কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ছেলেদের সম্পর্কে আমার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে সবাই তার সন্তান হিসেবে ছেলেই চায়। সবাই ভাবে যে ছেলেদের জীবনটা অনেক ভালো। ইচ্ছামত আনন্দ করা যায়, ইচ্ছে মত ঘোরাফেরা করা যায়। ছেলেদের জীবন সবাই মনে করে বাঁধা-নিষেধ বলে কিছুই নেই। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন সত্যিই কি একটা ছেলের জীবনে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, জীবন যাপন করতে পারে।
একটা ছেলে যখন জন্ম গ্রহন করে তার কিছুদিন পর যখন সে বড় হয়। তখন সবাই বলে তুই তো ছেলে মানুষ। আর ছেলে মানুষ কখনো কান্না করে না। আসলে যতদিন যায় ছেলেদের ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে তাদের সংসারের প্রতি দায়িত্ব-কর্তব্য আস্তে আস্তে বাড়তে থাকে।
আমাদের সমাজে ছেলেদের সৌন্দর্যের তেমন কোন কদর নেই। ছেলেদের সৌন্দর্য আছে তার চাকরিতে। একটা ছেলে তার মাসিক ইনকাম কত এ দিয়ে সবাই বিচার করে ছেলেটি কতটা ভালো অথবা কতটা খারাপ। একটা ছেলে যখন তার গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন তার মাথায় সংসারের প্রতি প্রায় পুরোপুরি দায়ভার চলে আসে।
একদিকে যেমন সংসারের প্রতি দায়ভার অন্যদিকে তেমনি চাকরির খোঁজে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। আর আমাদের সংসারে সবকিছুর মূলে রয়েছে অর্থ। কারণ এই অর্থই নাকি সুখের চাবিকাঠি। আর এই সুখ-দুঃখের সন্ধানে একটা ছেলেকে জীবনভর সংগ্রাম করে যেতে হয়। এই ছেলেরাই নিজের কষ্টগুলো আড়াল করে রেখে অন্যকে খুশি রাখার চেষ্টা করে সব সময়। তবুও দিনশেষে অন্যের কাছ থেকে অবহেলা পেলে এই ছেলেদের মনটা ভেঙে একদম গুড়ো হয়ে যায়।
আমাদের এই মধ্যবর্তী পরিবারে ছেলেরা কখনো সংসারের কাছ থেকে বেশি কিছু আশা করতে পারে না। কারণ তারা জানে তাদের এই আশা নিরাশায় পরিণত হবে। একটা ছেলের জীবনে প্রথমে মা-বাবার প্রতি দায়িত্ব-কর্তব্য থাকে। তাদের দেখাশুনা ওষুধ সবকিছুর খরচ জোগাতে হয় এই ছেলেদের।
এরপরে একটা ছেলের জীবনে কোন মেয়ের প্রবেশ ঘটলে ছেলেদের দায়িত্ব কর্তব্য আরো কয়েকগুণ বেশি বৃদ্ধি পায়। এরপর ছেলেদের বিয়ে হলে সংসারের প্রতি তো দায়িত্ব রয়েছেই, তারপর নিজের সন্তানদের প্রতিও তাদের দায়িত্ব বেড়ে যায়।
আসলে আমাদের সমাজে এখন সবকিছুই খুব ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করাবে তার জন্য বেশি অংকের টাকার প্রয়োজন। শত কষ্টের মাঝেও একটা ছেলে তার সন্তানদের ভালো স্কুলে ভর্তি করায় এই আশায় যে তার ছেলে যেন তার মত কষ্ট ভবিষ্যতে না পায়।
আসলে একটা ছেলে তার নিজের সুখ-দুঃখ ভাবার সময় কখনই থাকে না। প্রতিনিয়ত সে ছুটি চলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কখনো কি ভেবে দেখেছেন ছেলেদের কাঁদতে। আসলে কথায় আছে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। আসলে এই কথাটি ছেলেদের ক্ষেত্রে অনেকটা প্রযোজ্য হওয়ার কথা। কারণ একটি ছেলেই শত কষ্ট বুকে নিয়ে মুখে হাসি নিয়ে ঘরে ফেরে। তার স্ত্রী সন্তানকে সে কখনোই বুঝতে দেয় না তার এই কষ্টের কথা।
একটা ছেলের জীবনে একটা মেয়ের গুরুত্ব অনেকটাই বেশি। আসলে একটা মেয়েকে সুখে রাখার জন্য একটা পুরুষ কিনা করতে পারে তা তো আপনারা পূর্বের কাহিনী গুলো পড়লে বুঝতে পারবেন। আসলে একজন নারীর যেমন একজন পুরুষের প্রয়োজন তেমনি একজন পুরুষেরও একজন নারীর ভীষণ দরকার।
একজন পুরুষ মানুষ তার সংসারের ভালোর জন্য সব সময় প্রাণপণ চেষ্টা করে। এরপরও সংসারের থেকে সে যদি কোন কষ্ট পায় সেই কষ্টের কোন শেষ থাকে না।
আসলে পুরুষের দায়িত্ব কখনোই শেষ হয় না। বার্ধক্যের বয়সে সন্তানদের বিয়ে, সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য তাদের প্রাণপণ চেষ্টা থেকেই থাকে। পুরুষদেরই দায়িত্ব শেষ হয় তার মৃত্যুর মাঝে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আসলে আপনি ছেলেদের সম্পর্কে যে কথাগুলো বলেছেন উপরে সেগুলো কিন্তু একেবারে সত্যি এবং বাস্তবিক কথা বলেছেন আপনি। আসলে আপনার প্রত্যেকটা কথার সাথে আমি একেবারে একমত। আসলে একটা ছেলে কখনো তার কষ্ট তার স্ত্রী এবং সন্তানকে বুঝতে দেয় না। সকল দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরে একটা ছেলে। কষ্টের মধ্যেও সে সবার মাঝে হাসিখুশি থাকার চেষ্টা করে কাউকে তার কষ্ট বুঝতে দেয় না। সম্পূর্ণটা বেশ ভালোই একটা টপিক নিয়ে লিখেছেন ভালো লাগলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন কিন্তু মেয়েরাও ছেলেদের পাশাপাশি সংসারের দায়িত্ব কাঁধে তুলে দেয়। এর ফলে ছেলেদের কষ্ট অনেকটা কমে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা ছেলে তার নিজের সুখ-দুঃখ ভাবার সময় কখনই থাকে না।সমাজে ছেলেদের সৌন্দর্যের তেমন কোন কদর নেই। ছেলেদের সৌন্দর্য আছে তার চাকরিতে। মূল্যবান কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করেছেন।আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলো দাদা এটাই বাস্তব। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে একটা ছেলের জীবন কি রকম এটা শুধু একটা ছেলেই জানে। আসলে ছেলেদের সৌন্দর্যতা কেউ দেখেনা তাদের সৌন্দর্যতার প্রকাশ ঘটে তাদের কাজের মাধ্যমে। প্রত্যেকটা ছেলে তাদের প্রাপ্তবয়স্ক আসলে তাদের পরিবারের এবং সংসারের সকল চাপ কাঁধে নিয়ে ঘুরে। তাদের যতই হোক না কেন সেটা কাউকে বুঝতে দেয় না সকল কষ্টের মাঝে হাসিখুশি থাকার চেষ্টা করি। আপনি আজকে যে টপিক নিয়ে পোস্ট লিখেছেন ওইটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit