কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে জন্ম হলেই মৃত্যু অবধারিত। এমন কোন প্রাণী নেই তারা জন্মগ্রহণ করে আজীবন বেঁচে থাকতে পারে। তাইতো আমরা যখন জন্মগ্রহণ করি তখন থেকেই আমাদের জীবনের সময় কমতে থাকে। দিন দিন আমাদের বয়স বাড়ে এবং এক সময় আমরা বৃদ্ধ হয়ে আবার পুনরায় মারা যায়। আসলে এই সত্যকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। আসলে আমাদের শরীরের মৃত্যু হলেও আমাদের আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না। আমরা যেমন পুরাতন পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করি। তেমনি এই আত্মা পুরাতন দেহ ত্যাগ করার নতুন দেহে চলে যায়। আসলে মানুষের এই জন্ম মৃত্যু খেলা প্রাচীনকাল থেকে চলে এসেছে।
এই জন্ম মৃত্যুর মাঝের অল্প সময়ে আমরা বিভিন্ন কর্মে সবসময় লিপ্ত হই। আসলে মানুষ মারা গেলেও মানুষের কর্ম বেঁচে থাকে আজীবন। অর্থাৎ আপনি আপনার জীবনের অল্প সময়ে ভালো কর্ম করেছেন মানুষের জন্য তাহলে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে। এমনকি আপনার মৃত্যুর পরেও আপনার কর্মের কথা সবাই মনে রাখবে। আসলে ভালো কর্মের মাধ্যমে বেঁচে থাকাটা খুবই কঠিন। কারণ এই পৃথিবীতে বিভিন্ন খারাপ দিক রয়েছে যা আপনাকে সব সময় আকর্ষণ করবে। আসলে আপনি ভালো কর্ম করার সময় বিভিন্ন খারাপ কর্মের লোভ আপনাকে সবসময় কাছে ডাকবে। কিন্তু আপনি এইসব লোভ-লালসা ভুলে যদি ভালো কর্ম করে যান তাহলে লোক আপনাকে সবসময় মনে রাখবে।
আসলে খারাপ কর্মের মাধ্যমেও এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকা যায়। কিন্তু সে বেঁচে থাকাটা মাথা উঁচু করে বাঁচা নয়। সেই বেঁচে থাকা হলো ঘৃণার মাধ্যমে বেঁচে থাকা। আসলে আপনার খারাপ কর্মের জন্য আপনার পরবর্তী প্রজন্ম অনেক কষ্টে দিন কাটাতে হয়। অর্থাৎ আপনাকে দেখে মনে করবে যে আপনার পূর্বপুরুষেরা এই ধরনের খারাপ কর্ম করেছিল। এছাড়াও আমরা এখনো বর্তমান সময়ে ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাই যে বিভিন্ন ব্যক্তিদের আমরা স্মরণ করি তাদের খারাপ কর্মের দ্বারা। যেমন ধরুন মীরজাফরের কথা। যে মীরজাফর সিরাজদৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেই মীরজাফরকে আজ মানুষ মনে রাখে বিশ্বাসঘাতকতার জন্য। তাইতো এই বেঁচে থাকা হল ঘৃণার মাধ্যমে বেঁচে থাকা।
তাইতো আমাদের এই অল্প সময়ে সবাইকেই ভালো কর্মের মাধ্যমে বেঁচে থাকতে হবে আজীবন এই পৃথিবীতে। আসলে মানুষের উপকারও করতে হবে জীবনে। মানুষের উপকার করার মত এত ভালো কর্ম পৃথিবীতে আর কোথাও নেই। আসলে ভালো কর্ম মানুষকে সর্বস্তরে পৌঁছে দিতে সাহায্য করে। এছাড়াও আপনার ভালো কর্মের দ্বারা আপনার পরবর্তী প্রজন্ম মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারবে। এছাড়াও ভালো কর্মের ফলে আপনার যদি পুনর্জন্ম হয় তাহলে আপনি অবশ্যই ভালো পরিবারে জন্মগ্রহণ করবেন। আর যারা ভালো কর্ম করে তাদের মানুষ সবসময় ভালোবাসে। তাদের স্থান হয় মানুষের মনের মনিকোঠায়।
✠ ০১ ✠
কোথায় জন্ম কোথায় মৃত্যু,
কেউতো আমরা জানি না।
জন্ম যেখানেই হোক না কেন,
মৃত্যু কোথায় হবে বলতে পারিনা।
জন্ম হলেই মরিতে হইবে,
এটা এক চিরন্তন সত্য কথা।
এমন সত্যকে মিথ্যা করতে,
কোন শক্তি পারবে না একা।
জীবনের এই অল্প সময়ে,
ভালো কর্ম করে যেতে হবে।
কর্মের মাধ্যমেই বাঁচতে পারো,
একা এই পৃথিবীর মাঝে ।
✠ ০২ ✠
পৃথিবীতে মানুষ না বাঁচলেও,
বেঁচে থাকে শুধুই তাদের কর্ম।
তাইতো ভালো কর্ম করতে হবে,
যদি বাঁচাতে চাও নিজেদের অস্তিত্ব।
ভালো কর্ম করলে তুমি,
সবাই মনে রাখবে তোমায় আজীবন।
তুমি যদি মরেও যাও,
কর্মের ফল ভোগ করবে স্বজন।
খারাপ কর্ম করলে তুমি জীবনে,
ছি ছি করবে সবাই তোমারে।
তোমায় সবাই ঘৃণা করবে,
ভালোবাসবেনা তোমায় আজীবনে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ মরণশীল। সকল মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ভালো কর্ম করলে পৃথিবীর সকলেই আমাদের এই ভালো-মন্দের জন্য স্মরণ করবে আর মন্দ কাজের জন্য সারা জীবন আমাদেরকে খারাপ চিনেই আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, অনেক সুন্দর ভাবে কিছু আমি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা প্রতিটি কবিতা পড়তে ভীষণ ভালো লাগছে। এত সুন্দর ভাবে ছোট ছোট অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দাদা আপনার কবিতা দুটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। জন্ম মৃত্যু আসলেই ঈশ্বরের হাতে তাই তো কোন শক্তি জন্ম মৃত্যুকে রোধ করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ দাদা দুটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যেন প্রতি সপ্তায় আপনার অনু কবিতাগুলো পড়ার আশায় চেয়ে থাকি। কারণ এই কমিউনিটির বেশ কয়েকজন ভাইকে লক্ষ্য করে দেখি অনু কবিতা সুন্দর ভাবে রচনা করে আমাদের মাঝে শেয়ার করে থাকে। ঠিক তেমনি আজকেও বেশ ভালো লাগার মত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি দাদা ভালো আছেন? বেশ সুন্দর অনু-কবিতা লিখেছেন। আসলে জীবনে বাস্তব বিষয় গুলো কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন । প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এইটাই প্রকৃত সত্য। মানুষের মৃত্যু কথায় কিভাবে হবে? তা কেউ জানে না। আসলে মানুষ তার জীবনের মধ্যে বেঁচে থাকে না । বেঁচে থাকে তার কর্মে। যা কর্ম যতো ভালো সে মানুষকে মৃত্যুর পরে ততো বেশি স্মরণ করে থাকে। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার অনু-কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit