কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কষ্টের ফল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না। অর্থাৎ আপনি জীবনে যত বেশি কষ্ট করতে পারবেন ততই বেশি আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। আসলে জীবনের কষ্টটা কিন্তু সীমিত। অর্থাৎ আপনি যদি কাজের সময় কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে অবশ্যই সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি আপনার কাজ করার সময় আনন্দ উল্লাস করে সময় নষ্ট করেন এবং কাজ ফেলে রাখেন তাহলে কিন্তু কখনো আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন না। আর এর হলে আপনাকে বাকি জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টের মাঝে কাটাতে হবে। আসলে কেউ আপনার ভবিষ্যৎ কখনো পরিবর্তন করবে না যতক্ষণ না আপনি কাজ না করবেন।
একটা জিনিস আমরা সব ক্ষেত্রে দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে প্রথম অবস্থাতে তারা খুব কষ্ট করে জীবনে কোনমতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। আর এই মানুষগুলো কষ্ট করতে করতে যখন একটা ভালো জায়গা পেয়ে যায় তখন কিন্তু তাদের এই কষ্টের দিন আর কখনোই থাকে না। অর্থাৎ তখন তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে এবং বাকি জীবনটা অনেক সুখের মধ্যে কাটাতে পারে। কিন্তু কিছু কিছু মানুষকে দেখতে পাই যে যাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকার জন্য তারা পরিশ্রমের জীবনে কখনো পরিশ্রম করে না বরং সেই সময়টাতে অলসের মতো দিন যাপন করেন। আর এভাবে অলসের মতো থাকতে থাকতে তারা কিন্তু তাদের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে ফেলে দেয়। আর এর ফলে ভবিষ্যতে তাদের জন্য দুঃখ অপেক্ষা করে।
আর এজন্য আমাদের সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে। কেননা আমরা যদি বর্তমানে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনটা অনেক বেশি আনন্দে যাবে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের পুরো পরিবারের লোকজন গুলো কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ আমরা তাদেরকে কি করে ভালো রাখতে পারব সেজন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চেষ্টা করি। আসলে এভাবে চেষ্টা করতে করতে আমরা যখন একটা ভালো জায়গা পৌঁছে যেতে পারবো তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারব। যদিও সেই জায়গায় পৌঁছাতে গেলে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়।
লোকজন আপনার কষ্ট দেখে কখনো আপনার কষ্টকে দূর করার চেষ্টা করবে না। বরং কি করে আপনার এই কষ্টটাকে আরো বাড়িয়ে দেয়া যায় সেজন্য তারা কিন্তু সবসময় চেষ্টা করবে। আর এই বিষয়গুলো আপনাকে সবসময় মাথায় রেখে সব সময় সাবধানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আপনি যদি ভাবনা চিন্তা করে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন তাহলে কিন্তু সেই কাজের ক্ষেত্রে আপনার কষ্টটা অনেক বেশি কম হবে। কেননা যে মানুষগুলো বুদ্ধি দিয়ে কাজ করে সেই মানুষগুলোর কাজ দ্রুত সম্পন্ন হয় এবং সেই কাজ করতে গেলে তাদের তেমন একটা বেশি কষ্ট আর মোটেও করতে হয় না। এজন্য আমরা জীবনের সব সময় বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করব এবং কষ্টকে সহ্য করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন কষ্টের ফল সবসময়ই মিষ্টি হয়। কথায় বলে না কষ্ট না করলে কেষ্ট মিলে না। আমরা যদি কোন কাজ কষ্ট ও পরিশ্রম দিয়ে করতে পারি তাহলেই সেই কাজের সফলতা দেখতে পাবো। তবে সেই সফলতা পেতে হলে যেমন কষ্ট করতে হবে তেমনি আশেপাশের মানুষের থেকে অনেক বাধাবিপত্তি পেতে হবে। সবাই শুধু খারাপ পরামর্শ দিতে পারে কিন্তু ভালো পরামর্শ দিতে কেউ পারে না। এসব কিছু পেরিয়ে সামনে যেতে পারলেই জীবন সুন্দর। ধন্যবাদ ভাইয়া এত শিক্ষনীয় একটি ব্লগ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। জীবনের কষ্ট এবং পরিশ্রমের গুরুত্ব খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনি যা বলেছেন, তা বাস্তবিকভাবেই সত্য যে, কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করলে একদিন সাফল্য আসবেই। সকলের সামনে উজ্জ্বল উদাহরণ হিসেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি অনেক বড় উৎসাহ। আপনার লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। অবশ্যই কষ্টের ফল সব সময় মিষ্টি হয়। তবে নির্দিষ্ট সময় ধরে ধৈর্য সহকারে কষ্টটা করাই কঠিন। যারা কষ্টকে জয় করতে পেরেছে তারা সে ফল ভোগ করতে পেরেছে। নিজের কষ্ট নিজেকেই বহন করা লাগে অন্যরা কখনো বহন করে দেয় না। বরং অন্যরা হাসাহাসি করবে আর কষ্টের মাঝখানে ফেলবে। তবে সবকিছুকে অতিক্রম করে নিজের সফলতা নিজেই আনতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের জীবনে কষ্ট ছাড়া কেউই কখনও ভালো কিছু করতে পারেনি। জীবনে ভালো কিছু করতে হবে কষ্ট করতে হবে। আর এইজন্যই হয়তো বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যে নিজের জীবন কে যতটা ব্যয় করবে জীবন তাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। বেশ চমৎকার লিখেছেন দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit