আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন কি বিষয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করবো। আমি মনে করি এই পোস্টটি হয়তো কেউই পূর্ববর্তী সময়ে অন্য কারো থেকে দেখেননি৷ যখন আমি এটি তৈরি করার চেষ্টা করলাম তখন অনেক কিছুই দেখতে পেলাম৷ তাই আমি সকলের জন্য এরকম একটি টিউটোরিয়াল পোস্ট নিয়ে চলে আসলাম৷ যাইহোক কথা না বাড়িয়ে মেইন পয়েন্টে ফিরে যাই। আজকের এই টিউটোরিয়াল পোস্টটি হলো ~ কিভাবে Instagram account ও Threads account link করবেন।
আজকে আমি আপনাদের মাঝে যে টিউটোরিয়াল পোস্টটি শেয়ার করবো সেটি আপনাদের অনেক উপকারে আসবে। কারণ আমরা অনেকেই Facebook ব্যবহার করি এবং এই Facebook থেকে আমরা অনেকেই অনেক ধরনের পোস্ট করে থাকি। অন্যদের পোস্টের মধ্যেও লাইক কমেন্ট ইত্যাদি করে থাকি। ঠিক তেমনি একটি অ্যাপ রয়েছে Instagram। আমাদের অনেকের Instagram একাউন্ট রয়েছে৷ এই Instagram অ্যাকাউন্টের সাথে Facebook লিংক করা রয়েছে৷ তবে Instagram এবং Facebook যে কোম্পানি তৈরি করেছে সে কোম্পানির পক্ষ থেকে আরো একটি নতুন অ্যাপ এর উদ্ভাবন করা হয়৷ সেই অ্যাপ এর সাথে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো। কিভাবে এই অ্যাপ এর মধ্যে আপনারা সবকিছু করতে পারবেন এবং যা কিছু রয়েছে সবগুলো এখানে করে নিতে পারবেন তা আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করবো।
আমাদের যাদের Instagram রয়েছে তাদের এই কাজটি করতে একটু বেশি সুবিধা হবে। যদি আমরা Instagram থেকে এই অ্যাপ্লিকেশনে লগইন করতে চাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। তাই এই অ্যাপটি কিভাবে কাজ করে এবং লগইন করার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে সবকিছুই আমি টিউটোরিয়াল আকারে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছুই জানেন না৷ আমিও এই অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেক পরে জানতে পেরেছিলাম। যখন আমি Instagram এর সেটিংসের পরিবর্তন করতে গেলাম তখনই সেখানে তাদের নতুন একটি অ্যাপস দেখতে পারলাম এবং সেই অ্যাপটির নাম হল Threads তাহলে চলুন এই অ্যাপের মাধ্যমে কি কি কাজে আমরা করবো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।
ধাপ-০১ |
---|
আমি চেষ্টা করছি একেবারে প্রথম থেকে সব কিছু শেয়ার করার জন্য। তাই প্রথমে আমাদেরকে Instagram অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে। এই অ্যাপটি ইন্সটল করার পরে আমাদেরকে আমাদের যে Instagram আইডি রয়েছে সেটি লগইন করতে হবে।
ধাপ-০২ |
---|
এরপর আমরা আমাদের Instagram এ প্রবেশ করবো এবং আইডি লগইন করার পর আমাদের যে বন্ধু-বান্ধবরা রয়েছে তাদের কিছু পোস্ট আমাদের এখানে দেখাবে। এরপর একেবারে নিচে দেখে আমাদের প্রোফাইলের অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পরে একেবারে উপরের দিকে আমরা নতুন একটি অপশন যোগ হয়েছে এরকম একটি বিষয় দেখতে পারবো৷ সেটি হচ্ছে আমাদের আজকের এই অ্যাপ । এখানে ক্লিক করবো।
ধাপ-০৩ |
---|
যখন আমরা এখানে ক্লিক করবো তখন আমাদেরকে একেবারে প্লে স্টোরে নিয়ে চলে যাবে। সেখানে এই অ্যাপটি ইন্সটল করার জন্য বলবে। তখন আমরা এই অ্যাপ ইন্সটল করে নিব। আপনারা যারা ভাবছেন এই অ্যাপটি ডাউনলোড করলে কোন ধরনের সমস্যা হবে। এটি কোন কিছুই হবে না। কারণ এটি অ্যাপটি মেটা কোম্পানির একটি অ্যাপ্লিকেশন।
ধাপ-০৪ |
---|
ইন্সটল করার পরে আমরা এটিকে ওপেন করবো। ওপেন করলেই আমরা নিচের দিকে দেখতে পারব যে মেটা কোম্পানির লোগো দেখা যাচ্ছে। একইসাথে এই অ্যাপের যে কালারটি রয়েছে সেটিও একেবারে ইনস্টাগ্রামের কালারের মতো হয়ে গিয়েছে। যা আপনাদের সন্দেহকে একেবারে দূর করে দিবে।
ধাপ-০৫ |
---|
এরপর আমরা এখানে অনেক কিছু দেখতে পাব। কারণ এর উপরের ডিজাইন গুলো এরকম ভাবে করা হয়েছে। এটি এর মুল ডিজাইন। একেবারে নিচের দিকে আমরা ইনস্টাগ্রাম দিয়ে লগইন করার জন্য একটি অপশন দেখতে পাবো৷ সেখানে ক্লিক করলে আমাদের একাউন্ট খুলে যাবে এবং আমরা যদি ইনস্টাগ্রামে সকল তথ্যগুলো এখানে একই রাখতে চাই তাহলে যদি আমরা সেইম এ ক্লিক করি তাহলে তা একই থেকে যাবে। যদি আমরা ভিন্নভাবে কোন কিছু লিখতে চাই তাহলে আমরা ভিন্ন কিছু দিতে পারবো।
ধাপ-০৬ |
---|
এরপর আমরা দেখতে পাবো যে আমাদের এই একাউন্ট খুলে গিয়েছে এবং নিচের দিকে কিছু বিষয় এখানে দেখা যাবে যা ইচ্ছা করলে আমরা করতে পারি নাও করতে পারি৷ যদি আমরা কাউকে ফলো করতে চাই তাহলে এখান থেকে ফলো করে দিতে পারবো।
ধাপ-০৭ |
---|
এরপর যদি আমরা সেটিংসে প্রবেশ করি সেটিংস এর মধ্যে অনেক কিছু দেখতে পারবো৷ আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো।
ধাপ-০৮ |
---|
এরপর যদি আমরা একাউন্টে ক্লিক করি তাহলে সেখানে অনেক ধরনের বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সে বিষয়টি আমরা করতে পারবো৷ একইসাথে যদি আমরা আমাদের একাউন্টটি ডিলিট করে দিতে চাই তাহলে এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে।
ধাপ-০৯ |
---|
এরপর সেটিংস এর একেবারে প্রথমে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করার পরে আমরা আমাদের Instagram এর যেসকল বন্ধুরা রয়েছে তাদেরকে যদি ফলো করতে চাই তাহলে তাদেরকেও ফলো করে দিতে পারবো৷ একইসাথে আমরা Instagram এর ফ্রেন্ড এবং Threads এর ফ্রেন্ড একসাথেই যোগ করতে পারবো৷ আমাদের যখন ইচ্ছা তখনই আমরা এই Threads থেকে Instagram এ চলে যেতে পারবো৷ এবং Instagram থেকে Threads এ চলে আসতে পারবো৷
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন টিউটোরিয়াল পোস্ট নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে টিউটোরিয়ালটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | টিউটোরিয়াল । |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1784940308771529041
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সকলের জন্য খুবই উপকারী একটা টিউটোরিয়াল নিয়ে আপনি হাজির হয়েছেন ভাইয়া। যারা আমরা এই জিনিসগুলোকে একত্রিতভাবে ব্যবহার করতে চাই তাদের জন্য এই টিউটোরিয়াল টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর টিউটোরিয়াল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ঠিক ভাই আমরা এই জিনিসগুলোকে একত্রিত ভাবে ব্যবহার করতে চাই তাদের জন্য এই টিউটোরিয়াল টা খুবই গুরুত্বপূর্ণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের পোস্ট টি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। কেননা আমরা অনেকেই থ্রিয়েড এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। কিন্তু আমরা সেগুলো সঠিক ভাবে ব্যবহার করার নিয়ম জানি না। আজকে আপনি Instagram account ও Threads account link করার একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করেছেন। আশা করছি এই পোস্টের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও মনে করি আমরা সেগুলো সঠিক ভাবে ব্যবহার করার নিয়ম জানি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit