আমাদের গ্রামের শীতের ফুল - পর্ব ১ ফটোগ্রাফি পোস্ট

in hive-129948 •  15 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


Onulipi_01_31_10_34_46.jpg


1000229281.png




আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



সারাদিন ব্লগে আসা হয়নি। এখন দিনের শেষে বসেছি পোস্ট করতে। এক মাথা ক্লান্তি নিয়ে পোস্ট না করলেও হয়তো হত কিন্তু একদিন পোস্ট না করলে মন ভালো থাকে না৷ তাই বিছানায় বিশ্রামের জন্য এলেও প্রথমে পোস্টই করি। আজ আর বই না গিয়ে বাড়ি চলে এসেছি। ক্লান্তি তো ছিলই উপরন্তু বাড়িতেও কিছু কাজ ছিল। যাইহোক এবার এসেই চলে গিয়েছিলাম ফুলের রাজ্যে৷

আগে একদিন ডিসকর্ডে বলেই ছিলাম আমি ফুলের দেশের মেয়ে। মানে আমার বাড়ির চারপাশের মাঠে প্রচুর ফুল হয়। বিশেষত শীতকালের ফুল গুলো প্রচুর হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। সেই ফুল দেখতে কত দূর দূর থেকে লোক আসে। তবে গ্রামের ভেতরের কত মাঠ ফুলে ভরা থাকে আর সেইগুলো আসলেই দেখার কেউ থাকে না। মানে দর্শক বা সাধারণ মানুষ সেই খাজানার খোঁজ হয়তো আজও পায়নি।

যেখানে খুব ভিড় হয় সেই জায়গায় না গিয়ে চলে গিয়েছিলাম আমার মায়ের মাসিরিবাড়ির গ্রামে। তবে বাইরের লোক না থাকলেও লোকাল লোকের কমতি নেই। আসলে প্রকৃতির সব থেকে সুন্দর ও মনোরম জিনিস হল ফুল। ফুল ছাড়া প্রকৃতি বোধহয় এতো রঙিন কোনদিন হত না৷ প্রকৃতির সব থেকে সুন্দর সৃষ্টি হলো ফুল। আপনারা কি বলেন?

এই কয়েকদিন আগেই শীতের ফুলের প্রতিযোগিতা হয়েছিল, তবে শীত যেহেতু এখনো শেষ হয়নি তাই ভাবলাম আবারো শেয়ার করি। আপনারাই দেখুন কেমন লাগে। আমি অনেক ছবি তুলেছি তাই ভাবলাম আপনাদের সাথে পর্ব ভাগ করে করেই শেয়ার করি। আজ রইল প্রথম পর্ব।

ছবি-১

InShot_20250131_221512593.jpg

লোকেশন

এই ছবিটা কিসের ছবি বলুন তো? এস্টার ফুল। এস্টার ফুলগুলো এতগুলো রঙের হয় পুরো বাগানটা চমৎকার রঙিন হয়ে থাকে। মনে হয় যেন পৃথিবীর সমস্ত সুখ এখানে নেমে এলো। প্রায় দুটো মাঠ জুড়ে এই ফুল চাষ। আমি তো সামান্যই অংশ তুলেছি।

ছবি-২

InShot_20250131_221311734.jpg

লোকেশন

এই ছবিটি তোলার পেছনে একটা দারুন গল্প আছে। আপনারা মোটামুটি যারা আমার পোষ্ট ফলো করেন তারা প্রত্যেকেই জানেন আমি আইফোনে ছবি তুলে এবং আমার একটা ম্যাক্রো লেন্স রয়েছে। সেদিন বাগানে একজন লোক আমায় বললেন আইফোন ও লেন্স লাগাতে হচ্ছে আপনি আমার স্যামসাংয়ের মোবাইলটা দেখুন এমনিতেই ওর থেকে ভালো ছবি আছে। আমি ওনাকে একটা ম্যাটরোর ছবি দেখালাম মনি আমি একটা স্যামসাং এর ছবি দেখালেন। আমি ওনাকে বোঝাতে পারলাম না প্রথমে যে দুটো ছবির কোয়ালিটি এবং কালার সম্পূর্ণ আলাদা। তারপর যখন বৈশিষ্ট্য গুলো হাতে ধরে ধরে দেখলাম তখন উনি চুপ করে গেলেন। আমি ওনাকে শুধু একটা কথাই বলেছি প্যাশন শব্দটির অন্য মাত্রার গুরুত্ব আছে সেটা বোঝার চেষ্টা করুন। আপনারাই বলুন আমার ম্যাক্রো লেন্সে তো লাইন এস্টার দুটো কেমন হয়েছে?

ছবি-৩

InShot_20250131_220809366.jpg

লোকেশন

এই চমৎকার সবুজ রঙের ফুলটি আপনাদের অতি পরিচিত ব্রকলি গাছের ফুল। ব্রকলি গেছে আমি কোনদিন ফুল দেখিনি আমি তো জানতাম ব্রকলিটাই ফুল। তবে ওখানকার চাষিরা বললেন ব্রকলি গাছ থেকে আবার নতুন করে গাছ তৈরি করতে গেলে তাকে এইভাবে বাড়তে দিতে হয়। তখন সেই ফুল থেকেই আবার নতুন বীজ তৈরি হয়। কি সুন্দর দেখতে ফুলটা তাই না?

ছবি-৪

InShot_20250131_220341641.jpg

লোকেশন

এই ফুলটা দেখতে ডায়ান্থাসের মতো মনে হল এই ভুল কিন্তু আসলেই ডায়ান্থাস নয়। ফুলটির আসলে নাম কি আমার এই মুহূর্তে আমি মনে নেই তখন বলেছিলেন। ডায়ান্থাস ফুলটি আরো একটু বড় সাইজের হয়। আর এগুলো খুবই ছোট ছোট বাড়ির গাছগুলো বেশ লম্বা লম্বা। অনেক হয়েছিল আর দেখতে বেশ ভালো লাগছিল। তবে পুরো মাঠ জুড়ে নয় কিছুটা কিছুটা জায়গায় রয়েছে এই ফুলগুলো।

ছবি-৫

InShot_20250131_215855334.jpg

লোকেশন

টুকটুকে লাল রঙের পপি ফুল কি সুন্দর দেখতে হয় তাই না? মাটির পাশেই একজন হাতে গোনা দশ বারোটা ফুলের গাছ লাগিয়েছেন। বলছিলেন যেগুলো বিক্রির জন্য নয় উনার খুব পছন্দ তাই লাগিয়েছেন। লাল সাদা গোলাপি তিনটি রঙিন বড্ড সুন্দর ছিল তবে লাল রংটি বেশি দৃষ্টিগোচর হয়েছিল তাই এটারই ছবি তুলেছি।

ছবি-৬

InShot_20250131_215626228.jpg

InShot_20250131_215356093.jpg

লোকেশন

এই দুটো ছবিও এস্টার ফুলের। সাদা এবং বেগুনি। তবে ওই বাগান থেকে নয় পাশে আরেকটা বাগান থেকে। এতগুলো বাগান ছিল তবে ফুলগুলো একই রকম দেখতে তাই আলাদা আলাদা করে বাগান গুলোর ছবি তুলিনি।

ছবি-৭

InShot_20250131_210506168.jpg

লোকেশন

ডালিয়া কে আমি সবসময় ফুলের রানী বলে থাকি। যেমনি সাইজে বড় তেমনি যেন রাজত্ব করে থাকে। কি অপূর্ব দেখতে হয় ডালিয়া ফুলগুলো আর অনেকদিন ধরে থাকে। এখানে অনেক চন্দ্রমল্লিকা ফুটেছিল কিছু ছবি তুলেছি তা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আজ আপনারাই চমৎকার দেখতে ডালিয়া দেখে ক্ষান্ত থাকুন।

ছবি-৮

InShot_20250131_210043354.jpg

লোকেশন

এই ফুলের বাগানটি চিনে না এমন মানুষ বোধহয় আমাদের ব্লগে একটিও নেই। মোরগঝুঁটি। পাশাপাশি বেশ কয়েকটা মাঠ জুড়ে মোরগঝুঁটি চাষ হয়েছে। এই ফুলটা সব থেকে বিশেষত্ব হলো চট করে নষ্ট হয়ে যায় না। আর বেশ কিছুদিন একই রকম টাটকা থাকে। তবে বিশেষ খুব একটা গন্ধ পাই না। মোরগঝুঁটি যেন এমনি সুন্দর। আপনাদের ভালো লাগে মোরগঝুঁটি?



বন্ধুরা আজকের ফটোগ্রাফি পোস্ট এ পর্যন্তই থাকলো। আবার আসবো আগামীকাল নতুন কোন পোস্ট নিয়ে,আজ এ পর্যন্ত রইল।

টাটা।

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণফটোগ্রাফি পোস্ট
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমআইফোন ১৪
ব্যবহৃত অ্যাপক্যানভা, ইনশট


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQGmyQQJSx2MHvcyqq4XNg2FZiGWRBYf81wDThEM4xYuSUhFAaApJDQJ4jasjkg5ytiwdfqpnm4.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPd641dngTZWiHQnQEPdqjssU4iUaDNENLp3ya2FLLZtRJxQVSjNRtygbo7NF4dXTAMoiWedMnN.png

![1000205505.png](

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শীতকালে চারদিকে এমন দারুন দারুন ফুল ফোটে যে দেখতেও দারুন লাগে। আপনি আজ বেশ দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের শীতের ফটোগ্রাফি দেথেতো আমি মুগ্ধ হয়েই গেলাম। এমন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

শীতকাল মানেই তো ফুলের সিজিন তাই না? আর সেই জন্যই হয়তো বিভিন্ন জায়গায় নানান ধরনের ফুল চাষ হয়। কেউ জীবিকার জন্য লাগায় আবার কেউ শখে৷ অনেক ধন্যবাদ নেবেন আপু সুন্দর মন্তব্য করলেন আপনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

1000388710.jpg

1000388711.jpg

আপনাদের গ্রামের এত অসাধারণ ফুলের ফটোগ্রাফি করে তো লোভ লাগিয়ে দিলেন। ইচ্ছা হচ্ছে এখনি আপনাদের গ্রামে চলে আসি। কারন যেখানে ফুল সেখানেই আমি। আর এত চমৎকার ফুল গুলো রেখে কি করে থাকি। দারুন হয়েছে আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো। যেকোনো সময় আমিও আসছি আপনাদের গ্রামে ফুলের ফটোগ্রাফি করার জন্য।

চলে আসুন আপু শীতকালে এলে এরকম ফুলের মাঠ যতদূর চোখ যাবে তত দূরই দেখতে পাবেন।

আপু আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি আপনাদের গ্ৰাম খুবই সুন্দর। তার মানে আপনি ফুলের রাজ্যে বাস করেন। এমন সুন্দর গ্ৰামে থাকতে খুব ভালো লাগে। কিন্তু দেখেন আমাদের নিজের এমন সুন্দর গ্ৰাম রেখে পড়ে থাকতে হয় অনেক দূরে। এটাই মেয়েদের কপাল। যাই হোক আমার তো বাগান ভরা এস্টার ফুল দেখে সেখানে ছুটে চলে যেতে ইচ্ছে করছে। আপনার মায়ের মাসির বাড়িতে গিয়ে খুবই চমৎকার সব ফুলের ফটোগ্রাফি করেছেন। লাল টুকটুকে পপি ফুল এই প্রথম দেখতে পেলাম। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

কি করবো আপু পেটের দায় বাইরে থাকতে হয় আসলে প্রাকৃতিক সৌন্দর্যের সব কিছুই গ্রামেই পাওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করলেন এবং পাশে থাকলেন বলে।

শুনে অনেক ভালো লাগলো আপনাদের বাড়ির চারপাশের মাঠে অনেক সুন্দর ফুলগাছ লাগানো আছে । আসলেই আপনি অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে যেগুলো দেখতে আসলে অনেক চমৎকার লাগছে। সবথেকে হলুদ ডালিয়া ফুলটি বেশি ভালো লাগলো।

আপু এই সমস্ত ফুল গাছ কোনটাই শখে আল্লাহাদে লাগানো নয় এগুলো চাষ। এগুলো মানুষের জীবিকার অংশ। আপনাকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।

আসলে আমাদের দেশের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে এমন কিছু কিছু ফুল রয়েছে, যেগুলোর সৌন্দর্য একদম চোখ জুড়ানোর মতো। আমার কাছে ডালিয়া ফুল অনেক বেশি ভালো লাগে। শীতকাল চলে আসলেই গ্ৰাম এলাকা গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফুটে। আপনার শেয়ার করা প্রতিটি ফুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

গ্রাম মানেই তো চাষবাস এইসবের উপর নির্ভর করে তাই গ্রামে গেলে আমরা অনেক কিছুই দেখতে পাই। আমাদের গ্রামে যেহেতু ফুল চাষ অনেক প্রচলিত তাই শীতকাল এলে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

শীতের অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ দাদা। আপনার ভালো লাগল জেনে খুশি হলাম।

অবশেষে দেখতে পেলাম আপনার গ্রামের ফুলের রাজ্য। কি যে সুন্দর দেখতে! আর সেই সাথে বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন ফুলের। বেশ ভালো লাগলো আপনার প্রতিটি ফটোগ্রাফি।ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফ শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু বড় ইচ্ছে ছিল এই সময়ে এসে ফুলের ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করি। আমার ফটোগ্রাফিগুলো যে আপনার ভালো লাগলো তা জেনে খুশি হলাম। ধন্যবাদ নেবেন।

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলাম। যেগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটা ফুলের সৌন্দর্য এক কথায় মনোমুগ্ধকর ছিল। প্রথম পর্ব টা কিন্তু দারুণ ছিল। আশা করি আপনার সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি সব সময় দেখতে পাবো।

আসলে আপু অনেক ছবি তুলেছিলাম আর অত ছবি একসাথে পোস্ট করার মত সময় সুযোগ কোনটাই হয়নি।। সেই কারণেই আমি পর্ব ভাগ করে দিলাম। অনেক ধন্যবাদ নেবেন। সুন্দর মন্তব্য করলেন। আশা করি পরের পর্বগুলো আপনার মন জয় করবে

সেদিন যখন ডিসকার্ডে বলেছিলেন এই ফুলের রাজ্যের কথা এরপর থেকেই আমি অপেক্ষা করছি কবে আপনি এই পোস্ট করবেন। প্রথম পর্ব টা দেখে চোখটা জুড়িয়ে গেল। আমি চেষ্টা করব বাকি পর্বগুলো দেখার। আমার তো আজকের পর্বে প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে রংবেরঙের এস্টার ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাকি পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম।

বইমেলায় আসি বলে এই শীতের ফুল গুলো দেখতে পাই। সত্যি বলতে কি আপনাদের সাথে শেয়ার করে নেব বলে চটজলদি সামান্য সময়ের জন্যই গিয়েছিলাম। নইলে এই মুহূর্তে এত বেশি ব্যস্ততা যেগুলো কাটিয়ে ফুল দেখতে যাওয়ার মত সময় জুট ছিল না। আপু আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনি আপনার গ্ৰামের ফুলের ফটোগ্রাফি ১ম পর্ব শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল।ডায়ান্থাস,ব্রকলি এই ফুল গুলো এর আগে আমি কখনও দেখিনি,, এমনকি আজকে প্রথম এই ফুলের নাম শুনলাম। তবে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দারুন হয়েছে।

আপনাকে অনেক ধন্যবাদ কী সুন্দর করে মন্তব্য করলেন। আমিও ব্রোকোলি ফুল প্রথম দেখলাম।

দিদি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন যা দেখে নয়ন জুড়িয়ে গেল। ধন্যবাদ দিদি, সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফুল তো নিজেই খুব সুন্দর আমি আর আলাদা করে কিই বা ফটোগ্রাফি করি৷ আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম৷ ধন্যবাদ নেবেন৷

ফুল আমি খুবই কম চিনি। যেগুলো চিনি নাম সঠিক জানি না। অসাধারণ লাগল দেখে আপনার ফটোগ্রাফি গুলো আপু। দারুণ করেছেন শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো। সত্যি বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

ফুল আমি মোটামুটি চিনি তবে সবকিছুর নাম জানিনা। যেগুলো জানি সেগুলো বলার চেষ্টা করছি। আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। ধন্যবাদ নেবেন।

প্রকৃতির সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে ফুল। আপনার এই কথার সাথে আমি সহমত। শুধু সুন্দরী নয় পবিত্রতার প্রতীকও বটে। আপনার মায়ের মাসিরিবাড়ির গ্রাম থেকে একেবারে ফোনের গ্যালারি ভরে ফুলের পিকচার করে নিয়ে এসেছেন বোঝাই যাচ্ছে। তারই কিছু অংশ দেখতে পাচ্ছি আজকে আপনার ফটোগ্রাফি পোস্টে। প্রত্যেকটা ফুলের মধ্যেই যেনো নতুনত্ব বিরাজমান। ঐ লোক samsung এর সাথে যদি আইফোন প্লাস লেন্স কে তুলনা করে তাহলে তো পাগলামি ছাড়া কিছুই নয়। প্রত্যেকটা ফটোগ্রাফি চোখ ধাঁধানো হয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

আসলে যে মানুষ যেমন হয়। ওনার মনে হয়েছে আইফোনের হয়তো কোন কোয়ালিটি নেই। আমার এসব জিনিসপত্র বেশ হাসি পায়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

খুবই ভালো লাগলো আপনার চমৎকার শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। আর যখন ফটোগ্রাফি পোস্ট দেখি তখন অনেক বেশি ভালো লাগে। ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লেগেছে।

হ্যাঁ ভাইয়া আমি আপনার মত ফটোগ্রাফি করতে ভালোবাসি। আপনার ভালো লেগেছে এবং আপনার থেকে কমপ্লিমেন্ট পেলাম এটা আমার কাছে অনেক কিছু। ধন্যবাদ নেবেন।