ভীষন রকমের উজ্জ্বল হয়েছে আপনার আর্টটি। আর একটা তুলে দাঁড়িয়ে থাকা পাখির নাম পেলিকান। সম্ভবত অস্ট্রেলিয়ার পাখি। শীতকালের দিকে উড়ে সে আমাদের এদিকে। আগে যখন মুম্বাইতে থাকতাম তখন ও ওয়াসি বলে একটা জায়গায় এই রকম গোলাপী পেলিকান দেখতে যেতাম। শয়ে শয়ে পাখি দাঁড়িয়ে থাকতে নিজেদের মতো। আপনার ছবিটি বেশ সুন্দর হয়েছে দেখতে।
RE: আর্ট :- কালারফুল একটি আর্ট।
You are viewing a single comment's thread from:
আর্ট :- কালারফুল একটি আর্ট।