আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
বন্ধুরা আমি আজকে নতুন বছর উপলক্ষে @rme দাদা কর্তৃক, আয়োজিত 2025 এর জন্য ক্রিপ্টো মূল্যের পূর্বাভাস, বা প্রেডিকশন কনটেস্টে জয়েন করতে যাচ্ছি। প্রথমেই বলে রাখি আমি আসলে এই বিষয়ে প্রফেশনাল নয়. তবে মাঝে মাঝে হয়তো কিছু চার্ট দেখে অনুমান করতে পারি. সেই হিসেবে আজকে আমি এই প্রতিযোগিতায় আমার একান্ত মতামত গুলো তুলে ধরতে যাচ্ছি। শুরু করার আগে অনেক অনেক ধন্যবাদ দাদাকে এত সুন্দর ও ইউনিক একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
- Bitcoin Price Prediction 2025 [ 17,000$ - 75,000$]
Bitcoin এর বর্তমান প্রাইস ১৬ থেকে ১৮,০০০$ এর মধ্যে অবস্থান করতেছে। এটি যদিও ২০,০০০$ এ বাধা পেয়ে আরো কমে ১২,৫০০$ এ যাওয়ায় সম্বাবনা আছে। কিন্তু পূর্বের Price Cycle থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে, ২০২৫ সালের মধ্যে Bitcoin একটি নতুন high ৭০,০০০$ অতিক্রম করার সম্ভাবনা আছে, যা ৭৫,০০০$ তে যাওয়ার পর আবার ৬৫,০০০$ থেকে ৬০,০০০$ এর মধ্যে কয়েক মাস Stable থাকবে। পরবর্তীতে নতুন সর্বোচ্চ সীমায় পৌছাবে।
যেহেতু macroeconomic factors গুলো প্রায় stable থাকবে তাই ২০২৩ এ ৩০,০০০$ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ২০২৪ সালের ভিতর আশা করা যায় macroeconomic factors গুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকায় পরবর্তী Resistance ৪৭,০০০$ এ যাওয়ার সম্ভব হবে। ফলে ৩০,০০০$ থেকে ৪৭,০০০$ এর মধ্যে Up-Down এ থাকবে।
২০২৫ সালে Technical Analysis ও Fundamental Analysis অনুসারে Bitcoin ৪৭,০০০$ থেকে বেড়ে ৭৫,০০০$ প্রাইসে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
- TRX(Tron) Price Prediction 2025 [ 0.50$ -1$]
চার্ট থেকে দেখা যায় Tron খুব শীঘ্রই Downtrand Break করে Uptrand এ যাবে এবং এটি ২০২৪ সালের মধ্যে ০.১১$ এ যাবে । বর্তমানে TRX এ ইনভেস্ট করা লাভজনক হবে, কারণ এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এটি যদি আরো নিচে নামে তাহলে সর্বনিম্ন ০.২৩০$ পর্যন্ত যাবে কিন্তু রিটার্ন অনেক বেশি লাভজনক হবে।
- STEEM Price Prediction 2025 [ 0.16$ - 0.80$]
বর্তমানে STEEM ও তার স্ট্রং সাপোর্ট লেভেল এ আছে। এর মান ০.১৩$ নামার আবারো সম্ভাবনা থাকলেও অবশ্যই মান বেড়ে ২০২৪ এর মধ্যে অন্তত ০.৪০$ পর্যন্ত পৌঁছাবে, তারপর ২০২৫ সালের মধ্যেই ০.৬০$ পৌঁছাবে এবং ০.৮০$ তে পৌছানোর পর আবার ০.৬০$ এর আসেপাশে থাকবে এরপর এর মান বৃদ্ধি পেতেই থাকবে, কারণ STEEM এর জনপ্রিয়তা ও ব্যবহারকারির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
- SBD (Steem Backed Dollar) Price Prediction 2025 [ 2.14$ -14$ ]
বর্তমানে SBD এর প্রাইস ২.১$ এ অবস্তান করতেছে এবং ট্রেন্ড উর্ধ্বমুখী। ২০২৪ সালের মধ্যে এর মান বেড়ে ৮$ এ পৌছানোর সম্ভাবনা প্রবল। যেহেতু অস্থিরতা এখনো সম্পূর্ণভাবে কেটে উঠেনি তাই SBD এর প্রাইস ০.৪৬৬$ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা মাথায় রেখেই আমাদের ইনভেস্ট করা উচিৎ।২০২৫ সালের মধ্যে এর দাম ১৪$ পর্যন্ত পৌছালে অবাক হওয়ার কথানা যদি ক্রিপ্টো মার্কেট তার ছন্দ ও শক্তি পুরোদমে ফিরে পায়। এর মান পরবর্তীতে আরো বৃদ্ধি পেয়ে ১৮$ এ যাওয়ার পর stable হবে।
- Price Predication Of HIVE in 2025 [0.30 - 3.5$]
বর্তমানে HIVE-USD তার সবচেয়ে স্ট্রং সাপোর্ট লেভেলে আছে (চার্ট থেকে) । বর্তমানে ০.৩০$ আছে এবং যদি কমে তাহলে সর্বনিম্ন ০.১ পর্যন্ত নিচে নামতে পারে।
যেহেতু ক্রিপ্টো মার্কেট এই বছরের মাঝামাঝি থেকে আবার তার পূর্বের ছন্দে ফিরে আসার সম্ভাবনা প্রচুর, তাই এটি ২০২৪ সালের মধ্যে তার স্ট্রং রেসিস্টেন্স ০.৯৮$ তে পৌঁছাবে এবং ২০২৫ সালের মধ্যে এটি তার পূর্বের সর্বোচ্চ লেভেল ৩.৪০$ Touch করবে। এরপর কিছুটা Up-Down এ থাকবে। পরবর্তীতে এটি আরো অনেক বৃদ্ধি পাবে যেহেতু ভবিষ্যতে ক্রিপ্টো মার্কেট পৃথিবী জুড়ে রাজত্ব করবে।
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | গল্প |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
https://twitter.com/Nevlu123/status/1614478085843456000?s=20&t=XefWqn2SSw9ugFC2pSvMMA
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তৈরি করা এই প্রেডিকশন আমার কাছে ভালোই লাগলো। কিন্তু আমার কাছে মনে হয় ২০২৫ সালে স্টিম এর দাম আরো বৃদ্ধি পাবে। আমি আশা করি সেটা তিন ডলারের উপরে চলে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়তো আপনারটাও সঠিক হতে পারে। তবে এটা তো সম্ভাব্য, তাই আমার মত করে আমি শেয়ার করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! আপনি খুব সুন্দর করে মার্কেট নিয়ে প্রাইস প্রেডিকশন দিলেন! আমার মার্কেট সম্পর্কে মোটামোটি আইডিয়া আছে! তবে আপনার আইডিয়া অনুযায়ী হওয়ার চান্সই বেশি! এখন মার্কেট মোটামোটি আপ করেছে! বিটিা আপ দিলে সব কয়েন অটোমেটিক বেড়ে যাবে! আপনার প্রেডিকশনটা ভালো ছিল ভাইয়া 🌼
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি একদম ঠিক বলেছেন এ কারণেই btc কে বলা হয় মাদার কয়েন অফ দা আদার কয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
২০২৫ সালে ক্রিপ্টো প্রাইজ কেমন হবে তাই নিয়ে প্রেডিকশন খুব সুন্দর ভাবে এনালাইসিস করেছেন ভাই। যদিও কয়েকটি বিষয় নিয়ে আমার একটু ভিন্ন মতামত আছে । সেই বিষয়গুলো আমি আমার প্রতিযোগিতামূলক পোস্টটিতে শেয়ার করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি অবশ্যই আপনিও শেয়ার করতে পারেন ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit