মুক্তগদ্য। আ-মরি বাংলা ভাষা।

in hive-129948 •  12 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


PSX_20201127_104957.jpg








আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



আ-মরি বাংলা ভাষা

----------------------------- নীলম সামন্ত



ভরপুর বৈশাখ দুপুরে সমস্ত কাজ শেষ করার পর এসে বসি জানলা ঘেঁষা বিছানার কোণটাতে। এই হাজার স্কোয়ারফিটের ফ্ল্যাটে আমি আর আমার ছায়া- বাদামি পর্দার পিছনে৷ আটপৌরে বৌদের মত হাতে পায়ে ময়েশ্চারাইজার মাখি। মাখতে মাখতে মনে করি পূর্ণেন্দু পত্রী। আজকাল অনেকেই প্রেমের লেখা চায়৷ বর্ষার প্রেম। পেখম তোলা ময়ূরের মত সুন্দর রূপক। কিন্তু বাতাসে যে একেবারেই জলীয় বাষ্প নেই। বৃষ্টি আসতে সেই জুনমাস৷ এখন নিজেকে পোড়ানোর সময়।

আমার দেহাতি বন্ধুরা মাঝে মধ্যেই জানতে চায় কি এত লিখি। নানান যায়গার সূচীপত্রে আমার নাম দেখে কেউ কেউ শিখে গেছে 'নীলম' বাংলায় কিভাবে লিখতে হয়৷ আমার আনন্দ হয় এই ভেবে যে আমার নামের মধ্যে দিয়ে পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষার তিনটে বর্ণ আমি কাউকে কাউকে শেখাতে পেরেছি। বাংলা বিলিয়ে দেওয়ায় অন্যরকম সুখ আছে। হয়তো বহুদিন প্রবাসী বলে নিজের মাতৃভাষার প্রতি এতো মায়া। মানুষ যা পায় না সহজে তাই তো বেশি চায়৷ অথচ কত বাঙালির মুখেই শুনি "বাংলা শিখিয়ে হবে টা কি?" যুগ এগিয়েছে মানুষও চিন্তাভাবনা সমেত বদলেছে। আমি যেন বারো বছর আগেকার বাংলাকেই আঁকড়ে পড়ে আছি৷ এই যেমন ভাই বোন কাকা জ্যাঠা সবাইকেই মনে হয় আমার ছোটবেলার মানুষজন৷ আজ যে যোজন দুরত্ব তা দেখেও বিশ্বাস করতে অসুবিধে হয়৷ যে মানুষগুলোর কোলে পিঠে বড় হলাম তাদের দেখলে ছুটে যাই পঁচিশ বছর আগের নাবালিকার মত। ফিরে আসি দেওয়ালে ধাক্কা খাওয়া মুখ নিয়ে৷

চেঞ্জ ইস দ্য অনলি কন্সট্যান্ট। নিজেকে বদলাতে না পারলে থেমে যেতে হয়৷ তবে? বদলাব বলে জন্ম ভুলে যাব? এভাবে হয় না৷ এভাবে হয় না বলেই না লেখা কবিতার মতন নিজেকে তুলে রাখি গোপন কোথাও। দেখি, বুড়ো নারকেল গাছগুলো এখনও চেষ্টা করছে টিয়াপাখির আশ্রয় হতে। ওপর থেকে উড়ে আসছে সন্তানের শুকনো গেঞ্জি। ভুলে যাই দিনকাল। ভেজা চুলে চিরুনী দিতে দিতে হঠাৎ করেই গেয়ে ফেলি "আ-মরি বাঙলা ভাষা"।

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণলাইফস্টাইল ব্লগ
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

5q1knatRafuz9XwMuuEKUktArqLQpY9ERHvTUkr4H3M7EJa5zmYjd88Mgg7ucDLaoRyBbuk6ZDoBxSEqGcM8f9gtL5ff3dELA5FFXhfdJMy3CLVqCeBiUcuHt1GpdcrweUGxxxmGTC4nBtUhD1QWuxAAkWX8iy55cDyLQMmixxBjRCHLY6iMvDqgWQXyeinoLTe3.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJrqKcZJETAdA7YZhepGeLmDVmitykwcE4ZY727f2tSpfY4knMyeojpyP93CptPsV8DDQHMKLJ.png

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

1000389348.jpg

1000389347.jpg

1000389346.jpg

একটা নিদারুণ বাস্তব কথা বলেছেন আপু। আমি নিজেও অনেকের মুখে কথাটা শুনেছি যে বাংলা শিখিয়ে হবে টা কী। বাংলা তো এখন একটা অচল ভাষা হা হা। পুরো লেখাটা অসাধারণ ছিল আপু চমৎকার লাগল পড়ে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

বাঙালি কবেই বা নিজের ঐতিহ্য বিশ্বাস করেছেন?

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । ধন্যবাদ নেবেন।