আ-মরি বাংলা ভাষা ||মাতৃভাষা দিবস উপলক্ষে আমার নিবেদন

in hive-129948 •  2 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


InShot_20250221_234200988.jpg







আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



মাতৃভাষা দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শুরুতেই যে ছবিটা দেখছেন তার সম্পর্কে বলি। বইমেলার বই। বাংলা ভাষাকে ভালোবেসে বাংলায় বই লিখেছি। পাঠকের হাতে তুলে দিচ্ছি এ তারই এক মুহুর্ত৷ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ছবিটি কলকাতা বইমেলায় লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে তোলা।

আ-মরি বাংলা ভাষা
------------------------------------ নীলম সামন্ত

আ-মরি বাংলাভাষা! ওই যে মেয়েটা স্নান না করে বাসি জামায় এপাড়া ওপাড়া ছুটে এসে গোছাগোছা ঘেঁটুফুল তুলে ঘর সাজাচ্ছে সে জানেই না তার গলায় জড়িয়ে আছে বাংলার প্রেম। নৌকার পাল অভিজাত ছিন্ন বস্ত্রের মতো ঝুলে থাকে আকাশের নিচে কোন এক অবহেলায়৷ ও বাংলা ভাষা তুমি কি জানো ওই মেয়েটার ফ্রকে কতখানি লেগে আছ? তুমি জানবে কি করে। তুমি তো বিপন্নতার মাঠে হাহাকার সমেত একটা ড্রাগন ঘুড়ি উড়িয়ে আকাশ দখলের প্রস্তুতি নিতে ব্যস্ত। এসো, আজ তোমায় গল্প বলি। ইউরোপীয় দেশগুলোতে কতগুলো ভাষা? ফ্রান্সের ফ্রেঞ্চ, জার্মানির জার্মান, ইতালির ইতালিয়ান - সক্কলের আলাদা আলাদা। তবে কি ওই সব দেশের মানুষেরা একে অপরের সাথে কথা বলে না? বলে তো। ইংরেজিতে বলে। আমাদের যেমন হিন্দি ওদেরও ইংরেজি। ওদের মাতৃভাষাগুলো বিপন্ন বুঝি?

"....... তুমি ঢেউ — হাওয়ার মতন!
আগুনের মতো তুমি আসিয়াছো অন্তরের কাছে
আশার ঠোঁটের মতো নিরাশার ভিজে চোখ চুমি
আমার বুকের পরে মুখ রেখে ঘুমায়েছো তুমি! "

আহা প্রেম, তুমি প্রজাপতির রূপ ছেড়ে কখনও ফড়িং হয়ে উড়ে চলো। মনখারাপের ভাষায় যখন সমুদ্র উগরে দেবে মাটির গন্ধ তখনও ওই ফ্রক পরা মেয়েটি বড় হবে। ফ্রক ছেড়ে শাড়ি পরবে। দেশলাই বাক্সের ভেতর জমিয়ে রাখবে অজস্র ঘুন পোকা। তারপরেও ইস্কুলের ঘন্টায় কমতি থাকবে না আর সেকেন্ডের হিসেবে রোদ এসে শুয়ে থাকবে চালতা ফুলের বৃন্তে। দিদিমণি চিৎকার করে শেখাতে চাইবে "হুইলস অন দ্য বাস গোস রাউন্ড অ্যান্ড রাউন্ড!" চাকার বৃত্তে কত কি ফিরে আসে। পুরাতনের গায়ে নতুনের জন্ম। ফিসফিস করে বলে তোতাপাখি। ততক্ষণে আমার ঘুম পেয়ে যাবে, গলার কাছে আটকে থাকবে

"রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে..."

রানার- রানার - তুমি যে জিভের আগায় ছুটতে থাকা ডাকনাম, কত কবিতা হয়ে গেছে, কত বসন্ত হারিয়ে যেতে যেতে ছলচাতুরীর আশ্রয় নিয়েছে আর পিঠ থেকে জেগে উঠছে সাধন সঙ্গের ফুটপাত। এখনও তো খিদের কথা বলে কত নাবালিকা, কত প্রেমিকা, কত কত গ্রহ নক্ষত্র। শুধু এক কোণে পড়ে থাক অব্যক্ত বিপন্ন-বিস্ময়। যেখানে জানালা নেই, এমনকি নক্ষত্রভূমিও নেই। তবে কি হারানোর ভয় আঙুলের ওপর বাড়িয়ে চলেছে উইঢিপি?

ওহ রানার! ওই ফ্রক পরা মেয়েটার জামায় মাটি লেগে আছে, স্বচ্ছ পলি মাটি। কোন একদিন গোধুলি খাঁচায় ভরার নাম করে অক্ষরের সমষ্টিতে কত অপেক্ষার গরাদ বসিয়েছি, তুমি জানো অন্ধকারের শব্দ আছে। জানো, তুমিই তো জানো। চিঠিপত্রের মান অভিমান কাঁধে নিয়ে অন্ধকারের শব্দে তুমিই তো হাঁটতে শিখিয়েছিলে। তারপর থেকে সব চিঠি পত্রিকা হয়ে গেল। এখন ছ'হাজারেরও বেশি৷ তবে কিসের বিপন্নতা? বিপন্ন তুমি হে৷ তোমার ঝুমঝুমে আজ আর কেউ দরজায় এসে দাঁড়ায় না। রাজভিখারির ছদ্মবেশে বিপ্লবের গোপন নিয়ে দুধ বিক্রি করে । তখনও কি বিপন্নতায় বিপনি বাংলার মুখস্থ সংলাপ বহুপক্ষিকতার পতাকা উড়িয়ে দেবে! আহা প্রেম! আহা! "আ-মরি বাংলা ভাষা"।


1000205476.png


1000216462.png

পোস্টের ধরণক্রিয়েটিভ রাইটিং
কলমওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNq11oNEiVHeYi1dFPZdD9DtfDnLSeGtLw3tXF7pNDf1KxPvxfffo2xboPm7wR8jPkKYie3LXrW.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBbshXsaBma59uahG3EZgK1iDXVoywUGGxx1xjvsB7gc2x2aoAvMJQKdwPc9f7Bh4cuj9tdr6.png

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

1000402671.jpg

1000402667.jpg

মাতৃভাষা দিবসের এই বিশেষ দিনে আপনার শেয়ার করা লেখা সত্যিই মন ছুঁয়ে যায়। "আ-মরি বাংলা ভাষা" পড়তে গিয়ে বাংলার প্রতি এক অদৃশ্য ভালোবাসার অনুভূতি মনে গেঁথে যায়। আপনার লেখার মধ্যে যে গভীরতা আর প্রেমের মিশ্রণ তা অত্যন্ত প্রগাঢ়। বাংলা ভাষার প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা, তার বিভিন্ন অনুভূতি ও জীবনের প্রতিটি মুহূর্তে ভাষার অঙ্গীকার খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। কলকাতা বইমেলার লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে আপনার লেখা বইয়ের ছবি শেয়ার করে যে মুহূর্তটি আপনি আমাদের সাথে ভাগ করেছেন, তা আমাদের জন্য বিশেষ এক অভিজ্ঞতা হয়ে রইল। এমন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ!

আপনি যে আমার লেখা ধৈর্য ধরে পড়লেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলা ভাষার প্রতি ভালোবাসায় আমার নিজস্বতা এবং নিজের জন্য বেঁচে থাকার একটি উন্মুক্ত দরজা। সাহিত্য কে ভালবাসি তাই ওইটুকুই আমার নিবেদন ছিল। আপনার ভালো লেগেছে এবং কি সুন্দর করে আপনি মন্তব্য করেছেন। তা সত্যিই মুগ্ধ করলো। ভালো থাকবেন আপু পাশে থাকবেন এভাবেই।

আপু যতই স্টিকার মারেন আপনাকে কিন্তু আমরা দেখে ফেলেছি! যাইহোক, পাঠকের হাতে নিজের বই দেয়ার মুহূর্ত টাই অন্যরকম। পৃথিবীতে অনেক রকমের ভাষা থাকলেও। বাংলাই আমাদের মায়ের ভাষা, মুখের ভাষা। এ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে যারা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

হা হা হা। বেশ তো।

ঠিকই বলেছেন নিজের লেখা বই যখন হাতে নিয়ে দেখি বড় অদ্ভুত লাগে ভাবি এটা আমি করেছি আমার কাজ! আপনার মন্তব্য মন ছুয়ে গেল। ভালো থাকবেন ভাই।

জি আপু 💜