ABB Contest-55 ||ক্রিস্পি বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ।

in hive-129948 •  9 months ago 

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
ABB Contest-55 ক্রিস্পি বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ।

IMG-20240323-WA0089.jpg

আমার বাংলা ব্লগের কন্টেস্ট মানেই হলো নতুন কিছু নিয়ে হাজির হওয়া।আর এটাই তো সবচেয়ে মজার।কারণ সচরাচর যে কাজ বা রেসিপিগুলো করা হয় সেগুলো থেকে ভিন্ন কিছু প্রেজেন্ট করার মাঝেই আলাদা বিশেষত্ব রয়েছে। আর এই পরিপ্রেক্ষিতে প্রতিবার রেসিপি কন্টেস্টগুলোতে হাজির হয়ে যাই আলাদা কিছু ফুটিয়ে তোলার মাধ্যমে।আর এখানে ইউনিক কিছু শেয়ার না করতে পারলে যেন কমতি থেকে যায়।
20240322_190928.jpg

20240322_190921.jpg

ছবি আর টাইটেল দেখেই হয়তো অনেকে হাসছেন,অনেকে অনেক কিছু ভাবছেন।আসলে আমি নিজেও কিন্তু মাঝে মাঝে আমার কাজগুলো করার আগে পরেই বেশ হাস্যকর কিছুই ভাবি। আর সেই থেকে একটা সিলেক্ট করে তৈরি করে ফেলি।এই যে আজকের ইফতার আইটেমের মধ্যে ডিমসহ পাখির বাসা নিয়ে আসলাম,হাহাহা।তা যাইহোক সচরাচর ছোলাভুনা,বেগুনী, আলুরচপ, পেয়াজি এসব তো থাকেই। তবে আমাদের বাসায় আবার ভিন্ন ভিন্ন আইটেম তৈরি করা হয়। এজন্যই আজকে আমি আপনাদের মাঝে এই রেসিপিটি নিয়ে আসলাম।
20240322_184934.jpg

20240322_184920.jpg

20240322_190828.jpg
তবে এর সাথে আরও কিছু আইটেম রেখেছি।কারণ ইফতারের সময় অল্পসল্প কিছু আয়োজন হয়না,অনেক কিছুই করা হয়। তাই আমি এর পাশাপাশি বাঁধাকপির স্পেশাল চপ, ক্রিস্পি ঢেঁড়স ফ্রাই, ফুসকা রেসিপিগুলো শর্টকাট ভাবে তৈরি করে প্রেজেন্ট করেছি। কারণ সবকিছু ডিটেলসে দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়। যাইহোক আশা করি আমার আজকের এই ইফতারের প্লেটার টা আপনাদের ভালো লাগবে।

IMG-20240323-WA0093.jpg

IMG-20240323-WA0094.jpg

ক্রিস্পি বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ।

20240322_185249.jpg

20240322_185216.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
গ্রেট করা চিজ১ কাপ
ময়দা১ কাপ
আলুসিদ্ধ৪টি
লবণ২চা চামচ
পেঁয়াজকুচি২টি
কাঁচামরিচ কুচি৩টি
রসুনবাটা১টেবিল চামচ
আদাবাটা১চা চামচ
মরিচগুড়ো২ চা চামচ
হলুদগুড়ো১চা চামচ
জিরাগুড়ো২ চা চামচ
সেমাই১ প্যাক
টমেটো সস১চা চামচ
কর্ণফ্লাওয়ার২টেবিল চামচ
গোলমরিচ গুড়া১ চা চামচ
সয়াবিন তেল১চা চামচ
পানিপরিমাণ মত

IMG-20240322-WA0030.jpg

প্রথম ধাপ

IMG-20240322-WA0014.jpg

প্রথমেই সিদ্ধ আলু গুলোকে হাত দিয়ে ভালোভাবে কচলে নিয়েছি। একদম মিহি পেস্ট এর মত করে করতে হবে। এরপর দিয়েছি পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি।

দ্বিতীয় ধাপ

IMG-20240322-WA0015.jpg

এইধাপে এক এক করে হলুদগুড়ো, মরিচগুড়ো, জিরাগুড়ো, গরম মসলা গুড়ো,গোলমরিচ গুড়া আর লবণ দিয়েছি।সাথে দিয়েছি রসুন বাটা, আদা বাটা আর গ্রেট করা চিজ।তারপর একসাথে সব কিছুই হাত দিয়ে মেখে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG-20240322-WA0024.jpg

এখন ছোট করে কিছুটা অংশ হাতে নিলাম। তারপর আবার পাখির বাসার মত করে শেপ দিতে থাকলাম।খুব সাবধানে কাজটি করতে হয়েছে।এভাবে ৫টি বাসা তৈরি করলাম।সাথে ছোট ছোট ২টা পাখিও তৈরি করলাম।

চতুর্থ ধাপ

IMG-20240322-WA0016.jpg

এইধাপে ময়দা,২টেবিল চামচ কর্ণফ্লাওয়ার দিয়ে মিক্স করলাম।তারপর হাফ চা চামচ লবণ,হাফ চা চামচ গোলমরিচ গুড়া,আর হাফ চা চামচ মরিচগুড়ো দিলাম।

পঞ্চম ধাপ

IMG-20240322-WA0023.jpg

এইধাপে অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি।পাতলা একটা মিক্সার তৈরি করে নিলাম।

ষষ্ঠ ধাপ

IMG-20240322-WA0022.jpg

এখন এক একটা পাখির বাসা নিয়ে এই পাতলা মিক্সারে ডুবিয়ে নিলাম। এরপর মিক্সার থেকে তুলে এরপর সেমাইয়ের গুড়োর মধ্যে দিলাম।

সপ্তম ধাপ

IMG-20240322-WA0021.jpg

সেমাইয়ের গুড়ার মধ্যে সব কিছু ভালোভাবে মেখে পাখির বাসা তৈরি করে নিলাম।

অষ্টম ধাপ

IMG-20240322-WA0020.jpg

এরপর গেট করার চিজ নিয়ে নিলাম। তার মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুড়ো এবং অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর পূর্বে যে পাতলা মিক্সার ছিল সেখান থেকে অল্প একটু মিক্সার দিয়ে দিলাম।ভালোভাবে সব মেখে সফট একটা খামির তৈরি করে সেখান থেকে ছোট ছোট বলের মত তৈরি করলাম। এগুলো হলো পাখির ডিম।

নবম ধাপ

IMG-20240322-WA0018.jpg

ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে ছোট ছোট বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মোটামুটি দুই থেকে তিন মিনিট ভেজে নেয়ার পর এগুলো উঠিয়ে নিলাম।

দশম ধাপ

IMG-20240322-WA0019.jpg

এরপর সেমাই এর মধ্যে কোট করা পাখির বাসা গুলো এবং ছোট ছোট দুটো পাখি কেও ভেজে নিয়েছি। অনেকক্ষণ ধরে রেখে ভেজে নিতে হবে মুচমুচে হওয়া পর্যন্ত। তারপর উঠিয়ে নিলাম। এভাবে সবগুলোই ভেজে নিলাম।

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
বাঁধাকপি কুচি২ কাপ
পেঁয়াজকুচি২টি
কাঁচামরিচ কুচি৫টি
টমেটো কুচি১ টি
জিরাগুড়ো২ চা চামচ
আদাবাটা১ চা চামচ
রসুনবাটাদেড় চা চামচ
চিনি১ চা চামচ
লবণ১ চা চামচ
সেমাই১/২ কাপ
আটা আর কর্ণফ্লাওয়ার মিক্সার১/২ কাপ
সয়াবিন তেল১চা চামচ
পানিপরিমাণ মত

20240324_233144.jpg

প্রথম ধাপ

20240324_233121.jpg

প্রথমত বাঁধাকপি কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো ভালোভাবে মেখে নিলাম। এরপর মরিচ,লবণ, চিনি, আদা বাটা, রসুন বাটা, সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

দ্বিতীয় ধাপ

20240324_233226.jpg

এরপর সেগুলো ভালোভাবে মাখানোর পরে সেগুলোর মধ্যে আবার ব্যাটার দিয়ে দিতে হবে,এটা হলো পূর্বে তৈরি করা ব্যাটার যেটা পাখির বাসা কোট করার সময় বানিয়েছিলাম। তারপর সেমাই কুচি দিয়ে দিতে হবে যাতে করে একটু ক্রিসপি হয়। তারপর আবার ভালোভাবে মেখে নিতে হবে।

তৃতীয় ধাপ

20240324_233242.jpg

এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ৬-৭ মিনিট।তারপর সবগুলা ভেজে নিয়ে তুলে ফেলতে হবে।

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
ঢেঁড়স৪টি
বেগুনী তৈরির ব্যাটার১ কাপ

20240324_233306.jpg

প্রথম ধাপ

20240324_233342.jpg

প্রথমত ঢেঁড়স গুলো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। তারপর সেই ঢেঁড়স গুলো কেটে নিতে হবে।

দ্বিতীয় ধাপ

20240324_233456.jpg

এরপর ঢেঁড়স গুলো কে বেগুনী তৈরির ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ভালোভাবে ব্যাটার মাখিয়ে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটি খাওয়ার উপযুক্ত হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজার শেষে তুলে নিতে হবে।

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
সিদ্ধ আলু১টি
পেঁয়াজকুচি১টি
টমেটো কুচি৩টি
ফুসকা১ প্যাক
কাঁচা ছোলা মাখা২ টেবিল চামচ
মিক্স সালাদ১ টেবিল চামচ
ছোলাভুনা২ চা চামচ
সয়াবিন তেল১চা চামচ
পানিপরিমাণ মত

20240326_190358.jpg

প্রথম ধাপ

20240326_190323.jpg

এখানে প্রথমেই সিদ্ধ আলু, কাঁচাছোলা মাখা,ছোলাভুনা নিলাম।সবকিছু একসাথে মিক্স করে নিলাম।

20240326_214104.jpg

এখন তেলের মধ্যে রেডিমেড ফুসকাগুলো দিয়ে দিলাম।তারপর ভালোমত ভেজে তুলে নিলাম।তারপর এক এক করে সবগুলো ফুসকায় পুর ভরে তৈরি করে নিলাম।

রেসিপিগুলোর ফাইনাল আউটলুক।

20240322_191000.jpg

20240322_190947.jpg

20240322_190901.jpg

20240322_190848.jpg
20240322_184738.jpg

20240322_185135.jpg

20240322_184352.jpg

20240322_184336.jpg

৬০ সেকেন্ডের একটি শট ভিডিও👇।

https://youtube.com/shorts/lDLTt5RB90Q?si=LZ7b6bRddkou6GXo

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতার জন্য ইউনিক খাবার তৈরি করেছেন বেশ কয়েক রকমের। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে সত্যি খুব ভালো লেগেছে। আপনার তৈরি করা রেসিপিগুলো একেবারে ইউনিক ছিল। এই রেসিপি আগে কখনো খাইনি, এমনকি এর নাম ও প্রথম শুনলাম আপনার মাধ্যমেই। তবে খাবারগুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ইউনিক অনেকগুলো রেসিপি শিখে নিলাম। কখনো পারলে অবশ্যই তৈরি করব। ইফতারে মজা করে খেয়েছেন নিশ্চয়ই এগুলো।

ধন্যবাদ মতামতের জন্য।💦

বাহ, ভাইয়া আপনি তো ইফতারিতে অনেক মজার মজার খাবার তৈরি করেছেন। বার্ড নেস্ট উইথ বার্ডস এগ খাবারটির নাম আজ প্রথম শুনলাম। দেখে তো মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে। তাছাড়াও ঢেঁড়স এভাবে ফ্রাই করে কোনদিন খাওয়া হয়নি। সব মিলিয়ে আপনার পোস্ট দারুণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ফাতেমা আপু ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।।

ভাইয়া রেসিপির নাম পড়তেই তো দাঁত ভেঙ্গে গেল। তবে বেশ দারুন এবং লোভনীয় আর আকর্ষনীয় একটি রেসিপি নিয়ে আপনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। আপনার রেসিপি দেখেই বুঝা যাচেছ যে বেশ সময় নিয়েই আপসি রেসিপিটি করেছেন। শুভ কামনা রইল।

হাহাহা কি যে বলেন আপু।।।যাইহোক ধন্যবাদ মতামত জানানোর জন্য।

সত্যি বলতে ভাই আমি দেখে শেষে করতে পারছি না ৷ যে কয় প্রকার রেসেপি করেছেন ৷ জাষ্ট অসাধারণ আর সব খাবার ছিল লোভনীয় স্বাদের ৷ যতগুলো আইটেম দেখলাম তাতে আমি কোনো পুরো বাংলা ব্লগ বাসি মুগ্ধ ৷ দেখার মতো ছিল ভাই ক্রিস্পি বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ। এই প্রতিযোগিতায় আপনার বিজয় নিশ্চিত তা বলাই যায় ৷ শুভকামনা রইল অবিরাম ৷

অনেক অনেক ধন্যবাদ গপি ভাই।

বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ খাবারটার নামটা বেশ ভালো লেগেছে আমার কাছে। বেশ ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। দেখতেও খুবই ভালো লাগছে। ঢেঁড়স ফ্রাই অনেক সুন্দর হয়েছে। দারুন একটি ইফতার প্লেটার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা খাবারই বেশ লোভনীয় লাগছে দেখতে। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

ইসরাত আপু ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন সব সময়।

চমৎকার ডেকোরেশন করলেন আপনি রেসিপির উপস্থাপনা অসাধারণ হয়েছে। এত সুন্দর করে ডেকোরেশন করে নিলেন মুগ্ধ হয়ে গেছি দেখে। তবে রেসিপি নামটা বেশ কঠিন মনে হয়েছে আমার কাছে হি হি হি দাঁত ভেঙ্গে যাওয়ার অবস্থা। যাক নাম দিয়ে কাজ নেই খেতে যদি সুস্বাদু হয় তাহলে বেশ ভালো। আমরা ভোজন বিলাসী বাঙালি যদি মুখের রুচিতে লাগে তাহলে আর কোন কথাই নেই। নিশ্চয়ই খেতে খুব সুস্বাদু হবে এত সুন্দর সুস্বাদু রেসিপি আপনি শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

চেষ্টা করেছি সুন্দর ডেকোরেশন করে তুলে ধরতে।

ঠিক বলেছেন ভাইয়া প্রতিযোগিতা মানেই নতুন কিছু নিয়ে হাজির হওয়া। আমরা সবসময় যে রেসিপিগুলো তৈরি করি সেগুলো থেকে ভিন্ন কিছু প্রেজেন্ট করার মাঝেই আলাদা বিশেষত্ব রয়েছে। যাই হোক আপনি প্রতিযোগিতার জন্য খুবই ইউনিক সব ইফতার আইটেম তৈরি করেছেন। ইফতারিতে যদি এভাবে সুন্দর করে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে এত সুন্দর ডেকোরেশন করা থাকে, তাহলে দেখতে যেমন ভাল লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে। আপনি আজ ভিন্ন ধরনের কিছু রেসিপি তৈরি করেছেন। আপনার কাছ থেকে নতুন কিছু রেসিপি শিখতে পারলাম। ধন্যবাদ এত ইউনিক ইফতার আইটেম শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

জি আপু প্রতিযোগিতা মানেই নতুন কিছু নিয়ে হাজির হওয়া।না হয় কোন মজা নেই।

অনেক লোভনীয় নিয়ে একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপি টা দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু। আমি অবশ্যই একদিন এই রেসিপিটা বাসায় ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল।,

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এতো লোভনীয় রেসিপি গুলোর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিটি রেসিপি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। ইফতারের সময় এমন রেসিপি থাকলে তো ইফতার একেবারে জমে যাবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক মজার মজার রেসিপি দেখতে পাচ্ছি। আশা করি বেশ ভালো অবস্থানে থাকতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

জি ভাই আমিও মনে করি এমন রেসিপি থাকলে ইফতার একেবারে জমে যাবে।

আমার বাংলা ব্লগের প্রতিটি প্রতিযোগিতার আয়োজনই হচ্ছে জমজমাট আয়োজন।এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ও ইউনিক রেসিপি দেখতে পাই।তবে আপনার রেসিপিটি খুবই অসাধারণ ছিল। আর আমিও চেষ্টা করেছি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য ।

জি আসলেই আমার বাংলা ব্লগের প্রতিটি প্রতিযোগিতার আয়োজনই হচ্ছে জমজমাট আয়োজন।