আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
ABB Contest-55 ক্রিস্পি বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ। |
আমার বাংলা ব্লগের কন্টেস্ট মানেই হলো নতুন কিছু নিয়ে হাজির হওয়া।আর এটাই তো সবচেয়ে মজার।কারণ সচরাচর যে কাজ বা রেসিপিগুলো করা হয় সেগুলো থেকে ভিন্ন কিছু প্রেজেন্ট করার মাঝেই আলাদা বিশেষত্ব রয়েছে। আর এই পরিপ্রেক্ষিতে প্রতিবার রেসিপি কন্টেস্টগুলোতে হাজির হয়ে যাই আলাদা কিছু ফুটিয়ে তোলার মাধ্যমে।আর এখানে ইউনিক কিছু শেয়ার না করতে পারলে যেন কমতি থেকে যায়।
ছবি আর টাইটেল দেখেই হয়তো অনেকে হাসছেন,অনেকে অনেক কিছু ভাবছেন।আসলে আমি নিজেও কিন্তু মাঝে মাঝে আমার কাজগুলো করার আগে পরেই বেশ হাস্যকর কিছুই ভাবি। আর সেই থেকে একটা সিলেক্ট করে তৈরি করে ফেলি।এই যে আজকের ইফতার আইটেমের মধ্যে ডিমসহ পাখির বাসা নিয়ে আসলাম,হাহাহা।তা যাইহোক সচরাচর ছোলাভুনা,বেগুনী, আলুরচপ, পেয়াজি এসব তো থাকেই। তবে আমাদের বাসায় আবার ভিন্ন ভিন্ন আইটেম তৈরি করা হয়। এজন্যই আজকে আমি আপনাদের মাঝে এই রেসিপিটি নিয়ে আসলাম।
তবে এর সাথে আরও কিছু আইটেম রেখেছি।কারণ ইফতারের সময় অল্পসল্প কিছু আয়োজন হয়না,অনেক কিছুই করা হয়। তাই আমি এর পাশাপাশি বাঁধাকপির স্পেশাল চপ, ক্রিস্পি ঢেঁড়স ফ্রাই, ফুসকা রেসিপিগুলো শর্টকাট ভাবে তৈরি করে প্রেজেন্ট করেছি। কারণ সবকিছু ডিটেলসে দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়। যাইহোক আশা করি আমার আজকের এই ইফতারের প্লেটার টা আপনাদের ভালো লাগবে।
ক্রিস্পি বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ। |
রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
উপকরণ | পরিমাণ |
গ্রেট করা চিজ | ১ কাপ |
ময়দা | ১ কাপ |
আলুসিদ্ধ | ৪টি |
লবণ | ২চা চামচ |
পেঁয়াজকুচি | ২টি |
কাঁচামরিচ কুচি | ৩টি |
রসুনবাটা | ১টেবিল চামচ |
আদাবাটা | ১চা চামচ |
মরিচগুড়ো | ২ চা চামচ |
হলুদগুড়ো | ১চা চামচ |
জিরাগুড়ো | ২ চা চামচ |
সেমাই | ১ প্যাক |
টমেটো সস | ১চা চামচ |
কর্ণফ্লাওয়ার | ২টেবিল চামচ |
গোলমরিচ গুড়া | ১ চা চামচ |
সয়াবিন তেল | ১চা চামচ |
পানি | পরিমাণ মত |
প্রথমেই সিদ্ধ আলু গুলোকে হাত দিয়ে ভালোভাবে কচলে নিয়েছি। একদম মিহি পেস্ট এর মত করে করতে হবে। এরপর দিয়েছি পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি।
এইধাপে এক এক করে হলুদগুড়ো, মরিচগুড়ো, জিরাগুড়ো, গরম মসলা গুড়ো,গোলমরিচ গুড়া আর লবণ দিয়েছি।সাথে দিয়েছি রসুন বাটা, আদা বাটা আর গ্রেট করা চিজ।তারপর একসাথে সব কিছুই হাত দিয়ে মেখে নিয়েছি।
এখন ছোট করে কিছুটা অংশ হাতে নিলাম। তারপর আবার পাখির বাসার মত করে শেপ দিতে থাকলাম।খুব সাবধানে কাজটি করতে হয়েছে।এভাবে ৫টি বাসা তৈরি করলাম।সাথে ছোট ছোট ২টা পাখিও তৈরি করলাম।
এইধাপে ময়দা,২টেবিল চামচ কর্ণফ্লাওয়ার দিয়ে মিক্স করলাম।তারপর হাফ চা চামচ লবণ,হাফ চা চামচ গোলমরিচ গুড়া,আর হাফ চা চামচ মরিচগুড়ো দিলাম।
এইধাপে অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিয়েছি।পাতলা একটা মিক্সার তৈরি করে নিলাম।
এখন এক একটা পাখির বাসা নিয়ে এই পাতলা মিক্সারে ডুবিয়ে নিলাম। এরপর মিক্সার থেকে তুলে এরপর সেমাইয়ের গুড়োর মধ্যে দিলাম।
সেমাইয়ের গুড়ার মধ্যে সব কিছু ভালোভাবে মেখে পাখির বাসা তৈরি করে নিলাম।
এরপর গেট করার চিজ নিয়ে নিলাম। তার মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুড়ো এবং অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর পূর্বে যে পাতলা মিক্সার ছিল সেখান থেকে অল্প একটু মিক্সার দিয়ে দিলাম।ভালোভাবে সব মেখে সফট একটা খামির তৈরি করে সেখান থেকে ছোট ছোট বলের মত তৈরি করলাম। এগুলো হলো পাখির ডিম।
ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে ছোট ছোট বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মোটামুটি দুই থেকে তিন মিনিট ভেজে নেয়ার পর এগুলো উঠিয়ে নিলাম।
এরপর সেমাই এর মধ্যে কোট করা পাখির বাসা গুলো এবং ছোট ছোট দুটো পাখি কেও ভেজে নিয়েছি। অনেকক্ষণ ধরে রেখে ভেজে নিতে হবে মুচমুচে হওয়া পর্যন্ত। তারপর উঠিয়ে নিলাম। এভাবে সবগুলোই ভেজে নিলাম।
রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
উপকরণ | পরিমাণ |
বাঁধাকপি কুচি | ২ কাপ |
পেঁয়াজকুচি | ২টি |
কাঁচামরিচ কুচি | ৫টি |
টমেটো কুচি | ১ টি |
জিরাগুড়ো | ২ চা চামচ |
আদাবাটা | ১ চা চামচ |
রসুনবাটা | দেড় চা চামচ |
চিনি | ১ চা চামচ |
লবণ | ১ চা চামচ |
সেমাই | ১/২ কাপ |
আটা আর কর্ণফ্লাওয়ার মিক্সার | ১/২ কাপ |
সয়াবিন তেল | ১চা চামচ |
পানি | পরিমাণ মত |
প্রথমত বাঁধাকপি কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো ভালোভাবে মেখে নিলাম। এরপর মরিচ,লবণ, চিনি, আদা বাটা, রসুন বাটা, সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম।
এরপর সেগুলো ভালোভাবে মাখানোর পরে সেগুলোর মধ্যে আবার ব্যাটার দিয়ে দিতে হবে,এটা হলো পূর্বে তৈরি করা ব্যাটার যেটা পাখির বাসা কোট করার সময় বানিয়েছিলাম। তারপর সেমাই কুচি দিয়ে দিতে হবে যাতে করে একটু ক্রিসপি হয়। তারপর আবার ভালোভাবে মেখে নিতে হবে।
এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ৬-৭ মিনিট।তারপর সবগুলা ভেজে নিয়ে তুলে ফেলতে হবে।
রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
উপকরণ | পরিমাণ |
ঢেঁড়স | ৪টি |
বেগুনী তৈরির ব্যাটার | ১ কাপ |
প্রথমত ঢেঁড়স গুলো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। তারপর সেই ঢেঁড়স গুলো কেটে নিতে হবে।
এরপর ঢেঁড়স গুলো কে বেগুনী তৈরির ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। ভালোভাবে ব্যাটার মাখিয়ে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটি খাওয়ার উপযুক্ত হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজার শেষে তুলে নিতে হবে।
রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
উপকরণ | পরিমাণ |
সিদ্ধ আলু | ১টি |
পেঁয়াজকুচি | ১টি |
টমেটো কুচি | ৩টি |
ফুসকা | ১ প্যাক |
কাঁচা ছোলা মাখা | ২ টেবিল চামচ |
মিক্স সালাদ | ১ টেবিল চামচ |
ছোলাভুনা | ২ চা চামচ |
সয়াবিন তেল | ১চা চামচ |
পানি | পরিমাণ মত |
এখানে প্রথমেই সিদ্ধ আলু, কাঁচাছোলা মাখা,ছোলাভুনা নিলাম।সবকিছু একসাথে মিক্স করে নিলাম।
এখন তেলের মধ্যে রেডিমেড ফুসকাগুলো দিয়ে দিলাম।তারপর ভালোমত ভেজে তুলে নিলাম।তারপর এক এক করে সবগুলো ফুসকায় পুর ভরে তৈরি করে নিলাম।
রেসিপিগুলোর ফাইনাল আউটলুক। |
৬০ সেকেন্ডের একটি শট ভিডিও👇। |
https://youtube.com/shorts/lDLTt5RB90Q?si=LZ7b6bRddkou6GXo
প্রতিযোগিতার জন্য ইউনিক খাবার তৈরি করেছেন বেশ কয়েক রকমের। এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে সত্যি খুব ভালো লেগেছে। আপনার তৈরি করা রেসিপিগুলো একেবারে ইউনিক ছিল। এই রেসিপি আগে কখনো খাইনি, এমনকি এর নাম ও প্রথম শুনলাম আপনার মাধ্যমেই। তবে খাবারগুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ইউনিক অনেকগুলো রেসিপি শিখে নিলাম। কখনো পারলে অবশ্যই তৈরি করব। ইফতারে মজা করে খেয়েছেন নিশ্চয়ই এগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ মতামতের জন্য।💦
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Nevlu123/status/1772839424340209810?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, ভাইয়া আপনি তো ইফতারিতে অনেক মজার মজার খাবার তৈরি করেছেন। বার্ড নেস্ট উইথ বার্ডস এগ খাবারটির নাম আজ প্রথম শুনলাম। দেখে তো মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে। তাছাড়াও ঢেঁড়স এভাবে ফ্রাই করে কোনদিন খাওয়া হয়নি। সব মিলিয়ে আপনার পোস্ট দারুণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফাতেমা আপু ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া রেসিপির নাম পড়তেই তো দাঁত ভেঙ্গে গেল। তবে বেশ দারুন এবং লোভনীয় আর আকর্ষনীয় একটি রেসিপি নিয়ে আপনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। আপনার রেসিপি দেখেই বুঝা যাচেছ যে বেশ সময় নিয়েই আপসি রেসিপিটি করেছেন। শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা কি যে বলেন আপু।।।যাইহোক ধন্যবাদ মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে ভাই আমি দেখে শেষে করতে পারছি না ৷ যে কয় প্রকার রেসেপি করেছেন ৷ জাষ্ট অসাধারণ আর সব খাবার ছিল লোভনীয় স্বাদের ৷ যতগুলো আইটেম দেখলাম তাতে আমি কোনো পুরো বাংলা ব্লগ বাসি মুগ্ধ ৷ দেখার মতো ছিল ভাই ক্রিস্পি বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ। এই প্রতিযোগিতায় আপনার বিজয় নিশ্চিত তা বলাই যায় ৷ শুভকামনা রইল অবিরাম ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ গপি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বার্ড নেস্ট উইথ বার্ড'স এগ খাবারটার নামটা বেশ ভালো লেগেছে আমার কাছে। বেশ ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। দেখতেও খুবই ভালো লাগছে। ঢেঁড়স ফ্রাই অনেক সুন্দর হয়েছে। দারুন একটি ইফতার প্লেটার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা খাবারই বেশ লোভনীয় লাগছে দেখতে। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইসরাত আপু ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার ডেকোরেশন করলেন আপনি রেসিপির উপস্থাপনা অসাধারণ হয়েছে। এত সুন্দর করে ডেকোরেশন করে নিলেন মুগ্ধ হয়ে গেছি দেখে। তবে রেসিপি নামটা বেশ কঠিন মনে হয়েছে আমার কাছে হি হি হি দাঁত ভেঙ্গে যাওয়ার অবস্থা। যাক নাম দিয়ে কাজ নেই খেতে যদি সুস্বাদু হয় তাহলে বেশ ভালো। আমরা ভোজন বিলাসী বাঙালি যদি মুখের রুচিতে লাগে তাহলে আর কোন কথাই নেই। নিশ্চয়ই খেতে খুব সুস্বাদু হবে এত সুন্দর সুস্বাদু রেসিপি আপনি শেয়ার করলেন অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি সুন্দর ডেকোরেশন করে তুলে ধরতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া প্রতিযোগিতা মানেই নতুন কিছু নিয়ে হাজির হওয়া। আমরা সবসময় যে রেসিপিগুলো তৈরি করি সেগুলো থেকে ভিন্ন কিছু প্রেজেন্ট করার মাঝেই আলাদা বিশেষত্ব রয়েছে। যাই হোক আপনি প্রতিযোগিতার জন্য খুবই ইউনিক সব ইফতার আইটেম তৈরি করেছেন। ইফতারিতে যদি এভাবে সুন্দর করে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে এত সুন্দর ডেকোরেশন করা থাকে, তাহলে দেখতে যেমন ভাল লাগে তেমনি খেতেও খুব ভালো লাগে। আপনি আজ ভিন্ন ধরনের কিছু রেসিপি তৈরি করেছেন। আপনার কাছ থেকে নতুন কিছু রেসিপি শিখতে পারলাম। ধন্যবাদ এত ইউনিক ইফতার আইটেম শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু প্রতিযোগিতা মানেই নতুন কিছু নিয়ে হাজির হওয়া।না হয় কোন মজা নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক লোভনীয় নিয়ে একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। রেসিপিটা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপি টা দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু। আমি অবশ্যই একদিন এই রেসিপিটা বাসায় ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল।,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এতো লোভনীয় রেসিপি গুলোর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্রতিটি রেসিপি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। ইফতারের সময় এমন রেসিপি থাকলে তো ইফতার একেবারে জমে যাবে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক মজার মজার রেসিপি দেখতে পাচ্ছি। আশা করি বেশ ভালো অবস্থানে থাকতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আমিও মনে করি এমন রেসিপি থাকলে ইফতার একেবারে জমে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগের প্রতিটি প্রতিযোগিতার আয়োজনই হচ্ছে জমজমাট আয়োজন।এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ও ইউনিক রেসিপি দেখতে পাই।তবে আপনার রেসিপিটি খুবই অসাধারণ ছিল। আর আমিও চেষ্টা করেছি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আসলেই আমার বাংলা ব্লগের প্রতিটি প্রতিযোগিতার আয়োজনই হচ্ছে জমজমাট আয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit