বইমেলা উপলক্ষে বাড়ি এলাম, সারাদিন চলছে আগামী কয়েকদিনের তোড়জোড়

in hive-129948 •  last month 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


InShot_20250127_225308714.jpg

[পত্রিকা ব্যানার ডিজাইন করেছেন আমাদের সহ সম্পাদক অদিতি সেনগুপ্ত, তাঁর পারমিশনেই ব্যবহার করলাম]








আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



সকাল পাঁচটা বেজে দশ মিনিট। আজাদ হিন্দ এক্সপ্রেস প্রায় সাড়ে তিন ঘন্টা লেট করে পৌঁছলো খড়গপুরে। গুটি গুটি পায়ে নেমে এলাম। বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে ছিল। উঠে বাবার উঠোনে যখন পৌঁছোলাম তখন সকাল সাড়ে ছ'টা। মায়ের রান্না ঘরে দার্জিলিং চায়ের গন্ধ৷ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিলাম। সারা রাস্তার ক্লান্তি ফেরার পথেই মিলিয়ে যাচ্ছিল যখন দেখলাম মাঠের পর মাঠ দুধ সাদা লাইটের আলোয় কুয়াশার ভেতর সাদা সাদা চন্দ্রমল্লিকা ফুটছে। মনে পড়ে যায় সরস্বতীপূজার ভোর যখন অন্যের মাঠে লুকিয়ে চন্দ্রমল্লিকা আনতে যেতাম৷

যাইহোক বাড়িতে সকলেই ছিল। সবার সাথেই মোটামুটি কুশল মঙ্গল বিনিময় করে কাজে বসলাম৷ আজ ভারী ব্যস্ততায় কাটল। আসলে মাঝে মাত্র একদিন তারপরেই বইমেলায় বসতে হবে তাই প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ার সময় খুব একটা নেই।

এবছর আমার ইচ্ছেতেই আমাদের সম্পাদকমন্ডলীর তরফ থেকে আমাদের পত্রিকার সকল লেখকদের আমরা ব্যক্তিগত আমন্ত্রণ দিয়েছি।

IMG-20250125-WA0090.jpg

লিটিল ম্যাগাজিনের লেখক বা সম্পাদক কাররই ব্যক্তিগত লাভ বলতে টাকায় কিছু হয় না। যা কিছু সবটাই সম্মান। এই আমন্ত্রণ পত্র আগে কোনদিন করা হয়নি। কিন্তু এবার আমাদের প্রধান সম্পাদক তথা আপনাদের প্রিয় কৌশিকদার অনুমতিতে এমন কার্য সম্পাদন করলাম। আসলে মানুষকে আদর করে সম্মান দিয়ে ডাকলে অনেকেই আসবেন। আমাদের নতুন কাজ হাতে তুলে দেখবেন। এতে করে দুই দিকই সামলানো যায়। লেখকদেরও সম্মান দেওয়া সাথে পত্রিকারও সামান্য মার্কেটিং৷

এই আমন্ত্রণ পত্র আমি মেইল করেছি সকলকেই। এছাড়াও আরও একটা পত্র ছিল যা সৌজন্য সংখ্যা সংগ্রহ করার। অর্থাৎ পত্রিকায় যারা কলমচি তাদের জন্য উপহার বা পারিশ্রমিক হিসেবে বরাদ্দ একটি করে পত্রিকা৷ এও সকলে পারে না দিতে। আমরা চেষ্টা করি। আগে সব্বাইকেই ডাকযোগে পাঠানো হত৷ কিন্তু এবার ফান্ডিং কম তাই সিদ্ধান্ত নিলাম মেলার টেবিল থেকে যারা সংগ্রহ করবেন তারা ছাড়া যারা ডাকযোগে চান তাদের ডাকখরচ বহন করতে হবে৷

আসলে নিঃস্বার্থ ভাবে পত্রিকার পাশে দাঁড়ানোর কেউ নেই। নিজেদের পকেটের টাকায় যা করি৷ তাই সব সময় যে ফান্ড ভালো থাকে তা নয়। কোন কোন বার কোন সজ্জন ব্যক্তি কিছু টাকা ডোনেশন দেন স্বেচ্ছায়। কিন্তু এবার আমাদের হাত শূন্য বলা চলে, সম্পাদকমন্ডলীর বার্ষিক চাঁদা ছাড়া আর কিছু নেই৷

বাজেট যেমন হোক পত্রিকা চলবে৷ চালাবো এমনটাই চিন্তাভাবনা। পত্রিকার টেবিল সাজানোর কিছু প্ল্যান করেছি৷ সেই মতো কাজ চলছে৷ সেইগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব।

এই কয়েকদিন বইমেলা আর বইমেলা।

আমাদের দুর্গাপূজা। আমাদের উৎসব। ভাষার উৎসব। বইয়ের উৎসব।

আপনারা প্রার্থনা করুন সব কিছু যেন ভালো ভাবে মিটে যায়। আমরা যেন পাঠক কূলের কাছে সুখ্যাতিতে চর্চিত হতে পারি।

ভাষা আমাদের সকলের...

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণলাইফস্টাইল ব্লগ
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpueEtea4JHYXwe2x51UsQPZ9mMQwVngDzNXBA582cKbseRomShWrKRVDKzQUPQ6PZ6bafR2C6.png

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5HeKgu8gNrEwL8BHFSLwvpDfkWCjDF5VNAannvQST7sG688z9gmLwTRn4AgawAWBGaS2xueiqxJtXAq3ALLXjsZkjMkSAsKxFJhpWwt1U.png

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

1000385877.jpg1000385876.jpg
1000385875.jpg1000385874.jpg