আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৬ শীতকালীন সেরা ফটোগ্রাফি

in hive-129948 •  5 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


Onulipi_12_17_10_18_51.jpg



1000229281.png




আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



শীতের হাওয়া হঠাৎ ছুটে এল
গানের বেলা শেষ না হতে হতে?
মনের কথা ছড়িয়ে এলোমেলো
ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে।

— রবীন্দ্রনাথ ঠাকুর

হেমন্তের পর প্রিয় ঋতু মানেই শীত। যতদিন পশ্চিমবঙ্গে থাকতাম, ততদিন পর্যন্ত শীত সম্পর্কে একরকম ধারণা ছিল। শীতের সকাল মানেই, আগুন পোহানো, কুয়াশায় ঢেকে যাওয়া প্রকৃতি। আর আমরা সবাই সোয়েটার চাদর হনুমান টুপি মাথায় জুবুথুবু প্রাণ। এইসব ছাড়াও শীতের উল্লেখযোগ্য ছিল, ধান ওঠা খামার, ছাদ ভর্তি বড়ি আচার, বাগানের নানান ধরনের ফুল, সবজি, পিঠেপুলি ইত্যাদি। তবে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার পর, আবহাওয়ার তফাৎজনিত কারণে শীতকালের ভিন্ন ধরনের প্রকৃতি দেখার অভিজ্ঞতা অর্জন করেছি। মাঝের এক বছর গোয়া জীবন বাদ দিলে, প্রায় নয় থেকে দশ বছর আমি মহারাষ্ট্রের অধিবাসী। মুম্বাইতে যখন থাকতাম তখন শীতের কোন পরশ ছিল না, প্রকৃতির পরিবর্তন বলতে ঝকঝকে নীল আকাশ। ব্যস- শহরে আর বিশেষ কোন পরিবর্তন দেখিনি। ও হ্যাঁ তীব্র ধুলোর ভিড় উল্লেখযোগ্য ঝামেলা বটে, যা পুনেতেও পাচ্ছি৷ তবে মুম্বাইয়ের তুলনায় পুনেতে বেশ ভালই ঠান্ডা পড়ে। বিগত দুদিন তো রীতিমতো সোয়েটার গায়ে দিতে হচ্ছে।

প্রতিযোগিতার অ্যানাউন্স যেদিন হল, সেদিন থেকেই ভেবেছি আমি তো আর বাংলার মত ছবি তুলে দেখাতে পারবো না, অন্যপ্রান্তের ভিন্ন ছবি দেখাই। কারণ শীতকাল মানেই যে সব জায়গায় একই রকম দৃশ্য দেখা যাবে তা কিন্তু নয়। এদিকে সকালবেলায় কেমন ওয়েদার থাকে আমার কোনদিনই দেখার খুব একটা সুযোগ হয় না। কারণ ঘুম ভাঙা থেকেই আমার একপ্রকার ম্যারাথন দৌড় চলে। যখন মুখ তুলি তখন প্রায় নটা বেজে যায়। সকাল আর সকাল থাকে না, বেলা হয়ে যায়। কিন্তু প্রতিযোগিতার কারণে গত রবিবার আমি ঠিক করলাম একটু ভোরের দিকে উঠে নিচে চলে যাব। যেহেতু রবিবারের বাজার, আমার ভোর আর কিছুতেই হতে চায় না। তাও ঠেঙিয়ে ঠেঙিয়ে সাড়ে সাতটার দিক করে নিচে নামলাম। সামনেই বেশ বড় একটা মাঠ রয়েছে এবং একদিকে খাল আছে। ভাবলাম সবমিলিয়েই একটা ফটোগ্রাফি করি। ভাগ্যিস এদিকে সূর্যোদয়টা দেরি করে হয় তাই সাড়ে সাতটাতেও বিরাট রোদের চহট নেই।

বেশ কিছু ফটোগ্রাফি করে বাড়ি চলে আসার পর ভাবলাম, বাড়ি থেকে মাত্র এক-দেড় ঘণ্টা দূর এ লোনাভালা অর্থাৎ পাহাড়ি অঞ্চলে (আমিরখানের বিখ্যাত আতি কা খান্ডালা) চলে যাই, সেখানের পরিবেশটা ফটোগ্রাফি করার জন্য দুরন্ত। আর এই সময় লোকজনও তুলনামূলক ভাবে কম থাকে৷ যেই ভাবা ওমনি বেরনো। চলে গেলাম। সেখানে কিছু সময় কাটানোর পর হঠাৎই খেয়াল হল আরও ত্রিশ কিলোমিটার এগোলে পাওনা লেক৷ এবং ড্যামও আছে৷ এসেছি যখন ঘুরেই নিই। আর ওই পথেই যেহেতু ফেরা তাই চলে গেলাম। সেখানে জঘন্যতম একটা লাঞ্চ সেরে টুকটুক করে লেকের ধারে গিয়ে বসলাম। বেশ কিছু সময় কাটিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরে এলাম।

আর দেরি না করে সরাসরি ফটোগ্রাফির দিকে যাই। একদিনে হ্যারিক্যান গতিতে ফটোশ্যুট করেছি যে৷ হা হা হা।

শীতের সকাল

লোকেশন

পর্ব-১

IMG-20241215-WA0328.jpg

IMG-20241217-WA0064.jpg

IMG-20241217-WA0065.jpg

IMG-20241217-WA0068.jpg

IMG-20241217-WA0066.jpg

IMG-20241217-WA0076.jpg

IMG-20241217-WA0074.jpg

IMG-20241217-WA0072.jpg

IMG-20241217-WA0080.jpg

IMG-20241217-WA0083.jpg

IMG-20241215-WA0338.jpg

IMG-20241217-WA0077.jpg

IMG-20241217-WA0067.jpg

IMG-20241217-WA0081.jpg



আমাদের পশ্চিমের শীতের ঘরোয়া দিনে অত্যন্ত ঘরোয়া সকালের ছবি তোলার পর যখন ছবিগুলো দেখছিলাম মনে হচ্ছিল এ যেন অতিথি আগমনে প্রকৃতি এতো উজ্জ্বল হয়ে উঠেছে৷ এতো সুন্দর সকাল, অথচ রোজই আসে, এতোগুলো দিন আমি না দেখেই কাটিয়ে দিলাম। আরও কত দেব না৷ না দেখতে দেখতে একদিন আমিই ফুরিয়ে যাবো। তখনও সকাল এমনই যুবতী থাকবে৷ আহা শীত তুমি বসন্তের আগে কেন আসো? কেনই বা ক্ষণিকের হীমের পরশ এনে নাড়িয়ে দাও যাপনচিত্র? আমি যুগ যুগ ধরে অপেক্ষা করব কোন একদিন তোমাতেই বিলীন হয়ে যাবার...



শীতের পাহাড়

লোকেশন

IMG-20241217-WA0063.jpg

IMG-20241217-WA0058.jpg

IMG-20241217-WA0059.jpg

IMG-20241217-WA0060.jpg

IMG-20241217-WA0056.jpg

IMG-20241217-WA0057.jpg

IMG-20241217-WA0062.jpg

IMG-20241215-WA0370.jpg

IMG-20241215-WA0367.jpg

IMG-20241217-WA0061.jpg



শীতের পাহাড়ে সেভাবে সবুজের ছোঁয়া থাকে না। এ পাতা ঝরার সময়, তাই এই পাহাড়ের গায়ে যত দুধ সাদা ঝরণা একদিন মনের আনন্দে ঝরে পড়ত তারা সব শুকিয়ে গেছে। মেঘবালিকারাও কোথায় চলে গেছে। কোথাও কিছুর দেখা নেই৷ কেবল নীল আকাশ৷ যতদূর চোখ যায় ঘন নীল৷ উফফফ যেন পৃথিবী নীল কণ্ঠে ধারণ করে শরীরে মেখে নিয়ে জানান তার বিশেষ রূপকথার গল্পে প্রেম নিবেদনও একপ্রকার উৎসব।

একটু ভালো করে দেখলে বোঝা যায় পাহাড়ে কুয়াশার স্তর। সারাদিনই প্রায় থাকে। ছেড়ে যাবার কথা ভাবলেও যেন তাদের গায়ে জ্বর আসে।



শীতের লেক/জলাশয়

লোকেশন

IMG-20241217-WA0037.jpg

IMG-20241217-WA0036.jpg

IMG-20241217-WA0040.jpg

IMG-20241217-WA0038.jpg

IMG-20241217-WA0039.jpg

IMG-20241215-WA0359.jpg



আকাশ নীল, জলও নীল। একে বলে প্রতিবিম্ব। কার? আমার নাকি রঙের নাকি সূর্যের নাকি... আমাদের ভালোবাসার রঙ লাল বলে যারা তারা কখনও নীলের প্রেমে পড়েনি৷ পড়লে জানত, বর্ষার তীব্রতা কেটে গেলে সব কিছু স্বচ্ছ হয়। ঠিক যেমন পাওনা লেক।



শীতের হলুদ ঘাস ও চেনা অচেনা ফুল

[লোকেশন- ওপরের তিনটি লোকেশনেই তোলা তাই আলাদা করে দিলাম না। ]

IMG-20241217-WA0053.jpg

IMG-20241217-WA0047.jpg

IMG-20241217-WA0046.jpg

IMG-20241217-WA0045.jpg

IMG-20241215-WA0361.jpg

IMG-20241217-WA0041.jpg

IMG-20241217-WA0042.jpg

IMG-20241217-WA0049.jpg

IMG-20241217-WA0051.jpg

IMG-20241217-WA0050.jpg

IMG-20241217-WA0052.jpg

IMG-20241217-WA0069.jpg

IMG-20241217-WA0070.jpg

IMG-20241217-WA0071.jpg

IMG-20241217-WA0085.jpg

IMG-20241217-WA0086.jpg

InShot_20241217_220817185.jpg

InShot_20241217_220759520.jpg



ঘাস বলতে এতোদিন আমরা সবুজের সমারোহই জেনে এসেছি৷ কিন্তু শীতকালে পশ্চিমঘাট পর্বতমালার সমস্ত সবুজ ঘাসই হলুদ হয়ে যায়৷ দূর থেকে মনে হয় যেন হেম বর্ণের গালিচা পেতে দিয়েছে পাহাড়রাজ৷ সবাইকে স্বাগত জানাচ্ছে নাম হীন জাতহীন অচেনা অপূর্ব ফুল ফুটিয়ে৷ এসো পর্যটক, এসে দেখে যাও, মৃত ঘাসেরাও কেম্ন সেজে উঠেছে শীতের তালে৷



শীতের সূর্যাস্ত

IMG-20241215-WA0346.jpg

IMG-20241215-WA0344.jpg

IMG-20241215-WA0379.jpg

IMG-20241215-WA0375.jpg



এবং আরও একটি দিনের শুরু করার উদ্দেশ্য নিয়ে ভানু গেল অস্তে। আমরাও ফিরে এলাম নিজ নিজ ঘরে৷ পায়ে পায়ে উঠে এলো আমাদের অন্তরঙ্গ কথা, ঘুম আর জেগে থাকা৷ পৃথিবী বড় সুন্দর। এ কথা বুঝতেই কেটে গেছে ছত্রিশ বছর। তার মধ্যে আঠেরোটি ছিল অজ্ঞাতবাসে৷ এখন আবার নতুন করে প্রতিদিন জন্ম নেওয়ার পালা।



শীতের হেঁসেল

InShot_20241217_220619564.jpg

InShot_20241217_220538510.jpg

IMG-20241217-WA0087.jpg

InShot_20241217_220209314.jpg

InShot_20241218_000722631.jpg

InShot_20241218_000703993.jpg

InShot_20241218_000651968.jpg



বাঙালিয়ানা থেকে চাইনিজ শীতে আসলে সব খাবারই প্রিয়। অনেক ধরণেরই খাবার বানাই শীতের দিনে৷ আপনাদের সাথে সেসবের আলাদা রেসিপি শেয়ার করি৷ তাই এখানে কম ছবিই দিলাম। পিঠেপুলি থেকে গয়না বড়ি আমাদের ঐতিহ্য। আর চাইনিজ ম্যাঞ্চাও সুপে চিকেন ডাম্পলিং তো আলাদাই ব্যপার কি বলব আলাদা করে বলুন৷



শীতকালীর ছবি শেয়ার করলাম কিছু৷ আশাকরি পশ্চিমের আরব সাগরের বাতাসে যেই শীতের গন্ধ তা আপনাদেরও ভালো লাগবে।

বন্ধুরা আজ এপর্যন্তই। টা টা

সমস্ত ছবিই আনএডিটেড এবং নো ফিল্টার

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণফটোগ্রাফি পোস্ট
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমআইফোন-১৪
লোকেশনপুনে, ভারতবর্ষ
ব্যবহৃত অ্যাপঅনুলিপি কভার ছবিতে লেখার জন্য ব্যবহার করেছি। বাকি সব আন এডিটেড ছবি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHdhnjvkioa1f2JtZ2LoPTfbBVm5pqTCPohrig3jik5kx6vwVD1Bd7LsrN7Jsp7QsYJhZKr7tXMngo11dMzHKvCp9Z7CbEykuQt1oBVYh3SxQgtQwV7CMEE.jpeg

PUSS.zip_-_14.png

file-zRxFXiC7QH38U7F8KN0bisD2_1.webp

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে শীতকালীন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ ছিল। শীতের সকালে কুয়াশার ঝিরিঝিরি ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ। আমি তো সকাল বেলায় ঘুম থেকে উঠতে বেশ ভয় পাই শীতের মধ্যে তাই ফটোগ্রাফি করে পোস্ট শেয়ার করতে পারেনি। এত সুন্দর আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে সত্যি বেশ ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

হ্যাঁ দাদা, আমি চেষ্টা করেছি ছবি তোলার। একদিন সারাদিন তো ছবি তোলার কাজেই কাটিয়ে দিলাম। তবে ছবি তোলার উদ্দেশ্যে ছোটখাটো একটা ভ্রমণও হয়ে গিয়েছিল আমার। যাই হোক আমার একদিনের পরিশ্রম আপনাদের যে সবার ভালো লাগছে এটা জেনে অত্যন্ত খুশি হলাম। এটাই তো প্রাপ্তি বলুন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দারুন সুন্দর একটি অ্যালবামের সাক্ষী থাকতে পারলাম। প্রত্যেকটি ছবি ভীষণ প্রাণবন্ত এবং উজ্জ্বল হয়েছে। লেক পাহাড় এবং অবশেষে খাবার মিলিয়ে একেবারে পরিপূর্ণ একটি শীতের অ্যালবাম। প্রতিযোগিতার জন্য অনেক শুভকামনা পাঠিয়ে দিলাম। আশা করি বেশ ভালো স্টিম জিতে একটা ভালো অবস্থানে পৌঁছবে৷ এত সুন্দর সব ছবি কখনোই বিফলে যাবে না।

তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম৷ চেষ্টা করেছি। এবার আর কোন এডিটে যাইনি। সরাসরি পোস্ট করলাম।

শীতকালীন প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। কি অপরূপ সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হলাম।

1000336150.jpg1000336152.jpg1000336151.jpg1000336153.jpg

দারুন কিছু ফটোগ্রাফি কে সাথে নিয়ে আপনি আপনার পোস্ট শেয়ার করেছেন এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। এক কথায় অসাধারণ। শুভ কামনা রইল আপনার জন্য।

আপু আমি চেষ্টা করেছি ছবিগুলো ভালো করে তোলার। তা যে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ জানবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক সুন্দর কিছু শীতকালীন ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা শীতকালীন ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শীতকাল আসলেই যেন প্রকৃতিতে অন্য রকমের একটা সৌন্দর্য চলে আসে।

অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। আমার তোলা ছবিগুলো আপনার এতখানি পছন্দ হয়েছে জেনে আনন্দিত হলাম।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতায় নিজের নাম লেখানোর জন্য। শীতের সূর্য উদয় থেকে শুরু করে অস্ত যাওয়ার পর্যন্ত বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি আরও সুন্দর করতে বানর আর কুকুর মনে হচ্ছে আপনাকে বেশ সাহায্য করেছে। তাদের ফটোগ্রাফি গুলো স্পেশাল হয়েছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ হনুমান আর কুকুর তো সহায়তা করেইছে, তবে জানেন কুকুরটার একটা আলাদা গল্প আছে সেটা অন্য কোন একদিন ব্লগে শেয়ার করব। সব কটা ছবি আপনার ভালো লেগেছে জেনে অত্যন্ত খুশি হয়েছি। অনেক ধন্যবাদ নেবেন আপু।

image.png

প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো দিদি।আপনি আজ শীতকালীন বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।আপনি চমৎকার বর্ননা তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

অনেক ধন্যবাদ জানবেন আপু, আমার তোলা ছবিগুলো আপনার ভালো লেগেছে এবং বর্ণনাগুলো যে পড়েছেন তার জন্য খুশি হয়েছি।

শীত উপলক্ষে আপনার মাধ্যমে অনেক গুলো ফটোগ্রাফি দেখলাম। শীতে পাহাড় খুবই সুন্দর। পাহাড় ভ্রমন করার উত্তম সময় হলো শীত। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। ধন্যবাদ।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন দাদা।

আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আপু। শীতকালের সব ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আলাদা আলাদা সেগমেন্টে করেছেন। শীতের হেঁসেল, পাহাড় এবং জলাশয়ের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করি ভালো কিছু হবে।

আরও অনেক ছবি তুলেছিলাম আপু। তার মধ্যে কিছু শেয়ার করেছি। পরে পরে করব আরও। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ভালো থাকবেন। আন্তরিক ধন্যবাদ জানবেন।

শীতকালীন বিভিন্ন রকম দৃশ্যের খুব সুন্দর ফটোগ্রাফি আপনি করেছেন। আর আমার কাছে সবগুলো ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। মুগ্ধ হয়ে যাওয়ার মত ছিল আপনার প্রতিটা ফটোগ্রাফি। কোন ফটোগ্রাফি গুলো রেখে কোন গুলো দেখবো এটাই তো ভেবে পাচ্ছিলাম না। দারুন ফটোগ্রাফির মাধ্যমে অংশগ্রহণ করলেন বলতেই হচ্ছে।

আপনার থেকে এরকম মন্তব্য পাওয়া আনন্দের। আপনি নিজে যেখানে এতো সুন্দর ফটোগ্রাফি করেন এবং বিষয়গুলো ভালোই বোঝেন। আন্তরিক ধন্যবাদ জানালাম। ভালো থাকবেন দাদা৷

শীতের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছি আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আশা করছি প্রতিযোগিতায় ভালো একটি অবস্থান অর্জন করবেন। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে পাহাড়ের ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর লাগছে।

আমার কাছে মনে হচ্ছে যে শীতকালটা আপনার পোষ্টের মধ্যে পুরোটা আপনি তুলে ধরেছেন। কেননা শীতকালের যত জিনিস গুলো আমরা করি সবগুলোই কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়েছি। এত সুন্দর করে গুছিয়ে পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দাদা আপনার কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়াটা অনেকটাই। যেখানে আপনি নিজেই একজন প্রফেশনাল ফটোগ্রাফার৷ অনেক ধন্যবাদ দাদা৷ ভালো থাকবেন৷

বিশ্বের বড় বড় শহরগুলো শীত থেকে বাদ পড়েছে। আপনাদের মহারাষ্ঠের মতো অবস্থা আমাদের ঢাকার। শীত বলতে এখানে কিছু নেই। ফটোগ্রাফি গুলো অসাধারণ করেছেন আপু। এবং কিছুই যেন বাদ দেননি। অনেক গুলো শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

না ভাই মহারাষ্ট্র বাকিদের মতো দূষণের কারণে শীত মুক্ত এমনটা না৷ এখানে প্রকৃতি আগাগোড়াই এরকম৷ রেইন ফরেস্ট এরিয়া তাছাড়া পশ্চিমঘাট পর্বতমালার দিকে শীত তুলনামূলক কমই হয়।

প্রথমে আপনাকে অনেক অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনি আজকে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ অনেকগুলো ফটোগ্রাফি আপনি এখানে শেয়ার করেছেন যা দেখে খুব ভালো লাগছিল৷ ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

অনেক ধন্যবাদ নেবেন ভাইয়া। ফটোগ্রাফি করতে ভালোবাসি খুবই৷ তাই করে ফেলি। আপনার এত্তো ভালো লেগেছে শুনে খুবই আনন্দিত হলাম। ভালো থাকবেন।

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু চমৎকার শীতকালীন ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে ফটোগ্রাফি গুলো যতই দেখতেছি ততই ভালো লাগছে। চমৎকার চমৎকার শীতকালীন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনাকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ফটোগ্রাফি আমার শখ তাই সব সময় চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার।