কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভরসা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যারা ভালো-মন্দ বিচার বোধ রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সবসময় এগিয়ে থাকে। অর্থাৎ একটা কাজে ভালো হবে না মন্দ হবে তারা যদি আগে থেকে বুঝতে পারে তখন কিন্তু তারা সেই কাজটি সঠিকভাবে করতে পারবে। অর্থাৎ আপনি যদি কাজ করার আগে চিন্তাভাবনা না করেন এবং ভালো মন্দ বিচার বিবেচনা না করেন তাহলে কিন্তু আপনার দ্বারা সেই কাজটি কখনো ভালোভাবে সম্পন্ন হবে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো মন্দ বুঝে কাজ করার চেষ্টা করতে পারে তারা কিন্তু অন্যান্য মানুষদের থেকে অনেকটা আলাদা ধরনের হয়ে থাকে এবং প্রতিটি ক্ষেত্রে তারা জীবনের জয়ী হতে পারে। আর এজন্য মানুষকে সর্বপ্রথম ভালো হতে হবে।
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে একটা মানুষ ভালো কি মন্দ তা আমরা সর্বপ্রথম বুঝতে পারি না। অর্থাৎ একটা মানুষকে সম্পূর্ণরূপে বুঝতে হলে সর্বপ্রথম তার সঙ্গে আমাদের কথা বলতে হবে এবং তার সাথে মেলামেশা করার চেষ্টা করতে হবে। কেননা আমরা যখন মানুষের গভীরে গিয়ে তার সাথে মেলামেশা করার চেষ্টা করবো তখন কিন্তু তারা আসল পরিচয়টা আমরা অবশ্যই বুঝতে পারব। কেননা একটা মানুষ যতই ভালো সাজার অভিনয় করুক না কেন একদিন না একদিন তার খারাপ মুখোশ খুলে যাবে। অর্থাৎ মানুষের খারাপ জিনিস গুলো কখনো মুখের ভিতরে আটকা থাকে না। আর এজন্য আমরা সবসময় ভালো মন্দ বিচার বিবেচনা করে মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত।
কেননা আমরা যদি খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করি এবং তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করে তাহলে আমাদের মন মানসিকতা আস্তে আস্তে করে খারাপ হয়ে যাবে এবং আমরাও খারাপ দিকে ঝুকে পড়ব। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভালো-মন্দ বুঝে শুনে আমরা মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করব। কেননা একজন খারাপ বন্ধু অথবা সঙ্গে যদি আমাদের জীবনে চলে আসে তখন থেকে কিন্তু আমাদের জীবনের খারাপ সময় শুরু হয় এবং জীবনের কোনো কাজ আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারি না। আসলে একটা শিশুকে যখন আমরা ছোটবেলা থেকে ভালো-মন্দ বিচার করতে শেখাতে পারবো তখন কিন্তু তারা এই জিনিসটা বুঝতে পারবে।
এজন্য আমাদের সবার উচিত যে আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করব এবং কোন জিনিসটা ভালো ও কোন জিনিসটা খারাপ এই জিনিস সম্পর্কে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আর একবার যদি তারা ভালো মন্দের পার্থক্য বের করতে পারে তাহলে কিন্তু তারা কখনো খারাপের দিকে এগিয়ে যাবে না এবং জীবনে সব সময় ভালো কাজ করার চেষ্টা করবে। আর এভাবে এই ছোট বাচ্চাগুলো ভবিষ্যতে জীবনে মানুষের মত মানুষ হতে পারবে এবং তারা সমাজের কল্যাণে প্রতিনিধি বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। আর এজন্য আমরা সব সময় ভালো-মন্দ বুঝে কাজ করার চেষ্টা করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এর ফলে আমরা জীবনে অবশ্যই উন্নতি করতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন কাজের ফলাফল যদি আমরা আগে থেকে জানতে পেরে যাই তবে সেই কাজ অনেক সাবধানে সম্পাদন করা সম্ভব হয়। কিন্তু বেশিরভাগ কাজের ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না আচ্ছা এর ফল ভালো হবে না খারাপ। তবে কাজের ফল যাতে সব সময় ভালো হয় সেই দিকেই নজর রাখা খুব প্রয়োজন। এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেই দিকেই পরিচালনা করা একান্ত আবশ্যক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা।ভালো-মন্দ বোঝার ক্ষমতা মানুষকে শুধু সফলই করে না, বরং সঠিক পথে চলতে সাহায্য করে। বিশেষ করে ছোটবেলা থেকেই এই শিক্ষা পেলে জীবন অনেক বেশি গঠনমূলক হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সচেতনতা গড়ে তোলার এই বার্তাটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। ধন্যবাদ সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে বা যারা ভালো মন্দ বিচার করতে পারে, তাদের জীবনটা আসলেই খুব সুন্দর হয়। কারণ তারা জীবনটাকে খুব সুন্দর করে সাজাতে পারে। তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সর্তকতা অবলম্বন করা উচিত আমাদের। কারণ খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করলে,খারাপ পথে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit