নিজে কিছু করি।। ড্রয়িং।।কাপের মধ্যে একটি বিড়াল আঁকার কৌশল।। ১০% পেআউট লাজুক খ্যাঁক -কে। by @nhsimanto

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আইলাইকুম

আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মঝে একটি বিড়াল অংকন করা দেখাবো। ছবির বিড়ালটির মতো। চলুন শুরু করা যাক।

received_967299143878240.jpeg

উপকরন

১. পেন্সিল
২.রাবার
৩.স্কেল
৪.সাদা কাগজ

received_890211244979584.jpeg

প্রথমে আমি বিড়ালটিরর বন্ধ চোখটি আর্ট করেছি। তারপর বিড়ালটির খোলা চোখ টি আর্ট করেছি। তারপরে বিড়ালটির চোখের ভিতরের কালো আংশটি আর্ট করেছি। চোখের উপরে দুইটি ভ্রু আর্ট করেছি।

received_1517003238673130.jpeg

তারপরে বিড়াল টির নাক আর্ট করেছি। বিড়ালটির ঠোঁট আর্ট করেছি। বিড়ালটিকে আরো একটু সুন্দর করার জন্য জিহ্বাটি আর্ট করেছি। যাতে বিড়ালটি কে একটু দুষ্টু মনে হয়।

তারপরে মুখের আকৃতি আর্ট করেছি। বিড়ালটিকে আরেকটু সুন্দর দেখানোর জন্য বিড়ালের মাথার উপর ফুল আর্ট করেছি।

received_1426879217727366.jpeg

বিড়ালটির তারপর কান আর্ট করেছিে।কান আর্ট করার জন্য প্রথমে আমি ভিতরের ভি এর মত আকৃতি দিয়েছি।তারপরে কানটিকে ভালো করে বোঝানোর জন্য বাইরের আকৃতি দিয়েছি।একই ভাবে আমি বিড়ালের ২য় কানটি একেঁছি।

তারপর বিড়ালে ডান পাশের হাতটি একেঁছি। বিড়ালের হাতের তালুর নিচে পেন্সিল দিয়ে ছবির মত করে রং করেছি । তারপরে ২য় হাতটিও এইভাবে একেঁছি।

তারপরে বিড়ালের অর্ধেক দেহের আকৃতিটি একেঁছি। তারপরে বাকী আছে বিড়ালের লেজ। তাই বিড়ালের লেজ টি ও একেঁ নিয়েছি।

তারপরে কাপ আর্ট করার জন্য বিড়ালটির নিচের দিকে স্কেল দিয়ে লাম্বা করে একটু বাকিয়ে দুটি দাগ দিয়েছি।।

তারপর অর্ধেক বৃও একেঁছি দাগের উপরে। তারপর পেন্সিল দিয়ে কাপের দুই পাশে পেন্সিল দিয়ে কালো করে দিয়েছি

তারপরে কাপের ধরনী আর্ট করেছি। তারপর কাপের মাঝ খানে একটি লাভ আর্ট করেছি।লাভ এর মধ্যে আই লাভ ইউ লিখেছি।

কাপের নিচের আংশটিতে অর্ধেক বৃও একেঁছি লম্বা দাগ দুটির সাথে মিলিয়ে। যাতে কাপটি ভালো করে বোঝা যায়।

তারপরে বিড়ালটির সামনে একটি প্রজাপতি আর্ট করেছি। তার জন্য আমি প্রজাপতির প্রথমে একটি ডানা একেঁছি। তারপরে অপর একটি ডানা একেঁছি।

received_967299143878240.jpeg

তারপরে কাপের মধ্যের বিড়ালটি সম্পূর্ণ অংকন হয়ে গেছে।। আশা করি বিড়ালটি দেখে সকলের ভালো লাগবে।। আমি খুব ভালো আর্ট করতে পারি না। আমি বিড়ালটি আকাঁর জন্য যথেষ্ট চেষ্টা করেছি। যতটুকু পেরেছি তার মধ্যে কোন ভুল হয়ে থাকলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে।।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Cute and simple coffee-loving cat.

আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরো সুন্দর কাজ শেয়ার করতে পারি। আপনার জন্য শুভ কামনা রইলো

খুবই সুন্দর একটি অঙ্কন করেছেন। এটি দেখতে খুবই ভালো লাগছে।অনেক বেশি সুন্দর হইছে। আর আপনি এটা খুবই নিখুঁতভাবে করেছেন সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্যটির জন্য। দোয়া করবেন। শুভ কামনা রইলো আপনার প্রতি।

খুবই সুন্দর একটি বিড়াল আঁকিয়েছেন। সত্যি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিড়াল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার এই সুন্দর মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। দোয়া করবেন।

আপনার তৈরি কাপের মধ্যে একটি বিড়াল আঁকার চিত্র টি অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যেন আরো ভালো কাজ আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

বাহ আপনি অসাধারণ একটি মেয়ের এবং ভালোবাসার কপি কাপের চিত্রগ্রহণ করেছেন। যা আমার মনে দাগ কেটে গেছে। এটা সত্যি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এইরকম সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যেন আরো ভালো কাজ আপনাদের মাঝে শেয়ার করতে পারি।আশা করি সবাই পাশে থাকবেন।

ভাই আপনার কাপের মধ্যে বিড়াল অংকন করার আইডিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কাপ, বিড়াল এবং প্রজাপতি তিনটি বিষয়ই খুব সুন্দর ছিল। চিত্র অংকন করার পদ্ধতি ও ধাপে ধাপে খুব সুন্দর ভাবে দেখিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

ভাই আপনার জন্যও শুভ কামনা রইলো। দোয়া করবেন। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।