আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
আমার বাংলা প্রতিযোগিতা-২৬ || শেয়ার করো তোমার বানানো ভিন্ন রকমের কেকের রেসিপি
সচরাচর আমরা বাজারে কোন রেস্টুরেন্ট অথবা খাবার দোকানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের কেক সাজিয়ে রেখেছে। একনিমিষেই চোখ যায় সে কেকগুলোর দিকে। বিভিন্নভাবে ডেকোরেশন করা, এত সুন্দর সুন্দর ডেকোরেশন যা দেখলেই মন ভরে যায়। বিশেষ করে কেক এর আকর্ষণ ক্রিমের মধ্যেই বিদ্যমান। ভিতরের কেকটা কেমন তা তো দেখাই হয় না কিন্তু আকর্ষণীয় করে তোলা হয় সেই ক্রিমের ডেকোরেশন দিয়ে। তবে আজকে আমি ক্রিমের ব্যবহার ছাড়া কেকের ডেকোরেশন ভিন্নভাবেই করলাম। কারণ সব কেক যদি ক্রিম দিয়ে ডেকোরেশন করে তাহলে তো আর ভিন্ন রকম কিছুই উপস্থাপনা হলো না,যদিও এটি একান্তই আমার মতামত।তাই ভাবলাম আজকে ক্রিম এর ব্যবহার ছাড়াই আপনাদের সাথে একটি কেকের রেসিপি শেয়ার করব। অবশ্যই এটি একটি কনটেস্টের জন্যই তৈরি করা। পূর্বে যদিও আমি রান্নাবান্না করিনি কিন্তু মাঝে মাঝে এখন রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি। তবে হেল্পিং হ্যান্ড হিসাবে একজন তো থাকেই সব সময়,সে হলো আমার স্ত্রী @bristy1। যাইহোক মূল কথায় আসি, আজকের কেকটি হল তাল-নারকেলের কেক। ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে তৈরি করার চেষ্টা।
মূল কথা হলো এই অসময়ে তাল পাব কোথায়? কিন্তু এখনকার যুগ বলে কথা, ফ্রিজ তো সবার নিকটই আছে। আর তাল সংরক্ষণ করে সারা বছর ধরেই খাওয়া যায়। ঠিক বললাম তো? যখন তালের সিজন ছিল তখন এই তাল আমাদের ফ্রিজে রাখা হয়েছিল। আমার আব্বু দেশে আসলে তিনি খাবে সেই হিসেবে।ভিন্ন রকম কেকের রেসিপি তৈরি করার ব্যাপারটা মাথায় আসাতে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যেহেতু তাল রয়েছে তালের কেক টাই তৈরি করা যায়। আর এই কেক তৈরির ক্ষেত্রে সব উপকরণ গুলো যোগাড় করে তারপরে তৈরি করলাম। আমি চেয়েছি একদম ন্যাচারালি যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো দিয়েই কেকের ডেকোরেশন করে কেকটাকে ফুটিয়ে তোলার।সত্যি বলতে খেতে এটি অসাধারণ ছিল।
এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই @shuvo35 ভাইয়াকে।কারণ এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করে সবার মাঝে দারুন উত্তেজনা বাড়ানোর জন্য।চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপি।
তালের কেক তৈরির জন্য উপকরণ সমূহ
- তালের রস-- ১কাপ
- তরল দুধ -- ১ কাপ
- সুজি-- ৪ টেবিল চামচ
- চালের গুড়ো -- দেড় কাপ
- ময়দা -- কাপের ৩ চতুর্থাংশ
- বেকিং পাউডার -- দেড় চা চামচ
- লবন -- ১ চা চামচ
- গুড়ো দুধ -- ২ টেবিল চামচ
- চিনি -- ১ কাপ
- তেল -- আধা কাপ
- নারকেল -- ১ কাপ(ডেকোরেশন এর জন্য আলাদা)
প্রথমত আমি ১ কাপ কুসুম গরম দুধ এর মধ্যে ৪ টেবিল চামচ সুজি দিয়ে নেড়ে নিলাম।এভাবে ১০ মিনিট রেখে দিলাম।
প্রথমেই শুকনো উপকরণ যেগুলো ছিল সেগুলো চালনি দিয়ে চেলে নিলাম।এরমধ্যে চালের গুড়ো,ময়দা,দুধ পাউডার,বেকিং পাউডার ছিল। সাথে লবণও দিয়ে দিলাম।
এখানে কোরানো নারকেল যোগ করলাম।
এরপরে চেলে নেয়া উপকরণের মধ্যে সুজি গোলানো দুধ দিয়ে নাড়তে থাকলাম ভালোভাবে।
একই সাথে তালের রস দিলাম।আবারও একসাথে সবকিছু মেশাতে থাকলাম।১ কাপ পরিমাণ চিনি দিয়ে বেশ কিছুক্ষণ মেশালাম যাতে চিনি গলে ভালোভাবে মিশে যায়।
সবকিছু মেশানোর পর ১০ মিনিট রেখে দিলাম।
১০ মিনিট পর ১ কাপ পরিমাণ তেল দিয়ে আবারও ভালোভাবে মেশালাম।এক্ষেত্রে খুব যত্নসহকারে মেশাতে হবে।যাতে তেলের সাথে সব উপকরণ ভালোভাবে মিশে যায়।
চুলায় একটি বড় আকারের পাতিল বসিয়ে ১০ মিনিট সর্বোচ্চ তাপে হিট করে নিয়ে একটি স্ট্যান্ড বসালাম।
কেকের জন্য একটি গোল আকারের পাত্র নিলাম।হালকা তেল পুরো পাত্রে ভালোভাবে লাগিয়ে ময়দা ছিটিয়ে দিলাম।
এখন কেক এর জন্য তৈরি করা মিশ্রণ ঢেলে দিতে থাকলাম।হালকা করে কয়েকবার ঝাকিয়ে দিলাম যাতে কোনো বাতাস না থাকে।
তারপরে হিট করা পাতিলে স্ট্যান্ডের উপরে কেকের মিশ্রণের পাত্রটি বসিয়ে দিলাম।এভাবে মাঝারী আঁচে ৪০ মিনিট ভাপালাম।উপরে একটা ঢাকনি দিয়ে দিলাম।চুলায় দেয়ার পর কেকের মিশ্রণের উপরে লম্বা করে কোরানো নারকেল দিয়ে ডেকোরেশন করে দিলাম।
৪০ মিনিট পর ঢাকনা তুলে নিলাম।কাঠি দিয়ে চেক করে নিলাম ভিতরের দিকে।ফ্রেশ কাঠি বের হওয়ার কারণে আমি চুলা অফ করে দিলাম।আর কেক ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম।
কেক ঠান্ডা হয়ে এলে ছুরির সাহায্যে চারদিকে ছাড়িয়ে নিয়ে উপুড় করে একটি প্লেটে কেকটি নামিয়ে নিলাম।
তারপরে করলাম ডেকোরেশন। এখানে আমি লম্বা করে কোরানো নারকেল চারপাশে সুন্দর করে সাজিয়ে নিলাম।মাঝখানে ছোট করে কোরানো নারকেল দিয়ে দিলাম।এরপরে একটি তারা শেপের নারকেল কেটে মাঝে দিয়ে সাজিয়ে নিলাম।
কয়েকটা ছবিও তুললাম ছাদে গিয়ে।দেখেন নিভৃত কিন্তু কেক খাবে বলে তাকিয়ে আছে।কখন ফটোগ্রাফি শেষ হবে আর কখন সে খেতে পারবে🤣।সবকিছু মিলিয়ে শেষ পর্যায়ে আমি কেক কেটে আবারও কয়েকটা ছবি তুললাম।
পরিবারের সবাই মিলে বসে একসাথে কেকটি খেয়েছি।ভীষণ মজার ছিল এই কেক।নারকেল এর স্বাদ আর তালের ফ্লেভারের কেকটি খেতে অসাধারণ লেগেছিল।
সম্পূর্ণ ভিন্নভাবে আজকের এই কেক তৈরি করলাম।আশা করি সবার নিকট ভালো লাগবে আজকের এই কেকের রেসিপি।
তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে তা জানাবেন। আর পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের ও কাজের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কেকের রেসিপি |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
সম্পাদনা | রিসাইজ & সেচুরেশন |
মজাদার একটি কেক তৈরি করেছেন ভাইয়া। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনার কেকের পরিবেশন টা চমৎকার হয়েছে। আসলে বাসায় কেক গুলো খেতে অনেক মজা লাগে। কেকের উপরে নারিকেল দিয়ে ডেকরেশন করার কারণে দেখতে বেশ ভালো লাগছে। তারপর পরিবারের সবাই মিলে মজা করে খেয়েছেন কেকটা এটি শুনে ভালো লাগলো।কেক বানানোর প্রসেস সমূহ প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাইয়া! অসাধারণ হয়েছে। আপনার রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মনে হয় তেমন সুস্বাদু হয়েছে। আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতেই পারছি না ভাইয়া। আপনি অনেক সুন্দর করে কেক টাকে ডেকোরেশন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি আপু সুন্দরভাবে পরিবেশন করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে মনে আমিও চিন্তা করেছিলেন তালের কেক বানাবো,পরক্ষণেই মনে হলো সবাই নিশ্চয়ই তালের রস সংরক্ষণ করে রাখবে🤣।যাই হোক ভাইয়া কেকটা কিন্তু দারুণ হয়েছে দেখতে।আসলেই সব যদি ক্রিম দিয়ে ডেকোরেশন হয় তাহলে ভিন্ন হবে কিসে।বেশ সুন্দর করেই ডেকোরেশন করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে আপনিও এই ঘটনা ঘটাতে চেয়েছিলেন 😀😀যাক ভালো হলো এই ঘটনায় পা দেননি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলেছেন ভাইয়া এসময়ে তাল কোথায় পাবে, ফ্রিজ তো নিকটেই। আপনার তাল নারকেলের কেক দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে আমি কয়েক দিন আগে শুধু তাল দিয়ে কেক বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল। আপনি দেখছি নারকেল দিয়েছেন। সত্যি ভাইয়া বাচ্চাদের জন্য অনেক প্রিয় একটি খাবার। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক ফ্রিজে এখন সংরক্ষণ করে রাখা সম্ভব। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন, এখন সবাই ফ্রিজে তাল সংরক্ষণ করে রাখে। আমাদেরও ছিল কিছুদিন আগ পর্যন্ত। তবে আপনার কেক এর মধ্যে ডেকোরেশনটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে নারিকেল দিয়ে ডেকোরেশন করাতে বেশি আকর্ষণীয় লাগছে। আমি মনে করি যে কোন রেসিপি উপস্থাপন আর ডেকোরেশনটাই সবথেকে বেশি আকর্ষণীয়। সবাই মিলে একসাথে খেয়েছেন এটা শুনে আরো বেশি ভালো লাগলো। তার সাথে দেখছি নিভৃত কেকের দিকে তাকিয়ে আছে। কিন্তু ও তো আর খেতে পারবে না। এজন্য শুধু দেখছে আর কি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিভৃত শুধু চেয়ে চেয়ে দেখছে, তবে খেতে পারবে না বলে কিছু বলল না আর কি😀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার তাল নারকেলের কেক খুব সুন্দর দেখতে হয়েছে। আশা করি খেতেও অসাধারণ হয়েছে। আমার স্ত্রী কেক তৈরি করতে পারে, এবার তালের সময় এলে এই রেসিপি অনুসারে বাড়িতে করতে করে দেখতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল কেকটি, ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ খুব সুন্দর একটি রেসিপি করেছেন দাদা। তাল এবং নারকেল দিয়ে পিঠে হয়। তবে আপনি বেশ ভালো কেক বানিয়ে দেখিয়েছেন।খেতে যে ভালো হয়েছিলো সেটা আপনার বেবীর রিঅ্যাকশনে বুঝতে পারছি। 😄
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই আমরা বাজারে অনেক ধরনের কেক দেখতে পায়। আর এই কেক গুলো এত সুন্দর ভাবে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেখে খুবই ভালো লাগে। আর আজকে আপনি ভিন্নধর্মের কেক রেসিপি তৈরি করেছেন। সত্যি ক্রিম ছাড়া এই কেকের ডেকোরেশন আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। নারিকেল ও তালের রস দিয়ে আপনি এত সুন্দর কেক তৈরি করেছেন। দেখে খুব খেতে ইচ্ছা করছে। একদম ইউনিক কেক রেসিপি আজকে আমাদের সাথে শেয়ার করলেন। দেখে শিখতে পারলাম। যদি খেতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য, সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/Nevlu123/status/1589450754452230146?s=20&t=eCiZ3FhxJMHK7hnD8Gonxw
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ ধরনের তালের কেক খেতে যা দারুণ লাগেনা। আপনার আব্বুর জন্য তাল সংগ্রহ করে ফ্রিজ এ রেখে দেওয়াতে আজ সুবিধাই হলো। এতো সুন্দর ইউনিক একটি তাল ও নারকেলের কেক বানিয়েছেন। আর ভাই ডেকরেশন এ আপনি ১০০ তে ১০০ নম্বর পাবেন। খুব সুন্দর করে সাজিয়েছেন। দোয়া করি যেনো আপনি কোনো স্থান বিজয়ী হতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন ভাই যাতে করে কোন একটা স্থান অধিকার করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! কি কেক বানিয়েছেন ভাই দেখেই খেতে ইচ্ছে করছে। বাড়ি কাছে হলে দাওয়াত ছাড়াই চলে যেতাম খেতে। তালের রস এবং নারিকেল দিয়ে খুব মজাদার একটি কেক তৈরি করেছেন। দোকানে ক্রিম দিয়ে তৈরি কেক এর মতোই লাগছে অনেকটা। আশা করি প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবেন। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমস্যা নাই ভাই দাওয়াত রইল, চলে আসবেন কোন একদিন। পুনরায় আবার বানিয়ে খাওয়ানো হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit