স্বরচিত কবিতা|| নীলম সামন্ত

in hive-129948 •  2 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLaE6QVsghzivE6SMt4GGPaZuySrwRoUdZypkccFfbLqBJPtGHjLgzMUAmTYVZtvGuhfyvPEYkWExeRbWyxX7MtPF32HGjhFxz.png








আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



প্রতিটি মানুষের কবিতা লেখার জন্য কিছু উপকরণ লাগে। কেউ জীবন নিয়ে লেখেন কেউ আবার বিরহ৷ একবার কবি মহলে কথপোকথনে উঠে এসেছিল, যাই লিখুক প্রেম ছাড়া লেখার গতি শ্লথ হয়ে যায়। কোন একদিন সমস্ত বিষয় হারিয়ে যায়। কিন্তু প্রেম সব কিছুকে তরতাজা করে রাখে৷

শুধু মনুষ্য প্রেম না৷ মনুষ্য প্রেমের জীবনে ভূমিকা তো আছেই। আমি অস্বীকার করি না৷ কারণ প্রেম জীবনকে অনেকবেশি জীবন্ত করে রাখে। সেই সম্পর্কের নানান উত্থান পতন অনেক ধরণের অনুভূতি এনে দেয়। কিন্তু সেই সব কিছুর পরেও এক বৃহত্তর প্রেম রয়েছে৷ যা মনকে অপার্থিব করে তোলে, সাধারণ চাওয়া পাওয়ার লড়াইতে বা টানাপোড়েন পেছনে ফেলে খুঁজে বেড়ায় সেই প্রেম, যা জন্মের সময় ছিল যা মৃত্যুর সময় থাকবে, যাকে ধরা যায় যাকে ছোঁয়া যায় না৷

সেই পরম প্রেমের ছোঁয়া যে পেয়েছে সে সব বিষয়েই সুক্ষ্ম থেকে সুক্ষ্মতর ভালোটাই খুঁজে পায়৷ দেহের প্রতি মোহ নেই। জীবনও সাধারণ। সেই মানুষ লিখে যায়৷ কিছু পাওয়ার আশা না করেই লিখে যায়৷ ওইটুকুই তার প্রকাশ।

আসলে জীবনই তো বড় প্রাপ্তি। আর নতুন করে কি চাইব?

কিছুদিন আগে একটি ব্লগে আপনাদের নেপিয়ার মিউজিয়ামের কিছু কাঠের ও ব্রোঞ্চের মুর্তির ছবি শেয়ার করেছিলাম। সেইগুলো দেখে একটা কবিতা লিখেছি। যার অনেকগুলো ধাপ। দেখুন কেমন লাগে।


বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহপরাণি। তথা শরীরাণি বিহায় জীর্ণান্য- ন্যানি সংযাতি নবানি দেহী।।

জন্মের মুহুর্তে প্রত্নতত্ত্ব ছুঁতে চাওয়া শরীর
আলো দেখেনি
মাথা ভর্তি জ্ঞান
ভূমিষ্ঠ হতে হতে মিলিয়ে গেছে নির্ভীক চক্রে
.
সুদর্শন হেতু নদী পাড়ে
সন্ধ্যা সরিষার ক্ষেত
খননের পর ফসল ফলেছে
শরীরের ভাঁজে ভাঁজে শিল্প -
ঈর্ষার বিভাজিকা পথ খুঁজলে
জীবন্ত হয় বায়ুমন্ডল আর থোকা থোকা প্রাণ
.
আদি - অনন্ত বিদীর্ণ করে
ঠাঁয় দাঁড়িয়ে বৃক্ষাদি
অর্থান্তরিত ব্রহ্ম
পায়ের কাছে মাটি আঁকড়ে পড়েছিল
দু এক পশলা আলোর জায়গা হতেই
নগ্ন নারী খোলস ছেড়ে গর্ভ মেলে ধরল
.
অদ্ভুত এই ধাতব কাঠামো
ঝালরের আসলে
পোশাক মুক্ত বাতাসে
নির্বাসন খোঁজে,
অজ্ঞতায় ঢাকা পড়ে থাকে
আবহমান আর বন্ধনের পার্থক্যগত অমিল
.
মুক্তির পথ সরু হয়ে আসছে
পাতায় পাতায় জীর্ণতা
পা ভেবে পাতাল ছুঁই
শিখে নিই নুপুর নুপুর উল্লাস
তবুও অজ্ঞতা দরজায় দাঁড়ায় অপ্রতুল অতিথি হয়ে
.
আর কোন স্বপ্ন নয়
ব্রহ্মার পদ্মপুকুরে পানকৌড়ি ডুব
আর বকেদের ভেকধারণ পরম্পরা নিয়ে
নতুন মুর্তি স্থাপিত হচ্ছে
শিল্পীর হাতে ঈশ্বর
শরীরে লুকিয়ে দেয় প্রতি জন্মের রিপু প্রকল্প


দাঁড়ি কমা নেই বলে আবার ভাববেন না দিতে ভুলে গেছি। এটা একটা ট্রেন্ড৷ যেখানে যতিচিহ্ন ব্যবহার না করে লাইনের মাধ্যমে থামা বা শেষ বোঝানো হয়।

লেখারও অনেক ভাগ আছে। যা পড়তে হয়, শিখতে হয়। আমি সেরকম কিছু পারি না। চেষ্টা করি দু কলম লেখার। বেশিরভাগই লেখা হয়ে থেকে যায় কবিতা হয় না৷ যাইহোক আশা করি আমার কবিতা কেউ কেউ পড়বেন৷ মন্দ অমন্দ থুড়ি ভালো লাগা ব্যক্ত করবেন।

আগাম শুভেচ্ছা জানিয়ে বিদেয় নিচ্ছি।

টা টা।

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণক্রিয়েটিভ রাইটিং
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিখুঁত অনুভূতি দিয়ে লেখা আপনার আজকের কবিতা। কবিতার সমস্ত লাইনের মধ্যে একটা লাইন আমাকে এতটা অনুপ্রাণিত করেছে তা বলে বোঝাতে পারবো না। সত্যি শরীরের ভাজে ভাঁজে শিল্প। আরো সহজ করে বলা যায় মানুষের জীবনের পথচলায় শিল্প। জন্মগ্রহণ করে মানুষ যতদিন যায় তত বিভিন্ন শিল্পের সাথে সম্পৃক্ত হয় আর জানতে শেখে। বেশ বিভিন্ন অনুভূতিতে গড়া আপনার কবিতা। আবৃত্তি করতে অনেক ভালো লাগলো।

এতো এতো ধন্যবাদ জানাই সুমন ভাই৷ আপনি পুরো পোস্টটাই বেশ যত্ন করে পড়েছেন এবিং মন্তব্য করেছেন। এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

1000373214.jpg1000373213.jpg1000373212.jpg1000373211.jpg1000373210.jpg

আপু মনের সকল অনুভূতি দিয়ে আজ আপনি দারুন একটি কবিতা লিখে কবিতার প্রতিটা লাইন ও কবিতার ভাষাগুলো সুন্দর করে ফুটিয়ে তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো।

আপনি আমার লেখাটা পড়লেন এটাই আমার কাছে ভীষণ আনন্দের। খুব খুশি হয়েছি আপু। আমার লেখার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ভালোবাসাও জানালাম। 💚💚

আপনার লেখা আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। খুবি সুন্দর ভাষায় কবিতা গুলো লিখেছেন। ছন্দে মিলছিল যার কারণে বেশি ভালো লেগেছে আমার।

কবিতার পাঠক এমনিতেই অনেক কম। আপনি যে পড়লেন এবং মন্তব্য করে জানালেন এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি৷ ধন্যবাদ জানবেন৷

image.png

কবিতা পড়তে আমার এখন অনেক ভালো লাগে। আপনার কবিতার অপেক্ষায় থাকি।এতো সহজ ভাবে কবিতা তুলে ধরেন যে সহজেই আমার বোধগম্য হয়।আমার কবিতা নিয়ে কিছু বলার নেই কারণ আমার কাছে আপনি কবি।মুগ্ধতা রেখে গেলাম।

আপনি কবিতার পাঠিকা হয়ে উঠেছেন জেনে খুশি হলাম আপু। জানেন তো কবিতার পাঠক পাঠিকারা সংখ্যায় চিরকালই অনেক কম।

আমার কবিতা আপিনার ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন জেনে ভালো লাগল। আর এটা তো অনেক বড় প্রাপ্তি যে আপনি আমার কবিতার অপেক্ষায় থাকেন। ভালোবাসা নেবেন আপু। ভালো থাকবেন। আর অবশ্যই আমার শব্দের পাশে এভাবেই থাকবেন। 💚💚

দাঁড়ি কমা নেই বলে আবার ভাববেন না দিতে ভুলে গেছি। এটা একটা ট্রেন্ড

এটাও একটা লেখার ট্রেন্ড। আর কিছু এখনও জানি না। কথাটা দারুণ বলেছেন আপু সত্যি প্রেম প্রাণকে বাঁচিয়ে রাখে।

দারুণ লাগল আপনার লেখা কবিতা টা। বরাবরের মতোই অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

আপনি অনেকদিন বাদে আমার পোস্টে এলেন৷ আপনি পড়লে ভালো লাগে। কারণ এসব লেখার পাঠক কম কিন্তু যে ক'জন মানুষ পাই তারাও না থাকলে ভালো লাগে না। আসলে সব লেখায় চায় পাঠকের কাছে পৌঁছে যেতে। ভালো থাকবেন ভাই। অনেক ধন্যবাদ জানালাম।

আপনার লেখার এই কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর ভাষায় ছন্দে মিলিয়ে লিখেছেন তাই পড়ে ভালো লাগলো।

আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বাহ আপু আপনি তো সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। এটি ঠিক বলেছেন প্রেমে মানুষের জীবন উজ্জীবিত করে রাখে। তবে আপনার কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন চমৎকার হয়েছে। এই ধরনের কবিতা গুলো বারবার পড়তে মন চায়।

আপনি আমার কবিতা পড়েন ও আপনার তা ভালো লাগে জেনে খুশি হলাম। এই কবিতাটাও যে ভালো লেগেছে তা শুনে আনন্দ হল। ভালো থাকবেন দাদা। ধন্যবাদ নেবেন।

দাঁড়ি কমা নেই বলে আবার ভাববেন না দিতে ভুলে গেছি। এটা একটা ট্রেন্ড৷

এই ট্রেন্ড ফলো করে আমাকেও এভাবে লিখতে হবে হা হা হা। যাইহোক দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। এককথায় অসাধারণ লিখেন আপনি। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হা হা হা। লেখেন দাদা। কবিতা সকলের। লেখার মতো আনন্দ আর কিছুতে নেই।

প্রথমবার আপনি আমার কবিতা পড়ে মন্তব্য করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম।