আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগ মানে ভিন্ন কিছুর আয়োজন। যেখানে প্রতিনিয়ত বিভিন্ন রকম কন্টেস্টের আয়োজন করা হয়। আর সেই পরিপ্রেক্ষিতে এবারও আয়োজন করা হয়েছে দারুন একটি ডাই প্রজেক্ট কনটেস্ট "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট"। যদিও ডাই প্রজেক্ট গুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে এই প্রজেক্ট করাটা যেন কষ্টকর হয়ে পড়েছে।কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি সে পরিস্থিতিতে কোন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকাটাও কঠিন হয়ে গিয়েছে।
গত কয়েকদিন যাবৎ যে পরিমাণ তীব্র রোধ পড়ছে তার পাশাপাশি লোডশেডিং। আর এই লোডশেডিং এর কারণে থাকছে না কোন নেট, বাইরে বসে যে কোন কাজ করব তার কোন উপায় নেই। কারণ একটু বাতাস নেই, পাশাপাশি এত পরিমাণ গরম কোন কাজ করে কুল পাওয়া যায় না। কারেন্টের সমস্যা, নেটের সমস্যা সব কিছু মিলিয়ে এই ডাই প্রজেক্ট করতে অনেক বেশি কষ্ট হয়েছে।
আর সময়ও লেগেছে অনেক। কারণ গরমের মধ্যে বাসায় বসে থেকে এই প্রজেক্টগুলো করা সম্ভব হচ্ছিল না।যখন কারেন্ট আসতো তখনই এই প্রজেক্ট নিয়ে বসা হত। আর এভাবে ধীরে ধীরে কাজ করতে করতে কনটেস্ট এর পোস্ট রেডি করতে অনেক দেরি হয়ে গিয়েছে। সচরাচর এমন দেরি হয় না। এইতো এখন বসে আমি পোস্ট রেডি করতেছি।
যাই হোক আমার আজকের এই প্রজেক্ট এর কনসেপ্ট হলো সাগর পাড়ে ক্যান্ডেল লাইট সাজানোর কনসেপ্ট। আমি স্টিমিটকে প্রমোট করার জন্যই( I ♥ STEEM) এ বিষয়টিকে কেন্দ্র করে মোম তৈরি করেছি। আর সাগর পাড়ে বালির উপরে ঝিনুকের মাঝে লেখাটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। সর্বোপরি এমন এক অবস্থা প্রত্যেকটা ফটোশুট রাতেই করা হয়েছে। এজন্য অনেক বেশি কষ্ট হয়েছে।আবার জ্বালানোর পর খুব দ্রুতই এটি জ্বলে নিঃশেষ হয়ে যাচ্ছিল তাই তাড়াতাড়ি ছবি তুলে নিয়েছি। যাইহোক কথা না বাড়িয়ে চলুন আমার আজকের এই মোম তৈরির ডাই প্রজেক্টটি দেখে নিন।
স্টিম প্রমোশনাল ক্যান্ডেল লাইট। |
এই ডাই প্রজেক্টটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
উপকরণ | পরিমাণ |
বালি | অক্ষর লিখার জন্য এবং ডেকোরেশন এর জন্য |
মোম | ২৪টি |
মোম রং | ২টি |
ঝিনুক | ইচ্ছে মত(ডেকোরেশনের জন্য) |
জেলি মোম | ১টি (ডেকোরেশনের জন্য) |
পুতির মালা | ২টি(ডেকোরেশনের জন্য) |
ঝিনুকের শোপিস | দুইটি (ডেকোরেশনের জন্য) |
গ্লিটার পেপার | তিনটি (ডেকোরেশনের জন্য) |
প্রথমে আমি একটি টুকরিতে কিছু বালু নিয়ে নিলাম এবং সেগুলো পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এরপর সে বালুর মধ্যে আমি I, ♥,S, T,E,M এই অক্ষর গুলো এঁকে নিলাম।
এই ধাপে আমি গুঁড়ো করা মোম গুলোর সাথে পেস্ট কালারের মোম রং মিশিয়ে একটি বাটিতে চুলোয় আগুনের তাপ দিয়ে গলিয়ে নিলাম।এরপর এই মোম গুলো লিকুইড এ পরিণত হলো।
এই ধাপে বালিতে আঁকা অক্ষর গুলোর মধ্যে ধীরে ধীরে লিকুইড পেস্ট কালার ঢালতে শুরু করলাম।এক এক করে সবগুলো অক্ষর পেস্ট কালার দিয়ে বানিয়ে নিলাম।
এই ধাপে লাভ বানানোর জন্য পিঙ্ক কালার মোমের মধ্যে দিয়ে গলিয়ে নিলাম। তারপর বালুর মধ্যে যে লাভ শেপ তৈরি করেছিলাম তার মধ্যে একটি সুতা দিয়ে পিংক কালারের গলানো মোম দিয়ে দিলাম। পাশাপাশি লম্বা আকৃতিতে আরো একটি মোম তৈরি করে নিলাম।
তারপর আইস কিউবের বাটি বালুতে বসিয়ে চারটি শেপ তৈরি করে নিলাম। তারপর আমি পেস্ট কালারের দুটি মোম এবং পিংক কালারের দুটি মোম তৈরি করলাম। মোম তৈরি হয়ে এলে বালু থেকে এগুলো উঠিয়ে বালু ছাড়িয়ে নিলাম।
এই ধাপে আমি একটি ট্রে এর মধ্যে বালু নিয়ে নিলাম। তার ওপরে I ❤ STEEM এই লেখাটা সুন্দর করে বসিয়ে দিলাম।
এই ধাপে আমি পুঁতি, জেলি মোম এবং পুতির মালা দিয়ে বালুর উপরে সাজিয়ে নিলাম।
এখন ছোট ছোট ঝিনুক বা শামুক গুলো আমি বালুর উপরে দিয়ে দিলাম। এরপর পুরোটা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম চার কর্নার থেকে।
আউটলুকে একটু ভিডিওগ্রাফি। |
https://twitter.com/Nevlu123/status/1656295847464939521?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং এর মাত্রা বেড়ে গেছে। আর লোডশেডিং এর সময় নিজের কাজ করা শক্তি অনেক ঝামেলার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক ভাইয়া আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সুন্দর একটি ক্যান্ডেল প্রজেক্ট তৈরি করেছেন। স্টিম প্রমোশনাল ক্যান্ডেল লাইট দেখতে খুবই সুন্দর হয়েছে ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য। 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই দারুন দেখাচ্ছে ভাই, আপনার তৈরি স্টিম প্রমোশনাল ক্যান্ডেল লাইটটি। দারুন একটি সুন্দর উপস্থাপনা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। অসাধারণ ছিল বিষয়টা ।ক্যান্ডেল তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে স্টিমকে প্রমোশনাল হিসেবে দেখতে চাইছে তাই এটি তৈরি করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গরমে এতো লোডশেডিং হলে আসলেই খুব কষ্ট হয়ে যায়। কারণ বাহিরেও বাতাস তেমন থাকে না। যাইহোক এতো সমস্যার পরও আপনি খুব পরিশ্রম করে এতো সুন্দর একটি কাজ উপহার দিলেন। আপনার ক্রিয়েটিভিটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। যাইহোক এমন ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই সব মিলিয়ে অনেক কষ্ট হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit