প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQM7ayrukKZDk2yVe3HRUU8bR7poJUCjzjtVg95o28vGV/1000217199.png)
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUMcyUFvuLnKBTNhLz5eSRbQYTFLghwQHrcqTbUpQDLPE/1000217200.png)
আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
বাঙালির প্রিয় উৎসব শুরু হয়ে শেষের দিকে পৌঁছোতে চলল। কিন্তু নিউজ চ্যানেলে উৎসবের অন্য রঙ এবার বুক কাঁপিয়ে দিয়ে যায়৷ আমরা যার বিচার পেতে মরিয়া হয়ে উঠেছি তা আজ যেন শুকুনির পাশা। কি হবে জানি না৷ তবে পরিস্থিতির অবনতি ঘটছে তা বলা যায়। শিক্ষিত মানুষরা শিক্ষিতের মতই আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ তারা হিংসার পথে নেই৷ অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে৷ অহিংসার পথ দীর্ঘ হয়৷ ফলাফল যে সব সময় হাতে পাওয়া যায় তা নয়৷ কারণ অহিংস আন্দোলনকারীরের অনেকসময় মিথ্যে স্তুতির মধ্যে পড়তে হয়৷ বর্তমান পরিস্থিতিতে এই সব কিছুই দেখতে পাচ্ছি৷ কিন্তু আন্দোরনকারীরা তাদের প্রাণের বাজী রেখে লড়ছেন।
এমত অবস্থায় আমরা কলম ধরা ছাড়া কিছুই পারি না৷ সংসারে কে যে দোষী কে যে নয় সে সব বুঝতে বুঝতে যে কেউ ঠকিয়ে চলে যায়৷ তাও কলম ধরতে হয়৷ না ধরলে নিজের কাছে নিজে দাঁড়াতে পারি না৷ রোজই লিখছি৷ আজকের কবিতা আপনাদের জন্য রাখলাম।
গৌরীর প্রতি
------------------ নীলম সামন্ত
ভেবেছিলাম গৌরি এলে, চারদিন তাকে ঘুরিয়ে দেখাব
দেশের দশের মানুষ এখন কেবল মাংসপিণ্ড
সমস্ত ছাতিম আর কাশফুল
ক্যামেরায় পোশাক পরে
বাকি উলঙ্গ রাস্তায় লজ্জা কারও নেই,
আচ্ছা গৌরি,
তুমিও রক্ত দেখেছো,
তোমার চোখ দিয়ে আগুন ঝরেছিল
রক্ত ঝরলে দুনিয়া কেমন দেখায় সে কথা কাউকে বলতে পারবে?
গৌরি এলে তাকে শুধবো
ত্রিশূল গাঁথার পর কসাইখানায় গেছ কোনদিন?
মৃত মাংসপিণ্ড হাতে নিয়ে
হাসতে কেমন লাগে
দেখেছ তুমি?
বলবে না তাই না?
এভাবেই চুপ থেকে শুনবে বিসর্জনের বাজনা?
বিশেষ্যকে উজ্জ্বল করতে যে সব বিশেষণ ব্যবহার করা হয়
তাদের মাঝখানে অজস্র অব্যয়
আমজনতার কেউ কেউ সেগুলোই যৌন উল্লাসে ব্যবহার করে
আমরা গন্ধু খুঁজি
চরম আঁশটে গন্ধ, যা আসলে থকথকে রাজনীতি
গৌরি, তুমি আর এসো না
এতো কাঁচা মাংস
একদিন পচনও ছড়িয়ে যাবে গোরস্থানে
বসার জায়গায় ফাঙ্গাস সংসার পাতবে
সংসার তখনও বিসর্জনের কার্নিভালে ডিজে বাজিয়ে
মনোরঞ্জন করে মানুষকে লাইনে বাঁধতে চেষ্টা করবে
তোমার কষ্ট হবে, গা গুলিয়ে উঠবে সাদা রঙ দেখলেই
গৌরি, এবার এলে তুমি থেকেই যাও
বুদবুদ করে ফুটছে যে সমস্ত দ্রোহ
তার শরীরে মৃত্যু হানা দিচ্ছে
তুমি অন্তত কোল দিও
আমরা কোন প্রতীকী চাই না
আমরা কোন স্বান্তনা চাই না...
বন্ধুরা আজকের কবিতা আপনাদের জন্য রাখলাম। পড়ুন৷ এই কবিতাই আমার উৎসবের অক্ষর৷
![1000216462.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbTmsAWchBrQyZBU699MdQen613UF9pcXQpLiuEW51tn3/1000216462.png)
পোস্টের ধরণ | স্বরচিত কবিতা |
---|---|
ছবিওয়ালা | নীলম সামন্ত |
মাধ্যম | স্যামসাং এফ৫৪ |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
৫% বেনেফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মুগ্ধ, আমি আপ্লুত, বলার ভাষা নেই।
কবিতার মায়া জালে হারিয়ে ফেলেছি খেই।
শুধাও তুমি গৌরিকে,
কবিতার ভাষা কেন এত সুন্দর?
শুধাবে তো? অবশ্যই জানতে চাইবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা সুন্দর হোক পৃথিবীর মতো৷ ভালো থাকবেন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit