দেশি কলার চাষাবাদ ও ফলন

in hive-129948 •  3 years ago 

হ্যালো
স্টিমিয়ান বন্ধুরা কেমন আছেন?
আশা করি ভালো আছেন।

আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো-

দেশি কলার চাষাবাদ ও ফলন

IMG_20210908_132445.jpg

IMG_20210908_132428.jpg

IMG_20210908_132422.jpg

ভুমিকা

কলা বাংলাদেশের সব জেলায়ই কম বেশি জন্মে। তবে নরসিংদী, মুন্সিগঞ্জ,বগুড়া, যশোর, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, এসব জেলায় কলার ব্যাপক চাষ হয়। বাংলাদেশে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে কলার চাষ হয় যা থেকে বছরে ছয় লক্ষাধিক টন কলা পাওয়া যায়।

কলা ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ। অন্যান্য ফসলের তুলনায় কলায় ক্যালরির পরিমাণ ও বেশি। বাংলাদেশের প্রায় সব জায়গায় কলার চাষ হয়ে থাকে। কলা কাঁচা অবস্থায় তরকারি হিসাবে এবং পাকা অবস্থায় ফল হিসাবে খাওয়া হয়। রোগীর পথ্য হিসাবে কলার ব্যাপক চাহিদা রয়েছে।

বাণিজ্যিকভাবে বাংলাদেশে অনেক ধরনের কলার জাত চাষ করা হয় সেগুলো হচ্ছে অমৃতসাগর, সবরি, চাপা, মেহেরসাগর,কবরী ইত্যাদি।

এ ছাড়াও কলার আরও অনেক জাত আছে যেমনঃ এঁটে কলা, বাঙলা কলা,জাহাজি কলা, কাচঁকলা বা আনাজি কলা ইত্যাদি। তবে বারি কলা-১, বারিকলা-২,ও বারিকলা-৩ নামে তিনটি উন্নত জাত চাষের জন্য অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে বারিকলা-২ জাতটি কাঁচকলার। উর্বর দোআঁশ মাটি কলা চাষের জন্য ভালো।

বছরে তিন মৌসুমে কলার চাষ করা হয় বা কলার চারা রোপণ করা হয় যথাঃ আশ্বিন -কার্তিক, মাঘ-ফাল্গুন, চৈত্র -বৈশাখ। কলার চারাকে তেউড় বলা হয়। দুই রকমের তেউড় দেখা যায়। যথাঃ অসি তেউড়, পানি তেউড়।

অসি তেউড়ঃ কলা চাষের জন্য অসি তেউড় উত্তম। অসি তেউড়ের পাতা সরু, সুচালো এবং অনেকটা তলোয়ারের মতো। গোড়ার দিকে মোটা এবং উপরের দিকে সরু হতে থাকে।

পানি তেউড়ঃ পানি তেউড় দুর্বল। এর আগাগোড়া সমান থাকে। কলা চাষের জন্য এই চারা উপযুক্ত নয়। এ দুই ধরনের চারা ছাড়াও সম্পূর্ণ মূলগ্রন্থি অংশ থেকেও কলা গাছের বংশবিস্তার সম্ভব। তবে এতে ফল আসতে কিছু বেশি সময় লাগে।

উপসংহার

কলা উপকারি ফল।তাই এটা আবাদ করে পরিবারের সবাইমিলে খেয়ে পুষ্টি নিবারণ করা যায়।

লেখা ভালো লাগলে আপভোট দিবেন,কেমন?

সাথে থাকার জন্য ধন্যবাদ।

ছবির বর্ণনা

সংগ্র্রহমোবাইল ক্যামেরা
মোবাইল মডেলসিম্ফনি আই২৮
ধারণকারিneelamoni
লোকেশনবাংলাদেশ
ক্যাটাগরিচাষাবাদ

ধন্যবাদ

@neelamoni

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কলা চাষ সম্পর্কে আপনি ভাবে উপস্থাপন করেছেন। আমরা নিজেরাও করা চাষ করি, কলা চাষে অনেক খরচ থাকলেও করা বিক্রয়ের টাকা গুলো এক সাথে পাওয়া যায়। সিজেন ছাড়া কলা চাষ করলে লাভবান হওয়া যায় না।
আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আপনার মতামত শেয়ার করার জন্যে

আপনার পোষ্টের লেখাগুলো চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/h4hMjcuu

Loading...