কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জন্ম সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আমরা এমন একটা সমাজে বসবাস করি সেখানে সবাই কিন্তু শিক্ষিত হওয়ার চেষ্টা করে এবং সবাই কিন্তু উন্নত ধরনের জীবন যাপন করার চিন্তা ভাবনা করে। কিন্তু এই উন্নত জীবনে অর্থাৎ এই আধুনিক সময়ে এখনো মানুষের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ মনোভাব রয়েছে যা কিনা আমাদেরকে সবসময় খারাপের দিকে নিয়ে যায়। একটা জিনিস আমরা সবসময় খেয়াল করি যে যদি আমরা এক হাড়ি দুধের ভেতর এক ফোঁটা লেবুর রস দিয়ে দিই তাহলে কিন্তু পুরো দুধটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি সমাজের মধ্যে এমন কিছু কিছু লোক রয়েছে যারা কিনা তাদের খারাপ কাজকর্মের জন্য সেই সমাজটা পুরো বদনাম হয়ে যায়। আসলে এই সমাজে অনেক মানুষ আছে যারা মানুষের জন্ম নিয়ে তাদেরকে বিচার করে। অর্থাৎ মানুষ হিসেবে তাদেরকে কখনো তারা মানুষ বলে মনে করে না।
সমাজে যারা ধনী পরিবারে জন্মগ্রহণ করে তাদের সম্মান সমাজে বেশি এবং যারা গরীব পরিবারে জন্মগ্রহণ করে তাদের সম্মান সমাজের সবথেকে নিচে থাকে। আসলে ধনী হোক বা গরীব হোক এটি কিন্তু কখনো মানুষের পরিচয় হতে পারে না। কেননা মানুষ যদি মানুষের মতো হতে পারে অর্থাৎ জীবনে উন্নতি লাভ করতে পারে তাহলে তাদের জন্ম নিয়ে কেউ কখনো কোন ধরনের প্রশ্ন করে না। আসলে আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে মানুষের পরিচয় একটি হওয়া উচিত। কেননা আমরা যদি মানুষকে মানুষ বলে মনে না করি এবং তাদেরকে সবসময় অবহেলা করি তাহলে অন্যান্য মানুষের আমাদেরকে কখনো ভালবাসবে না। এই সমাজের নিচু শ্রেণীর লোকেদের থেকে সবসময় আমরা দূরে থাকার চেষ্টা করি এবং মনে করে যে তারা এই সমাজের জঞ্জাল।
কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই নিচু শ্রেণীর অনেক মানুষেরা আজ আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং আমাদের দেশের বড় বড় জায়গায় অবস্থান করছে। আসলে আমরা মানুষ হিসেবে যদি এইসব মানুষদেরকে সামান্য আরেকটু সুযোগ দিতে পারতাম তাহলে কিন্তু তারা আরও অনেক বেশি উন্নতি লাভ করতে পারতো জীবনে। যদিও তাদের জীবনটা এবং একটা সাধারণ পরিবারের সন্তানদের জীবন কিন্তু কখনো একই রকম হতে পারে না। কারণ তারা সবসময় অভাব পরিবারে জন্মগ্রহণ করে এবং অভাবের মধ্য দিয়ে সংগ্রাম করে তারা জীবনে বড় হওয়ার চেষ্টা করেন। আর এজন্য যদি কোন মানুষ মানুষের জন্ম নিয়ে বিচার করে তাহলে তারা কখনো মানুষ হতে পারে না। আসলে তারা মানুষরূপী অমানুষ। আর এসব মানুষের থেকে সবসময় দূরে থাকা উচিত।
এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলেমিশে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব এবং মানুষ আমাদেরকে সবসময় ভালোবাসবে মনের ভিতর থেকে। আসলে উন্নয়নশীল দেশগুলো দেখলে আমরা বুঝতে পারি যে সেই দেশের মানুষ গুলো ধনী-গরীব বিচার বিবেচনা না করে সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করে এবং একসঙ্গে সবাই মিলেমিশে কাজ করার ফলে তারা সব সময় অন্যান্য দেশ অপেক্ষা অনেক এগিয়ে থাকে। তাইতো আমার কাছে এইসব চিন্তা ভাবনা থেকে মনে হয় যে আমরা পৃথিবীতে সবাইকে নিয়ে একসঙ্গে বেঁচে থাকার চেষ্টা করবো এবং কেউ যদি কোন ধরনের অসুবিধায় পড়ে তাহলে আমরা তাকে সেই অসুবিধা থেকে উদ্ধার করব। আর এর মাধ্যমে আমরা একটা সুন্দর পৃথিবীর গঠন করতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা মানুষের কর্ম দিয়ে তাকে বিচার করতে নেই। জন্ম যেখানেই হোক না কেন যদি তার কর্ম ভালো হয় তাহলে তাকে মানুষ হিসাবে মূল্যায়ন করা যায়। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জন্মগত ভাবে আমরা সবাই মানুষ, আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জন্ম নিয়ে খারাপ মন্দ বিচার করা আমাদের উচিত নয়। সব সময় নিজের অবস্থান চিন্তা করে অন্যের সম্পর্কে কথা বলা উচিত। এখানে কে কোন পরিবারের, কার কত ধন সম্পদ ও ক্ষমতা আছে সেটা দেখে বিচার করা ঠিক নয়। মানুষ হিসাবে আমারা সবাই এক, আমারা সবাই মানুষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জন্ম হউক যথাতথা কর্ম হউক ভালো। সত্যি কিন্তু তাই। একজন মানুষ কোথায় জন্মগ্রহণ করলো সেটা বিচার না করে তার কর্মকে যদি আমরা মূল্যায়ণ করি তাহলে কিন্তু মানুষটির প্রতি সুবিচার করা হবে। সত্যি দাদা আজকের পোস্টটি বেশ দারুন ছিল। ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দীর্ঘদিন আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছি। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। মানুষের কর্ম গুণে বিচার-বিশ্লেষণ করা প্রয়োজন। জন্ম সে তো মহান সৃষ্টিকর্তার দান। কারণ ভালো জায়গায় কারো মন্দ জায়গায় হবে এটাই স্বাভাবিক। তবে মানুষের বুদ্ধি জ্ঞান হওয়ার পর নিজের একটা বৈশিষ্ট্য সৃষ্টি হয় যেই জ্ঞান দ্বারা পরিচালিত হয়েছে। যা হোক আপনার লেখা পড়ে বেশ ভালো লেগেছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া ধনী-গরিব এটা কিন্তু মানুষের পরিচয় হতে পারে না। কিন্তু বর্তমান সমাজে তাই হচ্ছে। সবাই যেনো টাকার কাছে হার মেনে গিয়েছে। তাইতো এই সমজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কারণ মানুষের মধ্যে যে মনুষ্যত্ব ছিল তা হারিয়ে গিয়েছে। কোনো কাজকে ছোট করে না দেখে সবাই যদি প্রতিটা কাজকে সম্মান করতো তাহলে হয়তো আজ পৃথিবীটা অন্যরকম হতে পারতো। খুব সুন্দর বিষয় আলোচনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাগুলো চমৎকার বলেছেন ভাই। টাকা অর্থ সম্পদ দিয়ে কখনো মানুষের বিচার করা উচিত না। বলতে গেলে কোন কিছু দিয়েই মানুষের বিচার করা উচিত না। আমাদের সবার পরিচয় হওয়া উচিত মানুষ। এবং এটা যখন সবাই মেনে নিয়ে একসঙ্গে কাজ করতে পারবে তখনই এগিয়ে যাবে আমার দেশ টা। চমৎকার লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit