লেভেল ৪ হতে আমার অর্জন by @neelamsamanta

in hive-129948 •  18 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,




আশাকরি ঈশ্বরের কৃপায় আপনারা বেশ ভালোই আছেন৷ আমিও ভালো আছি৷ আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ।

InShot_20240901_221716607.jpg

প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে লিখি৷ আজ আমি আপনাদের এবিবি স্কুলের লেভেল ৪ সম্পর্কে বলব। সোজা কথায় বললে আজকের ব্লগে আমি লেভেল ৪- এর লিখিত পরীক্ষা দেব। প্রশ্নের উত্তর লেখা শুরুর আগে আমি @rupak ভাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই৷ ক্লাসে রূপকভাই বলেছিলেন, এই লেভেলটা সব থেকে সোজা৷ আমার অভিজ্ঞতা কেমন ছিল একটু বলি৷ ক্লাসের সময় সবই মাথা নেড়ে নেড়ে বোঝার পর যখন পোলোনিক্স অ্যাপ খুলতে গিয়েছি সোজা কথায় সব ঘেঁটে ঘ। পুরো বিষয়টিতে রূপকভাই কে আমি যেভাবে জ্বালিয়েছি আর উনি আমায় পুরোপুরি সাহায্য করে গেছেন, এমন সাহায্য জীবনের কোন মোড়ে কে কবে করেছিল আমার মনে নেই৷ রূপক ভাই যেহেতু পদে পদে সাহায্য করেছে আমিও কেমন নির্দ্বিধায় ঘোড়া দেখে খোঁড়া হয়ে গিয়েছিলাম। কোথাও সামান্য হয়তো বুঝতে পারিনি কোন চেষ্টা বা মাথা ঘামানো ছাড়াই সোজা লেভেল ৪ এর চ্যানেলে। রূপক ভাই আমার এখানে আটকে গেছে। রূপক ভাই আমার ওখানে আটকে গেছে৷ কী জানি আমার নিজের ভাই থাকলে এমন পাশে থাকত নাকি! দাদা(আমার নিজের) তো সবদিনই ছেড়ে দিয়েছে। হোঁচট খেয়ে পড়ে গেলে বলত, 'রাস্তাটা ভেঙে গেল নাকি দেখ'। হা হা হা। ভাই রূপক আপনাকে এত্তো এত্তো থ্যাংক ইউ৷ প্রতি লেভেলেই এখানে সবাই সাহায্য করেছে। আমি না পেরে উঠে আপনাকেই বেশি সাহায্য চেয়েছি৷ তবে একবার সব টা করে ফেলার পর সত্যিই দিনের আলোর মতো পরিষ্কার ও সহজ মনে হয়েছে৷ এখন তো আপনার সাথেই সহমত এই লেভেলটাই সব থেকে সোজা৷ যাইহোক আর কথা বাড়াবো না। সোজাসুজি চলে যাই প্রশ্ন উত্তরে৷



প্রশ্ন-১

p2p কি?

p2p মানে হল পারশন টু পারশন ট্রানফার৷ হাওয়া বাতাস নয়, নিজের স্টিমিট ওয়ালেট থেকে অন্য কোন অ্যাকাউন্টে বা অ্যাড্রেসে স্টিম, এস বি ডি, টি আর এক্স এই সব পাঠানো বা ট্রান্সফার কে বলে p2p।



প্রশ্ন-২

p2p এর মাধ্যমে আপনার স্টিমিট একাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

প্রথমেই আমি আমার স্টিমিট ওয়ালেটে লগ ইন করেছি৷ তারপর STEEM SBD ইত্যাদি কারেন্সি অ্যামাউন্ট সমেত দেখা যায়। আর প্রত্যেকের পাশেই একটি করে ড্রপ ডাউন বটন থাকে। সেখানে ক্লিক করলে অনেকগুলি অপশন আসে৷ আমি ট্রান্সফার অপশনটি সিলেক্ট করে উল্লিখিত অ্যাড্রেস ও প্রয়োজনীয় মেমো এবং অ্যামাউন্টের ঘরে প্রশ্নে উল্লিখিত অ্যামাউন্ট টি ক্লিক করতেই আমায় অ্যাক্টিভ কি চাইল। আমি সেটা দিলাম এবং ট্রান্সফার হয়ে গেল। সম্পূর্ণ কর্মটির স্ক্রিনশট নিচে দিলাম।

Screenshot_20240901_204128_Chrome.jpg

Screenshot_20240901_204209_Chrome.jpg

Screenshot_20240901_204235_Chrome.jpg



প্রশ্ন-৩

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

যেভাবে SBD পাঠিয়েছি সেই একই ভাবে STEEM লেখা জায়গাটিতে যে ড্রপ ডাউন বটন রয়েছে সেখানে ক্লিক করে ট্রান্সফার অপশন সিলেক্ট করেছি। তারপর অ্যাড্রেসে প্রশ্নে উল্লিখিত অ্যাড্রেস, অ্যামাউন্ট, মেমো দেওয়ার পর ওকে করেছি। সব কিছু দেখে আবার ওকে করলাম। অ্যাক্টিভ কি চাইল এবং তা দেওয়ার পর STEEM সেন্ড হয়ে গেল। পুরো প্রসেসের স্ক্রিনশট নিচে দিলাম।

Screenshot_20240901_203911_Chrome.jpg

Screenshot_20240901_204015_Chrome.jpg

Screenshot_20240901_204037_Chrome.jpg



প্রশ্ন-৪

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEEM, SBD র নিচের দিকে TRX এই অ্যামাউন্ট সমেত ড্রপ ডাউন বটনটা দেখতে পাওয়া যায়৷ সেখানে ক্লিক করে ট্রান্সফার এ ক্লিক করতেই আগেরগুলোর মতো একই পেজ দেখা যায়। সেখানে অ্যাড্রেস, অ্যামাউন্ট মেমো লিখে ওকে করতে আমাকে কিন্তু আর অ্যাক্টিভ কি চায়নি। চাইল গিয়ে ট্রন প্রাইভেট কি। সেইটি দিয়ে ওকে করতেই চলে গেল আমার TRX। পুরো প্রসেসটা পর পর ধাপে ধাপে ছবি দিলাম।

Screenshot_20240901_204256_Chrome.jpg

Screenshot_20240901_204406_Chrome.jpg

Screenshot_20240901_204419_Chrome.jpg

Screenshot_20240901_204428_Chrome.jpg



প্রশ্ন-৫

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

ইন্টারনাল মার্কেটে SBD কে STEEM এ কনভার্ট করার জন্য প্রথমে ওয়ালেটের ডানদিকের মাথার দিকে যে তিনটে লাইন আছে সেটাতে ক্লিক করে কারেন্সি মার্কেট খুলেছি। তারপরেই buy steem আর sell steem দুটি অপশন এসে গিয়েছিল। আমি যেহেতু SBD কে STEEM এ কনভার্ট করব তার মানে SBD বিক্রি করে STEEM কিনব৷ তাই Buy অপশনের ঘরটিতে SBD অ্যামাউন্ট লিখতেই বাকি সব দেখালো। মানে আমি কত স্টিম পাবো বা মার্কেট রেট কত চলছে। সব ভালো করে দেখে নিয়ে আমি BUY অপশনে ক্লিক করলা। তারপর অ্যাক্টিভ কি চাইল। সেইটে দিতেই আমার বিক্রির অর্ডার প্লেস করে গেল। এবন যে দামে কিনেছি সেই দাম উঠলেই কিন্তু স্টিম কেনা হয়ে যাবে৷ অর্থাৎ SBD, STEEM এ কঅনভার্ট হয়ে যাবে৷ সব ধাপের।ছবি নিচে দিলাম।

Screenshot_20240901_204604_Chrome.jpg

Screenshot_20240901_204715_Chrome.jpg

Screenshot_20240901_204752_Chrome.jpg

Screenshot_20240901_204803_Chrome.jpg



প্রশ্ন-৬

Poloniex Exchange site এ একটি Account Create করুন।
খুব উত্তেজনায় অ্যাপে অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটি স্টেপেরও ছবি নেই৷ আসলে পোলোনিক্স-এ অ্যাকাউন্ট খোলার বিষয়টি যে পরীক্ষায় আসবে আর আমায় স্ক্রিনশট সমেত শেয়ার করতে হবে সেটা আগে থেকে বুঝিনি। প্রশ্নপত্রটা দেখলে হয়তো মাথায় থাকত। যাইহোক যা যা করেছি তা বলে দিই সহজ করে। প্রথমেই গুগুল প্লে স্টোরে গিয়ে পোলোনিক্স অ্যাপটি ডাউনলোড করলাম। এইটে একটি থার্ড পার্টি অ্যাপ৷ যেখানে সব কারেন্সির কনভারসন খুব সহজেই করা যায়৷ অ্যাপটি ডাউনলোড করার পর দুটি অপশন থাকে। লগ ইন আর সাইন ইন। আমি যেহেতু প্রথম খুলেছিলাম আর আমার কোন অ্যাকাউন্টও ছিল না তাই সাইন ইন এ গিয়ে ক্লিক করেছি। এরপর ইমেইল আইডি ও পছন্দমতো একটি পাসওয়ার্ড সেট করতেই ইমেইল এ ভেরিফিকেশন কোড গিয়েছিল৷ সেটা এখানে লেখার পর একটি ইনটারফেস এলো যেখানে ছবি সিলেক্ট করতে হবে৷ মানে অনেকগুলো ছবির মধ্যে কোন একটা কমন ছবি কোন কোন ঘরগুলোতে আছে৷ এই ধাপটা সম্পন্ন হলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে৷ আমার অ্যাকাউন্টের বর্তমান ছবিটি আপনাদের সাথে শেয়ার করলা।

InShot_20240901_234059437.jpg

Screenshot_20240901_205453_Poloniex.jpg



প্রশ্ন -৭

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

পোলোনিক্স অ্যাকাউন্টের একেবারে নিচের ডান দিকে ওয়ালেট বলে একটি বটন আছে। সেখানে ক্লিক করলে একটি পেজ খুলে যায় যেখানে Deposit/Buy লেখা আছে৷ সএই লেখাটির উপর ক্লিক করলে select a method বলে একটি অপশন আসবে সেখানে আমি স্টিম সিলেক্ট করেছি। তারপরে কারেন্সি সার্চ বার আসে। সেখানে স্টিম সিলেক্ট করেছি৷ আর চলে এলো একটি বারকোড সমেত অ্যাড্রেস ও মেমো। এখান থেকে অ্যাড্রেস কপি করে স্টিম ওয়ালেটে গিয়ে লিকুইড স্টিমের পাশে লেখা ড্রপ ডাউন বটনটি ক্লিক করলে সেই একই অপশনগুলো দেখাবে৷ সেখানে আমি ট্রান্সফার সিলেক্ট করে অ্যাড্রেসের জায়গায় পোলোনিক্স-এ ডিপোজিট অপশনে পাওয়া অ্যাড্রেস, অ্যামাউন্টের ঘরে সামান্য স্টিমের অংক এবং পোলোনিক্স থেকে পাওয়া মেমো কি দিয়ে ওকে করলাম। তারপর সব কিছু চেক করে অ্যাক্টিভ কি দিয়ে ওকে করলেই স্টিম চলে যাবে পোলোনিক্স এ৷

Screenshot_20240901_205512_Poloniex.jpg

Screenshot_20240901_205521_Poloniex.jpg

Screenshot_20240901_205540_Poloniex.jpg

InShot_20240901_235500072.jpg

Screenshot_20240901_205718_Chrome.jpg

InShot_20240901_235704791.jpg

InShot_20240901_235753436.jpg

Screenshot_20240901_210522_Poloniex.jpg



প্রশ্ন -৮

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

যেভাবে স্টিম ট্রান্সফার করলাম সেই একইভাবে TRX ও ট্রান্সফার করেছি৷ শুধু অ্যাড্রেসটা নেবার সময় পোলোনেক্স অ্যাপে গিয়ে ডিপোজিটে ক্লিক করে কারেন্সি সিলেক্ট করার সময় স্টিমের জায়গায় TRX সিলেক্ট করেছি আর মাধ্যম হিসেবে TRX Tron সিলেক্ট করেছি। একই ভাবে স্টিমিট ওয়ালেটে এসে TRX যেখানে আছে সেখানের ড্রপডাউন মেনুতে ক্লিক করে অ্যাড্রেস, অ্যামাউন্ট সিলেক্ট করলাম এবং অ্যাড্রেসের নিচে লেখা অংশটি পরিবর্তন করে switch to tron account করে দিলাম। তারপর ওকে করলাম। আমাকে চাইল ট্রন প্রাইভেট কি৷ সেইটে কপি করে এখানে পেস্ট করে ওকে করতেই TRX চলে গেল পোলোনেক্স অ্যাকাউন্টে৷ ছবিগুলো নিচে দিচ্ছি।

Screenshot_20240902_000930_Poloniex.jpg

Screenshot_20240901_210617_Poloniex.jpg

InShot_20240902_000621275.jpg

InShot_20240902_000657364.jpg

Screenshot_20240901_210939_Chrome.jpg

Screenshot_20240901_210947_Chrome.jpg



প্রশ্ন -৯

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEEM ও TRX একই পদ্ধতিতে USDT তে এক্সচেঞ্জ করা যায়৷ তার জন্য পোলোনেক্সএর যেখানে ওয়ালেট লেখা আছে তারই বামপাশের দিকে ট্রেড বলে একটি বটন আছে৷ সেটাতে ক্লিক করে স্পটে ক্লিক করতে হবে৷ তারপর STEEM থেকে USDT করার জন্য STEEM/USDT পেয়ারটি সিলেক্ট করতে হবে৷ তারপর ইন্টারনাল মার্কেটের মতোই সেল বাই ওপশন এসে যাবে৷ আমি যেহেতু STEEM থেকে USDT করেছি তাই STEEM বিক্রি করতে হয়েছে। সেইজন্য Sell অপশনে ক্লিক করলাম আর মার্কেটের ভালো রেটটা নিজে থেকেই এসে গিয়েছিল। সেল স্টিমের ঘরে অ্যামাউন্ট টা বসাতেই কত USDT পাবো সেটা দেখিয়ে দিয়েছিল। আমি সব দেখে Sell steem এ ক্লিক করতেই অর্ডার প্লেস হয়ে যায়৷ আর কিছুক্ষণ পর বিক্রি হয়ে অ্যাসেটে USDT কত সেটাও দেখায়। এবার স্ক্রিনশটগুলো শেয়ার করছি।

Screenshot_20240902_002424_Poloniex.jpg

Screenshot_20240901_211242_Poloniex.jpg

Screenshot_20240901_211355_Poloniex.jpg

Screenshot_20240901_211417_Poloniex.jpg

একই ভাবে TRX কে USDT তে এক্সচেঞ্জ করা যায়৷ শুধু spot এ গিয়ে TRX/USDT পেয়ার টি সিলেক্ট করতে হবে৷ TRX থেকে USDT এক্সচেঞ্জিং এর ধাপগুলির স্ক্রিনশট নিছে দিলাম।

Screenshot_20240901_211517_Poloniex.jpg

Screenshot_20240901_211549_Poloniex.jpg

Screenshot_20240901_211540_Poloniex.jpg

এই ছিল লেভেল ৪ এর উত্তরপত্র। চেষ্টা করেছি প্রতিটা ধাপের স্ক্রিনশট দিতে৷ সাথে কিভাবে করেছি তাও লিখেছি। ক্লাসে যা শুনেছি ও লেকচারশিটে যা পড়েছি এছাড়াও হাতে কলমে যেমনটি করেছি তার ওপর নির্ভর করেই আজকের পরীক্ষা দিয়েছি। ছবিগুলো যেহেতু স্ক্রিনশট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে তাই আলাদা করে ক্রপ করিনি৷ কেবলমাত্র অ্যাড্রেস ও কি গুলো হাইড করেছি।

বাকি পরীক্ষক বলতে পারবেন আমি আসলেই কিছু শিখেছি নাকি।

আজ এপর্যন্তই থাক। আবার আগামীকাল আসব অন্য কিছু নিয়ে৷

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণলেভেল ৪ এর লিখিত পরীক্ষা
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি, ইনশট


1000216466.jpg


৫% বেনেফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

IMG_5055.jpg

aukdgasiuda.png

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🌹👏 বিতা জীবন আরো সুযোগে ভর্তি করে, পুনে-এ থাকলেও মনে প্রাণে বাংলা ছোঁয়া দিয়ে, আমার নামে ৩টি অতুল কাজ - কাব্যগ্রন্থ 'মোমবাতির কার্ণিশ' ও 'ইক্যুয়াল টু অ্যাপল', এবং গদ্য সিরিজ 'জোনাক সভ্যতা'। 🌹

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

1000205458.png

IMG_5055.jpg

aukdgasiuda.png

1000205505.png