কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে গরীব শ্রেণীর লোকেদের জীবনটা শুরু হয় কষ্টের মধ্য দিয়ে। তাদের জীবনের সূত্রপাত ঘটে যখন মায়ের গর্ভ থেকে তারা বাইরের পৃথিবীতে আসে তখন থেকে তাদের কষ্টের জীবন শুরু হয়। আসলে তখন থেকেই তারা পৃথিবীর প্রতিকূল পরিবেশের সাথে তাদের লড়াই করে বেঁচে থাকতে হয়। তারা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কত সমস্যার সম্মুখীন হতে হয় এবং কত সমস্যার সমাধান করতে হয় তা গুনেও শেষ করা যায় না।
আসলে এই পৃথিবীতে সবাই মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেনি। আসলে ধনী পরিবারের সন্তানেরা জীবনে কষ্ট কি জিনিস সেটা হয়তোবা কখনোই বোঝেনা এবং বুঝতেও চেষ্টা করে না। কারণ তাদের কাছে এই পৃথিবীটা অনেক রঙিন। তাদের পিতা মাতা তাদের সন্তানের জন্য আগে থেকেই পৃথিবীতে এক সুন্দর পরিবেশে সৃষ্টি করে যাতে তাদের সন্তান কখনোই কষ্ট না পায়। তাই তাদের জীবনে আমার মনে হয় বেশি কষ্ট করতে কখনোই হয় না।
আসলে তারা যত সমস্যার সম্মুখীন হোক না কেন সবকিছু তাদের পিতা-মাতারাই ঠিক করে দেয়। কিন্তু একজন গরিব পরিবারের সন্তান যতই সমস্যা সম্মুখীন হোক না কেন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। বরং সে যাতে কাজটি না করতে পারে সেজন্য তার কাছে এই কাজটিকে আরো অনেক বেশি কঠিন করে তুলে ধরা হয়। তবুও তারা এই প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠে সংগ্রাম করে। আসলে ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে তাদের জীবনে আর কোন কষ্ট হয় না।
এসব গরিব পরিবারের সন্তানেরা ছোটবেলা থেকে কষ্ট পেতে পেতে বড় হয়। হয়তোবা বড় হয়েও তারা তাদের কষ্ট কখনো দূর করতে পারে না। একটা গরিব পরিবারের সন্তানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই কাজ করতে করতে কেটে যায়। তারা সবসময় চেষ্টা করে যে তাদের এই দুঃখের দিন কবে শেষ হবে এবং এর জন্য তারা আরও বেশি অনেক কঠোর পরিশ্রম করে। যদিও তারা কঠোর পরিশ্রম করে তবুও তারা তাদের সংসারের উন্নতিতে তেমন বেশি খরচ করতে পারে না।
এছাড়াও গরিব শ্রেণীর লোককে সমাজের লোক ঘৃণার চোখে দেখে। যদিও এসব ধনীর শ্রেণীর লোকেদের সব কাজকর্মে এই গরিব শ্রেণীর লোকের প্রয়োজন হয়। তবুও তারা এসব পরিশ্রমির লোকেদের ঘৃণা করে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে একজন ধনী লোকের কলকারখানা যদি এই গরিব শ্রেণীর লোকেরা কাজ না করে তাহলে ওই ধনী লোক আর কখনোই ধনী থাকবে না। আর এসব কথা ও তারা কখনো মাথায় রাখে না।
একজন গরিব মানুষকে আপনি যতই বেশি কথা বলুক না কেন সে তার সংসার চালানোর জন্য আপনার কাছে সবসময় মাথা নিচু করে থাকবে। কারণ তারা যদি এক বেলা কাজ না করে ইনকাম না করে তাহলে তাদের সংসারের বাকি সদস্য গুলো না খেয়ে থাকবে। তাই এসব ধনী শ্রেণীর লোকেরা যতই অত্যাচার করুক না কেন এইসব গরীব লোকেরা কিন্তু তাদের কাছ থেকে কখনোই চলে যায় না।
এছাড়াও সমাজের সব কাজের ক্ষেত্রে এসব গরিব শ্রেণীর অনেক বাঁধা রয়েছে। আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে যেখানে শুধুমাত্র ধনী শ্রেণীর লোকেদের প্রবেশ আছে কিন্তু গরিব শ্রেণীর লোকেদের প্রবেশ নেই। যদিও সেইসব জিনিসপত্র এই সব গরিব লোকেদের হাতে তৈরি তাও তারা সেখানে প্রবেশের অধিকার পায়না। এছাড়াও তারা একটু কঠোর পরিশ্রম করে যে উপরে উঠবে তার জন্য তারা কঠোর পরিশ্রম করেও উপরে উঠতে পারে না।
সমাজের কোনো পরিশ্রমী গরিব লোকের সন্তান যদি মেধাবী হয় তাহলেও এসব ধনীর শ্রেণীর লোকেরা তাদের নিচু করে রাখার জন্য বিভিন্ন অকর্ম করে থাকে। পৃথিবীতে আমরা অনেক মনীষী দেখতে পাই যারা গরিব থেকে আজ পৃথিবীতে স্মরণীয়। তারা এসব চরম প্রতিকূল পরিবেশের মাঝে সংগ্রাম করে পৃথিবীতে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আসলে সরকারকেও এইসব গরিব শ্রেণীর লোকেদের দিকে নজর রাখতে হবে যারা তাদের সঠিক কর্মের অর্থ পায়।
✠ ০১ ✠
জন্ম থেকে ছুটে চলেছি,
অদূর কোনো দূর পানে।
দিশার খোঁজে এখন আমরা,
থামছিনা কোন খানে।
ছুটে চলার এই মাঝপথে,
কত মানুষের সাথে হলে দেখা।
কেউবা ভালো সময় কাটিয়েছে,
আবার কেউ থেকেছে একা।
পৃথিবীর এই রঙ্গমঞ্চে,
অভিনয় করতে হয় আমাদের।
অভিনয়টা ভালো করলে,
সবাই আদর করবে তোমাকে।
✠ ০২ ✠
জীবন যুদ্ধে নামতে হবে,
আমাদের টিকে থাকতে হলে।
বাবার অনেক অর্থ থাকলে,
জয়ী হবে অল্প কষ্টতে।
গরিব ঘরের সন্তানদের কাছে,
এই যুদ্ধ বড় কঠিন।
নিজের চেষ্টায় এগোতে হবে,
কেউ সাহায্য করবে না কোনদিন।
সামান্য ভুলের দিতে হবে,
তোমাকে ভুলের মাশুল।
সবাই তোমাকে টেনে ধরবে,
তাই প্রতিটি পদক্ষেপ নিতে হবে নির্ভুল।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দারুণ একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা এবং আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আসলে যারা গরীব তারা বুঝতে পারে কষ্ট কি জিনিস। তবে যারা ধনী তারা এগুলো কখনোই বুঝতে পারবে না।এটা আমি মনে করি।ধনীদের বাবা-মা তাদের লাইফ সেটেল্ড করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার বেশ ভালো লাগলো। খুব সুন্দর কিছু ছন্দ মিলিয়ে আপনি অনু কবিতাগুলো লিখেছেন। অনু কবিতাগুলো পড়ে যেন মনে হলো যদি আরেকটু বড় হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু অনু কবিতা তো ছোটই হয় মনের মধ্যে পড়ার রেশ টা রয়েই যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে আনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আপনি দুটি খন্ডে কবিতাটি বিভক্ত করে শেয়ার করেছেন। ঠিক বলেছেন ভাই আপনি গরিবের সন্তানদের কাছে বেঁচে থাকা যুদ্ধটাই অনেক কঠিন হয়ে পড়ে। ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit