লেভেল ৩ হতে আমার অর্জন - By @neelandneel // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago  (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন। সুস্থ আছেন । প্রথমেই ধন্যবাদ জানাই সমস্ত এডমিন এবং মডারেটর দেরকে যাদের মধ্যে একজন হলেন @hafizullah ভাই যারা এত ভালো করে আমাদেরকে abb-school এর ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছেন। এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি।


WhatsApp Image 2021-12-07 at 2.05.49 AM.jpeg


এর আগে আমি আমার বাংলা ব্লগে #abb-level01 এবং #abb-level02 এর পরীক্ষা দিয়ে উর্ত্তীন্ন হয়েছি। এখন আমি #abb-level03 এর জন্য লেখা পরীক্ষা দেওয়ার পারমিশন পেয়ে আজকের পোস্টটি করলাম।



লেভেল 3 তে যে ক্লাস গুলি করানো হয়েছে তাতে @hafizullah ভাই , @engrsayful ভাই এবং অন্যান্য প্রফেসররা অনেকগুলি তথ্য খুবই বিস্তারিতভাবে শিখিয়েছেন। সবগুলি বিষয় থেকে প্রশ্ন করা হয়তো সম্ভব হয়ে ওঠেনি, তাই প্রশ্নগুলির উত্তর ছাড়াও আমরা অনেক কিছু জানতে পেরেছি যা হয়তো এখানে লেখা সম্ভব হলো না কিন্তু ক্লাসে সবটা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।




• মার্কডাউন কি ?



উত্তর : আমাদের লেখাগুলোকে যাতে গোছানো এবং সুন্দর দেখতে লাগে সেই জন্য আমরা যে কোডগুলি ব্যবহার করে থাকি তাকে মার্কডাউন বলে। মার্কডাউন ব্যবহারের ফলে আমাদের লেখার সৌন্দর্য ও মান বৃদ্ধি পায়।


• মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?


উত্তর : কোন পোস্টে আমরা যদি মার্কডাউন ব্যাবহার না করি তাহলে লেখাটি পরপর এমনভাবে থাকবে যে সেটা বোঝাও সম্ভব হবে না, আর দেখতেও ভাল লাগবে না। এক্ষেত্রে বিভিন্ন রকম মার্কডাউন যেমন জাস্টিফাই, সেন্টার,টেবিল,হাইলাইট, হেডার, ইটালিক,বোল্ড ব্যবহার করলে লিখাটি গোছানো এবং সুন্দর হবে। একটি লেখার মান যতটা তার কনটেন্ট এর উপর নির্ভর করে ততটাই তার উপস্থাপনার ওপরেও নির্ভর করে। দুটি একই কনটেন্ট এর ক্ষেত্রে যার মার্কডাউন এর ব্যবহার যত ভালো হবে তার লেখা টি ততোই আকর্ষণীয় এবং সুন্দর হবে। এই কারণেই মার্কডাউন এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।


• পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?


উত্তর : পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে চারটে স্পেস ব্যবহার করে দৃশ্যমান করে দেখানো যায়।আবার এপোস্টোপি চিহ্ন ব্যবহার করেও মার্কডাউনের কোডগুলো প্রতিফলন দৃশ্যমান করে দেখানো যায়।


• নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।


উত্তর :

User | Post | Steem Power

------------ | ------------- | -------------
User 1 | 10 | 500
User 2 | 20 | 900


• সোর্স উল্লেখ করার নিয়ম কি ?


উত্তর : প্রথমে [source] কথাটি লিখে, তারপর ( ) এরমধ্যে সর্ষের লিংকটি দিয়ে দিতে হবে। নিচে আমারি একটি পোষ্টের লিংক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম।

[source] (https://steemit.com/hive-129948/@neelandneel/by-neelandneel)


• বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।


উত্তর : নিচে পরপর কোড গুলি লিখে দেখানো হলো।

< h1 > সাইজ < /h1>

< h2 > সাইজ < /h2>

< h3 > সাইজ < /h3>

< h4 > সাইজ < / h4>

< h5 > সাইজ< /h5>

< h6 > সাইজ < /h6>


• টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন। ​


উত্তর :

< div class="text-justify" >

Text

< /div >


• কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত? ​


উত্তর : কনটেন্টের টপিকস সাধারণত তিন ধরনের হয় :-

১/ ভিডিও কনটেন্ট
২/ অডিও কনটেন্ট
৩/ টেক্সট কনটেন্ট

কনটেন্টের টপিকস নির্বাচনে টেক্সট কনটেন্টের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত। কারন একটি পোস্ট গড়ে ওঠে এথার এর লেখার মাধ্যমে। কনটেন্টের টেক্সট যত সুন্দর হবে এবং সুন্দরভাবে মার্কটাউন ব্যবহার করলে পোস্ট টিও খুবই সুন্দর দেখাবে। অডিও বা ভিডিও দিয়ে পোস্ট টিকে আরও আকর্ষণীয় করে তোলা যেতে পারে কিন্তু পোস্ট এর ভিত্তি হলো টেক্সট কন্টেন্ট, ওটাই মূল। তাই সব সময় আমাদের টেক্সট কনটেন্ট এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।


• কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ? ​


উত্তর : কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই জরুরি। কারণ আমরা যখন কোন বিষয় নিয়ে একটি পোস্ট লিখি তখন সেই পোস্টটি সকল মানুষের কাছে পৌঁছে যায়। এবং সকল মানুষ সেই পোষ্টটি পড়ে সেই টপিকটা সম্পর্কে তাদের ধারনা তৈরি করেন। যদি সেই বিষয়টির উপর আমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সকলের কাছে সেই ভুল বার্তাটা পৌঁছে যাবে, এবং তার ফলে সেই বিষয়ে কেউ সঠিকভাবে ধারণা গড়ে তুলতে পারবেন না। যা আমার একপ্রকার ব্যর্থতা হয়ে দাঁড়াবে। ধরে নেয়া যাক আমি কোন এক রেস্টুরেন্ট এর রিভিউ পোস্ট করলাম, কিন্তু সেখানকার কোন খাবার না খেয়ে লিখে দিলাম খুবই সুস্বাদু সমস্ত খাবার এবং খুবই কম দামের মধ্যে। আমার পোস্ট টি পড়ে যখন অন্যেরা ওই রেস্টুরেন্ট এ গিয়ে দেখলেন যে খাবারের দাম অনেক বেশি এবং টেস্ট ভালো না, তখন সবাই এটাই জানবে যে আমি সম্পূর্ণ জ্ঞান না রেখে রিভিউ পোস্ট করে দিয়েছি। যার ফলে আমার পোস্ট গুরুত্ব হারাবে এবং আমার প্রাধান্য কমে যাবে। তাই যেকোনো ব্লগ লেখার সময় সে বিষয়ে জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরী।


• ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ? ​


উত্তর :- 3.5 $ [USD] রিওয়ার্ড হিসেবে পাবো।


• সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?


উত্তর : সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল হল, আমরা যদি প্রথম পাঁচ মিনিট থেকে পরের ৬ দিন ১২ ঘন্টার মধ্যে আপভোট করি তাহলে ১০০% কিউরেশন রেওয়ার্ড পাবো। আর আমরা যদি পোষ্টের প্রথম পাঁচ মিনিটের মধ্যে আপ ভোট দি তাহলে প্রথম মিনিট এর মধ্যে ভোট দিলে ২০% রিওয়ার্ড পাব , ৮০ % রিওয়ার্ড বাদ যাবে, দু মিনিটের মধ্যে দিলে ৪০% রিওয়ার্ড পাব, ৪ মিনিট পরে ভোট দিলে ৮০ % রিওয়ার্ড পাব। আবার যদি পোস্ট এর শেষের ১২ ঘন্টা পরে আপভোট দি তাহলে আবার পার্সেন্ট অনুযায়ী কিউরেশন রেওয়ার্ড কমতে থাকবে।

এটা গেলো সাধারণ হিসাব, এছাড়াও ভোট আগে-পরে দেওয়া এবং টোটাল পে আউট এর উপর ও নির্ভর করে যে কি কত কিউরেশন রিওয়ার্ড পাবে। যার হিসেবটা আমি নিচে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম।

1/2 * √A * (√B - √C)

A = টোটাল পেয়াউট।
B= আমার দেওয়া ভোটের পর পোস্টে মোট ডলারের পরিমাণ।
C= ভোট দেওয়ার আগে যত ডলার ভোট পোস্টটিতে পড়েছিল তার পরিমান।


• নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?


উত্তর:- @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ আমরা নিজেরা ভোট প্রদান করলে সে ক্ষেত্রে কিউরেশন রেওয়ার্ড যা পাবো তা Steem Power হিসেবে আসবে।আর যদি @Heroism ডেলিগেশন করি তাহলে আমাদের পোস্টে @Heroism থেকে আপভোট পাব। সেক্ষেত্রে আমার রেওয়ার্ড দুই ভাগে ভাগ হবে, SBD এবং Steem Power। সেক্ষেত্রে আমরা SBD থেকে Steem এ রুপান্তর করলে Steem বেশি পাব।


এই পোস্টটি এত দেরি করে করার জন্য আমি দুঃখিত। আসলে আমার সবথেকে কাছের মানুষ বিয়োগ হাওয়ার কারণে গত ১৪ দিন ধরে আমি কোন পোস্ট করে উঠতে পারিনি। গতকাল তারিখ দিয়ে লেখার পরেও আমি পোস্টটি করে উঠতে পারিনি। তাই আজকে আপনাদের সামনে আমার পোস্টটি উপস্থাপন করলাম। আশা করি আমার এই পোস্টটা যথাযথ হয়েছে। যদি কোন ভুল হয়ে থাকে বা কোন কিছু মিস গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানালে আমি সেটা ঠিক করে নেব।


ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

এই প্রশ্নের উত্তর আরেকটু গোছানো দরকার ছিল।

ফর্মুলা-তে B মানে আপনার ভোটের ডলারের পরিমান নয় বরং B হচ্ছে আপনার ভোটের পর পোস্টের মোট রিওয়ার্ড।

ধন্যবাদ আপনাকে পরীক্ষায় অংশগ্রহনের জন্য

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

এই প্রশ্নের উত্তরটা আর একটু গুছানোর চেষ্টা করলাম, দয়া করে দেখে নেবেন কিছুটা ঠিক হয়েছে কিনা।

ফর্মুলাটা বুঝে ঠিকি ছিলাম কিন্তু লেখার সময় একটু ভুল লিখে ফেলেছিলাম। এখন আপনার কমেন্ট দেখার পর আমি নিজের ভুলটা ঠিক করে নিয়েছি। ক্লাসে আপনি এত সহজ ভাবে বুঝিয়ে ছিলেন, যে বুঝতে কোন অসুবিধা হয়নি।
অসংখ্য ধন্যবাদ দাদা ভুল ধরিয়ে দেওয়ার জন্য, আর সুন্দরভাবে ক্লাসে আমাদের শিখিয়ে নেওয়ার জন্য।
যতটা পেরেছি আমি ঠিক করে নিয়েছি এরপরেও কিছু ভুল থাকলে আপনি অবশ্যই সেটা ধরিয়ে দিলে আমার খুবই ভালো লাগলো।

আপনি অনেক ভাল করেছিলেন এবং প্রশ্নগুলোর খুব সুন্দর উত্তর দিয়েছেন সেজন্য আপনার জন্য সবসময় শুভকামনা এবং অভিনন্দন রইল।

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছেন এবং খুব ভালোভাবে লেভেলগুলো পার হচ্ছেন। যা দেখে খুবই ভালো লাগলো। আপনি লেভেল ৩ এর পরীক্ষার জন্য পারমিশন পেয়েছেন শুনে ভালো লাগলো। এভাবেই ক্লাস করতে থাকলে আপনি খুব দ্রুত বাকি লেভেলগুলো পার হয়ে যেতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। কিছুদিন ধরে আমি কোন পোস্ট বা কমেন্ট করে উঠতে পারিনি, তবে চেষ্টা করেছি নিয়মিত ক্লাস গুলি অ্যাটেন্ড করার। যতটা শিখতে পেরেছি সেই শিক্ষাকে ভিত্তি করেই আমি এই পরীক্ষাটা দিয়েছি। খুব ভালো লাগলো আপনি আমার পোস্টটা পড়েছেন এবং মন্তব্য করেছেন দেখে। আপনাদের সার্পোট থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো এটাই আমার বিশ্বাস।

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ? ​

এখানে $ [USD] এর কথা বলা হয়েছে, ঠিক করে নিবেন...।