কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে আমরা এই পৃথিবীতে একদিন যেমন জন্মগ্রহণ করেছি তেমনি আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে। আসলে এই সত্যকে কেউ কখনো অস্বীকার করতে পারে না। জীবনের এই অল্প সময়ে আমাদের অনেক কর্তব্য রয়েছে এই পৃথিবীর জন্য। শুধুমাত্র আমরা যদি বসে বসে সময় কাটাই এবং অন্যের উপকারে নিজেকে নিয়োজিত না করি তাহলে আমরা জীবনে কখনো ভালো নাম করতে পারব না। আসলে আমাদের এই ছোট জীবনে যেমন আমাদের পুরো পরিবারটাকে দেখার দায়িত্ব আমাদের। তেমনি পরিবার ছাড়াও আমাদের আশেপাশে যেসব লোকেরা রয়েছে তাদেরকে সাহায্য করা এবং ভালবাসাও কিন্তু আমাদের দায়িত্বের ভিতর পড়ে। কারণ তারা কিন্তু আমাদের বিভিন্ন সাহায্যে আসে।
আসলে প্রাচীনকাল থেকে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে সমাজ গঠন করেছে। তাইতো একে অপরের সাহায্য নিয়ে মানুষ এই প্রাচীনকাল থেকে এখনো চলে আসছে। আসলে সবাই যদি একে অন্যকে সাহায্য না করে থাকতো তাহলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব আর কখনোই থাকতো না। আসলে আমরা অনেকে রয়েছি এই সমাজে যারা প্রচুর পরিমাণে টাকায় উপার্জন করে। আসলে এসব ধনী ব্যক্তিদের মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা তাদের উপার্জনের কিছু অংশ সবসময় গরিবদের মাঝে দান করেন। আসলে তিনি কখনো তাদের প্রতি দয়া দেখান না। তাদের ভালোবাসেন বলে তাদেরকে তিনি দান করেন এবং তাদের বিপদে আপদে সবসময় পাশে থাকেন। আসলে এসব মন মানসিকতার লোকেদের সংখ্যা অনেক কম এই পৃথিবীতে।
আর আমরা যদি সবাই অল্প অল্প করে একটু সাহায্য দিয়ে পৃথিবীর সব গরিব মানুষদের সাহায্য করতে পারি তাহলে হয়তোবা এই পৃথিবীতে আর কোন ব্যক্তি কখনো কষ্টে দিন কাটাতে পারবেনা। কারণ একজন ধনী লোকের পক্ষে পৃথিবীর সকল গরিবদের সাহায্য করা মোটেও সম্ভব নয়।আর আমরা যদি সবাই হাতে হাত মিলিয়ে গরিবদের সাহায্য করি তাহলে একদিক থেকে যেমন দেশের উন্নতি হবে তেমনি অন্য দিক থেকে আমাদের দেশ অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এছাড়াও সমাজের এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কখনো কোন গরিবদের সাহায্যে এগিয়ে আসে না। আসলে তারা এই পৃথিবী থেকে যেদিন মারা যায় তাদের নাম সেদিনই মুছে যায় পৃথিবী থেকে। আর বিভিন্ন মনীষীরা ছিলেন যারা তাদের দানশীলতার জন্য আজও আমাদের মাঝে বেঁচে আছেন।
✠ দানশীলতা ✠
আমরা সবাই একদিন চলে যাব,
এই পৃথিবীর জন্য কিছু রেখে যাব।
স্বার্থপরের মত থাকলে হবে না,
মানুষের উপকার আমরা করে যাব।
উপকারের মত এমন আনন্দ,
পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবো না।
যতই অর্থ থাকুক না কেন,
সেই অর্থে আনন্দ পাবো না।
জীবনে যতই কাজ করো না কেন,
তোমার কোন মূল্য থাকবে না।
মানুষকে ভালবাসতে পারলে,
এই ভালোবাসা কখনো কমবে না।
এ জীবনে সকলের সামর্থ্য হয় না,
প্রচুর পরিমাণ টাকা উপার্জনের জন্য।
উপকারের মন-মানসিকতা থাকে যদি,
অন্য কোন ভাবেও সাহায্য করা যায়।
নিজেদের প্রয়োজনের থেকে যদি বেশি,
জীবনে তুমি ইনকাম করতে পারো।
সেই টাকা তুমি গরিবদের মাঝে,
বিনা স্বার্থে দান করতে পারো।
দানের মত এমন মহৎ কাজ পৃথিবীতে,
আর তো কোথাও খুঁজে পাওয়া যায় না।
সবাই তোমাকে ভালোবেসে মনে রাখবে,
তোমার খারাপ কেউ কখনো বলবে না।
জীবনের শেষে তুমি আনন্দ পাবে,
কারণ তুমি পৃথিবীতে অনেক কিছু করেছ।
একদিন পৃথিবী ছেড়ে চলে গেলেও,
সবার মাঝে তুমি বেঁচে রয়েছো।
ভালো মানুষের কখনো মরণ হয় না,
তারা বেঁচে থাকে মানুষের হৃদয়ে।
অনেক মনীষীরা ছিলেন পৃথিবীতে,
যারা অনেক ভালো কর্ম করেছে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপনাদের সব মানুষদের কখনোই সাধ্য হয়না সবাইকে সাহায্য করার।কিন্তু কিছু কিছু এমন মানুষ আছেন যারা মানুষ কে দোয়া করে নয় ভালোবেসেই সাহায্য করে যায়।প্রকৃত পক্ষে এরাই হলো প্রকৃতানুষ।দানের মত মহৎ কাজ নেই বললেই চলে তাই আমাদের উচিত গরিব দুখীদের দান করা যাতে তারা ভালো থাকতে পারে।বর্তমান প্রেক্ষাপটে সুন্দর অনুভূতি দারুন একটি কবিতা সেয়ার করার জন্যে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা কেউই চিরকাল পৃথিবীতে থাকব না। কিন্তু আমাদের মৃত্যুর পরেও যদি মানুষ আমাদের স্মরণ করে তাহলে করবে আমাদের ভালো কাজের জন্য। আর এই ভালো কাজের মধ্যে সর্বোওম হচ্ছে অন্যকে সাহায্য করা। অন্যদের দান করা। যাদের অর্থ আছে তাদের সেই অর্থের একটা অংশ সুবিধাবঞ্চিত মানুষদের পেছনে দান করে দেওয়া উচিত। কবিতা টা সুন্দর লিখেছেন দাদা। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি অনেকদিন ধরে লক্ষ্য করে থাকি আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন যে কবিতা গুলো পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি হয় এবং সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করার অনুপ্রেরণা জাগে। এমন সুন্দর সব সজাগ দৃষ্টিভঙ্গি দিয়ে লেখা কবিতাগুলো আমাকে মুগ্ধ করে। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে কবিতা লিখেছেন। কবিতাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগলো আবৃত্তি করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit