আজ ২৬-শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস

in hive-129948 •  29 days ago  (edited)

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


received_2416117632058206.jpeg

[সোর্স](Meta AI)








আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



প্রায় দু'শ বছর শাসন ও শোষনের পর অনেক লড়াই অনেক রক্তপাতের পর ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল ১৯৪৭ সালের ১৫ অগাস্ট। এর স্বাধীনতার স্বাদ আসলেই কেমন ছিল সেই আলোচনায় আজ আর যাবো না৷ আজ কথা বলব প্রজাতন্ত্র দিবস নিয়ে৷

ভারতবর্ষে মোট তিনটি জাতীয় দিবস আছে। স্বাধীনতা দিবস(১৫-ই অগাস্ট) গান্ধী জয়ন্তী (২রা অক্টোবর) প্রজাতন্ত্র দিবস(২৬-শে জানুয়ারি)। আজ ২৬ শে জানুয়ারি। সারা ভারতবর্ষে নানান অনুষ্ঠান, কুচকাওয়াজ, প্যারেড, প্রভাতফেরি, পতাকা উত্তোলন ইত্যাদির মাধ্যমে পালিত হল প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরই হয়। আমাদের ছোট বেলাতেও হত৷ সকাল সকাল স্নান করে সাদা পোশাক পরে ফুল নিয়ে স্কুলে চলে যেতাম। পতাকা উত্তোলন তারপর দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি বক্তব্য ইত্যাদির শেষে দীর্ঘ প্রভাতফেরি আর ছোলা সেদ্ধ মুড়ি। গ্রামের লোকেরাও তিরঙ্গা পতাকায় নানান ভাবে সাজিয়ে তুলত। কালও যখন ট্রেনের উদ্দেশ্যে বেরিয়ে আসছি আমাদের আবাসনে সাজগোজ চলছে। এ যে জাতীয় উৎসব!

১৯৪৭ সালের ১৫ অগাস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিকই তবে সেই সময় নিজেদের কোন সংবিধান ছিল না৷ আর দেশের প্রধান হিসেবে বহাল ছিলেন ষষ্ঠ জর্জ আর লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন গভর্ণর জেনারেল৷ দেশ চলত ঔপনিবেশিক আইনের সামান্য রদবদল করে৷ কিছুদিনের মধ্যেই অগাস্টের শেষের দিকে একটি ড্রাফটিং কমিটি গঠন হয় যেই কমিটি স্থায়ী সংবিধান রচনা করবে এবং ভারতবর্ষ চলবে সেই সংবিধান অনুযায়ী৷ এই কমিটির চেয়ারম্যান ছিলেন ড: ভীমরাও রামজি আম্বেদকর। তিনি তাঁর কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে একটি সংবিধান রচনা করে জমা করলেন প্রায় দু' বছরেরও বেশি সংবিধান নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা, অধিবেশনের পর অবশেষে ১৯৪৯ সালের ২৬-শে নভেম্বর স্বাধীন ভারতের নিজের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক হয় প্রতিবছর ১৯৫০ সালের ২৬-শে জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হবে এবং প্রতি বছর এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হবে৷ আসলে ১৯৩০ সালের ২৬-শে জানুয়ারি প্রথম পূর্ণ স্বাধীনতার সংকল্প নেন বিপ্লবীরা। তাই ওই দিনটিকে স্মরণে রাখতে এবং সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত৷

খুব সহজে এবং সামান্য আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান ঠিক হয়েছিল এমন না৷ অনেক তর্কবিতর্ক আলাপআলোচনা র ভেতর দিয়ে গিয়ে নানান ভাঙাগড়ার পর সংবিধান তৈরি হয়৷ এই অধিবেশনে সাধারণ মানুষও উপস্থিত থাকতেন।

এই সমস্ত জীবন্ত ইতিহাস আমাদের অনেক বেশি দেশপ্রমী করে তোলে৷ বিল্পবীদের কথা মনে করিয়ে দেয়৷ তাই তাদের নামে জয়ধ্বনি দিয়ে, কুচকাআওয়াজ, নানান প্যারেড, ভারতের সেনাবাহিনীগুলি সমেত নানান সামরিক শক্তির প্রদর্শনী করা হয় দিল্লীর রাজপথে । কলকাতাতেও হয়৷ এইগুলি আসলে বড় বড় উদযাপন৷ পাড়া গাঁয়ে তাদের মতো হয়৷

তবে এ সত্যিই উৎসব৷ আমরাও খুব মজা করে কাটাই৷ কিন্তু আজ ট্রেনে৷ এটাই দূর্ভাগ্য৷ কোন অংশগ্রহণ নেই৷ মেয়েটা গান গাইল শুনতেই পেলাম না৷ যাইহোক পরের বছর আবার হবে৷ তখন দেখব৷

ভারতবর্ষের বিশেষ দিন নিয়ে নানান কথা বলে ফেললাম। আপনারা পড়লে ভালো লাগবে৷ আজ এপর্যন্তই।

টা টা
1000205476.png


1000216462.png

পোস্টের ধরণজেনারেল রাইটিং
কলমওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

5q1knatRafuz9XwMuuEKUktArqLQpY9ERHvTUkr4H3M7EJa5zmYjd88Mgg7ucDLaoRyBbuk6ZDoBxSEqGcM8f9gtL5ff3dELA5FFXhfdJMy3CLVqCeBiUcuHt1GpdcrweUGxxxmGTC4nBtUhD1QWuxAAkWX8iy55cDyLQMmixxBjRCHLY6iMvDqgWQXyeinoLTe3.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpueEtea4JHYXwe2x51UsQPZ9mMQwVngDzNXBA582cKbseRomShWrKRVDKzQUPQ6PZ6bafR2C6.png

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Screenshot_20250126_231850_Samsung Internet.jpg

Screenshot_20250126_231623_X.jpg

আগামী ২৬-শে জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবস। এটি আপনাদের সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো এক গুরুত্বপূর্ণ দিন। আপনাদের ঐক্য, স্বাধীনতা এবং স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রতীক এই দিন ।এই বিষয়ে আমার জানা ছিল না ।তবে আপনার পোস্ট মধ্যেমে বিষয়ে টি জানতে পেরে ভালো লাগলো, ধন্যবাদ দিদি।

সব দেশেরই এমন অনেক কথা থাকে যা অনেকেই জানেনা। আমাদের ব্লগে আমরা দুই দেশের মানুষ হওয়ার ফলে জানাজানির পথটা অনেক সোজা ও খোলা। আপনি পড়লেন আনন্দ হল আপু। ভালো থাকবেন। ধন্যবাদ নেবেন।