আমার একজন পরিচিত মানুষ ছিলেন, উনি ভুত ধরতেন। ছোটবেলায় বেশ মজা লাগত। বহুবার ভেবেছি ভুত হল মনের ভুল। কিন্তু আত্মা বলে সত্যিই কিছু আছে বা নেই সেই বিষয়ে অনেক বিতর্ক। কলকাতাতেই একজন আছেন PLR জার্নি করান তবে তা বিশেষ প্রয়োজনে। সেখানে মানুষ তার আত্মার ওয়েভ ধরে পূর্বজন্মে যায়৷ এই ভাবে মানুষের বর্তমান জীবনের অনেক সমস্যার সমাধানও ঘটেছে৷ কিন্তু এর পেছনে যে সবটাই ভুয়ো তা আমিও জানি না। কারণ আমার কাছে এটা মানা বা না মানার যথাযোগ্য বিজ্ঞান নেই।
RE: ভূত আছে নাকি নেই।।২৬ সেপ্টেম্বর ২০২৪
You are viewing a single comment's thread from:
ভূত আছে নাকি নেই।।২৬ সেপ্টেম্বর ২০২৪