আমাদের সংসার বড়ই অদ্ভুত৷ ভালোবাসা যখন আবেগঘন যাপন থেকে সরাসরি জীবনে এসে উত্তীর্ণ হয় তখন জীবনের নানান চাহিদা ও প্রয়োজনীয়তা এসে যায়৷ কোনটা খুব দরকারি আবার কোনটা অদরকারি কিন্তু সখ পূরণ৷ এই সব কিছুর জন্যই টাকা লাগে। শুকনো গুড়ে তো আর চিড়ে ভেজে না৷ সেই জন্যই হয়তো দিনের পর দিন অভাবের তাড়না খেলে ভালোবাসার জায়গায় অশান্তিই বাসা বাধতে শুরু করে৷ ভালো থাকতে যে সকলেই চায়।
RE: জেনারেল রাইটিং:-অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
You are viewing a single comment's thread from:
জেনারেল রাইটিং:-অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।