আমাদের গ্রামের শীতের ফুল - পর্ব ২ ফটোগ্রাফি পোস্ট

in hive-129948 •  6 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


Onulipi_02_07_11_13_52.jpg


1000229281.png




আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



ভেবেছিলাম বাড়ি এসে অনেকটা সময় পাবো এবং বেশি করে ব্লগে কাজ করব। কিন্তু সে সময়ের আর কোনরকম কোন সুযোগ হলো না। আজ বাবারা অর্থাৎ বাবা-মা এবং আমার ছোট মাসি মিলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত দারিংবাড়ি নামক একটি ভ্রমণ স্থানে ভ্রমণ করতে গেলেন। অগত্যা সকাল থেকে সেই সব কিছুরই তোড়জোড় চলল। মাঝে আমি বাজারে গিয়ে আমার প্রয়োজনীয় টুকটাক জিনিস কিনে আনলাম। ফিরে এসে সোশ্যাল মিডিয়াতে কয়েকটি প্রয়োজনীয় জিনিস পোস্ট করলাম। খাওয়া-দাওয়া করতে বসে টেবিলে মা বললেন আজ বিকেলে বাবার দোকানে একবার যেতে। অনেকদিন যাইনি তাই একটু কিন্তু বোধ হলেও মা-বাবা যেহেতু বললেন তাই চলে গেলাম। আসলে আমার যে সামান্য একটু রেস্ট প্রয়োজন সে কথা কাউকে বলে বোঝাতে পারবো না। সবাই ভাবে বাড়িতেই তো বসে আছি তাহলে যাব না কেন।

যাইহোক এই সমস্ত দিনের যাপন এভাবেই তো চলবে। সেগুলোকে সাইডে সরিয়ে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং সারাদিনের নানান ধরনের কাজও করে নিতে হবে। এত কিছুর মাঝে সারাদিন ধরে একেবারে ঠিক করতে পারিনি কি পোস্ট করব। এদিক-ওদিক চিন্তাভাবনা করে ভাবলাম আমাদের গ্রামে দেখা শীতের ফুলগুলোর বাগান এবং তার ফটোগ্রাফি আপনাদের জন্য পোস্ট করি।

আজ আপনাদের কেবলমাত্র চন্দ্রমল্লিকার বিভিন্ন ধরনের ছবি দেখাবো। চন্দ্রমল্লিকা ও যে কত রকম ভাবে তৈরি করা হয় তা বর্তমান চাষের মাঠে না গেলে বোঝা যায় না। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ফটোগ্রাফি পোস্ট।

ছবি-১

InShot_20250207_224546961.jpg

লোকেশন

সাধারণত চন্দ্রমল্লিকা আমাদের সকলের কাছেই বহু প্রচলিত। বর্তমানে নানান ফুলের দোকানে দেখেছি সাদা চন্দ্রমল্লিকাগুলো কি রং দিয়ে একেবারে অন্যরকম তৈরি করে কিন্তু কেন জানি না আমার সাদা রঙের চন্দ্রমল্লিকাই যেন প্রাণের প্রিয় হয়ে ওঠে। বাড়ি থেকে সামান্যই দূরত্বে এই সমস্ত ফুল গাছ।

ছবি-২

InShot_20250207_224234372.jpg

লোকেশন

এই ছবিটি ও চন্দ্রমল্লিকা ফুলের। তবে যেহেতু ফুলগুলি সরাসরি বাজার হাট থেকে কেনা নয় তাই সহজলভ্য অনেকখানি। এই চন্দ্রমল্লিকা ফুলগুলো ঝটপট নষ্ট হয়ে যায় না।

ছবি-৩

InShot_20250207_225432939.jpg

লোকেশন

চন্দ্রমল্লিকা ফুলের এই রংটি খুব সুন্দর দেখায়। আর দূর থেকে দেখতে এত ভালো লাগে মনে হয় যেন কেউ কার্পেট পিছিয়ে রেখেছে।

ছবি-৪

InShot_20250207_230134167.jpg

লোকেশন

আগে যে চন্দ্রমল্লিকা টা আপনাদের দেখালাম এটা তারই বাগান। এই সমস্ত ফুলগুলো যেন স্বর্গীয় রূপ। আপনাদের চন্দ্রমল্লিকা কোন রঙের সব থেকে ভালো লাগে সেটা মন্তব্য করে জানাবেন।

ছবি-৫

InShot_20250207_225728579.jpg

লোকেশন

হলুদ রঙের চন্দ্রমল্লিকাটি কোন দোকানে নয়। সামনে বেশ কিছু ফুল বিক্রেতা বসেছিলেন তাদের কাছে দেখেছিলাম ফুলের তোড়া কিভাবে বানাতে হয় এবং কিভাবে রাখলে অনেকদিন ভালো থাকবে।

ছবি-৬

InShot_20250207_225758693.jpg
লোকেশন

এই সবুজ রঙের চন্দ্রমল্লিকাটি ও দোকান থেকে ছবি তোলা। একটু আগেই যে বলেছিলাম সাদা রংয়ের চন্দ্রমল্লিকাগুলো রং দিয়ে রঙিন করে নেয়া হয়। এগুলো ফুল চাষিরা করেন না বাইরে থেকে করিয়ে আনা হয়। এর কারিগর আলাদা।

ছবি-৭

লোকেশন

InShot_20250207_230032880.jpg

যতদূর চোখ যায় ততদূর ফুলের রাজ্য। এই ছবিটা অনেকটা সেরকমই।

বন্ধুরা আজকের ফটোগ্রাফি পোস্ট এ পর্যন্তই থাকলো। যে সমস্ত ফুলগুলো আমি দোকান থেকে তুলেছি সেগুলো কিন্তু বাইরের কোন দোকান নয়। এই সমস্ত ফুল মাঠে দে একবার জন্য নানান জায়গা থেকে লোক আসেন এবং তারা ফুল ছিড়ে নিয়ে যেতে চান তাই প্রতিটা জমির পাশাপাশি ওই জমির মালিক সামান্য কিছু ফুল স্টিক নিয়ে বিক্রির জন্য বসেছিলেন। অনেকেই মাথার টিয়ারা বানিয়েছে এবং গুচ্ছ গুচ্ছ ফুলের স্টিক কিনে নিয়েছেন।

ফুল নিয়ে সকলের এই দীর্ঘ ভীড় ভালই লাগে। আবার আসবো আগামীকাল নতুন কোন পোস্ট নিয়ে,আজ এ পর্যন্ত রইল।

টাটা।

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণফটোগ্রাফি পোস্ট
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমআইফোন ১৪
ব্যবহৃত অ্যাপক্যানভা, ইনশট


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQGmyQQJSx2MHvcyqq4XNg2FZiGWRBYf81wDThEM4xYuSUhFAaApJDQJ4jasjkg5ytiwdfqpnm4.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPd641dngTZWiHQnQEPdqjssU4iUaDNENLp3ya2FLLZtRJxQVSjNRtygbo7NF4dXTAMoiWedMnN.png

![1000205505.png](

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Uploading image #1...

Uploading image #2...

image.png

1000393384.jpg

1000393383.jpg

অপরূপ সৌন্দর্যময় এই শীতের ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার ফটোগ্রাফি এবং বর্ণনা পড়ে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ জানাই। ভালো থাকুন।

ঠিক বলেছেন আপু, যতদূর চোখ যায় পুরোটাই ফুলের রাজ্য। জায়গাটা দেখে আমার তো সেখানে চলে যেতে ইচ্ছে করছে। বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রথম পর্ব টাও দেখেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব দেখলাম। সবুজ চন্দ্রমল্লিকা ফুল দেখে অবাক হয়ে গেলাম। আগে কখনো দেখা হয়নি। ধন্যবাদ আপু মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

শীতকালে আমাদের গ্রামগুলো পেটের দায়ে এভাবেই অপূর্ব হয়ে সেজে ওঠে ।

সবুজ চন্দ্রমল্লিকা ফুলটি আর্টিফিসিয়াল ভাবে রং করা।

চন্দ্রমল্লিকা ফুল আগেও দেখেছি। তবে সেটা সর্বোচ্চ দুইটা বা তিনটা এমন। কিন্তু এখানে দেখছি একেবারে বাগান ভর্তি চন্দ্রমল্লিকা। আহ কী দারুণ সব ফটোগ্রাফি গুলো। কী চমৎকার সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো। খুবই সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো আপু। চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

ভাই পেটের দায় বড় দায়। আমাদের গ্রামের মানুষগুলো খানিক বেশি ইনকামের জন্য ধানচাষের জমিতেই শীতকালে এই সব ফুলের চাষ করেন। এগুলো বেশিরভাগই বিদেশে রপ্তানি হয়। সেই কারণেই নানান ধরণের চাষ করে।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

আপনাদের গ্রামের ফুলের বাগান থেকে বেশ দারুন দারুন বিভিন্ন ধরনের কয়েকটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। চন্দ্রমল্লিকা ফুল আমার কাছে বেশ ভালো লাগে। এই ফুলের মধ্যে অনেক অনেক ধরনের জাত রয়েছে। আমিও বেশ কয়েকটি চন্দ্রমল্লিকা ফুলের জাত সম্পর্কে জানি। তবে সবুজ রঙের চন্দ্রমল্লিকা ফুলটি এই প্রথমবার দেখলাম। দেখে বেশ সুন্দরী লেগেছে। এরকম সবুজ কালারের ফুলের আগে দেখা হয়নি। ধন্যবাদ আপনাকে এই চন্দ্রমল্লিকা ফুলের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সবুজ রঙের চন্দ্রমল্লিকা ফুলটি আর্টিফিসিয়াল ভাবে রং করা । এই ভাবে আরও অনেক রং করে।এগুলো গাছে সাদা রঙের হয় আপু। আকর্ষণীয় করতে এরকম করে বিক্রি করে। আমাদের ওদিকে বড় বড় মাঠে যেখানে ফুল চাষ হয় সেখানে এভাবে বিক্রিও হয়। এগুলো শখের বাগান নয়। পেটের দায়। ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

এটা তো দেখতেছি চন্দ্রমল্লিকা ফুলের রাজ্য। এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের গ্রামে এত ফুল খুব সুন্দর লাগছে। এরকম পরিবেশের সময় কাটাতে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

আমার দেশের বাড়িতে এখন মাঠের পর মাঠ এই সবই দেখতে পাওয়া যায় ভাইয়া।

চোখ জুড়িয়ে যাচ্ছে যেন।