আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || অসহায় এক বাচ্চা টোকাই।

in hive-129948 •  11 months ago 

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে
অসহায় এক বাচ্চা মেয়ে,যে এখন টোকাই।

শুরুতেই ছবি আর টাইটেল তো সবাই দেখে নিয়েছেন।এবার একটু আশেপাশের পরিবেশের দিকে তাকান তো, যখন ছোট ছোট অসহায়, এতিম, ঘরহীন বাচ্চারা এভাবে রাস্তায় নেমে পড়ে।তাদের পেটের দায়ে তারা ভিক্ষে করে,রাস্তায় রাস্তায় ঘুরে,আবার কেউ কেউ কোনো না কোনো কাজে জড়িয়ে পড়ে।আবার এই ছোট মেয়েটির মতই কিন্তু অনেক বাচ্চা এভাবে টোকাইয়ের মত কাজ বেছে নিয়েছে শুধুমাত্র তাদের জীবিকা নির্বাহের জন্য।আমরা সবাই জীবিকার জন্য বিভিন্ন রকম কাজ করি,কিন্তু এত ছোট বয়সে আমাদের কাজ করতে হয়নি।কিন্তু আমাদের দেশে হাজার হাজার পথশিশু আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বিভিন্ন জিনিসপত্র খুঁজে নিয়ে সেগুলো নির্দিষ্ট জায়গায় বিক্রি করে। আর সেই টাকা দিয়ে তারা পেটের ক্ষুধা মিটায়।

IMG-20231226-WA0011.jpg
আমার মনে হয় আমাদের দেশেই এটি বেশি দেখা যায়। যাইহোক আজকে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমার ছোট এক ভাগ্নিকে টোকাইয়ের রূপে সাজিয়ে। যদিও ভাগ্নি মাশা আল্লাহ অনেক কিউট।যখন ওকে সাজানোর কথা বলেছি তখন ও অনেক খুশি হয়ে গেছে।আমি ভেবেছিলাম রাজি হবে না,কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সে অনেক খুশি ছিল।আর আমি চেষ্টা করেছি তাকে ছাদে নিয়ে ফটোশুট করার।কারণ বাসায় অনেক লোকজন আছে,আর একদম বাইরের জায়গাতে ওকে নিয়ে ফটোগ্রাফি করা সম্ভব ছিল না।সেজন্যই মূলত ছাদে এক কোণে জায়গা করে নিয়ে ফটোগ্রাফি করেছি।আর আমার থিম ছিল, সে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় জিনিস যেগুলো বিক্রি করা যায় সেগুলো কুড়িয়ে একটা ব্যাগে নিয়েছে। আর তারপর সে খিব ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছে।যাইহোক চলুন তাহলে পোস্টটা শুরু করা যাক।

IMG-20231226-WA0021.jpg

উপকরণসমূহ

  • ছেড়া জামা
  • প্যান্ট
  • কাজল
  • লিপস্টিক
  • ব্যাগ
  • অপ্রয়োজনীয় জিনিসপত্র

20231226_201215.jpg

১ম ধাপ

প্রথমেই দেখতে পাচ্ছেন আমার ছোট ভাগ্নিকে। আর তার জন্য পুরানো জামা আর প্যান্ট নিলাম।এগুলোকে বিভিন্ন জায়গায় ছিড়ে নিয়েছি।

20231224_113532.jpgIMG-20231226-WA0001.jpg

২য় ধাপ

এখন সেই জামা আর প্যান্ট পরে নিলো সে নিজেই। আর আমি তাকে মেইন লুক দিতে বসেছি।

20231224_113710.jpg20231224_113728.jpg

৩য় ধাপ

এখন শুরু হলো হাতের কাজ।মানে আমার ওয়াইফের কাছে কাজল ছিল সেটা নিয়ে নিলাম।তারপর ওর মুখের মধ্যে বিভিন্ন জায়গায় হাত দিয়ে লাগিয়ে দিলাম।

20231224_114033.jpg20231224_114043.jpg

20231224_114149.jpg

৪র্থ ধাপ

এইধাপে কাজল দিয়ে হাতের বিভিন্ন অংশে কালো করে দিলাম।আবার লাল রঙের একটা লিপস্টিকও ধার নিলাম।সেটা দিয়ে ভাগ্নির মুখের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিলাম।জামার সামনেও লাগিয়ে দিয়েছি।

20231224_114410.jpg20231224_114436.jpg

20231224_114604.jpg

৫ম ধাপ

এখন জামার পিছনের দিকেও লিপস্টিক দিয়ে লাগালাম।যাতে জামাটা ময়লা বোঝানো যায়।

20231224_114653.jpg20231224_114811.jpg

৬ষ্ট ধাপ

এখন কাজল দিয়ে জামায় আর পায়েও কিছু দাগ দিয়ে ছড়িয়ে দিলাম। মানে জিনিসপত্র কুড়োতে কুড়োতে গায়ে ময়লা লেগে গেছে।

20231224_114956.jpg20231224_115000.jpg

৭ম ধাপ

এখন চুলগুলো ছেড়ে একটু এলোমেলো করে দিলাম।হাতের মধ্যে তার চুলের ব্যান্ড লাগিয়ে দিলাম।এখানে আমার সাথে একটা সেল্ফি দিয়েছি।

20231224_115752.jpg20231224_115759.jpg

৮ম ধাপ

এখন একটা ব্যাগ ওর হাতে ধরিয়ে দিলাম।আর অবশিষ্ট কিছু জিনিসপত্র ওর পাশে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এখন বিভিন্ন রকম পোজ দিয়ে ওর ছবি তুলে নিলাম।

20231224_115955.jpg20231224_115929.jpg

20231224_120001.jpg

ভাঙা রিমোট কুড়িয়ে ব্যাগে নিচ্ছে।

IMG-20231226-WA0025.jpg

IMG-20231226-WA0004.jpg

IMG-20231226-WA0022.jpg

বোতল কুড়িয়ে ব্যাগে নিচ্ছে।

IMG-20231226-WA0003.jpg

IMG-20231226-WA0034.jpg

IMG-20231226-WA0028.jpg

IMG-20231226-WA0015.jpg

IMG-20231226-WA0009.jpg

আইসক্রিম এর কাপ কুড়িয়ে ব্যাগে নিচ্ছে।

IMG-20231224-WA0007.jpg

ব্যাগ ভর্তি হয়ে গেল এখন চলে যাচ্ছে।

IMG-20231226-WA0012.jpg

কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে।

IMG-20231226-WA0013.jpg

IMG-20231224-WA0005.jpg

IMG-20231226-WA0017.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।এই প্লাটফর্ম এ মূলত শখের বশে কাজ করি।তাই আমার তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্লাটফর্মেও আমি সমভাবে সময় দেয়ার চেষ্টা করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণপ্রতিযোগিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার ভাগ্নিকে এভাবে অসহায় এক বাচ্চা টোকাই সাজিয়েছেন দেখে খুব ভালো লেগেছে। আপনার সাজানো খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনার জন্যও শুভকামনা রইল।💐

আপনারা আইডিয়াটি বেশ দারুন ছিল। অসহায় এক বাচ্চার টোকায়ের সত্যি আপনি খুব সুন্দর ভাবে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন। আসলে আপনার ভাগ্নিটি দেখতে খুবই কিউট। আমার কাছে বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।

জি আপু সে দেখতে খুবই কিউট।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণভাবে আপনি আজকের এই প্রতিযোগিতার উপস্থাপন করেছেন মদেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে রাস্তাঘাটে টোকাইরা অনেক রয়েছে। তারা ক্ষুধার্ত থাকে বেশি। আসলে পরিবারের সচ্ছলতার কারণে এরকম পরিস্থিতির শিকার হয়। আজকে আপনি এই টোকাইদের জীবনী সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।

Posted using SteemPro Mobile

জি ভাই আসলে পরিবারের অসচ্ছলতার কারণে এরকম পরিস্থিতির শিকার হয়।

টোকাই হলেও কিন্তু মেয়েটি বেশ মিষ্টি। এমন বুদ্ধি কার মাথা হতে বের হলো? আপনার নাকি আপুর? বেশ দারুন একটি থিম ছিল ভাইয়া। অসহায় মানুষ গুলোকে নিয়ে এমন সুন্দর একটি থিম শেয়ার করলেন দেখে তো দু চোখ ভিজে গেল। শুভ কামনা রইল আপনার জন্য।

আমাদের দুজনের কারো একার নয়।😂😂

হায়রে কত সুন্দর ফুটফুটে বাচ্চা, আপনার ভাগ্নি মাশাল্লাহ কিউট আপনি তাকে ঠকায় বানিয়ে দিলেন। তবে টপিকটা বেশ ভাল ছিল যদি আপনি প্রতিযোগিতায় কোন পুরস্কার পেয়ে থাকেন অবশ্যই আপনি আপনার ভাগ্নিকে কিছু একটা কিনে দিবেন 😁😁

পুরস্কার না পেলেও তার জন্য বাজেট আছে ভাই।ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া । আপনি টোকাই সাজালেন।আসলে আমাদের সমাজে এমন অসহায় টোকাই পথে-ঘাটে অনেক দেখতে পাই। আপনি প্রতিযোগিতার মাধ্যমে বিষয়টিকে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

জি আপু আসলে আমাদের সমাজে এমন অসহায় টোকাই পথে-ঘাটে অনেক দেখতে পাই।

আশা করি ভাইয়া ভালো আছেন? প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই‌ অসহায় এক বাচ্চা টোকাই অভিনয় ফুটিয়ে তুলেছেন বেশ দুর্দান্ত হয়েছে ভাইয়া। আসলে আমরা প্রায় সময় বাজারে গেলেই অসহায় বাচ্চা টোকাই দেখতে পাই। অসহায় বাচ্চা টোকাইদের দেখলে বেশ কষ্ট লাগে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

একদম ঠিক, তোমার জন্য শুভকামনা রইল।

ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনি আজকে দারুন ভাবে অসহায় এক বাচ্চার টুকায়ের বৈচিত্র ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার ভীষণ ভালো লাগলো। আমিও চেষ্টা করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Posted using SteemPro Mobile

আশা করছি তোমার অংশগ্রহণ।

আসলে ঢাকা শহরে কিংবা অনন্য শহর গুলোতে এরকমই ফুটফুটে ছোট ছোট টোকাই দেখা যায়।তারা জীর্ন শীর্ণ শরীরে অপরিচ্ছন্ন পরিবেশে ও পোষাকে রাস্তায় রাস্তায় পরিত্যাক্ত জিনিসপত্র কুড়িয়ে তা বিক্রি করে নিজের কিংবা পরিবারের ক্ষুধা নিবারনের চেষ্টা চালিয়ে যায়।আপনার টোকাই এর সাজ সাজানোটি খুব সুন্দর করে ফুটে উঠেছে। শুভ কামনা রইলো প্রতিযোগিতার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু।অনেক ভালো থাকবেন।

প্রথমে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন, আর চমৎকারভাবে একটি পোস্ট আমাদের উপহার দিয়েছেন। মেয়েকে সাজানো এবং উপস্থাপনাটা বেশ চমৎকার ছিল। আর এখানে ফুটে উঠেছে সুবিধা বঞ্চিত শিশু মানুষের দৃশ্য।

সুবিধা বঞ্চিত শিশু মানুষের দৃশ্য তুলে ধরলাম।

ভাইয়া আপনার ভাগ্নি দেখতে মাশআল্লাহ অনেক সুন্দর। সত্যি বলতে চমৎকার একটি বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অসহায় এক বাচ্চা টোকাই সাজিয়েছেন। বর্তমান সময়ে এগুলো বেশী দেখা যাচ্ছে। আসলে আমাদের সমাজ এসব চোখে দেখে না। ফটোগ্রাফি গুলোতে বোঝা যাচ্ছে আপনার ভাগ্নি ভীষণ ইনজয় করেছে। আপনার ভাগ্নির জন্য দোয়া রইল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন আপনাকে ভাইয়া।

জি ভাই সে ভীষণ ইনজয় করেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দর করে আপনার ছোট ভাগ্নিকে টোকাই সাজিয়েছেন। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভালো লাগলো আপু আপনার সুন্দর মন্তব্য পেয়ে।ভালো থাকুন সব সময়।

আপনার ভাগ্নি কিন্তু মাশাল্লাহ অনেক কিউট। চমৎকারভাবে আপনি আপনার মিষ্টি ভাগ্নিকে অসহায় টোকাই সাজিয়েছেন। আর ঠিক বলেছেন ভাইয়া, বাংলাদেশের অহরহ এরকম বাচ্চা টোকাই আশেপাশে ঘোরাফেরা করে। যাদের দেখলে অনেক কষ্ট লাগে। আপনি এই টোকাইদের কথা চিন্তা ভাবনা করে দারুন আইডিয়া নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ আপু মতামত প্রধানের জন্য।।

প্রথমেই কনটেস্ট -৫০ এর জন্য শুভকামনা জানাই আপনাকে।আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়।একদম পারফেক্ট হয়েছে টোকাই সাজটি।যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।ভালো থাকবেন সব সময়।।

খুবই সুন্দর ভাবে আপনার ভাগ্নিকে সাজিয়েছেন। এবং প্রতিযোগিতার জন্য আপনি খুব সুন্দর একটি চরিত্রকে বেছে নিয়েছেন। আমাদের দেশে এমন অনেক শিশু আছে যারা এই কাজে নিয়োজিত। আপনার পোস্টটি দেখে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

জি ভাই আমাদের দেশে এমন অনেক শিশু আছে যারা এই কাজে নিয়োজিত।।