কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মুখোশধারী খারাপ মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে আমাদের জীবনে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখে থাকি সারা জীবন। এসব মানুষের ভিতরে শতকরা প্রায় ৯০ ভাগ মানুষের মুখোশের আড়ালে তাদের আসল চেহারা লুকিয়ে রাখে। আসলে এসব মুখোশধারী লোককে আমরা প্রথম অবস্থায় ভালো চিনলেও পরবর্তীতে তাদের আসল রূপ যখন আমাদের সামনে উন্মোচিত হয় তখন আমরা সবাই অবাক হয়ে যাই। কারণ প্রথম অবস্থাতে কোন মানুষের বোঝায় উপায় নেই যে এই মানুষের মনের ভিতর এতটা খারাপ দিক লুকিয়ে ছিল। আসলে এসব মানুষকে যখন আমরা চিনতে পারি তখন আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। কারণ তখন এইসব মানুষ আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলে। অবশ্য আমাদেরও প্রথম অবস্থাতে দেখে চেনার উপায় কখনোই ছিল না।
আসলে মানুষ ভালো হবে কিনা খারাপ হবে তার নির্ভর করে তার পরিবার এবং প্রকৃতির উপর। আসলে প্রথম অবস্থাতে তারা যখন পরিবার থেকে খারাপ শিক্ষা নিয়ে বড় হয়। তখন থেকেই তাদের খারাপ মন মানসিকতার সৃষ্টি হয়। আসলে সকল পরিবার তাদের সন্তানদেরকে খারাপ বিষয় নিয়ে শেখায় না। প্রতিটি পরিবার চায় তার সন্তান জীবনে ভালো হোক এবং লোকের উপকার কর। আসলে পরিবার যেমন একদিকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তনে সক্ষম হয় তেমনি অন্যদিকে প্রকৃতিও মানুষের চারিদিকে বিষয় ভালো হবে কিনা খারাপ হবে সেটিও নির্ভর করে। আসলে কোন মানুষ যদি ভাল পরিবারে জন্মগ্রহণ করেও খারাপ পরিবেশে বড় হয় তাহলে তাদের মন মানসিকতা সবসময় খারাপ হয়।
কারণ পরিবার তাকে যতই ভালো হওয়ার উপদেশ দেয় না কেন কিন্তু প্রকৃতি থেকে সে কিন্তু সবসময় খারাপ জিনিসগুলো গ্রহণ করে। আর এর ফলে প্রায় অধিকাংশ লোকই খারাপ দিকে ঝুঁকে পড়ে। আসলে কোন একজন লোক যদি খারাপ পরিবারে জন্মগ্রহণ করেও ভালো পরিবেশে বেড়ে উঠতে পারে তাহলে হয়তোবা সে জীবনে ভালো কিছু করতে পারতো। কিন্তু এই মুখোশধারী লোককে চেনার কখনো কোনো উপায় নেই। কারণ এই মুখগুলো ভালো পরিবেশ এবং ভালো পরিবার পেয়েও তার মধ্য দিয়ে যে কিভাবে খারাপ মানুষ হিসেবে সমাজে বিবেচিত হয় এর প্রধান কারণ হলো তাদের লোভ। মানুষকে খারাপ দিকে নিয়ে যাওয়ার সবচেয়ে প্রধান কারণ হলো মানুষের লোভ।
এই পৃথিবীতে লোভে পড়ে মানুষ খারাপ থেকে খারাপ পরিণত হয়। আসলে আপনি কোন ভালো ব্যক্তিকে বারবার লোভ দেখাবেন অর্থ সম্পত্তির লোভ দেখাবেন তাহলে হয়তোবা প্রথম অবস্থাতে সে বারণ করলেও এই লোভের বসে সে কিন্তু সেই খারাপ দিকটি গ্রহণ করে জীবনে ধনী হতে পারে। আসলে পৃথিবীতে ভালো খারাপ নিয়েই জীবজগৎ পূর্বকাল থেকে চলে গেছে। আর পৃথিবীতে যদি সবাই ভালো মানুষ হয়ে চলাফেরা করতো তাহলে এই পৃথিবী কিন্তু স্বর্গের থেকেও অনেক বেশি সুন্দর হতো। কিন্তু এই কিছু কিছু মুখোশধারী খারাপ লোকের জন্য এই পৃথিবীটা নরকের মতো মনে হয় আমাদের সকলের কাছে। আসলে এইসব খারাপ মানুষকে যদি একজন ভালো মানুষ ভালোর দিকে আনার চেষ্টা করে হয়তোবা কখনো কখনো সে সাফল্য অর্জন করে। কিন্তু বেশিরভাগ সময় সে সব খারাপ মানুষদের কাছে পরাজিত হয়।
এই পৃথিবীতে ভালো মানুষ হওয়া অতটা সহজ নয় যতটা সহজ খারাপ মানুষ হওয়া। কারণ খারাপ মানুষ হতে গেলে আপনাকে ততটা বেশি পরিশ্রম করতে হয় না। আর একজন ভালো মানুষ হয়ে ওঠা শুধুমাত্র মুখের কথা নয়। আপনাকে ভালো মানুষ হয়ে জীবনে সবার সামনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে। তবুও কিন্তু লোকের সামনে ভালো হওয়া সবার পক্ষে সম্ভব হয় না। যদি আপনি সারা জীবন ভালো মানুষ হয়ে বেঁচে থাকেন এবং কোন একটা ভুলের কারণে আপনার এই ভালো কাজের জন্য যদি কারো ক্ষতি হয় তাহলে আপনাকে হয়তোবা এর জন্য অনেক বেশি কথা শুনতে হয় লোকের কাছে। কিন্তু তাও আপনাকে সবসময় সততার সহিত লোকের উপকার করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের পোস্টটা যেন আমার মনের কথাগুলো তুলে ধরেছেন। এটা একদমই ঠিক কথা, ভালো মুখশের আড়ালে মানুষ খারাপ হলে তাকে প্রথম চেনা যায় না।ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ পায়।পরিবার পরিবেশের উপর অনেক সময় মানুষের চরিত্র গঠিত হয়।ভালো মুখোশের আড়ালে থাকে তাদের হিংস্র রূপ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit