আনারসি মুর্গ || মুরগী মাংসের অফবিট রেসিপি

in hive-129948 •  15 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


IMG-20250129-WA0008.jpg



1000234046.png


1000234048.png




আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



যখন সিঙ্গাপুরে থাকতাম, তখন ওখানকার নানান ধরনের খাবার খেয়েছি। ওরা অনেক ধরনের রান্না করতো যা আমাদের দেশে সচরাচর পাওয়াই যায় না। কিছু রান্না ভালো লাগতোনা, আবার কিছু রান্না মুখে লেগে থাকার মতন। সেরকমই এক রান্না হল পাইন অ্যাপেল চিকেন। যাকে আমি আমাদের ভাষায় নাম দিলাম আনারসি মুর্গ।

আমাদের ভারতবর্ষে যে সমস্ত চাইনিজ খাবার বিক্রি হয় সেগুলো বেশিরভাগই কিন্তু চাইনিজ নয়। সমস্ত রেসিপিতে ইন্ডিয়ান টাচ থাকে তাই বলা যায় এগুলো সবই ইন্দো চাইনিজ রেসিপি। যেমন হানি চিকেন গার্লিক চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন ইত্যাদি আমরা বেশ আয়েশ করে খাই। এগুলো আসলেই এই ধরনের খেতে নয়।

ওখানে নানান ধরনের রেসিপি খাওয়ার পর বাড়িতে এসে ট্রাই করতে শুরু করতাম। ওদেশে সসগুলোর আলাদা স্বাদ তাই রান্নার স্বাদও অন্যরকম হতো। তবে সব রান্না যে দোকানের মতো করতে পারতাম তা নয়। কিছু ভালো হত কিছু ছড়িয়ে ফেলতাম। যেগুলোভালো হত সেগুলো পরবর্তীতেও রান্না করেছি। এখানে যেহেতু সিঙ্গাপুরের সস পাওয়া যায় না তাই আমিও ইন্ডিয়ান টাচ দিয়ে দিই।

পাইন অ্যাপেল চিকেন বা আনারসি মুর্গ রান্নার একটি বিশেষত্ব আছে। আমরা প্রত্যেকেই কমবেশি জানি মাছ খেয়ে হজম করতে যতটা সহজ হয় মুরগি কিন্তু একেবারেই সহজপাচ্য খাবার নয়। শুধু মুরগি নয় যে কোন মাংস। আর আনারস হলো রাফেজে ভরপুর অর্থাৎ প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই কারনেই আমার রেসিপিটি আরও বেশি ভালো লেগেছিল। এই রান্নাতে কোন বদ হজম হওয়ার চান্স নেই উল্টে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়। ফলে অনেকটাই খাওয়া যায় নিশ্চিন্ত মনে।

তাহলে চলুন দেরি না করে দেখেন এই উপকরণে কি কি নিয়েছিলাম।


1000213522.png

IMG-20250129-WA0028.jpgIMG-20250129-WA0025.jpgIMG-20250129-WA0026.jpg
IMG-20250129-WA0017.jpgIMG-20250129-WA0013.jpgIMG-20250129-WA0030.jpg
উপকরণপরিমাণ
বোনলেস চিকেন৩০০ গ্রাম
ভিনিগারপ্রায় ৩/৪ চামচ
ডিমএক টা
ময়দাছোট এক কাপ
কাঁচালঙ্কাপরিমান মতো
সোয়াসসপরিমান মতো
ক্যাপসিকামমাঝারি মাপের একটা
পেঁয়াজবড় সাইজের দুটো
আদা বাটাএক চামচ
রসুন বাটাএক চামচ
তেলপরিমান মতো
নুনপরিমান মতো
আনারসবড় কাপের এক কাপ ডুমো ডুমো করে কাটা
ময়দা গোলা জলপাতলা।করে এক বাটি


চলুন দেখে নিই কিভাবে বানালাম।


1000213536.png


ধাপ-১
IMG-20250129-WA0027.jpgIMG-20250129-WA0029.jpg
  • বোনলেস মুরগি মাংসের সাথে ডিম ময়দা নুন এবং ভিনেগার মিশিয়ে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় দুই ঘন্টা।
ধাপ-২
IMG-20250129-WA0024.jpgIMG-20250129-WA0031.jpgIMG-20250129-WA0023.jpg
  • দু'ঘণ্টা পর যে পরিমাণ আদা রসুন বাটা ছিল তার অর্ধেক পরিমাণ নিয়ে মাংসের সাথে ভাগ করে মেখে নিয়েছি।

  • এবার একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে মাংসগুলো ভেজে নিলাম।

  • একটু ভালো করে দেখলে দেখবেন খুব বেশি কড়া করে ভাজিনি আবার এমন হালকাও ভাজিনি যাতে কাঁচা গন্ধ থাকে।

ধাপ-৩
IMG-20250129-WA0022.jpgIMG-20250129-WA0032.jpgIMG-20250129-WA0018.jpg
  • এবার কড়াইতে বাকি আদা রসুন বাটা দিয়েছি। এই মুহূর্তে আমি কিন্তু আলাদা করে কোন তেল ব্যবহার করিনি। মাংসগুলো ভেজে নেওয়ার পর যে সামান্য পরিমাণ তেল ছিল তাতেই বাকি রান্না করে নিয়েছি।

  • আদা রসুন সামান্য ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে নিয়েছি।

  • পেঁয়াজ ক্যাপসিকাম ভাজতে শুরু করলাম।

ধাপ-৪
IMG-20250129-WA0016.jpgIMG-20250129-WA0019.jpgIMG-20250129-WA0015.jpg
  • পেঁয়াজ ও ক্যাপসিকাম সামান্য ভাজা হয়ে গেলেই তাতে কাঁচা লঙ্কা দিলাম।

  • তারপর দিলাম আনারস। আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম।

  • আনারস একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাংসগুলো।

ধাপ-৫
IMG-20250129-WA0020.jpgIMG-20250129-WA0014.jpgIMG-20250129-WA0021.jpg
  • মাংসগুলো দেওয়ার পরেই আমি সয়া সস দিয়ে দিলাম।

  • সামান্য একটু নেড়েচেড়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম।

ধাপ-৬
IMG-20250129-WA0012.jpgIMG-20250129-WA0011.jpg
  • এবার আমি গলায় জলটাও ঢেলে দিলাম।

  • ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য এবং পরে রান্নাটা রেডি হয়ে যায়।

  • ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায়। আসলে কর্নফ্লাওয়ার গোলা জল বা ময়দা গোলা জল দিলে গ্রেভিটা একটু মোটা হয়। খেতে ভালো হয়।

এভাবেই তৈরি হয়ে গেল আমার আনারসী মুর্গ।

1000225073.png

IMG-20250129-WA0009.jpg

IMG-20250129-WA0010.jpg

IMG-20250129-WA0008.jpg


অনেকটা চিলি চিকেন এর মত রান্নাটা হলেও একেবারে কিন্তু সেই রেসিপি নয় কারণ এখানে আমি কোন রকম টমেটো সস ব্যবহার করিনি। চাইনিজ রান্না গুলো মোটামুটি একই ধরনের হয় শুধু সসের পার্থক্যের জন্য ভিন্ন হয়। এই রান্নাটা যখন শেষের উপর জল দিয়ে সামান্য ফুটিয়ে নিয়েছিলাম তখনই আনারসের রস বেরিয়ে গেছিল ফলে স্বাদটা অনেকটাই আলাদা খেতে লাগছিল।

আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একেবারেই অজানা হয় বা নতুন মনে হয় তাহলে ভালো হয়েছিল কি ভালো হয়েছিল না তা আমার কথার উপর ভরসা না করে নিজেরাই রান্না করে খেয়ে দেখতে পারেন। নিরাশ হবেন না এটুকু বলতে পারি।

তাহলে বন্ধুরা ভালো থাকুন বন্ধুরা। আবার আসব আগামীকাল। আজ বইমেলা উদ্দেশ্যে কলকাতা যাচ্ছি রাস্তায় বাসের মধ্যে বসে বসে রেসিপি লিখলাম। ভুল ত্রুটি কতটা কি হচ্ছে পরে আমি রিভাইস করে কারেকশন করে দেবো কারণ বাসি জার্নিতে আমি ভালো করে অক্ষরগুলো দেখতে পাই না। সবই আমার কাছে কেমন যেন লাফায়। এই কয়েকটা দিন বই মেলা বাড়ি এই করেই প্রচন্ড ব্যস্ততায় কাটবে তাই ব্লগের কাজও এই সবকিছু ফাঁকে ফাঁকে করে নিতে হবে।

টাটা

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণরেসিপি পোস্ট
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমআইফোন ১৪
ব্যবহৃত অ্যাপক্যানভা, ইনশট


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz6gp48FqvSWpY9nBKnny9CKNmNGhK19EWRzFUoCveE5qnYbAaEv5k2s5ZpXuFjZYK228sDhjc.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpHpfrvWwu1NyawLk5VomqzbmpmRPBqvbat59CwrDpXB7VjqK4Wx1cqY9zZNYqJwQ6PTwYbpB8.png

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000387431.jpg

1000387430.jpg

1000387429.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

একদমই ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করেছেন আপু। আনারস দিয়ে এভাবে চিকেন রান্না করা যায় এটা জানা ছিল না। আনারসের ফ্লেভারটা চিকেনের সাথে নিশ্চয়ই ভালো লেগেছে খেতে। আপনি বেশ ইউনিক একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে তো খুবই লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপু ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করার জন্য। সম্ভব হলে একদিন ট্রাই করে দেখব।

আমিও প্রথম যখন খাই অবাক হয়েছিলাম। তবে দারুণ লেগেছিল। তাই বাড়িতে আমিও আমার মতো করেই রান্না করলাম। বাড়ির লোকেরাও বেশ খুশি হয়েছিল। ধন্যবাদ আপু।

ডেইলি টাস্ক রাতে করব।মেলায় এতো টাওয়ার ধরছে না।

আপু আপনার রান্না দেখে আমার তো জিভে জল চলে আসছে। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ মজার হয়েছিল মুরগির মাংসের অফবিট রেসিপি। রেসিপি তৈরির প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। একবার দেখেই যে কেউ শিখে নিতে পারবে। ধন্যবাদ আপু এরকম লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

এরম আলাদা আলাদা রেসিপি রান্না করতে আমার খুব ভালো লাগে আপু। আপনার রেসিপিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ নেবেন আপু।

আসলে মুরগির মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মুরগী মাংসের অফবিট রেসিপি তৈরি করেছেন। আজকে আমি প্রথম আপনার মাধ্যমে মুরগী মাংসের অফবিট রেসিপি দেখতে পারলাম। আসলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে অনেক বেশি ভালো লাগে।

আমি নিজেও সব সময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি ট্রাই করতে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

এমন লোভনীয় রেসিপিগুলো চোখের সামনে আসলে সত্যি লোভ সামলানো বেশ কঠিন হয়ে ওঠে। আপনার রেসিপি তৈরি করা প্রাথমিক বোঝায় থেকে শেষ পর্যন্ত বেশ দারুন ছিল। আমি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে দেখলাম আপনার কার্যক্রম।

আপনার এতোখানি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।ধন্যবাদ ভাই। ভালো থাকবেন৷

ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আসলে বাহিরের দেশের মানুষ ভিন্ন ধরনের অনেক রেসিপি খেয়ে থাকে। আমি চীন,তাইওয়ান এবং হংকং গিয়ে বেশ ইউনিক কিছু রেসিপি খেয়েছিলাম। যাইহোক আনারসি মুর্গ রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বাইরের খাবার গুলো তো আমরা সচরাচর খাই না৷ তাই বেশ ভালোই লাগে। আর আমাদের মতো ঝোল ঝাল ভুনার থেকে মাঝে মধ্যে স্বাদ বদলাতে তো আরই ভালো লাগে৷ ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করলেন আপনি৷

image.png

রেসিপির নামটিইতো চমৎকার। আর রেসিপিটা দেখে তো আরও লোভনীয় মনে হচ্ছে। নতুন একটি ইউনিক রেসিপি আজ আপনার মাধ্যমে দেখতে পেলাম। আনারস যে রান্না করে খাওয়া যায় তা আজ আপনার রেসিপি মাধ্যমে দেখতে পেলাম। যাই হোক আপনার রেসিপি নামের সাথে সাথে রেসিপিটি দারুন হয়েছে। দেখে মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছিল। আর আপনি প্রতিটা ধাপও চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

আনারস রান্না করা হয় আপু, আনারস আর মাছের ডিম দিয়ে মিষ্টি টক খুব ভালো লাগে খেতে৷ তাছাড়া আনারস বার বি কিউ হয়।

এই রান্নাটাও খেতে ভালো হয়েছিল। আপনি বাড়িতে করে দেখতে পারেন।

মুরগী মাংসের অফবিট রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। এই ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। তাই আপনার ধাপগুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করব

নিশ্চই ট্রাই করবেন৷ আমার ভালো লাগবে৷

সিংগাপুরে থাকাকালীন নানারকম রেসিপি খেয়েছো তার মধ্য কোনটা সুস্বাদু ও কোনটা খেতে ভালো লাগতো না জানতে পেলাম তবে আর যাই বলো আজকের এই আনারসি মুর্গ মুরগী মাংসের অফবিট রেসিপি ভীষণ লোভনীয় হয়েছে। আমি তো চিকেন খাইনা তবে আন্দাজ করতে পারছি খেতে অনেকটা সুস্বাদু হয়েছে। বেশ রেঁধেছো কিন্তুু পাকা রাঁধুনীর মতো।মজা করেও খেয়েছো বুঝতে পারছি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

তোমায় অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

দিদি আজকে আপনি ভিন্ন রকম একটি রেসিপি করেছেন। খুব সুন্দর করে মুরগির মাংসের অফবিট রেসিপি বানিয়েছেন। তবে আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। কিন্তু আমার মন চাইছে এই রেসিপিটি খাওয়ার জন্য। ধন্যবাদ ভিন্ন রকম একটি রেসিপি করে সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু, খেতে তো খুবই ভালো ছিল। বাড়িতেও সবাই মজা করে খেয়েছে৷ ধন্যবাদ নেবেন আপু।

ভিন্ন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। বেশ লোভনীয় লাগছে রেসিপিটি। আর ভিন্ন রেসিপি তৈরি করতে আমারও বেশ ভালো লাগে। আপনার রেসিপি একদিন ট্রাই করবো । খেতে বেশ মজা হয়েছিল আশাকরি।

অবশ্যই ট্রাই করবেন আপু আশা করি খুবই ভালো লাগবে আপনার। ধন্যবাদ নেবেন।

নতুন একটি রান্না শিখে নিলাম আপু। আনারস দিয়ে চিকেন রান্না করা যায় এটা জানা ছিল না। একদম ইউনিক একটি রেসিপি খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু ভিন্ন ধরনের চিকেনের রেসিপি শেয়ার করার জন্য।

বাহ আনারসি মুর্গ শব্দটা প্রথম শুনলাম। রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। রান্নার প্রক্রিয়াটা খুব সুন্দর। ধন্যবাদ।