কই আমায় তো দাওয়াত দিলেন না! আমি নয় আপনার নিজের দেশের কেউ না৷ কিন্তু পাশের দেশে বেড়াতে এলে যে কজন মানুষকে পরিচিত বলে দাবী করবেন তাদের মধ্যে আমিও একজন। বাড়ির বাইরে গেলে জানেন তো স্বল্প পরিচিতরাই আত্মীয় হয়ে যায়৷
.
.
এটা হল যেচে দাওয়াত নেওয়ার প্রসেস৷ হা হা হা।
শীতকালে আমাদের গ্রামেও বিরাট মেলা হয়। যদিও বহুকাল সেসব দেখিনি। স্রেফ ফোনে গল্প শুনি, এই হয়েছিল, ওই হয়েছিল। পুনে তে আবার এসব দেখিনি এখনও একদিনও।
এই দাওয়াতে আমিও আছি। একা একা দাওয়াত নেয়া চলবে না। তারপর জিলিপি গুলো সব একাই খেয়ে নিবি। আমি তার আগে আসছি। অল্প হলেও একটা জিলিপি তো খাবই। হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শহুরে জীবনকে বিদায় জানানোর পরে, দিন দিন দারুণ অভিজ্ঞতা হচ্ছে গ্রামে । আপনাকে আর কৌশিক দা দুজনকেই দাওয়াত দিলাম। চলে আসুন, না হলে একদিন আমি গিয়ে হাজির হবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit