সচেতনতা তৈরি হোক নিজের মধ্যেই।

in hive-129948 •  9 months ago 
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সচেতনতা তৈরি হোক নিজের মধ্যেই।

20231207_151639.jpg

টাইটেল দেখেই বুঝতে পারছেন কি বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি।আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি।বর্তমানে ফেসবুক,সোশ্যাল মিডিয়া, নেট মিডিয়াতে যেটাই বলেন অনেক জায়গাতে শোনা যায় অনেকের অনেক ধরনের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। বিশেষ করে ফেসবুক অনেক বেশি হ্যাক করছে। আসলে এ বিষয়গুলো একেবারেই অপ্রত্যাশিত। আর আমি মনে করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিজের হেঁয়ালি বা অসচেতনতার কারণেই ঘটে থাকে।

অনলাইন জগৎ মানে বিশাল একটা ফাঁদ। এখানে নিজেকে যে সিকিউর করে চলতে পারবে, সেই যথাযথভাবে চলতে পারবে। আর নিজেকে কেউ যদি সিকিউর না করতে পারে সে পদে পদে সমস্যায় পড়বে। বিভিন্ন রকম হ্যাকাররা বা অসাধু কিছু লোক তারা মানুষকে ধোকা দেওয়ার জন্য ফাঁদ পেতে বসে আছে।মানুষের একাউন্ট হ্যাক করে কিছু অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এ ধরনের কাজগুলো করে থাকে। তবে এ ধরনের কাজ থেকে নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই নিজেকেই সতর্কতার সাথে নেট মিডিয়া ব্যবহার করতে হবে।

এইতো কিছুদিন পর পর দেখতে পাচ্ছি অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। সেই একই অ্যাকাউন্ট থেকে ভুল পোস্ট হচ্ছে। অথচ হ্যাক করার আগেও যে ব্যক্তি এই অ্যাকাউন্টটি চালাতো খুবই ব্যক্তিত্বসম্পন্ন একজন লোক ছিলেন। কিন্তু হ্যাক হওয়ার পরে দেখা যাচ্ছে তার সম্মান পর্যন্ত লুটে নিচ্ছে হ্যাকাররা, বা অসাধু কিছু লোক। আমার চোখের সামনে গত কয়েকদিনের মধ্যেই দুই থেকে তিনটা এরকম হ্যাক অ্যাকাউন্ট দেখতে পেয়েছি। তারা আমার পরিচিত বলেই তাদের থেকে ঘটনাটি জানতে পারলাম।

Screenshot_20231205-005545_Messages.jpg

আর তাদের একাউন্ট হ্যাকের শিকার কিভাবে হয়েছে সেটাও কিছুটা ধারণা করতে পারলাম।তাদের মোবাইলে একটা নাম্বার থেকে মেসেজ আসলো সেখানে স্পষ্ট লেখা আছে আপনি অমুক জবের জন্য সিলেক্ট হয়েছেন এবং আপনার ডেইলি মজুরি এত টাকা। এরকম একটা মেসেজ দিয়ে নিচে একটি লিঙ্ক দিয়েছে, আর বলা হয়েছে ভিজিট করতে এখানে ক্লিক করুন। তখন সেই লোকটি ওই লিংকে ঢুকে দেখতে গিয়েই তার একাউন্টের অ্যাক্সেস হারিয়েছে।
Screenshot_20231205-005555_Messages.jpg

সেইম ক্যাটাগরিতে আমার কাছেও এই রকম দুদিন এসএমএস এসেছিল। আমি সেগুলোকে স্প্যাম মেসেজ হিসেবে ব্লক করে দিয়েছি। সত্যি বলতে এ ধরনের কিছু লিংকের কারসাজি আমার আগে থেকেই জানা ছিল।একটা সময় দুষ্টামি করে ওয়াপকা মুভি একটি সাইট দিয়ে আপনদের মাঝে মজা করতাম। কেউ ওয়াপকা মুভি লিংকে ঢুকে যদি সে ফেসবুক ইউজ করে, তার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড আমার জিমেইলে চলে আসবে। তখন আমি চাইলে তার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে করে ফেলতে পারব। যদিও কখনো কারো ক্ষতি করিনি বা ক্ষতি করার উদ্দেশ্যে নয়। জাস্ট মজা করার উদ্দেশ্যে করতাম।পরে সেই সাইটটি বন্ধ হয়ে যায়।

যাই হোক মূলত এভাবেই কিন্তু মানুষ এ ধরনের লিংক গুলোতে ক্লিক করেই তার যেকোনো ধরনের অ্যাকাউন্টের অ্যাক্সেস হারাচ্ছে। এজন্য আমি মনে করি তারাই দায়ী। কারণ ভালোভাবে যাচাই-বাচাই না করে যে কোন লিংকে ক্লিক করা মোটেও ঠিক নয়।যাইহোক এটা শুধু যে ফেসবুক প্ল্যাটফর্মের ক্ষেত্রে তা কিন্তু নয় বরং আমাদের স্টিম প্ল্যাটফর্মেও অসংখ্য একাউন্ট হ্যাক হয়েছে। এই জন্য যার যার সতর্কতা নিজেকেই বহন করতে হবে।

হ্যাক না হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করছি।যদি সেগুলো পালন করেন কিছুটা হলেও হ্যাক থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে।

  • অপরিচিত কোন লিংক এ যাচাই-বাছাই না করে প্রবেশ করা যাবে না।(প্রয়োজনে বিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তারপর সেই লিংকে প্রবেশ করতে পারেন।)
  • মোবাইলে অনেক ধরনের মেসেজ আসতে পারে।সেটা হোক মেসেঞ্জারে অথবা মোবাইলের মেসেজ অপশনে।সেগুলো এভয়েড করতে হবে।
  • কারো হাতে নিজের মোবাইল দেওয়া মোটেও ঠিক নয়, আর কাউকে মোবাইল দিলেও লক অবস্থায় স্বল্প সময়ের জন্য দিতে পারেন।
  • কারো মোবাইলে নিজের পার্সোনাল কোন অ্যাকাউন্ট ওপেন না করাই সর্বোত্তম। (যদিও কারো মোবাইলে নিজের অ্যাকাউন্ট লগইন করলে সেটি ব্যবহার করার পরপরই মনে করে লগআউট করে নিবেন, মনে রাখতে হবে নিজের পাসওয়ার্ড সেখানে সেভ রাখা যাবে না।)
  • একইভাবে যদি অন্য কারো কম্পিউটারে ব্রাউজ করতে গিয়ে পাসওয়ার্ড সেভ দেন তাহলে হ্যাকাররা সেটাও নিয়ে যেতে পারবে। সেজন্য কম্পিউটারে অ্যাকাউন্ট ওপেন করার পর সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন না।(নিজের একান্ত কম্পিউটার হলে সেটা ভিন্ন বিষয়।)
  • থার্ড পার্টির কুকিজ একসেপ্ট না করাই ভালো। কারণ কুকেজের মাধ্যমে ও ব্রাউজার থেকে তথ্য নিয়ে যাওয়া সম্ভাবনা থাকে
    (বিশ্বস্ত কিছু ওয়েবসাইট ব্যতিরেকে কুকিজ এলাও না করা। )

যাক বন্ধুরা উপরোক্ত যেসব উপায় আপনাদের সাথে শেয়ার করেছি এটা ছাড়াও আরও বিভিন্ন রকম উপায় থাকতে পারে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে নিজেদের সতর্কতা। নিজে সতর্ক থাকবেন তো সবকিছু সেভ রাখতে পারবেন। যাইহোক আশা করছি সবাই নিজেকে সেফ ও সংরক্ষিত রাখবেন।যাইহোক এই পোস্টটি হয়তো অনেকের উপকার আসতে পারে।এই বলে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সময়োযোগী একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বর্তমান সময়ে হ্যাকাররা খুবই তৎপর। তারা হ্যাক করে অনেক মানুষকে অর্থনৈতিকভাবে এবং মান-সম্মানের দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে। তাই আমাদেরকে অবশ্যই হ্যাকার দের সম্পর্কে সচেতন থাকতে হবে এবং আমাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদেরকে সচেতন করতে হবে। অত্যন্ত উপকারী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি ভাই আমাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদেরকে সচেতন করতে হবে।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

💐💥🙏🙏❤

ভাইয়া প্রায়ই দেখি আপনি আমাদের সাথে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে চলে আসেন। যে বিষয় গুলো জানতে পেরে আমরা সত্যিকারের অর্থে বেশ উপকৃত হই। আজও তেমনি একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। সত্যি বলতে আমাদের মধ্যে অনেকেই আছে যারা না বুঝে শুনে এসব লিংক গুলোতে ক্লিক করে দেয়। যা মোটেই উচিত নয়। কারন এতে করে আমাদের ক্ষতির সম্ভবনাটাই বেশী থাকে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আসলে টাকার লোভ দেখিয়ে এইভাবে বিভিন্ন লিংকে প্রবেশ করানো হচ্ছে।

কিছুদিন আগে এমন একটি মেসেজ আমার এক ছোট বোনের মোবাইলের এসেছিল। আমি জানি এগুলো হ্যাকাররা করে থাকে। তাই আমি তাকে সাবধান করে দিয়েছিলাম। সত্যি বর্তমান যুগে হ্যাকাররা কত কৌশল করে মানুষের বিভিন্ন অ্যাকাউন্ট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের কার্যক্রম গুলো হ্যাক করে নেয়ার চেষ্টা করছে। তাই এই বিষয়ে আমাদের সচেতন হয়ে থাকতে হবে। খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এতে করে আশা করি অনেকে উপকৃত হবে।

ভালোই করেছেন ভাই।

হ্যাঁ বর্তমানে অনলাইনে নানান ধরনের লিংক এর মাধ্যমে অনেক কিছু হ্যাক করে নিচ্ছে। টাকার লোভ দেখিয়ে বিভিন্ন লিংকে প্রবেশ করানো হচ্ছে। আমার মনে হয় এ বিষয়ে সবার ভালো ধারণা থাকা উচিত কেননা যদি ধারণা না থাকে তাহলে বড় কোনো ধোকার শিকার হতে পারে।

Posted using SteemPro Mobile

একদম ঠিক টাকার লোভ দেখিয়ে বিভিন্ন লিংকে প্রবেশ করানো হচ্ছে।

বর্তমানে ফেসবুক একাউন্ট সবচেয়ে বেশি হ্যাক হচ্ছে। যেখানে অনেক ব্যক্তিত্বসম্পন্ন ব্যক্তি থাকে যাদের একাউন্টে খুবই গুরুত্বপূর্ণ তাদেরকে তারা টার্গেট করে ফাঁদে ফেলে। তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে সেজন্য নিজেকে সচেতন হতে হবে। নিজের নিরাপত্তা আগে বজায় রাখতে হবে। কোন মেসেজ দিলেই সেই লিংকে ঢুকতে হবে তার কোন মানে নেই। বিষয়টি বিবেচনা করতে হবে আমাদের বর্তমান বেশিরভাগ লোকের এটাই সমস্যা কেউ কোন মেসেজ পাঠালে আগে ওটার সেই লিংকে ঢুকে তাদের শর্তগুলো পূরণ করার চেষ্টা করে এটা করা যাবে না।

Posted using SteemPro Mobile

জি ভাই নিজের নিরাপত্তা আগে বজায় রাখতে হবে।

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই পোস্ট পড়ে সত্যিই অনেক বেশি ভালো লাগলো এবং উপকৃত হলাম। গত কয়েকদিন আগে আমার ফোনেও এরকম কয়েকটা মেসেজ এসেছিল কিন্তু আমি মেসেজ ওপেন করিনি। বর্তমান সময়ে অনলাইন প্লাটফর্মটা একটু অন্যরকম হয়ে গিয়েছে সকলেই শুধু হ্যাক করার চেষ্টায় মাতোয়ার হয়ে থাকে। সুন্দর কিছু পয়েন্ট তুলে ধরেছেন নিজেকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে। চমৎকার এই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আসলে একটু সচেতন হলেই হ্যাকিং এর হাত থেকে বাঁচা সম্ভব।

Upvoted! Thank you for supporting witness @jswit.

🙏🙏❤

একটু সচেতন হলে হ্যাকিং এর হাত থেকে বাঁচা সম্ভব। বিশেষ করে অপ্রয়োজনীয় কোন লিঙ্ক আসলে সেগুলোতে ক্লিক করা একদমই উচিত নয়। আপনি আজকে খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে সুন্দর পোস্ট করেছেন। আপনার পোস্ট পড়ে অনেকেই উপকৃত হবে। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পেরেছি আপনার পোস্ট থেকে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য।

জি আপু একটু সচেতন হলে হ্যাকিং এর হাত থেকে বাঁচা সম্ভব।

আপনি তো খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে মানুষের সাথে। হ্যাক বা হ্যাকিং এমন এক অবস্থা হয়েছে মানুষকে লোভ দেখিয়ে এবং মানুষের সরলতা নিয়ে বিভিন্ন ধরনের পয়দা লুটে নিয়েছে। তবে এটি ঠিক অপরিচিত মেসেজ বা কোন কিছু না বুঝলে অপশনে ক্লিক করা দরকার নেই। আর অপরিচিত লোকের কাছে মোবাইল দেওয়া ঠিক নয়। মানুষের মনের মধ্যে কি আছে কেউ বুঝতে পারে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

জি ঠিক বলেছেন অপরিচিত মেসেজ বা কোন কিছু না বুঝলে ক্লিক করা দরকার নেই।

বর্তমান সময় মানুষকে বিভিন্ন ধরনের হয় হয়রানি করে থাকে হ্যাকার গুলো। এমন ভাবে তাদেরকে মেসেজ করে তখন মানুষ তাদের ফাঁদে পা দিয়ে থাকে। যেমন আপনি বলেছেন ভালো চাকরির কথা বলে মানুষকে দুর্বল করে ফেলে। আপনার নিকটতম লোকদের সাথে প্রতারণা করেছে। এরকম প্রতারণা প্রায় জায়গায় সবার সাথে করে যাচ্ছে হ্যাকার লোক গুলো। মানুষে এদের ব্যবহার দেখে বুঝতে পারেনা কোনটি ভাল কোনটি খারাপ। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ জানাই।

একদম ঠিক বলছেন বাস্তব জগতে যেমন হ্যাকারের কোন অভাব নেই। কিন্তু এখন অনলাইন জগতেও আরো বেশি হ্যাকার রয়েছে। তাই আমাদের সকলের উচিত একটু সাবধানতা অবলম্বন করা। কারণ সামান্য ভুলের কারণে কোন লিংকে যখন ক্লিক করব অনেক বড় ধরনের নিজের ক্ষতি হয়ে যায়। তো সবাইকে সচেতনতার সাথে চলতে হবে। তাহলে বিপদ থেকে আমরা রেহাই পাব। খুব সুন্দর আপনি পরামর্শ দিলেন বিস্তারিত শেয়ার করলেন ভালো লাগলো।

জি আপু সামান্য ভুলের কারণে কোন লিংকে যখন ক্লিক করব অনেক বড় ধরনের নিজের ক্ষতি হয়ে যায়।

বাহ্! খুবই সচেতনতামূলক একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। মানুষ দিনদিন যতই অনলাইনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, ততই হ্যাকাররা হ্যাকিং করার জন্য বিভিন্ন পদ্ধতি এপ্লাই করে চলেছে। বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে অনেক অনেক টাকা। সুতরাং আমাদের সবার উচিত সচেতনতা আরো বৃদ্ধি করা। যাইহোক পোস্টটি পড়লে অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করি। এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

জি ভাই আমাদের সবার উচিত সচেতনতা আরো বৃদ্ধি করা।।