অণুগল্প - রিলের ঠেলায় পিলে চমকায়|| মজার গল্প

in hive-129948 •  2 days ago 

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


received_1068265465043938.jpeg
[সোর্স](মেটা এ আই)








আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



অনেকদিন অণুগল্প পড়াইনি আপনাদের৷ চলুন আজ আপনাদের আমার লেখা একটু মজার অণুগল্প পড়াই।

গল্পের নাম - রিলের ঠেলায় পিলে চমকায়



— 'শেষে তুই বিয়ে করে নিয়ে এলি!' রজতের মা ঘর থেকে রেগে বেরিয়ে এলেন৷ 'তোকে আমার পেটে ধরেছি? তুই নাকি এই খুব ভালো ভদ্র ছেলে? ছিঃ পালা এখান থেকে বলে দিচ্চি। নইলে মেরেই ফেলব।

ভদ্রমহিলা নিজেকে ঠিক রাখতে না পেরে পাশের বাড়ির লোকজনকে ডাকলেন।

বিরক্তি নিয়ে রজতের কাকু বললেন 'কালকেই তো বললি তোর নাকি কেউ নেই আমরা যাকে দেখব, ঘোষেদের বাড়িতে বলে এলাম। তুই শেষে নাক কাটালি?'

রজত মাথা নিচু করে দাঁড়িয়ে। মুখের সামনে সব আপনজন কিভাবে যেন দূর সম্পর্কের হয়ে যাচ্ছে৷ দিদি শুকনো মুখে, বাবা বাড়ি নেই বলে বাঁচোয়া খানিকটা।

কাকু কোমরে গামছা বাঁধতে বাঁধতে রজতের পাশে দাঁড়িয়ে থাকা কনে বৌটিকে বললেন ' এই তোর বয়স কত রে?'

মুখ নিচু করে কোন রকমে বলল 'পনেরো'।

পাশ থেকে কে যেন বলে উঠল 'ও তো মাধ্যমিক দিত এবারে। কিন্তু টেস্ট পরীক্ষায় ফেল করে গেছে।'

'ওহ এই জন্য জগা মাস্টারের টিউশনে রোজ যাওয়া? পাপিয়া (রজতের দিদি) ফোনটা নিয়ে আয়তো পুলিশে খবর দিই৷ নিয়ে যাক ওকে৷ কতো বিয়ের সখ, জেলেই মেটাক।'

দিদিকে ঘরের দিকে যেতে দেখে রজত হো হো করে উঠল৷ আকাশের দিকে তাকিয়ে বলল 'তুই ছেড়ে দে ভাই সখ মিটে গেছে আমি আর চাপতে পারছি না৷'

রজতের মা তীক্ষ্ণ চোখে দেখতেই আকাশ বলে ফেলল 'কাকিমা আজকের ইউটিউব ভিডিও টা',

'কি! ভিডিও? তোদের ওই প্র‍্যাংক না ট্যাংক কি চ্যানেলের জন্য? দাঁড়া তোর একদিন কি আমা-' কথা কেড়ে নিয়ে কাকিমা বললেন 'বুল্টিকে সিঁদুর কে পরিয়েছে?'

রজত হম্বিতম্বি করে বলল 'কেন? আমি। ওই তো শীতলা মন্দিরের পুরুতঠাকুর ছিল ওকেই ধরলাম। মন্ত্র মালাবদল সিঁদুরদান সব করিয়ে দিলেন, হে হে, ওটা আবার আলাদা রিল হবে'

আর একটু হলেই রজতের মা পড়ে যাচ্ছিলেন। পাপিয়া কোনমতে সামলে ঘরের দিকে ঘুরেছে দেখে রজত চিৎকার করে উঠল 'মাআআআ তুমি বধূবরণ টা করো৷ ওটা আলাদা ভিডিও করব৷ পরের ভিডিও হিসেবে নইলে কি দেব?



কেমন লাগল বন্ধুরা আমার আজকের গল্পটি অবশ্যজ কমেন্ট করে জানাবেন৷

আবার আসব আগামীকাল অন্য কোন ব্লগ নিয়ে। আজ আসি?

টা টা

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণঅণুগল্প
কলমওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

PUSS.zip_-_18.png

PUSS.zip_-_21.png

1000205505.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

1000319102.jpg1000319101.jpg1000319100.jpg

মজার গল্প বেশ।

আবার, এটাও বাস্তবতা যে, এই সোসাল মিডিয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে নতুন জেনারেশন এর মধ্যে। এধরণের প্র‍্যাংক বর্জনীয়।

একদমই তাই। প্রাঙ্ক বস্তুটাই আমার খুব একটা পছন্দ নয় কিন্তু বর্তমানে রিল নিয়ে যা চলছে, কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

বর্তমান সময়ে রিল তৈরি নিয়ে বেশ মজার গল্প শেয়ার করছেন। কিন্তু নতুন প্রজন্ম এই রিল তৈরি নিয়ে এক ধরনের প্রতিযোগিতা তৈরি করেছে যা বেশ মারাত্মক।

গল্পটা মজার ছলে লিখেছি ঠিকই তবে আপনি একটু ভেবে দেখুন কি ভয়ংকর আজকের সমাজ পরিবেশ। ছেলেপুলেরা ভাইরাল হওয়ার জন্য বা টাকার জন্য যা খুশি তাই করছে। খুব সহজেই ভুলে যাচ্ছে নিজেদের শিক্ষা-সংস্কৃতি সভ্যতা।

মাআআআ তুমি বধূবরণ টা করো৷ ওটা আলাদা ভিডিও করব৷

হা হা। কী জামানা এসে পড়েছে আপু। মাঝে মাঝে কিছু ফেসবুক ভিডিও এমন আসে যেখানে এইরকম বিয়ে প্রাংঙ্ক হয়। বেশ মজার ছিল কিন্তু পোস্ট টা। দারুণ লিখেছেন।।

হ্যাঁ ভাই, জামানা বড্ড বেশি ভয়ঙ্কর। জানিনা আগামী দিনগুলো কি আসতে চলেছে তবে বর্তমানে টাকা-পয়সার জন্য বা ফেমাস হওয়ার জন্য মানুষ যা খুশি তাই করছে। অনেক কিছুই দেখতে ভালো লাগে না তবুও ঘটে। বর্তমান সভ্যতা যেন মাত্রাতিরিক্ত হয়ে উঠেছে।