আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
দৈনন্দিন জীবনে কতইনা ঘটনা ঘটে। |
---|
দৈনন্দিন জীবনে কতইনা ঘটনা ঘটে, কিছু ঘটনা অপ্রত্যাশিতভাবেই ঘটে যায়। আবার কিছু কিছু ঘটনা পরিকল্পিতভাবে ঘটে। যাই হোক আমি নিত্যদিনের মতো গিয়েছিলাম নিজের কাজে। হঠাৎ করে এক ফোন আসে বলা হয় আমার খুব নিকট আত্মীয় একজন এর বাড়িতে একটি গ্রাম্য সালিশ আছে। মূলত গ্রাম অঞ্চলে যে কোন সমস্যা হলে সেটা আগে সামাজিকভাবে মীমাংসা করে।
আর সেজন্য একটা শালিশের আয়োজন করা হয়।গ্রামের গণ্যমান্য লোক ও কিছু সদস্য সেখানে এসে বসে।আর সেই শালিশের ভিত্তিতে যেটি নির্ধারণ করা হয় পুরো গ্রামবাসী সেটাকে মান্য করে। আর মূলত এটি আদি যুগ থেকেই চলে আসছে। তবে এখন সমাজের নিয়ম নীতি কিছুটা ভিন্ন হয়ে গেছে। আর মানুষগুলোর মধ্যেও অনেক অহংকার ও কূটনৈতিক মনোভাব চলে এসেছে। যার কারণে আগের মত সেই সালিশও হয় না এবং আগের মত সমাধান দেওয়া হয় না।
ছোটবেলায় ঘুম থেকে উঠতেই দেখতাম আমাদের ঘাটে প্রচুর মানুষ বসা।পরে দেখি আমাদের জেঠু-(চেয়ারম্যান) সহ এই সালিশ দরবার গুলো করছিল। এই রকম দেখা যেত পুরো ৩০ দিনের মধ্যে 27 দিনই বিচার সালিশ নিয়ে আমাদের পুরো ঘাট ভরপুর থাকতো।সারা গ্রামের লোকজন যে কোন কিছু সমস্যা পড়লে এখানে এসে বিচার মিলাতো, আর জেঠু-(চেয়ারম্যান) সালিশ করত। কিন্তু এখন সেগুলো না করে হাঙ্গামা শুরু করা হয় মারামারি করা হয় এবং অবশেষে দেখা যায় থানা অথবা পৌরসভায় এগুলা নিয়ে বসতে হয়।
যাক ওই দিকে না গিয়ে মেইন পয়েন্টে ফিরে যাই। তখন ফোন পেয়েছিলাম যে এরকম একটি সালিশের আয়োজন করা হচ্ছে সেখানে থাকতে হবে। তখন চিন্তা করলাম বিষয়টা কি একটু জানে নেই। বিষয়টা জানতে গিয়ে জানতে পারি যে অন্য এক সমাজের লোক এসে এই সমাজে কিছু সম্মানিত লোকদেরকে তিরস্কার করে এবং গায়ে হাত তোলারও চেষ্টা করে।পরবর্তীতে এখানকার সম্মানিত লোকজন তাদেরকে কিছুই বলে না এবং তারা চাইলে হয়তো তাদেরকে পাল্টা জবাব দিতে পারতো।
কিন্তু তারা চিন্তা করল যে আমরা যদি পাল্টা জবাব দিতে যাই, তাহলে এটা অন্য রকম ইস্যু দাঁড়াবে সমাজের কাছে। তাই আমরা সামাজিকভাবে জিনিসটির কন্ট্রোল করব। সেই হিসেবে এরকম একটা মিটিং এর ডাক দেওয়া হয়। আর সেখানে আমিও নিমন্ত্রণ পাই এটেন্ড করার।যথারীতি মিটিং চালু হয়ে যায়, তবে আমি ভিন্ন কারণে যেতে যেতে প্রায় ১০ মিনিট লেট হয়ে যায়। যাইহোক লেট হয়ে গেলো দেখে দ্রুত বাইক চালিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম আমি এবং আমার এক দুলাভাই।
পরবর্তীতে সম্মানিত অতিথিদের পিছনে বসলাম। এরপর তাদের বক্তব্যগুলো শুনতে পারলাম এবং যতদূর বুঝতে পেরেছি যে অন্য সমাজের যে লোকটি এই সমাজে তিরস্কার করতে এসেছে সম্পূর্ণ দোষ তার।আর সে মূলত অন্য সমাজের হয়েও সে এই সমাজের একটি ফ্যামিলি সহ এই ঘটনাটি ঘটিয়েছে এখন এই সমাজের লোকজন তারা সিদ্ধান্ত নিয়েছে যে ওই তিরস্কারকারী ব্যক্তি এবং তাদের ফ্যামিলি এই সমাজের কার্যক্রম থেকে অব্যাহত রাখা হলো।
তাদের সাথে কেউ কোন কার্যক্রমে জড়াবে না,তাদের সুখে-দুখে কোথাও না।এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সমাজের সকল লোক এতে একমত হয়েছে। যাইহোক যখন মিটিংটি শেষ হলো তখন সেখানে আমার নিকট আত্মীয় ছিল, আমি সেই নিকট আত্মীয়দের বাসায় চলে গেলাম। এরপর আমি সেখানে সেই নিকট আত্মীয়র বাসায় নাস্তা করে সেখান থেকে আবার চলে এলাম নিজের গন্তব্যে। সত্যি বলতে এরকম ঘটনা অনেক জায়গাতে হয়ে থাকে। তবে নিজেদের কর্মব্যস্ততার কারণে অনেক জায়গার ঘটনায় হয়তো আমরা এটেন্ড ও করতে পারি না।আমরা অনেক সময় জানিও না।
যাইহোক এরপরে নিজের কিছু কাজ ছিল সেগুলা করে নিলাম। এরপর যথারীতি নিজের বাসায় চলে গেলাম এবং বাড়িতে গিয়ে বিষয়বস্তুগুলো সবার সাথে আলোচনা করলাম। যাক বন্ধুরা আজকের বেশি কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। দৈনন্দিন জীবনের অনেক কিছুই ঘটে তারই একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে।আজকে আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে ভিন্ন কোন বিষয়বস্তু নিয়ে আবারও উপস্থিত হবো।আজকের মত এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে রয়েছি, আর সেই প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1762344066354651447?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম্য শালীস নিয়ে ভালো একটি পোস্ট দিয়েছেন ভাইয়া। এধরণের শালীস গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য। তবে দিন দিন তা ফিকে হয়ে যাচ্ছে।আর এধরণের শালীস গ্রামের রীতি নীতি, আচার-আচরণ ও সম্পর্ক গুলোকে মজবুত করে। তবে এধরণের শালীসের মাধ্যমে কিছু বে আইনী সিদ্ধান্তও হয়ে থাকে, যা অনাকাঙ্খিত। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু এই ধরণের সালিশ গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা তাহলে সেদিন এ কারণে লেট হয়েছিল। আমি তো ভেবেছি অন্য কোন কাজে লেট হয়েছে বাড়ি আসতে। যাইহোক এরকম সালিশে মাঝে মাঝে থাকা দরকার, কারণ এখানে অনেক কিছুই জানা যায় অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ দারুন একটি বিষয় নিয়ে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি এ কারণেই সেদিন লেট হয়েছে,তবে তোমাকে বলা হয়নি। যাইহোক আজকে তো শেয়ার করে ফেললাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের বিচার সালিশ একসময় সারাদেশে প্রচুর দেখা যেতো। এখন এসব খুবই কম দেখা যায়। এমনটাও আগে শুনতাম যে, অনেক সময় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও টাকা খেয়ে বিচারের রায় পরিবর্তন করে দেয়। যাইহোক এতো ব্যস্ততার মাঝেও বিচার সালিশে এটেন্ড করেছেন,এটা দেখে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ঠিক ভাই অনেক সময় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও টাকা খেয়ে বিচারের রায় পরিবর্তন করে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit