অনু-কবিতা :- ৩২steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।





সোর্স


আসলে আমাদের পৃথিবীতে বহু মানুষ আছে যারা সারাজীবন বহু টাকা উপার্জন করে বিভিন্ন গরিব মানুষের সাহায্য করে। আসলে এসব মানুষদের স্থান আমাদের সমাজের সর্বশিখরে। এছাড়াও তাদের স্থান কিন্তু আমাদের মনের মাঝেও থাকে। এরা সব সময় সমাজে সম্মানিত হয়। এটা সারা জীবন এত টাকা ইনকাম করেও এদের মাঝে সামান্য টুকু অহংকার উপলব্ধি হয় না। আসলে এরা মানুষের সাহায্যে সব সময় এগিয়ে আসে।


এই পৃথিবীতে সবচেয়ে বড় কর্ম হলো মানুষের উপকার করা। আসলে মানুষের উপকার করার মত এমন শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে কোন কাজ নেই। আর এর মত শান্তির কাজও পৃথিবীতে আর কোথাও নেই। আসলে আপনি কখনো ভেবে দেখেছেন আপনি যদি কোন মানুষের উপকার করেন তাহলে আপনার মনে একটা আধ্যাত্মিক শান্তির সৃষ্টি হয়।


আসলে মানুষের মুখে দুমুঠো খাবার জোগাতে পারলে আপনার স্বর্গের পথ অনেকটা সুগম হয়ে যাবে। আসলে আমাদের পৃথিবীর মাঝেই কিন্তু স্বর্গ নরক দুটোই উপস্থিত। আপনি যত ভালো কর্ম করবেন পৃথিবী আপনার কাছে ততটাই ভালো মনে হবে। আর আপনি যত খারাপ কর্ম করবেন না কেন আপনার কাছে পৃথিবীতে ততটাই নরক যন্ত্রণা মনে হবে।


আমরা সাধারণত বিভিন্ন গরীব শ্রেণীর লোকেদের আমাদের সমাজে দেখতে পাই। তারা সব সময় দুবেলা দুমুঠো খাবারের জন্য কঠোর পরিশ্রম করে। এত কঠোর পরিশ্রম করেও তারা তাদের সংসার ঠিকঠাকভাবে চালনা করতে পারে না। তারা সব সময় বিভিন্ন অশান্তিতে দিন যাপন করে।


আর এইসব গরিব লোকেদের পাশে যদি সমাজের ধনী লোকেরা একটু সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসে তাহলে এসব গরিব লোকেদের আর কষ্ট থাকে না কখনো। আমরা সাধারণত দেখতে পাই যে আমাদের সমাজে যাদের অর্থ রয়েছে তাদের অর্থ দিনদিন বৃদ্ধি পায় আর যারা গরীব তারা দিন দিন আরো বেশি গরীব হতে থাকে। কিন্তু এসব ধনী লোকের বেশিরভাগ লোকই কিন্তু এসব গরিব লোকেদের সাহায্য কখনো এগিয়ে আসে না।


আর আমরা সবাই জানি যে ধর্মের মূল লক্ষ্য হলো মানুষকে সাহায্য করা। আপনি যদি মানুষের পাশে দাঁড়ান এবং মানুষকে সাহায্য করেন তাহলে আপনি জীবনে অনেক মহৎ কাজ করবেন। কিন্তু আপনি যদি এসব ব্যক্তিদের পাশে না দাঁড়ান তাহলে হয়তোবা আপনার জীবনের অনেক শান্তির সময় আপনি হারাবেন।


তাইতো আমাদের সবার উচিত এসব গরিব লোকেদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা। আসলে আমরা যদি আমাদের সামান্য একটুকু সাহায্য দিয়ে গরিবদের উপকার করি তাহলে এই সমাজে আর গরিব শ্রেণীর লোকেরা কষ্টে দিন যাপন করবে না। তাদের মুখের হাসি দেখলেও আপনাদের খুব ভালো লাগবে।

✠ ০১ ✠


এই পৃথিবীতে কোন মানুষের,
ক্ষতি করবে না কখনো।
যদি পারো উপকার করো,
অন্যায়কে দূরে সরাও এখনো।


উপকার করলে মনের শান্তি,
পাবে তুমি ভাই সব সময়।
উপকারের মত এমন শান্তি,
ত্রিভুবনে আর কোথাও নাই।


সবাই মিলে সেবা করি,
সেবাই আমাদের প্রধান ধর্ম।
মানুষের সেবা করলে,
সৃষ্টিকর্তা সন্তুষ্ট হবে সব সময়।


✠ ০২ ✠


গরিবের পাশে দাঁড়াও,
অন্ন দাও তাদের মাঝে।
গরিবের পেট ভরলে পরে,
শান্তি পাবে মনের মাঝে।


অন্যায় কাজ কোন সময়,
সমর্থন করবে না ভাই।
অন্যায় কাজ ছেড়ে দিয়ে,
মানুষের পাশে দাঁড়াই।


এত অর্থ ইনকাম করে,
জীবনে সুখী হবে না ভাই।
সুখী যদি হতে চাও,
গরিবের উপকার করো সবাই।



তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

দাদা আপনার অনু কবিতা পড়ে মনের ভিতর একটু কেমন যেন মোচড় দিয়ে উঠলো।কারণ এই পৃথিবীতে আমরা সবাই নিজেকে নিয়েই অনেক বেশি ব্যস্ত থাকি কিন্তু আশেপাশের লোকজনদেরকে নিয়ে কিছু কাজ করা দরকার এটি আমরা ভুলেই গেছি।তাই আপনার কবিতা পড়ে আবার সেই ভুলে যাওয়া বিষয় মনে পড়ে গেল।আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

দাদা আপনি কোন কবিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কিছু শিক্ষণীয় বিষয় আমাদের মাঝে উপস্থাপন করলেন। আমরা আসলে সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। সমাজের নিজস্ব শ্রেণীর লোকগুলো, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না। তাদের দিকে একটু নজর দিলে কিন্তু তাদের জীবনটা বেঁচে যায়। বেশ সুন্দর এবং অসাধারণ একটি কবিতা আজ শেয়ার করলেন।

Posted using SteemPro Mobile

খুব সুন্দর অনু কবিতা লিখেছেন ভাই। আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে। কবিতার ছন্দে মনের অনুভূতি গুলো শেয়ার করেছেন ভাই। আপনি ঠিকই বলেছেন ভাই গরীব কে সহায়তা করলে মনের মাঝে একরকম ভালো লাগা কাজ করে। মনের সুখ পেতে হলে গরিবকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে এটাই প্রকৃত সত্য। এত চমৎকার অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Posted using SteemPro Mobile

খুবই চমৎকার দুটি অনু কবিতা আপনার মাধ্যমে পড়তে পারলাম ভাই। আসলে অনু কবিতা পড়তে ও লিখতে দুটোই আমার কাছে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাই,এত সুন্দর ও অর্থবহ দুটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

  ·  last year (edited)

জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন আজ আমাদের সকলের উচিত গরিবদের পাশে দাড়ানো । তাই নিজ নিজ সমার্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করাই মনুষ্যত্ববোধ। আপনি কবিতার মাঝে সুন্দর মতামত গুলো শেয়ার করেছেন। আপনার পরবর্তী কবিতার আশায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

আপনি প্রায় আমাদের মাঝে অনু কবিতা নিয়ে উপস্থিত হয়ে থাকেন। আপনার এই কবিতাগুলো আমি খুবই পছন্দ করে থাকি। আমি দীর্ঘদিন লক্ষ্য করে আসছি আপনি আমাদের দেশে ভ্রমণ করতে এসেছিলেন, এখানে অনেক ফটোগ্রাফি করেছিলেন তো আমাদের মাঝে শেয়ার করেন পাশাপাশি পাশাপাশি অনু কবিতা শেয়ার করে থাকেন। আপনার কবিতাগুলো আবৃত্তি করতে অনেক পছন্দ করি আমি। প্রত্যেকটা কবিতার মধ্যে মাধুর্য খুঁজে পায়।

Posted using SteemPro Mobile