প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQM7ayrukKZDk2yVe3HRUU8bR7poJUCjzjtVg95o28vGV/1000217199.png)
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUMcyUFvuLnKBTNhLz5eSRbQYTFLghwQHrcqTbUpQDLPE/1000217200.png)
আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
অতয়েব ফেরার পালা। সেই প্রতিবারের মিতো এবারেও ট্রেন লেট। প্রায় বারো ঘন্টা দেরিতে ছাড়ল। এখনক মোটামুটি চলছে। জানি না কখন কোন মুহুর্তে থেমে যায়। মোটামুটি লাগেগ নিয়ে উঠে গিয়েছি। এদিকে ব্যাগগুলোর ওজন দেখে মনে হচ্ছে আমি হয়তো বিশ্ব সংসার ভরে দিয়েছি। আসলে বইমেলায় অনেক বই পেয়েছি। সেই সবই নিয়ে যাচ্ছি। এগুলোই তো সঙ্গী।
আজ আবার সকাল থেকে শরীরটা ভালো না। কাল রাত হয়েছিল খেতে ফলে শরীর বিদ্রোহ করেছে। ওষুধ পাতি সঙ্গে নিয়েছি। আর সামান্য কিছু খাবারও। কিন্তু একা একা এতো দূর পথ। নিজের জন্য এই প্রথম সামান্য হলেও চিন্তা হচ্ছে।
শরীরখারাপ ছাড়াও আমার সহযাত্রী হিসেবে আমাকে সাথ দিচ্ছে প্রিয় কয়েকটি বই। শীতের দুপুরে অল্প অল্প রোদ এসে জানালায় গড়াগড়ি খাচ্ছে দেখে আমি বালিশে বুক পেতে বই খুলেছি। দীর্ঘ ট্রেন যাত্রার এই এক বড় সুবিধে। বাড়িতে যেখানেই থাকি না কেন এতো উন্মুক্ত সময় পাই না যে মনের আনন্দে কেবল পড়েই যাই৷ জীবনের সব কিছু যদি নিজের ইচ্ছে মতো চলত - যখন যা খুশি...
যাইহোক আপনারা তো জানেন ট্রেন থেকে খুব একটা বেশি বা বড় কোন ব্লগ করা যায় না৷ তাই আমি আজ ঠিক করেছি আপনাদের জন্য কয়েকটি গদ্য কবিতা শেয়ার করব। ইতিমধ্যে আমি এখানে বেশ কিছু পাঠক পেয়েছি যাদের কাছে আমার কবিতাগুলো মোটামুটি একটা জায়গা করে নিয়েছে। শব্দ শ্রমিক হিসেবে এর থেকে বেশি কিই বা চাইব বলুন। আমি জানি আমার লেখাগুলো হয়ত কবিতা হয় না। আবার হলেও সহজ সরক ভাবে বোঝা যায় না। তবু আপনারা রস পান। পড়ে আনন্দ পান। আর সেইগুলোই আমায় পরবর্তী লেখা লিখতে সাহায্য করে। আজ আমি তিনটি ভিন্ন স্বাদের কবিতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে চলে যাই কবিতায়।
সামান্য লালের দিকে যা ঝুঁকে আছে
দহনের শিখা থেকে সামান্য লাল ঝুঁকে আছে। টকটকে লাল- খানিকটা কালো ছাই চাপা হতেই নৌকা আঁকা গেলো। মাইকে গান বাজছে "ফাগুনের' মোহনায়" - ছলাৎ ছলাৎ অক্ষর সব বৌ-বসন্ত খেলতে চায়। এই বুঝি বৌ উঠে পালাবে—পেছন পেছন ধাওয়া করবে বৌ ছুঁতে চাওয়া ঈষৎ ঘোলাটে হাত। ছোঁয়াছুঁয়ি খেলার অ্যালগরিদম অনুযায়ী এই মুহুর্তে কি হতে পারে সেই হিসেবে যাবার আগে কোন অগভীর স্তুতির সামনে মাথা নত করব না। বরং হুইপ জারি করা দাহ্য নিঃশ্বাস জানুক পৃথিবীর কোন ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। খেলা ধুলোর শেষে হাটে-বাজারে মৃত্যু শুয়ে থাকে। ফাগুন হোক কিংবা চৈতী।
ভৈরবী ছায়ারাগ
অতঃপর মাঘিপূর্ণিমার সেই বহুকাঙ্ক্ষিত গলনাঙ্কের খুব কাছে বসি৷ নত হই সেই সমস্ত গাছের কাছে, যারা ছড়িয়ে দিয়েছে ভৈরবী ছায়ারাগ। চেনা অচেনা ধুলোর ভিড়ে আপাতত কিছু করার নেই। টুকরো টুকরো দুঃখ কিংবা হতাশা নিত্য প্রয়োজনীয় ওষুধের বাক্সে ঘর বেঁধেছে। আনন্দগুলো দেশলাইয়ের বারুদ - কখন কোন ক্ষত'র ওপর জ্বলে যায়। আমি যে বিশেষ কিছু চেয়েছি এমন না, তবুও পদ্মকুড়ানি কপালে কত রঙের টিপ। যেন আলগা বেলুন অথচ আটকে আছে কোন না কোন গাছের ডালে৷
ফিরতি পথের বাঁকে
অতয়েব ফিরে যাওয়াই আঙুলের চোরাবালি হয়ে ওঠার রহস্যময় ঘি-কাজল। যেখানে দীর্ঘ অপেক্ষা রয়েছে। তিরতির করে পলক পড়া চোখ- নিখুঁত হতে চেয়ে চশমায় আড়াল করছে হাজার হাজার আত্মকথন। তুমি তো এইগুলোই অবাস্তব মনোলগ বলে উড়িয়ে দিতে। কোন একদিন সবই ক্ষয়ে যাবে। আবার থেকেও যাবে স্বপ্নের ভিতর। এই সব ভাবতে ভাবতে মৃদু মৃদু বেদনা আলিঙ্গণহীন জানালায় পড়ন্ত শীতের রোদে গা এলিয়ে দেয়, অনেকটাই কাঙ্খিত অধ্যায় - বইয়ের পাতা উল্টে দিয়ে যান বাইরের লোক। আমার চশমা হারিয়ে গেছে, তাই এতোদিন যাবৎ যত পালক ভরে দিয়েছিলে তারা পাখিজন্মের উদ্দেশ্যে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। সামনেই অচেনা স্টেশন , যদি নেমে পড়ি...
.
ভালো থাকবেন বন্ধুরা। আবার আগামীকাল আসব৷ আজ
টাটা।
![1000216462.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbTmsAWchBrQyZBU699MdQen613UF9pcXQpLiuEW51tn3/1000216462.png)
পোস্টের ধরণ | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
কলমওয়ালা | নীলম সামন্ত |
মাধ্যম | স্যামসাং এফ৫৪ |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
ব্যবহৃত অ্যাপ | ক্যানভা, অনুলিপি |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/neelamsama92551/status/1889583159580275106?t=w69Zb4-XX6Eq6hgM5_xP9Q&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit