আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে। |
আজকের পোস্টে একদম ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে তো এই সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।আর যেহেতু ইউনিক কিছু করতে হয় সেই হিসেবে শুরুর দিক থেকেই চিন্তা করতে নেমে যাই,হাহা।কারণ বর্তমানে ইউটিউবে অনেক কিছুই আছে,যা আমরা কখনো খাই নি এমনও।কিন্তু তার থেকেও ইউনিক কিছু তৈরি করার চিন্তা আমার মাথায় ঘুরে।
আর ইউনিক চপ তৈরির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।যেটা আমরা পূর্বে কখনো খাই নি,বা দেখি নি এমন কিছু তৈরি করব ভেবেছি।আর সেজন্য কি চপ তৈরি করব সেটা ভাবতে ভাবতেই মাথায় এলো চকলেট দিয়ে কিছু করা যায় কিনা।কারণ আমি পূর্বে যেহেতু চিংড়ি দিয়ে চকলেট তৈরি করেছিলাম সেই হিসেবে স্বাদ বিবেচনায় রেখে এবারেও ভাবলাম ভিন্ন কিছুর চেষ্টা করা যাক।তাই সাথে নিলাম চিজ আর কাঁঠাল।কাঁঠাল আর আলুর মিক্সারের মধ্যে চিজ আর চকলেটের পুর থাকবে এমনটাই ভাবনা ছিল।আর সেই ভাবনা মতেই আমি আজকের এই রেসিপিটি তৈরি করে ফেললাম।
পূর্বের ক্রাফট এর কন্টেস্টে সময় দিয়ে ভালোভাবে কিছু করে উঠতে পারি নি।কারণ তখন বাসায় মেহমান ছিল।পাশাপাশি ছিল বাবু অসুস্থ,আর তার মা বিশাল একটা প্রজেক্ট করবে ভেবেছে। তাই আমি মোটামুটি ছেলেকে সামলে নিজের কাজটা এগোতে পারি নি।তবুও একদিন হাতে রেখে করেছিলাম।তাই এবার প্রথম দিকেই রেসিপিটি তৈরি করার চিন্তা করলাম,আর সবগুলো উপকরণ কিনে নিয়ে আসলাম।তারপর রেসিপিটি তৈরি করে ফেললাম।যদিও পোস্ট করতে করতে সেই শেষ দিন হয়ে গেল।তবে আমার রেসিপি শেষ করতে করতেই বিকেলে হয়ে গেল আর ফটোশুট করতে করতে রাত। যাইহোক, সর্বোপরি বেশ মজার একটি রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে আমার খুবই ভালো লাগছে।
রাতের কারনে ফটোগ্রাফি কিছুটা কম বোঝা যাচ্ছে। তাই ভিডিওগ্রাফির মাধ্যমে কিছুটা অংশ আপনাদের সাথে তুলে ধরলাম। |
কাঁঠাল-চিজ-চকোলেট চপ রেসিপি। |
রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
উপকরণ | পরিমাণ |
কাঁঠাল | ১টি |
আলু | ২টি |
স্লাইস চিজ | ১ প্যাকেট |
ডেইরি মিল্ক চকোলেট | ৪টি |
পেঁয়াজকুচি | ২টি |
রসুনবাটা | ১ চামচ |
টমেটোকুচি | ১টি |
মরিচ কুচি | ২টি |
মরিচ গুড়ো | ২ চা চামচ |
হলুদ গুড়ো | ১চা চামচ |
জিরা গুড়ো | ১ চা চামচ |
আদা বাটা | আধা চা চামচ |
লবণ | পরিমাণ মত |
ডিম | ২ টি |
আটা | আধা কাপ |
বিস্কুটের গুড়ো | পরিমাণ মত |
বেকিং পাউডার | সামান্য পরিমাণ |
তেল | পরিমাণ মত |
প্রথম ধাপে আমি কাঁঠালকে মাঝ বরাবর কেটে খোসা ছাড়িয়ে নিলাম এবং ছোট ছোট টুকরো করে নিলাম।তবে অর্ধেক অংশ ব্যবহার করেছি রেসিপির জন্য।
তারপর ছোট ছোট টুকরো করে আলুও কেটে নিলাম। আলুগুলো আর কাঁঠালের টুকরোগুলো একটি পাতিলের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।তারপর হলুদ গুড়ো আর লবণ দেয়ার পর ভালোভাবে সিদ্ধ করে নিলাম যাতে নরম হয়ে যায়।
এই ধাপে আলুগুলোর খোসা ছাড়িয়ে ভর্তা করে নিলাম। তারপর সিদ্ধ করা কাঁঠাল গুলোকেও পেস্ট করে নিতে হবে।
ভর্তা করা আলু এবং কাঁঠাল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে লবণ, হলুদ গুড়ো, মরিচ গুঁড়ো এবং জিরে গুড়ো দিয়ে মিক্স করলাম। সর্বশেষ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে মিক্স করে নিতে হবে,সাথে কিছুটা পরিমাণ বেকিং পাউডার আর আটা দিয়ে মিক্স করলাম।
এই ধাপে প্রথমত একটা চিজের স্লাইস নিলাম। তার উপরে চকলেটকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম । তারপর চিজটিকে ভাঁজ করে নিলাম। এখন পূর্বের মিক্স করা মিশ্রণটি হাতে নিয়ে গোল মত করে তার মধ্যে চিজ দিয়ে দিলাম। তারপর সেই পুর দিয়ে ভালোভাবে গোল করে নিয়ে লাভ আকারে এটি তৈরি করে নিলাম।
এই ধাপে আমি পূর্বের মতো করে আরো দুটি লাভ শেপের চপ তৈরি করে নিলাম। তার পাশাপাশি গোল সাইজের তিনটি করে মোট ৯টি চপ তৈরি করলাম।তবে ছোট, মাঝারি আর বড় করে। তার পাশাপাশি লম্বা আকৃতির কয়েকটি চপ তৈরি করে নিলাম।
তারপর একটি বাটির মধ্যে দুটো ডিম ভেঙ্গে নিয়ে এর মধ্যে লবণ, গুঁড়ো মরিচ এবং জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম।
এখন একটি লাভ শেপের চপ নিয়ে প্রথমত আটার মধ্যে গড়িয়ে নিতে হবে।তারপর ডিমের মিক্সারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুড়োর মধ্যে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিলাম।বাকি ২ টি লাভ শেপের চপ এভাবেই তৈরি করে নিলাম।
এক এক করে আমি গোল করা এবং লম্বা করা চপগুলোকেও ডিমের মিক্সারে ডুবিয়ে আবার বিস্কুটের গুড়োতে দিয়ে তৈরি করে নিলাম।সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম।
এখন একটি কড়াইতে তেল দিয়ে চুলা জালিয়ে দিতে হবে। তারপর তেল গরম হয়ে এলে এরমধ্যে এক এক করে চপ গুলো দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন ২পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব।
ভাইয়া আনকমন রেসিপি নিয়ে হাজির হলেন।বেশ ভাল লাগলো। আপনি কাঁঠাল,চকলেট, চিজ দিয়ে মজার চপ করলেন।খেতে কেমন লাগলো বুঝলাম না।খেতে পারলে হতো।ধন্যবাদ শেয়ার করার জন্য।কাঁচা কাঁঠাল পাবো ও না রেসিপি ও হবে না করা।শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি নিজেও অনেক কষ্টে কাঁচা কাঁঠাল ব্যবস্থা করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/Nevlu123/status/1638404563106680832?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া তো দারুন একটা ইউনিক রেসিপি করলেন। বিশেষ করে সত্যিই এই রেসিপিটা আমি তো কখনোই খাইনি এমনকি দেখিও নি। কাঁঠালের সাথে চিজ এবং চকলেট দুইটাই ইউনিক লেগেছে। তবে ভিডিও দেখে ভীষণ অসাধারণ লেগেছে। মনে হচ্ছে খেতেও খুবই সুস্বাদু হয়েছে। একটু যদি খেতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো লাগতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ঠিক কাঁঠালের সাথে চিজ এবং চকলেট দুইটার কারনে ইউনিক হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যেদিন এই কনটেস্টের অ্যানাউন্সমেন্ট পোস্ট দেখেছিলাম সেই দিনে বুঝেছিলাম যে এত এত মজার মজার চপের রেসিপি পোস্ট দেখতে পাব যা দেখে লোভী সামলাতে পারবো না ঠিক সেটাই হচ্ছে।।
আপনার প্রস্তুত করার রেসিপি এতটাই লোভনীয় যে দেখে লোভ সম্মানের মুশকিল ইচ্ছে করছে তুলে খেতে শুরু করে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও যেদিন এই কনটেস্টের অ্যানাউন্সমেন্ট পোস্ট দেখেছিলাম সেই দিনে বুঝেছিলাম যে এত এত মজার মজার চপের রেসিপি পোস্ট দেখতে পাব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকে শুধু দেখে তো জিভে জল চলে এসেছে। এত ইউনিক রেসিপি করেছেন আপনি দেখে চোখ ফেরাতে পারছি না। কেন যে বাড়িতে ছিলাম আপনাদের বাড়িতে গেলে তো খেতে পারতাম। এক কথায় খুবই অসাধারণ একটি রেসিপি উপহার দিলেন আমাদের। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর ও সাবলীল ভাষায় প্রশংসা মূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারের চপ রেসিপি প্রতিযোগিতায় যতগুলো রেসিপি তৈরি দেখেছি প্রত্যেকটা রেসিপি, ইউনিক লেগেছে। আসলে প্রতিযোগিতা মানেই ভিন্ন ধরনের আইটেম ধারণা কাজে লাগিয়ে নিজের দক্ষতা তুলে ধরা। আপনিও খুব সুন্দর করে আজকে ইউনিকভাবে চপ রেসিপি তৈরি করেছেন যেটা আগে কখনো দেখা হয়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ভালোলাগার জন্য এই ইউনিক কিছু করার চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাসায় কেউ অসুস্থ থাকলে, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়। আর তাইতো আমার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে, আমি এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত অংশগ্রহণ করতে পারিনি। তার অসুস্থতার কারণে ছেলে ও মেয়ের খুবই কষ্ট হয়েছে। কেননা মা বলে কথা। যাইহোক ভাই, আপনার কাঁঠাল চিজ চকোলেটের ইউনিক চপ রেসিপি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। যেহেতু এত ইউনিক চপ, সেহেতু খেতে খুবই মজার হবে এ আমার বিশ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই ইউনিক একটি চপ রেসিপি বাছাই করেছেন ভাই। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ সফল হোক এই প্রত্যাশা করছি। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ভাই বাসায় কেউ অসুস্থ থাকলে, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাঁঠাল-চিজ-চকোলেট এর চপ রেসিপি আসলেই অনেক ইউনিক এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। বিশেষ করে চকলেট এবং চিজ হওয়াতে সুস্বাদু বেশি হয়েছিল। ধন্যবাদ ইউনিক একটি রেসিপি সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি একদম ঠিক চকলেট এবং চিজ হওয়াতে সুস্বাদু বেশি হয়েছিল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে খুবই মজাদার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কাঁঠালের চিজ এই রেসিপিটি আমার কাছে একদম নতুন এবং ইউনিক লেগেছে। এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ইউনিক কিছু আপনাদের মাঝে তুলে ধরতে তাই এই রেসিপিটি তুলে ধরলাম ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে ভাইয়া। কাঁঠাল চিজ ও চকলেটের চাপ আগে কখনো খাওয়া হয়নি। তবে রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেতেও অনেক লোভনীয় ছিল আপু।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন তো ইউনিক বলতে একদম সেরা ইউনিক হয়েছে ভাই আপনার রেসিপি। সামনে যেহেতু রমজান মাস আসতেছে চপের রেসিপি তো রাখতে হবে ইফতারিতে। তাই রোজা আসার আগেই বেস চমৎকার একটি কনটেস্টের আয়োজন করেছেন আমার বাংলা ব্লগে যার মাধ্যমে এত সুন্দর সুন্দর রেসিপি দেখার সুযোগ হয়েছে। আপনার রেসিপিটি অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু ইউনিক করার চেষ্টা করেছি আপনাদের জন্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি শেষের দিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও খুব ইউনিক একটি রেসিপি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন ভাই। দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হবে। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। যাইহোক রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। বিশেষ করে চিজ এবং চকোলেট দেওয়াতে স্বাদ মনে হচ্ছে অনেক বেড়ে গিয়েছে। যাইহোক আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি অনেক সুস্বাদু হয়েছিল এবং ধন্যবাদ আপনাকে খুব চমৎকারভাবে প্রশংসা করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাঁঠাল-চিজ-চকোলেট এর ইউনিক চপ রেসিপি দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে। আর একদম নতুন একটি রেসিপি দেখে পেলাম, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি আপনাদের মাঝে ইউনিক কিছু তুলে ধরতে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাঁঠাল আর আলুর সাথে চিজ আর চকলেটের কম্বিনেশনটা কেমন হবে সেটাই বোঝার চেষ্টা করছি। তবে খেতে যেমনই হোক আপনার এই রেসিপিটা দেখে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে। এই রেসিপি তৈরি করার পেছনে আপনাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি হয়েছে এটি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে অনেক মজা হয়েছিল। কাঁঠাল এবং আলুর মিশ্রণটি কিছুটা জাল ছিল। চিজের আলাদা একটা স্বাদ ছিল। আর চকলেটের টা তো বুঝতেই পারছেন সব মিলিয়ে ভালোই সুস্বাদু হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit