খুব সহজে বানিয়ে নিলাম গন্ধরাজ চিকেন৷ বাঙালির রান্না সে কি আলু ছাড়া সম্ভব?

in hive-129948 •  2 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


a38428ad-2c9b-41b4-8617-e56613c5108d_20241117_085804_0000.jpg



1000234046.png


1000234048.png




আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংসের একটি চমৎকার রেসিপি। এইবার দেশের বাড়িতে গিয়ে রান্না করেছিলাম। দেশের বাড়িতে সবারই প্রায় গলব্লাডার নেই। তাই ওখানে অনেক ভেবেচিন্তে দেখে শুনে রান্না করতে হয়। কারণ বেশি রিচ রান্না হয়ে গেলে শরীর খারাপ করে। এদিকে আমি গেলেই সবাই আমার হাতের নিত্য নতুন রান্না খেতে চায়৷ কি করব, ভেবে ভেবে যখন সবজি বাগানে, ফল বাগানে ঘুরে বেড়াই তখন মাথায় আসে সহজপাচ্য কিছু রেসিপির কথা। কিন্তু গ্রামের বাড়িতে যে সমস্ত উপকরণ হাতের কাছে পাই তা তো নয়। তবুও চালিয়ে নেওয়া। তো সেই ভাবেই বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন। আজ আপনাদের দেখাই আমার সেই জোড়াতালির পদ্ধতি। খাওয়াতে তো পারবো না, তাই কখন রান্না করে নিজেরাই বলবেন কেমন খেতে হয়েছে। কারণ নিজেরটা নিজে বড় করে ভালো বলতে পারি না । মা বলেন,

লোকে যারে ভালো বলে ভালো সেই হয়।


1000213522.png


InShot_20241117_101302224.jpgInShot_20241117_101233441.jpgInShot_20241117_101218400.jpg
f7e5a22a-550d-4c1d-95fb-357c314a9715_20241117_101146_0000.jpgb8f09b96-364b-4a8e-be02-c3234dd0bbb1_20241117_100924_0000.jpg23a3b6c0-42ab-4285-8d4e-9814da6ec8da_20241117_100818_0000.jpg
4710a700-ac6c-4a69-8483-829f583b0553_20241117_100644_0000.jpgInShot_20241117_100535203.jpgInShot_20241117_100526072.jpg
উপকরণপরিমাণ
মুরগির মাংসআড়াই কেজি
আলুহাল্ফ কেজি
ডিমদু'টো
পেঁয়াজহাফ কেজি
আদাদেড়শ গ্রাম
কাঁচা লঙ্কাতিনটি
গন্ধরাজ লেবুর পাতাপাঁচ সাতটি
গাছের রসালো লেবুতিনটি
টক দইএক বাটি
নুন, তেল, হলুদপরিমাণ মতো
লঙ্কা গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, গোটা গরম মশলাপরিমান মতো

চলুন দেখে নিই কিভাবে বানালাম।


1000213536.png


ধাপ-১

ম্যারিনেশন

InShot_20241117_100507176.jpgInShot_20241117_100442209.jpgInShot_20241117_100418192.jpg
InShot_20241117_100347496.jpgInShot_20241117_100331284.jpg
  • প্রথমে পরিমান মতো নুন হলুদ মাংসে মেখে নিয়েছি।

  • এর পর একে একে লংকাগুঁড়ো ছাড়া সমস্ত প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে দিলাম।

  • লেবু ও নিংড়ে দিয়েছি। এমনকি ডিমও ফাটিয়ে দিয়েছি।

প্রতিটা ছবি ভালো করে দেখলে বোঝা যাবে৷


এই ভাবে ঢাকা দিয়ে রেখেছি প্রায় দু ঘন্টা,
মাংসের সাথে লেপ্টে ছিল সমস্ত ভালোবাসা।

ধাপ-২

কষাকষি

InShot_20241117_100309295.jpgInShot_20241117_100254459.jpg
  • সরষের তেল গরম করে আলুর সাথে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম।


আলুতেই আছে সেই স্বাদ,
যে জানে না সেই দেয় বাদ।

ধাপ-৩

আসল রান্না

InShot_20241117_100245990.jpgInShot_20241117_100230534.jpg
InShot_20241117_100213645.jpgInShot_20241117_100200890.jpg
  • এবার সামান্য একটু তেল গরম করে তাতে গোটা গরমমশলা আর কাঁচ
    আর লংকা দিয়ে দিয়েছি।

  • ম্যারিনেশন করে রাখা মাংসটাও দিয়ে দিয়েছি।

  • সামান্য নাড়াচাড়া করার পর, দু রকমের লঙ্কাগুড়ো মিশিয়ে দিয়েছি।

  • মুরগি থেকে জল বেরিয়ে এলে আলুও মিশিয়ে দিলাম। এবং ঢাকা লাগিয়ে দিয়েছি।


অল্প তেলেই হয়ে যায় রান্না,
অপারগ সব জুড়ে দেয় কান্না।
বলে, স্বাদ আসবে কেমনে,
একটু তেল! কুলোয় না মনে।

তেল যত দাও সব তেলা মাথায়,
উদ্ধার হবে কাজ
স্বাস্থ্য বাঁচাতে কম দাও রান্নায়,
পড়বে না মাথায় বাজ।

ধাপ-৪

শেষের পথে

InShot_20241117_100145319.jpg
  • কম আঁচে ঢাকা দিয়ে পুরো রান্নাটা করেছি, মাঝেমধ্যে শুধু নেড়েছি। প্রায় আধঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর এরকম দেখতে হয়েছে।

  • বেশি পরিমাণ ঝোল রাখার হলে, গরম জল মেশানো যায়।

এভাবেই হয়ে গেছে গন্ধরাজ চিকেন রান্না


গন্ধরাজের পাতায় ছিল যাবতীয় সুগন্ধী,
স্বাদ বাড়িয়েছে রসালো লেবু আর দইয়ের যুগলবন্দী।
তেল তো দিইনি বেশি তবুও সবার ওপরে ভাসছে সে,
দইয়েই আসেই সেই রহস্য জানিয়ে দিলাম বিনা ট্যাক্সে।

1000225073.png

a38428ad-2c9b-41b4-8617-e56613c5108d_20241117_085804_0000.jpg

372197e6-dd32-4a38-aff5-a88de9482600_20241117_100119_0000.jpg


রান্নায় ছিল সেই স্বাদ,
হয়েছে সবাই খুশি।
খাবার পর চেটেছে হাত,
বাজিয়েছে গুণের বাঁশি।

রাঁধুনির আর কি চাই
তৃপ্তি পেলে পেটুক পেট?
সবার শেষে খেতে বসেও
থালায় পায় সাজানো ভেট।


আচ্ছা, আবার আসব নতুন কোন পোস্ট নিয়ে। ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকুন আনন্দে থাকুন। আজ এ পর্যন্তই...

টাটা

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণরেসিপি পোস্ট
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি, ইনশট


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

file-g5jU1EzEHAcdc41yLeGvhd2C.webp

file-zRxFXiC7QH38U7F8KN0bisD2_1.webp

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গন্ধরাজ চিকেন দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। আলু ছাড়া চিকেন খেতে একদম ভালো লাগে না। অসাধারণ একটি রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আমারও ঝোলের আলুটা বেশ লাগে। আর ভাতের থেকেও বেশি ওই আলু ঝোল দিয়ে পরের দিন মুড়ি খেতে বেশি ভালো লাগে৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

বেশ লোভনীয় একটি পদ আজ সকলের সঙ্গে শেয়ার করলি। গন্ধরাজ চিকেন খেতে যে খুব সুন্দর হবে তার ছবি দেখলেই বোঝা যাচ্ছে। আর রবিবারের বাজারে এমন চিকেন দেখে খাবার ইচ্ছে আরও বেড়ে গেল।

হা হা। এটা তুমি খেতে পারবে৷ তোমাদের বাজারে তো গন্ধরাজ লেবু ভালোই পাওয়া যায়৷ ছড়াগুলো কেমন হল বললে না তো!

রেসিপি দেখেই মন ভরে গেল দিদি না জানি খেতে কতটা সুসাদু ছিলো।মুরগির মাংশ সবারই অনেক পছন্দের ঝোল ঝোল রান্না করলে খুবই ভালো লাগে খেতে আলো চাউলের রুটি থাকলে তো জুমে ক্ষির৷ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি ধন্যবাদ দিদি।

এই রান্নাটা চালের রুটির সাথে দারুণ যায়।

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হবে। দেখে তো আমার জিভে জল চলে এসেছে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রসেস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

হা হা হা। সামনা সামনি হলে তো দাওয়াত দিয়ে খাওয়াতাম ভাই। এখন তো তা সম্ভব না৷ তাই রেসিপি বাড়িতে বলবেন বানিয়ে খাওয়াবে৷

ওয়াও দিদি আপনি লোভনীয় গন্ধরাজ চিকেনের রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি।আপনি ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করলেন। কখনও বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগবে৷

লোভনীয় এবং সুস্বাদু একটি রেসিপি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন দিদি। ঠিক বলেছেন, বাঙালির রান্না আলু ছাড়া ঠিক জমে না।রেসিপিটি দেখেই জিভে জল এসে গেল। রেসিপি প্রস্তুতি প্রণালী প্রত্যেকটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি।

হা হা। আলু কেড়ে নিলে মনে হয় চোখে অন্ধকার দেখব৷

image.png

ছন্দে ছন্দে বেশ সুন্দর করে নিজের রান্নার গুনগান করলেন। বেশ ভালো লাগলো। তবে কম তেলে যে কোন রান্না শরীরের জন্য বেশ ভালো। আমিও আজকাল চেস্টা করছি কম তেলে রান্না করতে। তবে আপনার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন নামটা যেমন সুন্দর দেখতেও তেমনই লোভনীয়। একদিন ট্রাই করব। তবে গন্ধরাজ লেবু পাবো কিনা তাই দেখার বিষয়।

আপনাদের দেশে গন্ধরাজ লেবু পাওয়া যায় না আপু?

গ্ৰামের বাড়িতে গিয়ে তো বেশ লোভনীয় ও ইউনিক রেসিপি তৈরি করেছেন। গন্ধরাজ চিকেন রেসিপি কখনো খাওয়া হয়নি। গন্ধরাজ নাম শুনে আমি প্রথমে ভেবেছিলাম গন্ধরাজ তেল কিংবা ফুল দিয়ে হয়তো এই রেসিপি তৈরি করেছেন কিন্তু পরে আপনার উপকরণ পড়ে জানতে পারলাম গন্ধরাজ লেবুর পাতা দিয়েছেন। কিন্তু এখন কথা হলো গন্ধরাজ লেবুর পাতা কাকে বলে? এই নামের লেবুর পাতা আগে কখনও দেখিনি মনে হচ্ছে। যাই রেসিপি দেখেই বুঝতে পারছি চেটেপুটে খাওয়ার মতোই একটি রেসিপি। এমন রেসিপি হলে আর কি প্রয়োজন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

আপু, একধরণের লেবুর নাম গন্ধরাজ। একটু বড় বড় হয় রস কম থাকে আকার অনুপাতে তবে দারুণ গন্ধ হয়। এই গাছের পাতারও গন্ধ অনেক বেশি।

প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করে এই টাস্কগুলো সম্পন্ন করতে হবে এবং কমেন্টে সেগুলোর স্ক্রিনশট শেয়ার করতে হবে।

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

গন্ডগোল করে অন্য পোস্টে করে দিয়েছি দাদা। 🤦‍♀️

আমি যেহেতু চিকেন খাইনা তাই এর স্বাদ সম্পর্কে জানি নস তবে তোমার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু একটি রেসিপি।আসলে গ্রামের বাড়িতে সব কিছু সহজে পাওয়া যায় না।শহরের রান্না বলে কথা সেজন্য সবাই তোমার হাতের রান্না খেতে পছন্দ করে ও খেতে চায় হাহা।সত্যি অনেক লোভনীয় হয়েছে রেসিপিটি। লোভ লাগার মতো রেসিপি।থালা সাজিয়ে নিয়েছো দারুণ করে।ধন্যবাদ সুন্দর করে ধাপে ধাপে গন্ধরাজ চিকেন রেসিপি টি ভাগ করে নিয়েছো জন্য।

থালাটা আমার, আমায় সাজিয়ে দেয়। বাড়ি গেলে আমি রান্না করলেও কোনদিন নিজে বেড়ে খাই না৷ এটা বড় প্রাপ্তি বটে।

আমিও চিকেন কমই খাই। মাঝে একেবারেই খেতাম না, কিন্তু বাড়ির লোকের ঠেলায় অল্পস্বল্প খাই। ভেজিটেরিয়ানদের দলে পড়ে যাচ্ছি দিন দিন। তবে মাছ খাই।

অও,দারুণ স্বাদের রেসিপি তৈরি করেছেন দিদি।যদিও আমি কোনো মাংস খাই না তবে আলু ও ডিম দেখেই খেতে মন চাইছে।ছন্দে ছন্দে দারুণ উপস্থাপন করেছো, এটা বেশ ঘ্রানযুক্ত হবে।ধন্যবাদ দিদি।

তোমার জন্য মাছ দিয়ে একদিন বানাব৷ রেসিপি জেনে নিও৷ মাছেরও হয়। আর দারুণ খেতে লাগে৷

হুম জানি তো দিদি☺️😊.

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গন্ধরাজ চিকেন রেসিপি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা গন্ধরাজ চিকেন রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আসলে এখন পর্যন্ত কোন দিন গন্ধরাজ চিকেন রেসিপি তৈরি করা হয়নি এবং খাওয়া হয়নি। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেসিপি তৈরি করার চেষ্টা করেছেন।

হ্যাঁ৷ খুবই মজাদার হয়েছিল ভাইয়া৷

চেষ্টা করি ভাইয়া সব পোস্টই প্রতিদিন সুন্দর করে সাজাতে৷

ধন্যবাদ জানবেন।

রেসিপিটির নাম অনেকবার শুনেছি তবে একবারও বানানো হয়নি আপু। আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম। বেশ লোভনীয় লাগছে। খেতেও বেশ মজার হবে এটা বোঝাই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ চিকেনের ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

আমি তো মাছ বা ভাতও করি আপু। গন্ধরাজলেবুর আলাদাই ব্যপার৷ আমি জানিনা আপনাদের দেশে পাওয়া যায় নাকি৷ গেলে অবশ্যই ট্রাই করবেন৷ ভালো লাগবে৷ ভালো থাকুন আপু। বাবু ভালো হয়ে যাক দ্রুত৷