নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম "লোটে মাছের মুইঠা রেসিপি"।
লোটে মাছ হলো এক ধরনের সামুদ্রিক মাছ।আর সামুদ্রিক মাছ মানেই ক্যালরি কম এবং মিনারেল, ভিটামিন বেশি।লইট্যা মাছে আছে প্রচুর পরিমাণে জিংক ও আয়োডিন,যা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।এই মাছটি সাধারণত তরকারি হিসেবে ভাজা করে খাওয়া যায়। ভারত এবং বাংলাদেশ এই মাছটিকে শুটকি মাছ তৈরি করে খায়।
আমি এতগুলো কথা এ কারণেই বললাম আমিও প্রথম প্রথম লোটে মাছ খেতে খুব একটা ভালবাসতাম না কিন্তু এখন ভীষণ ভালো লাগে। আসলে লোটে মাছের মুইঠা টা এত সুন্দর স্বাদ হয় যে সবারই খুব ভালো লাগবে।।
এবার শুরু করা যাক লোটে মাছের মুইঠা রেসিপি :
লোটে মাছের মুইঠা রেসিপি:
উপকরণের নাম | পরিমাণ |
---|---|
১.লোটে মাছ | ৫০০ গ্রাম |
২.পেঁয়াজ | ২৫০ গ্রাম |
৩.রসুন | ২ থেকে ৩ কোয়া |
৪. আদা বাটা | 2 টেবিল চামচ |
৫.নূন | পরিমাণমতো |
৬.হলুদ গুঁড়ো | ১ টেবিল চামচ |
৭.কাঁচালঙ্কা | ৫ থেকে ৬ টি |
৮.সরষের তেল | ১০০ গ্রাম |
৯.কালোজিরে | পরিমান মত |
রন্ধন প্রণালী :
প্রথম ধাপ
• লোটে মাছ টাকে ভালো করে ধুয়ে নেব। তারপর তাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো।
দ্বিতীয় ধাপ
• তারপর একটা করায় ১০০ গ্রাম তেল দিয়ে গরম করে নেব। তেলে কালোজিরে ফোড়ন দিয়ে দেবো।তারপর তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রং লালচে হয়ে আসছে।
তৃতীয় ধাপ
• তারপর তাতে রসুন বাটা দিয়ে দেবো।দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে আদাবাটা দিয়ে দেবো।এরপর নুন হলুদ মাখিয়ে রাখা লোটে মাছ টা আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দেওয়ার পর মাছটাকে ৫ থেকে ৭ মিনিট ভালো করে নাড়িয়ে নেব।
চতুর্থ ধাপ
• সব মাছের বড় কাঁটা গুলো বেছে নিতে হবে।
পঞ্চম ধাপ
• তারপর তাতে পরিমাণমতো নুন, ১ টেবিল চামচ হলুদ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ১০ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
ষষ্ঠ ধাপ
• তারপর মাছ থেকে বেরোনো জলটা কড়াইতে ভাজতে ভাজতে মেরে নিতে হবে।
সপ্তম ধাপ
• এরপর যখন মাছ থেকে তেল ছেড়ে দেবে এবং মিশ্রণটির রং লালচে বা বাদামী রং-এর হয়ে যাবে তখন বোঝা যাবে যে রান্নাটা হয়ে এসেছে।
অষ্টম ধাপ
• ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর লোটে মাছের মুইঠা।
নবম ধাপ
• সবশেষে লোটে মাছের মুইঠা টিকে একটি পাত্রে রেখে তাতে ওপর থেকে গোটা লঙ্কা এবং পেঁয়াজ ও পাতি লেবু দিয়ে সাজিয়ে নিলেই লোটে মাছের মুইঠা সার্ভ করে দেওয়া যাবে।
আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আমি খুব সহজ পদ্ধতিতে লোটে মাছের মুইঠা করে দেখালাম।
ছবির সাথে আমার একটি নিজস্বী
লোটে মাছ নামটি প্রথম শুনলাম। লোটে মাছের মুইঠা এই নামটিও আগে কখনো শুনিনি। আপনি পোস্টের শুরুতে এক জায়গায় লিখেছেন লইট্টা মাছ। লোটে মাছ আর লইট্টা মাছ কি একই মাছ? লইট্টা শুঁটকি মাছ অনেক খেয়েছি। যেটি খেতে খুব মজা।
যাইহোক যে মাছই হোক আপনার মাছের মুইঠা রেসিপিটি খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ নতুন একটি রেসিপির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই মাসটা কে এপার বাংলায় বলি লোটে মাছ। আর ওপার বাংলায় বলে লইট্টা মাছ। তাই আমি দুটো নামি রেখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তবে এটা শুটকি মাছ না টাটকা মাছ। আর মাছটা দেখতে অনেক বড় লাগে, কিন্তু মুইঠা করার পর একদম অল্প হয়ে যায়। তবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। অসংখ্য ধন্যবাদ আপু আপনার একটা সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য। চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রেসিপি টা অনেক সুন্দর হয়েছে,লইট্টা মাছের শুটকি খাওয়া হয়েছে কিন্তু কখনো ফ্রেশ মাছ খাওয়া হয়নি। যাইহোক আমার কাছে রেসিপিটি নতুন মনে হয়েছে কখনো খেয়ে দেখি নি।ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা মন্তব্যের জন্য। আপনাদের ওখানে পাওয়া গেলে কখনও ফ্রেশ লইট্টা মাছ খেয়ে দেখবেন, ভিশন টেস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লোটে মাছ পড়তে গিয়ে নামটা এক সময় খুবই সোনা যেত।এই মাছের স্বাদ সম্পর্কে বলে শেষ করা যাবে না।খেতে দুরদান্ত লাগে । আর আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খুবই লোভনীয়।
অসাধারন সুন্দর ভাবে রেসিপি করেছেন ধাপ গুল খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটা মন্তব্য করার জন্য। আর হ্যাঁ রান্নাটা খুব ভালো হয়েছিল আপনি কখনো ট্রাই করলে আপনার খুব ভালো লাগবে। শুধু লোটে মাছের মুইঠা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে গেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লোটে মাছ এ আবার কেমন নাম যাই হোক নতুন শুনলাম নামটি। দেখে মনে হচ্ছে খাবারটি অনেক সুস্বাদু হয়েছে । ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার এই পোস্টটি পড়ে অনেক নতুন শব্দের সাথে পরিচয় হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের লইট্টা মাছ তাই আমাদের লোটে মাছ। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন রান্নাটি সত্যি খুব ইচ্ছা ছিল। ধন্যবাদ এরকম সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রেসিপিটি খুবই চমৎকার হয়েছে। লোটে মাছের মুইঠা রেসিপি নাম টি আমি প্রথম শুনলাম ।খুবই ইউনিক একটি নাম হয়েছে ।প্রতিটি ধাপ দেখিয়েছেন খুবই সুন্দর করে যা দেখে যে কেউ আপনার মত রান্না করতে পারবে। ধন্যবাদ আপনাকে এমন একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এরকম সুন্দর একটা মন্তব্য করার জন্য। লোটে মাছ মানে আপনাদের লইট্টা মাছ। সত্যি খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আপনি সময় পেলে একবার ট্রাই করে অবশ্যই দেখবো। আশা করব আপনার খুবই ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit