আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
মেঘ বৃষ্টির দূরত্ব নাটকের রিভিউ। |
---|
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | মেঘ বৃষ্টির দূরত্ব |
---|---|
পরিচালক | নাজমুল দিগন্ত |
অভিনয় | জুনায়েদ বুকদাদি, আয়েশা খান সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৩ সেপ্টেম্বর ২০২৪ |
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
আজকে আমি আপনাদের মাঝে একেবারে সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ এই নাটকের মধ্যে যেভাবে এত সুন্দর কিছু বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে তা দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে যাওয়ার কারণে আজকের এই নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যাবে। এখানে দেখানো হয় যে নায়ক তার ইউনিভার্সিটিতে এসেছে। সে সেখানকার সিনিয়র ছিল। সেখানে আরো অনেকে এবং তার বন্ধুবান্ধবরা ছিল। তারা যেখানে জুনিয়রদেরকে দেখতে পেত তাদেরকে র্যাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। ঠিক সেরকমই যখন একজন ছেলেকে নায়ক এবং নায়কের বন্ধুরা র্যাগ দিচ্ছিল তখন সেখানে নায়কের বান্ধবী এসে তাদের সাথে আরো তাল মিলিয়ে ওই ছেলেকে আরো ভালোভাবে র্যাগ দিতে থাকে৷ একই সাথে নায়কের বন্ধুরা যখন অন্য এক সময় একজনকে র্যাগ দিচ্ছিল তখন সেখানে নায়িকা আসে৷ ওই মেয়ে উল্টো তাদেরকে র্যাগ দিচ্ছিল৷ সে তার বড় ভাইদেরকে আরো বেশি পরিমাণে র্যাগ দিচ্ছিল। এরপর সেখানে নায়ক চলে আসে। নায়কের সাথে নায়িকার দেখা হয়ে যায়। তখন নায়িকাকে নায়ক সেখানে দেখেই তাকে পছন্দ করে ফেলে। এরপর নায়িকার সাথে নায়ক কথা বলার চেষ্টা করে এবং বিভিন্নভাবে সে নায়িকার সাথে কথা বলে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নায়কের বাবার অনেক টাকা পয়সা ছিল এবং নায়কের টাকা পয়সা নায়িকা কোন ভাবে পছন্দ করত না৷ নায়ক যখন তার সাথে কথা বলতো তখন নায়িকা দেখতে পায় নায়কের অনেক টাকা পয়সা রয়েছে৷ সে শুধুমাত্র তার বাবার টাকার উপরেই চলছে৷ কারণ নায়িকা বেশি টাকা পয়সা পছন্দ করত না৷ যারা বাবার টাকায় চলে তাদেরকে নায়িকা আরো অনেক আগে থেকেই পছন্দ করত না৷ তাই নায়ক যখন নায়িকার সাথে কথা বলতো তখন নায়িকা তার সাথে কথা তেমন বেশি বলতো না৷ তাকে এড়িয়ে চলার চেষ্টা করতো৷ নায়িকার পড়াশুনা একটু খারাপ ছিল। সে একটি বিষয়ে ফেল করেছিল৷ তখন সেখানে নায়ক টপ বয় ছিল৷ যার ফলে নায়ক তাকে সাহায্য করার জন্য রাজি হয়৷ নায়িকাও ভাবে যে পড়াশোনার জন্য হলে যদি তার সাথে কথা বলা যায় তাহলে কোন সমস্যা নেই৷ তখন নায়ক তাকে অনেকভাবেই নোট দিতে থাকে এবং তাকে সাজেশন দিতে থাকে৷ প্রতিনিয়ত যখন সে তাকে গাইড করতে থাকে তখন নায়কের সেই গাইড অনুযায়ী নায়িকা চলে। প্রতিনিয়ত যখন নায়িকা সেই গাইড অনুযায়ী চলতে থাকে তখন নায়িকা পরীক্ষায় পাস করে এবং সে অনেক খুশি ছিল।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এর পরবর্তীতে সে নায়িকাকে তার ভালোবাসার কথা বলে। নায়িকা বলে যে সে তাকে ভালবাসতে পারবে না। কারণ তার বাবার অনেক টাকা রয়েছে। যারা টাকার অতিরিক্ত টাকার মানুষ হয়ে থাকে তারা কোনভাবে ভালো মানুষ হতে পারে না। যারা অতিরিক্ত টাকার গরম দেখিয়ে অনেকভাবে অনেকের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেয় তাকে নায়িকা কোনভাবে পছন্দ করে না। তাই নায়িকা তাকে ভালবাসতে পারবে না৷ তখন নায়ক বলে যে সে নিজে পরিশ্রম করে নিজের টাকা দিয়ে নায়িকাকে ভালবাসবে। সে তার ভালোবাসা প্রমাণ করার জন্য সব কিছুই করতে থাকে। তখন সে তার বাসা থেকে বের হয়ে পড়ে এবং সে শহরে বাইক রাইডারের কাজ করতে থাকে। সে বাইক রাইড করার মাধ্যমে কিছু কিছু টাকা উপার্জন করতে থাকে। তবে নায়িকা যখন দেখতে পায় যে নায়কের পেছনে একজন মেয়ে বসে রয়েছে। তখন সে মেয়েকে নায়িকা খুঁজে বের করে এবং তার সাথে কথা বলে। বলে যে সে নায়কের বাইকের পেছনে কেন চলছে৷ তখন সেই মেয়েটি বলে যে সে বাইক ভাড়া করেছে৷ এরপর নায়িকা একদিন বাইক ভাড়া করে এবং সে দেখতে পায় যে নায়ক সত্যিকারেই পরিবর্তন হয়ে গিয়েছে। সে নিজের পরিশ্রমের টাকা অর্জন করার জন্যই এত কষ্ট করছে। এর পরবর্তীতে যখন নায়ক দেখতে পায় যে নায়িকা তাকে পরীক্ষা করেছে এবং নায়িকা তাকে এখন বিয়ে করার জন্য রাজি রয়েছে তখন তাদের দুজনের সেখানে মিল হয় এবং এভাবে নাটকটি শেষ হয়।
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর এবং বাস্তবিক একটি নাটক ছিল এটি এবং এই নাটকের মধ্যে যেভাবে এত সুন্দর একটি বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে তা একেবারে অসাধারণ ছিল৷ এই নাটকের মধ্যে যেভাবে এত সুন্দরভাবে সবকিছু দেখানো হয়েছে তা আমাদের বাস্তবিক জীবনেও আমরা দেখতে পাই৷ আসলে এখানে নাটকের নামের মধ্যে যে বিষয়টি রয়েছে সেখানে নাটকের নায়ক এবং নায়িকার নাম ছিল এটি। এখানে তাদের দূরত্ব ছিল টাকার। নায়কের বাবার অনেক টাকা-পয়সা ছিল। নায়িকা এই অতিরিক্ত টাকা পয়সা পছন্দ করত না। কারণ যাদের কাছে অতিরিক্ত টাকা থাকে তাদের মধ্যে টাকার গরম এবং অহংকার অনেক বেশি থাকে। যার ফলে নায়িকা নায়ককে পছন্দ করলেও তাকে ভালবাসার সুযোগ দেয়নি। পরবর্তীতে নায়ক যখন নিজে পরিশ্রম করে নিজের পরিশ্রমের টাকায় নিজেকে গড়তে শুরু করে তখন নায়িকা বুঝতে পারে যে আসলে নায়ক নিজের অবস্থানে যেতে পারবে। সে তার বাবার টাকার উপরে আর বেশিদিন থাকবে না। তাই সে নায়কের ভালোবাসার কথা একসেপ্ট করে নেয়। আসলে আমাদের বাস্তব জীবনেও আমরা এমন অনেক কিছুই দেখতে পাই। যারা বাবার টাকার উপরে চলতে থাকে তারা বেশিদিন নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারবে না। অথচ যে মানুষগুলো তাদের নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে জানে তারা কখনোই বাবার টাকার উপরে চলে না। তারা নিজের পরিশ্রমের টাকা দিয়ে ভালো কিছু করতে চায়।
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
---|
৯.৯/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | নাটক রিভিউ । |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🙏🪷🙏💥💥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Nevlu123/status/1874642557365526888
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি। এই নাটকটা বেশি দারুণ। ভালো লাগার অনেক অনুভূতি খুঁজে পেলাম এই নাটকের মধ্যে। এমন সুন্দর নাটক রিভিউ করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।।,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। এই নাটকটি এখনো দেখা হয়নি, তবে আপনার নাটকের রিভিউ পড়ে ভালো লেগেছে। আমি নাটকটি দেখবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ রায়হান ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওদের নাটকগুলো আগে তেমন একটা দেখা হয়নি। বাস্তবিক নাটকগুলো আমার কাছে খুব ভালো লাগে। সময় হলেই নাটকটা দেখার চেষ্টা করব। নাটকের গল্পটা খুব সুন্দর। আর এই নাটকের শুটিং টা দেখছি আমাদের ভার্সিটির ক্যাম্পাস এরিয়াতে করা হয়েছে। যাই হোক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম নাটক গুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। এই নাটকের পুরো কাহিনীটা অনেক সুন্দর ছিল। এই নাটকটা এখনো পর্যন্ত যদিও দেখা হয়নি কিন্তু আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ।,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর আগে এই নায়কের কোন নাটক আমার দেখা হয়নি।তবে আয়েশা খানের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।সময় করে নাটকটি দেখে নিবো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পলাশ ভাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যে ছেলেদের ব্যক্তিত্ববোধ রয়েছে,তারা কখনোই বাবার টাকা দিয়ে চলে না। তারা নিজের পায়ে দাঁড়াতে চায়। যাইহোক এই নাটকের গল্পটা দারুণ। এমন ভিন্ন ধরনের গল্প হলে নাটক দেখতেও খুব ভালো লাগে। এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ মহিন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit