দারাজ থেকে বাচ্চার জন্য চুল কাটার মেশিন কেনার অনুভূতি।

in hive-129948 •  2 years ago 
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230301_132645.jpg

বন্ধুরা আমি আজকে ভিন্ন রকম একটি পোষ্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পোষ্ট এ আপনাদের সাথে শেয়ার করব অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করে কতটুকু সন্তুষ্টি অর্জন করেছে সেটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।সত্যি বলতে অনলাইনে যে কোন প্রোডাক্ট এর উপরে মানুষের ভরসা খুবই কম থাকে,আমার নিজেরও কম থাকে।

তবে কিছু কিছু জিনিস বা কিছু কিছু অনলাইন মার্কেটপ্লেস রয়েছে, যেখানে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়।আর আমি মনে করি তার মধ্যে একটি হলো দারাজ। আমি আপনাদের মাঝে শেয়ার করব দারাজ থেকে একটি চুল কাটা বা সেভিং মেশিন অর্ডার করে যথাযথভাবে ভালো প্রোডাক্টটি হাতে পেয়েছি সেটার কিছু অনুভূতি।

আসলে আমার ছেলের জন্য এই চুল কাটার মেশিনটি কেনা হয়েছে। সত্যি বলতে কিছুদিন পর পর তার চুল না কাটলে ঘেমে যায় এবং ঘেমে সে অসুস্থ হয়ে পড়ে। সেজন্য চিন্তা করলাম একটা মেশিন কিনে নেই। আর সেটা দিয়ে কিছুদিন পর পর চুলগুলো ছোট করে ফেলতে পারব।সেজন্য এই মেশিনটি কেনা।

যদিও আমি সেইম টাইপের মেশিন ওমান থেকে এনেছিলাম। তবে সেটি নষ্ট হয়ে যাওয়াতে আমাকে নতুন একটি অর্ডার করতে হলো। তবে খুব সাশ্রয়ী রেটে খুব ভালো একটি প্রোডাক্ট পেলাম দারাজ থেকে। আর আপনারা ভালো করেই জানেন যে বর্তমানে দারাজ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আর আমিও এই সার্ভিসটি ভালোভাবেই উপভোগ করেছি।

দারাজে অর্ডার করা নিয়ে কিছু কথা শেয়ার করি।আমি আশা করছি দারাজে সবাই অর্ডার করতে পারেন। তবে তার আগে একটা জিনিস খেয়াল করা উচিত, যে প্রোডাক্টটি আপনি অর্ডার করবেন তার রিভিউ টা দেখে নিবেন।কারণ রিভিউ দেখলে বোঝা যাবে প্রোডাক্টটি কেমন হতে পারে।

অনেক সময় রিভিউতে গ্রাহকদের মন্তব্যে লেখা থাকে প্রোডাক্টটি কেমন। কারণ কেউ যদি দারাজ থেকে কোন প্রোডাক্ট নেয় সেটা যদি খারাপ হয়ে থাকে সাথে সাথে সে সেখানে ফিডব্যাক দেয়।আবার অনেকে সন্তুষ্ট হয়ে ভালো ফিডব্যাক ও দেয়।তাই যে কোন প্রোডাক্ট অর্ডার করার আগে ফিডব্যাক গুলো দেখে নিবেন।তারপর অর্ডার করলে আশা করছি ভালো একটি প্রোডাক্ট হাতে পাবেন।

যাহোক নির্ধারিত সময়ের আগেই কিন্তু তারা প্রোডাক্টটি আমার হাতে পৌঁছিয়ে দিয়েছে।আর সে প্রোডাক্টটি আমি হাতে পাওয়ার পর বাড়িতে এনে খোলার কয়েকটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

20230301_115823.jpg

20230301_132314.jpg

20230301_132326.jpg

20230301_132515.jpg

20230301_132645.jpg

20230301_132728.jpg

20230301_132820.jpg

20230301_132824.jpg

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণলাইফস্টাইল

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই মেশিন বাচ্চাদের জন্য অনেক ভালো ছোট বাচ্চাদের যেহেতু ঘন ঘন চুল কাটতে হয় চুল লম্বা হয়ে যায় তাহলে এই মেশিন দিয়ে কাটলে অনেক ভালো হবে। ঠিক বলছেন অনলাইনে অনেক প্রতারণার শিকার হয় অনেকে কিন্তু এই মার্কেটপ্লেস গুলো অনেক ভালো বিশেষ করে দারাজ।অনেক ভালো একটি কাজ করেছেন মেশিনটি কিনে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভালো লেগেছে আপনার পোস্ট পড়ে।

জি আপু অনলাইনে অনেকে প্রতারণার শিকার হয় অনেক। কিন্তু এই মার্কেটপ্লেস গুলো অনেক ভালো বিশেষ করে দারাজ।

এখনতো গরমের দিন পরে গিয়েছে। বাচ্চাদের মাথার চুল বড় হলে ঘেমে অসুস্থ হয়ে যায়। ভালো করেছেন ভাইয়া চুল কাটার মেশিন কিনে নিয়ে। এখন আর ঝামেলা হবে না। চুল বড় হলেই কেটে দিতে পারবেন। তাছাড়া ঠিকই বলেছেন দারাজ থেকে কোন প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই রিভিউ চেক করে নেয়া উচিত। রিভিউ চেক করে নিলে আর ঠকার সম্ভাবনা থাকে না। আপনার অভিজ্ঞতা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

জি আপু বাচ্চাদের মাথার চুল বড় হলে ঘেমে অসুস্থ হয়ে যায়।

আপনার এই পোস্ট দেখে আমার গত দুই বছরের কিছু স্মৃতি মনে হয়ে গেল।। আমি প্রথম প্রথম যখন এই মেশিন করাই করি তখন আমার মনে আছে আমাদের বাড়ির যতগুলো প্রোগ্রাম ছিল সবাইকে মাথার চুল কেটে দিয়েছিলাম। যাকে বলে টাক লা।।
গরমের সময় বাচ্চাদের মাথার চুল একটু ঘন ঘনই ফেলে দিতে হয় তা না হলে প্রচণ্ড গরমে অনেক জ্বালাতন পোহাতে হয়।।
দারাজ থেকে মেশিন কিনার দারুন অভিজ্ঞতা শেয়ার করেছেন খুবই ভালো লাগলো ধন্যবাদ।।

জেনে ভালো লাগলো আপনি আপনাদের বাড়ির যতগুলো প্রোগ্রাম ছিল সবাইকে মাথার চুল কেটে দিয়েছিলেন শুনে।

তবে এটা ঠিক যে দারাজ অনেক ভালো একটি মার্কেট প্লেস এবং তারা যথা সময়ে ডেলিভারি দিয়ে থাকে। আর বিশেষ করে নিজেরা কিনেছি হিসেবে খারাপ কোন কিছু দেখিনি। আর অনলাইনে অনেকেই জানে যে প্রতারিত হতে হয়,আর সেটাও ঠিক।তবে দারাজ আমার মতে ঠিক আছে । ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ঠিক বলেছো দারাজ আমার মতে ঠিক আছে ।

সার্ভারের সমস্যার কারণে আপনার তোলা ছবি গুলো দেখতে পারছি না। আমি দারাজ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টস অর্ডার করে থাকি। তবে আমি অন্যান্য সেলারের পণ্য কম অর্ডার করি। আমি চেষ্টা করি দারাজ মলের নিজস্ব প্রোডাক্টস অর্ডার করতে। আর রিভিউ চেক করি খুব ভালো করে। আমি অনেকদিন যাবৎ দারাজ থেকে নিয়মিত পণ্য অর্ডার করছি। এই পর্যন্ত কোন সমস্যার সম্মুখীন হইনি। যাইহোক দারাজ থেকে বাচ্চার জন্য চুল কাটার মেশিন কেনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

আমি নিজেও চেষ্টা করি দারাজ মলের নিজস্ব প্রোডাক্টস অর্ডার করতে।

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি আপনার ছেলের মাথার চুল কাটার জন্য দারাজ থেকে মেশিন কিনেছেন। আসলে বর্তমান সময়ে প্রায় গরম চলে এসেছে আর এই গরমের সময় বাচ্চাদের মাথা অনেক ঘেমে যায় আর মাথায় যদি চুল থাকে তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। দারাজ থেকে মেশিন কেনার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

জি ভাই এই গরমের সময় বাচ্চাদের মাথা অনেক ঘেমে যায় আর মাথায় যদি চুল থাকে তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে।