আমার পছন্দমত ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম।
এবার আমি Steemit, Trx, SunSwap তিনটি আইকন এর লোগো আপলোড করে $PUSS লেখার নিচে বসিয়ে দিলাম। এবং মাঝ বরাবর কিছু দূরত্ব রাখলাম। তারপর কিছু হেডিং Text নিয়ে নিলাম।
উপরে একটি হেডিং দিয়ে দিলাম। এবং সুন্দর একটি ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে দিলাম।
তারপর আরও কিছু হেডিং Text নিয়ে $PUSS কয়েন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ডান পাশে বসিয়ে দিলাম। এবার আমি ডেস্কটপ, ল্যাপটপ এবং মোবাইল ফোনের কিছু ফ্রেম নিয়ে নিলাম। ফ্রেম গুলো সাইজ মত বসিয়ে দিলাম।
এবার আমি ফ্রেম গুলোর মাঝে $PUSS কয়েনের ওয়েবসাইট এবং ছবি অ্যাড করে দিলাম। প্রত্যেকটা ডিভাইসে $PUSS কয়েন কেনার পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার আমি ডিসকর্ড সার্ভার থেকে একটি লোগো ডাউনলোড করে মাঝ বরাবর বসিয়ে ট্রান্সপারেন্ট কমিয়ে দিলাম। এবার আমি প্রতিটি Text এবং সম্পূর্ণ ব্যানারে কিছু অ্যানিমেশন এড করলাম। এরপর PNG ও GIF ফরমেটে ডাউনলোড করলাম। তারপর আমি এখানেই আমার ব্যানার তৈরির কাজ সম্পূর্ণ শেষ করলাম।
বিভাগ | প্রতিযোগিতা - ৬২ |
---|---|
ডিভাইস | DESKTOP-ONKLLV2। |
বিষয় | $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1833971843801514302?t=iwAmX2cIrnJcxU5xu8isrA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit