"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাংলা ব্লগ" এর দ্বিবর্ষ পূর্তি উপলক্ষে আমাদের প্রিয় @rme দাদা কর্তৃক আয়োজিত বিশেষ ডাই কনটেস্ট শেয়ার করো তোমার ইউনিক " DIY প্রোজেক্ট"।
সত্যি বলতে দাদার কাছ থেকে এই কনটেস্টটি পেয়ে এত বেশি খুশি হয়েছি যেটা বলে বোঝানো সম্ভব নয়।আর আমি শুরু থেকেই নিশ্চিত ছিলাম যে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব।তবে পুরো সপ্তাহ জুড়ে যে পরিমাণ ব্যস্ততা ছিল সেই হিসেবে কনটেস্টে পার্টিসিপেট করতে পারব কিনা সে বিষয়ে কিছুটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম। যাইহোক অবশেষে ৮ তারিখ বিকেল বেলায় আমি এই ডাই পোস্ট তৈরি করি এবং এর ফটোশুট শেষ করি। শত হলেও দাদার কনটেস্ট বলে কথা কিভাবে মিস করি।আর এমনিতেই প্রতিটি কনটেস্টে জয়েন করার চেষ্টা করি। একটা কনটেস্ট ও মিস করি না। তো সে দিক থেকে দাদার কনটেস্ট হিসেবে সেখানে জয়েন না করতে পারার বেদনা হয়তো সইতেও পারবো না।তাই যতটুকু সময় পেয়েছি তার মধ্যেই আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সেটি সবার মাঝে তুলে ধরলাম।
স্টিমিট এমন একটি প্লাটফর্ম যেখানে কাজ করে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারছি । ব্লকচেইন ভিত্তিক এই স্টিমিট প্লাটফর্ম এখন সবার শীর্ষে। আর আমার বাংলা ব্লগ এখন র্যাংকিং-১ এ রয়েছে। তাই স্টিমিটের মধ্যমণি হিসেবে আমি বাংলা ব্লগ কে তুলে ধরতে চেয়েছি। এরপর discord হচ্ছে এনগেজমেন্টের প্রাণকেন্দ্র। তাই স্টিমিট এবং আমার বাংলা ব্লগের মাঝখানে সে discordলোগো তৈরি করে নিয়েছি। যেহেতু এবারের বিষয় ছিল স্টিমিট /আমার বাংলা ব্লগ/ discord। তাই তিনটাকেই একই ফ্রেমে আবদ্ধ করতে চেয়েছি। যেটাকে বলা হয় একের ভিতর তিন। যাইহোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
এই ডাইটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ। |
---|
- পেরেক।
- উলের সুতা।
- ককশিট।
- গাম।
- গ্লিটার।
- কাটার।
প্রথম ধাপ |
---|
প্রথমত আমি পেন্সিলের সাহায্যে স্টিমিট এর অফিসিয়াল লোগোটি একে নিলাম। এরপর আমার বাংলা ব্লগের লোগো সেটিও এঁকে নিলাম। আর এনগেজমেন্টের প্রাণকেন্দ্র হিসেবে ডিসকোর্ড কে এ দুটো লোগোর মাঝখানে এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
এই ধাপে এক ইঞ্চি পেরেক দিয়ে আমি ডিসকোর্ড এর পুরো গ্রাফটা তৈরি করে নিলাম।
তৃতীয় ধাপ |
---|
এই ধাপে আমি পেরেক দিয়ে আমার বাংলা ব্লগের লোগোটির গ্রাফ তৈরি করে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
এরপর একই ভাবে স্টিমিটের লোগোটিরও গ্রাফ তৈরি করে নিলাম সেই এক ইঞ্চি পেরেক দিয়ে।
পঞ্চম ধাপ |
---|
এরপর উলের সাদা সুতা দিয়ে ডিসকোর্ড এর গ্রাফটি ভরাট করতে শুরু করলাম।
ষষ্ঠ ধাপ |
---|
ডিসকোর্ডের সাদা অংশের বাইরে যে বেগুনি কালারের একটি অংশ রয়েছে সেটি বেগুনি কালারের উলের সুতা দিয়ে ভরাট করে নিলাম।
সপ্তম ধাপ |
---|
এই ধাপে পেস্ট কালার সুতা দিয়ে স্টিমিট এর লোগোটি ভরাট করতে শুরু করলাম।
অষ্টম ধাপ |
---|
এই ধাপে আমি সবুজ সুতা দিয়ে আমার বাংলা ব্লগের লোগোটি ভরাট করে নিলাম।
নবম ধাপ |
---|
এই ধাপে মাঝখানে অবশিষ্ট যে অংশ রয়েছে সেই জায়গাতে গাম লাগিয়ে সেখানে গোল্ডেন কালারের গ্লিটার ছিটিয়ে দিলাম।
দশম ধাপ |
---|
এই ধাপে গোল্ডেন কালারের যে গিটারগুলো রয়েছে সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম।
একাদশ ধাপ |
---|
এরপর পুনরায় গাম লাগিয়ে আরো একটি কালার ছড়িয়ে ছিটিয়ে দিলাম এবং হাত দিয়ে সেগুলো পুরো এরিয়াতে লাগিয়ে নিলাম। আর এর সমন্বয়ে হয়ে গেল স্টিমিট, আমার বাংলা ব্লগ, ও ডিসকোর্ড এর লোগো। যেটাকে বলা যায় একের ভিতর তিন।
ফাইনাল আউটপুট
আশা করি আমার আজকের ডাইটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ সব সময় সাপোর্ট করার জন্য ❣💤।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, আপনার এই ডাই প্রজেক্টটি দেখে আমি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপনি। আপনার এই ডাই প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন উলের ব্যবহারটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। দুর্দান্ত একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইজান।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও! আপনার ডাই প্রোজেক্ট দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না ভাই। উলের সুতা, ককশিট এবং আরো কিছু উপকরণ দিয়ে এককথায় দুর্দান্ত একটি ডাই প্রোজেক্ট তৈরি করেছেন। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয়। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুব নিখুঁতভাবে সম্পূর্ণ প্রোজেক্টটি তৈরি করেছেন। আশা করি বিজয়ী হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।ভালো থাকবেন সব সময় এই কামনা করি।।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/Nevlu123/status/1667380252715417600?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ভাই। আপনি discord এর লোগোটা বেশ ইউনিক কায়দায় তৈরি করেছেন দেখছি। এই জায়গায় আমি থাকলে তো হিসাব করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলতাম। হা হা হা... যাইহোক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।ভালো থাকুন সর্বদায় এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit