নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন। সুস্থ আছেন । প্রথমেই ধন্যবাদ জানাই সমস্ত এডমিন এবং মডারেটর দেরকে যারা এত ভালো করে আমাদেরকে abb-school এর ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছেন। এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি।
আমি চন্দন মন্ডল।আমি ভারতবর্ষের একটি সুন্দর শহর কলকাতায় থাকি। এর আগে আমি অনেক কিছু শেখার পর আমার বাংলা ব্লগ কমিউনিটিতে #abb-level01 কমপ্লিট করেছি। তারপর #abb-level02 এ যাওয়ার জন্য ক্লাস করেছি। এবং সেখান থেকে অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি।তারপর #abb-level02 পরীক্ষা দেওয়ার কথা জানানো হয় এবং আমি সেইমতো প্রস্তুতি নিয়ে এই পোস্টটি করি। এই পোস্টটি আমি গতকালই করতাম, শুধুমাত্র আমার খুবই কাছের এক বন্ধুর বিয়ের কারণে ব্যস্ত হয়ে পড়ায় গতকাল আমি এই পোস্টটা করে উঠতে পারিনি, তাই আজকে করলাম #abb-level02 এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য। abb-school এ লেভেল ২ এর জন্য যে ক্লাস নেওয়া হয়েছে, তাতে স্টিমিট এ অ্যাকাউন্টের নিরাপত্তা, বিভিন্ন key এবং তাদের ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কিছু শেখানো হয়েছে। সেই বিষয়গুলি আজ এখানে যতটা সম্ভব তুলে ধরলাম। লেবেল 2 এর ক্লাসে মূলত আলোচনা করা হয়েছে- কি নিরাপত্তা , পাওয়ার আপ ,ডেলিগেশন এবং ওয়ালেট সম্পর্কে।
প্রথম দিন ক্লাসে যে বিষয়গুলি শেখানো হয় সেগুলি হল posting key, active key, private key, memo key, owner key, master key।
দ্বিতীয় দিন ক্লাসে যে বিষয়গুলি শেখানো হয় সেগুলি হল পাওয়ার আপ,ট্রান্সফার, স্টিম থেকে এস বি ডি, এস বি ডি থেকে স্টিম।
১. Posting key এর কাজ কি ?
সমস্ত রকম সোশ্যাল এক্টিভিটির জন্য এই key ব্যবহার করা হয়ে থাকে। এই key দিয়ে পোস্ট করা,কমেন্ট করা, পোস্ট বা কমেন্টএ এডিট করা যেকোনো পোস্ট আপভোট দেওয়া,ডাউনভোট দেওয়া, কাউকে ফলো করা,আনফলো করা,পোস্ট মিউট করা আবার আনমিউট করা এই সকল কাজগুলো পোস্টিং কি এর মাধ্যমে করা হয়ে থাকে।
২. Active key এর কাজ কি ?
এই Active key দিয়ে মূলত ওয়ালেটের বিভিন্ন কাজ যেমন স্টিম ট্রানস্ফার করা হয়ে থাকে।। কেউ যদি active key টা জানতে পেরে যায় তাহলে ওয়ালেটর সমস্ত স্টিম নিজের একাউন্টে ট্রানস্ফার করে নিতে পারে। active key এর মাধ্যমে steemit wallet এর যাবতীয় কাজ করা যায়। Wallet সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও ঠিক করা যাবে।পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন করতে পারা যায়। কোথাও ডেলিগেশন দিতে চাইলে আবার কোথাও ডেলিগেশন ক্যানসেল করতে চাইলে তার জন্যও প্রয়োজন এই অ্যাক্টিভ key।এই অ্যাক্টিভ key এর মাধ্যম steem থেকে sbd আবার sbd থেকে স্টিম এ কনভার্ট করা যাবে।
৩. Owner key এর কাজ কি ?
@kingporos ভাই আমাদের বহু বার বুঝিয়েছেন, নামের মধ্যেই মানে লুকিয়ে আছে। নামটা শুনলেই বোঝা যাচ্ছে এর অর্থ হল মালিকানা। অর্থাৎ এই কি এর মাধ্যমে নিজের মালিকানা বোঝানো হয়। এই কি এর মাধ্যমে অন্য সমস্ত কি চেঞ্জ করা যায় শুধুমাত্র মাস্টার পাসওয়ার্ড ছাড়া। কারোর অ্যাকাউন্ট যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে এই কি এর মাধ্যমে অন্যান্য কি গুলিকে পাল্টে ফেলা যায়।। যদি কখনো আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্ট ফিরে পেতে হলে এই owner key আমাদের সহযোগিতা করবে।যেমন- যদি আমার অ্যাক্টিভ কী হারিয়ে যায় তাহলে সেই কী ফিরে পেতে হলে এই owner key আমাদের সাহায্য করে না হলে নিজের অ্যাকাউন্ট ফিরে পাওয়া যাবে না। Owner key দিয়ে আমি একাউন্ট রিকভার করতে পারবো।অ্যাক্টিভ ও পোস্টিং কি রিসেট করতে পারবো।এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই কী প্রয়োজন হয়।
৪. Memo key এর কাজ কি ?
আমাদের সাধারণ ইউজারদের এই memo key এর ব্যবহার নেই বললেই চলে। তাও বিভিন্ন প্রফেসররা ক্লাসে আমাদের যা শিখিয়েছেন সেটুকু না বললেই নয়, তা হল এই যে আমি যদি কাউকে কোনো মেসেজ পাঠাতে চাই এবং সেই মেসেজ যদি আমি আমার এবং সেই ব্যক্তিটির কাছে গোপন করে রাখতে চাই তাহলেই memo key এর প্রয়োজন হবে। অর্থাৎ মেসেজগুলোকে Encrypt করে রাখতে পারবো। আবার এনক্রিপটেড মেসেজগুলো কে পুনরায় দেখতে এই memo key এর প্রয়োজন হয়।
৫. Master password এর কাজ কি ?
আমরা স্টিমিট যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন বিভিন্ন কি এর সাথে আমাদের একটা মাস্টার পাসওয়ার্ড জেনারেট হয়।। এই কী কখনো কাউকে বলা বা দেওয়া যাবে না। এই Master password খুব গুরুত্বপূর্ণ একটি পাসওয়ার্ড।কখনো যদি আমার অ্যাকাউন্ট হাতছাড়া হয়ে যায় তখন এই key জানা থাকলে আমি আমার account খুব সহজেই রিকভারি করতে পারবো।এই জন্যই এই পাসওয়ার্ড অনলাইনে এবং অফলাইনে খুব সেফ জায়গায় রেখে দেওয়া উচিত। এই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সকল কি অর্থাৎ Private key, active key, owner key এর কাজ সম্পন্ন করতে পারবো বা হারিয়ে গেলে রিকভার করতে পারবো।আর এই মাস্টার পাসওয়ার্ডটি অন্য কারোর হাতে লেগে গেলে আমাদের একাউন্টটি হাতছাড়া হয়ে যাবে।আমরা চাইলেও আর আমাদের একাউন্টটি কোনদিনই ফিরে পেতে পারবো না।
৬. Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
যেহেতু মাস্টার পাসওয়ার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড সেহেতু পাসওয়ার্ডটি আমি খুব যত্ন সহকারে রেখেছি। আমি জি মেইলের গুগল ড্রাইভে সেভ করে রেখেছি, ডায়েরিতে লিখে রেখেছি, আর একটা আলাদা করে প্রিন্ট বার করে তুলে রেখে দিয়েছি।
৭. পাওয়ার আপ কেন জরুরী?
আমরা যারা Steemit প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে চাই তাদের পাওয়ার আপ করা বিষয়টি খুবই গুরুত্ব দেওয়া উচিত। পাওয়ার বৃদ্ধি করা মানেই হলো নিজের সক্ষমতা বৃদ্ধি করা। অর্থাৎ আমরা যে আপভোট দিই অন্য ইউজারদের তার ভ্যালু কিছুটা বেড়ে যায়। আমাদের পাওয়ার আপ করার মাধ্যমে আমাদের যে ভ্যালু বাড়েসেটা আমরা বিভিন্ন রকম ভাবে কাজে লাগাতে পারি।আর অনেক সময় এরকম হয় যে হয়তো আমরা পাওয়ার অফ করে নিজের শক্তি তাকে বৃদ্ধি করে নিলাম কিন্তু সেটাকে সময়ের অভাবে সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। সঠিকভাবে কাজে লাগানো বলতে উন্নত মানের ভাল কনটেন্ট পড়ে তাতে আপভোট দেওয়ার কথা বলছি। সে ক্ষেত্রে আমরা নিজের পাওয়ার টি এমন কোন ইউজার বা আইডিতে ডেলিগেট করে দিতে পারি জিনি সত্তিকারের উন্নত এবং ভালো অথারের ক্রিয়েশন এ উপভোট দিয়ে তাকে উৎসাহিত করতে পারেন।যেমন - @heroism।
৮. পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
আমার পাওয়ার আপ করার প্রসেস টিকে আমি নিচে বর্ণনা করলাম:
•পাওয়ার আপ করার আগের পাওয়ার - ৮.৪৬৬ এসপি
•৫৫.৭০৪ স্টিম পাওয়ায় আপ করার সময়
• পাওয়ার আপ করার পর এখন আমার মোট পাওয়ার ৬৪.১৭১ এসপি
৯. সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র করার ৩ দিন পর লিকুইড ব্যালেন্সে যোগ হয়।
১০. মেমো ফিল্ড এর কাজ কি?
মেমো ফিল্ডের কাজ হল আমরা যদি কাউকে স্টিম ট্রানস্ফার করতে চাই, টান্সফার করার সময় সেখানে একটা অপশন থাকে যেটি আমরা তাকে কেন সেন্ড করছি। তা জানানোর জন্য মেমো অপশনে গিয়ে সেই কথা লিখতে হবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যদি আমি কাউকে লিকুইড স্টিম বা এস বি ডি ট্রানস্ফার করি তাহলে তাকে মেমো অপশনে গিয়ে করার কারণটা লিখে সেন্ড করবো।
১১. ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
ডেলিগেশন ক্যানসেল করার ৫দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।
১২. ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
আগে যদি আমার ২০০ এসপি ডেলিগেশন করে থাকি এবং আমি যদি এখন আরো ১০০ এসপি ডেলিগেশন বাড়াতে চাই, তাহলে এখন আমাকে ৩০০ এসপি লিখতে হবে ডেলিগেশন করার সময়।
তৃতীয় দিন ক্লাসে ডেলিগেশন সম্পর্কে জানতে পারি।
ডেলিগেশন
ডেলিগেশন করা মানে হচ্ছে নিজের পাওয়ারটা অন্য কাউকে শুধুমাত্র ব্যবহার করতে দেওয়া। যার মাধ্যমে, যাকে ডেলিগেশন করা হয় তার ভোটিং পাওয়ার বৃদ্ধি পায়। কিন্তু সে চাইলেও কখনোই ডেলিগেট করা স্টিমটি ট্রানস্ফার করতে পারে না বা মালিকানা পাবেনা।
ডেলিগেশন কেন করব?
আমরা যখন কাউকে ভোট দিই তখন এত কম মাত্রায় ভ্যালু জেনারেট হয় সেটা কোনো প্রভাব ফেলে না কারণ আমাদের এসপি খুবই কম। কিন্তু আমাদের মত অনেক ছোটো ছোটো মেম্বার,কোনো একজনকে নিজেদের এসপি ডেলিগেট করে দিলে তাহলে সেই আইডি থেকে যখন কোনো একটা পোস্টে ভোট দেওয়া হবে সেটা কিছুটা হলেও ভ্যালু জেনারেট করবে। তাই আমাদের সকলেরই ডেলিগেশন করা উচিত।যদিও আমার পাওয়ার একদম কম বলে আমি এখনো কাউকে ডেলিগেট করে উঠতে পারিনি।
ওয়ালেট
আমরা active key দিয়ে ওয়ালেট অ্যাক্সেস করতে পারবো। ওয়ালেটে আমরা আপভোটের মাধ্যমে যে সমস্ত রিওয়ার্ড পাই, সেগুলো sbd এবং steempower হিসেবে জমা হয়।এ ছাড়াও আমাদের যদি কেউ steemit এ স্টিম সেন্ড করে অথবা আমরা যদি মার্কেট থেকে স্ট্রিম পারচেস করি সেটাও আমাদের steemit ওয়ালেটে জমা হয়। এছাড়াও এখানে একটা savings option থাকে যার মাধ্যমে আমরা আমাদের স্টিম সংরক্ষন করতে পারি। এবং ভবিষ্যতে দরকার পড়লে সেই steem কে সেভিংস থেকে বের করে পাওয়ার আপও করতে পারি বা ট্রানস্ফারও করতে পারি।। যা করতে তিন দিন সময় লাগে।
এই পোস্টটি এত দেরি করে করার জন্য আমি দুঃখিত। আসলে আমার একটা বন্ধুর বিয়ে থাকার কারণে গত তিনদিন ধরে আমি কোন পোস্ট করে উঠতে পারিনি। গতকাল তারিখ দিয়ে লেখার পরেও আমি পোস্টটি করে উঠতে পারিনি। তাই আজকে আপনাদের সামনে আমার পোস্টটি উপস্থাপন করলাম। আশা করি আমার এই পোস্টটা যথাযথ হয়েছে। যদি কোন ভুল হয়ে থাকে বা কোন কিছু মিস গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানালে আমি সেটা ঠিক করে নেব।
যাক খুবই ভালো লাগলো। আপনি এ লেভেল ১ অর্জন করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এরকম সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটির যেসকল দিকনির্দেশনা আছে সেগুলো মেনে চলা চেষ্টা করবেন আশাকরি। ক্লাস থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন আশাকরি। আপনার জন্য শুভকামনা রইল। ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দাদা সমস্ত নিয়ম মেনে চলব অবশ্যই। আজ থেকে যতটা পেরেছি শিক্ষা অর্জন করার চেষ্টা করেছি। বাকিটা আস্তে আস্তে আপনাদের সাথে থাকতে থাকতে শিখে যাব। ধন্যবাদ দাদা এরম সুন্দর একটা মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে আপনি খুবই মনোযোগ সহকারে এবিবি স্কুলের ক্লাস করেছেন। এবং প্রত্যেকটি কি সম্পর্কে সঠিক ধারণা দিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ঠিকঠাকভাবে ক্লাসে শেখার। এবং মনোযোগ দিয়ে ক্লাস করার। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit