বোনের বিয়ে পর্ব-১ "আশীর্বাদ"। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে কিছু চিত্রের মাধ্যমে শেয়ার করে নেব আমার বোনের বিয়ের আগের একটি গুরুত্বপূর্ণ দিন, যা হোলো আশীর্বাদ।


সবার আগে বলি আমার বোনের কথা, যে হল আমার কাকার মেয়ে, কিন্তু আমাদের যৌথ ফ্যামিলিতে সে নিজের বোনের থেকে কম কিছু না। বোনের বাবা মানে আমার কাকা এখন আর নেই উনি মারা গেছেন ২০১৬ সালে তাই আমাদের ওপর মানে দাদাদের উপর দায়িত্বটা কিছুটা হলেও বেশি আর আমাদের সেই মতো দায়িত্ব নিতেও হবে।


1st.jpeg


১৭ই জানুয়ারি ছিল আমার বোনের আশীর্বাদ। তবে তা আমাদের বাড়িতে নয়, সেটা অনুষ্ঠিত হলো ছেলেদের বাড়িতে, যা হলো বেহালা মহেশতলা। তবে তাদের বাড়ির লোকেশন টাও খুব ভালো, নুঙ্গি স্টেশন এর একদম পাশে আর মেইন রোড থেকেও খুবই কাছে।



ওখানে পৌছে দেখি এলাহি আয়োজন, প্রথমেই যেতে না যেতে এক প্লেট করে মিষ্টি সবার হাতে ধরিয়ে দেওয়া হলো, তাতেই শেষ নয় তারপর এল চিকেন পকোড়া ভেজ পকোড়া আর তারি সাথে চা এবং কফি।

এগুলো খাওয়ার পর কয়েকটা সেলফি আমি নিজের হাতে তুলে নিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম।

WhatsApp Image 2022-01-17 at 9.35.42 PM (4).jpeg

WhatsApp Image 2022-01-17 at 9.35.42 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 9.35.43 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 9.35.44 PM.jpeg


এরপর কিছুক্ষণ গল্প ও আড্ডা দিয়ে তিনতলা বাড়ি টা ঘুরে দেখে তারপরে বর বউ মানে হবু বর বউ বসে গেল আশীর্বাদে। ব্যস শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব ভাবিনি যে সেটা দু'ঘণ্টা ধরে চলবে। আশীর্বাদই হল আজকের অনুষ্ঠানে প্রাণবিন্দু। তাই এটা যে বেশ কিছুক্ষণ ধরে চলবে আর সকলে যে আশীর্বাদ করতেই এসেছিলেন সেটা আপনারা নিচের চিত্রগুলো দেখলেই বুঝতে পারবেন। আশীর্বাদের বেশকিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

WhatsApp Image 2022-01-17 at 10.27.50 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.27.51 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.06 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.12 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.13 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.14 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.15 PM (2).jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.15 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.16 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.17 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.18 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.18 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.19 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.19 PM (2).jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.19 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.20 PM.jpeg

WhatsApp Image 2022-01-17 at 10.31.21 PM (2).jpeg


আশীর্বাদ পর্ব শেষ হতে হতে বেজে গেল চারটে। তবে তাতে কোন অসুবিধা কারোরই হয়নি, কারণ সবারই পেট মোটামুটি ভর্তিই ছিল। তারপর শুরু হলো খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন, যার মধ্যে ছিল ফ্রাইড রাইস, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাপড় এবং মিষ্টি।


খাওয়ার তাড়াহুড়োতে আর সেই ছবিটা তুলে ওঠা হয়নি। তবে সবটা সুন্দরভাবে সম্পন্ন করে আমরা সাতটা নাগাদ বেরিয়ে পরলাম বাড়ির দিকে এবং এক ঘন্টার রাস্তা মানে আটটায় বাড়ি পৌঁছে গেলাম।

মোটের উপর দিন টা এবং অনুষ্ঠান টা খুবই ভাল ভাবেই কেটেছে। তবে এটা তো ছিলো বোনের বিয়ের পর্ব ১, এর পরের পর্বগুলো খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করে নেব।

আশা করি আমার এই ঘটনাক্রম টা আপনাদের খুব খারাপ লাগবে না। আজকের মত এখানেই শেষ করলাম। ধন্যবাদ এতটা মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্টটি পড়ার জন্য।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাইয়া আপনার বোনের আশীর্বাদের সময়টুকু অনেক সুন্দর ছিল। তবে বোনের বিয়ে মানেই মনপর ভিতরে একটা টেনশন থেকে যায়। তারপর ও সবকিছু সামলে নিয়ে হয়। আপনার বোনের জন্য শুভ কামনা রইলো। যেন পরবর্তী জীবনে সুখে থাকে

আমাদের ফ‍্যামলিতেও তাই ভাই কাকার মেয়ে মানে আমার নিজের বোন তাকে কখনো পৃথক করে দেখা হয় না। আপনার বোনের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। আশাকরি ভালো কাটবে। এবং খাওয়ার মেন‍্যু গুলো দারুণ ছিল।

আপনাদের বিয়ের নিয়ম গুলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার কাকাতো বোনের আশীর্বাদে অনেক মজা হল নিশ্চয়ই। মুহূর্তগুলো আরও দেখতে পেলাম অনেক ভালো লাগলো। সবাই কত সুন্দর ভাবে আশীর্বাদ করছে। সবার সাথে আপনার বোন অনেক খুশি ছিল ‌‌। আশীর্বাদের মুহুর্তটা এত সুন্দর হলে বিয়ের মুহূর্তটা নিশ্চয়ই আরও বেশি সুন্দর ছিল। আপনার পোষ্টের মাধ্যমে বিয়ের মুহূর্ত দেখার অপেক্ষায় রইলাম।

আপনার বোনের জন্য শুভকামনা রইল। আপনিও দিনটি অনেক মজা করে কাটিয়েছেন। আপনি প্রতিটি ফটো অসাধারনভাবে তুলেছেন যে আমার খুবই ভালো লেগেছে। আপনার আগামীর জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

বোনের আশীর্বাদের প্রত্যেকটা ছবি কি সুন্দর এসছে।বোনকে দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে। আপনি যে দিনটি সুন্দরভাবে কাটিয়েছেন আপনার প্রত্যেকটি ছবি দেখেই বোঝা যাচ্ছে।বোনের জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।