কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে আমরা যদি এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকি তাহলে এই অন্যায় কখনো দিন দিন কমতে থাকবে না। বরং অন্যায় আরো বেশি বাড়তে থাকবে। আসলে মানুষ যেভাবে দিন দিন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এতে করে কিন্তু সেই মানুষ নিজেই একবার এই অন্যায়ের শিকার হচ্ছে। আসলে মানুষের মন মানসিকতা মানুষ ভেদে সবসময় আলাদা ধরনের হয়ে থাকে। আসলে মানুষ অনেকেই রয়েছে যারা কিনা সব সময় নিজেরা স্বার্থপরের মত চলাচল করতে অনেক বেশি ভালোবাসে এবং অন্য মানুষের উপরে যদি কোন অত্যাচার হয় তাহলে সেই মানুষ গুলো তাদের সব সময় পাশ কাটিয়ে চলে যেতে অনেক বেশি পছন্দ করে। কারণ তারা মনে করে যে অন্যের সমস্যা অন্যরাই সমাধান করবে। আর অন্যদের সমস্যা কেন আমরা নিজেরা নিজেদের কাছে টেনে আনব।
আসলে এই ধরনের চিন্তাভাবনা সব থেকে বড় একটা ভুল চিন্তা ধারণা। কেননা আজ অন্যদের সমস্যা হলে পরবর্তীতে আমাদের কোন সমস্যা হবে না এমন কোন কি গ্যারান্টি আছে। তাইতো আমরা যদি অন্যের সমস্যাকে কখনো নিজেদের সমস্যা বলে না ধরে নিজেদের মতো করে চলার চেষ্টা করে তাহলে পরবর্তীতে কিন্তু এই সমস্যা গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই সমস্যায় একবার আমরাও ভুগতে হবে। আসলে এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর মানুষ এক জায়গায় বসবাস করে। যদিও কিছু কিছু মানুষ আছে যারা অন্তত দারিদ্রতার সীমার নিচে অবস্থান করে এবং অনেকে রয়েছে যারা অনেক উঁচু পর্যায় অবস্থান করে। আসলে ধনী হোক বা গরিব হোক তারা কিন্তু সবসময় মিলেমিশে একসঙ্গে সামনের দিকে চলার চেষ্টা করে তাহলে কিন্তু আমাদের দেশটা সামনের দিকে এগোবে এবং দেশের কোন মানুষ আর পিছনের দিকে পড়ে থাকবে না। আর এর মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন দেশ তৈরি করতে পারব যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে থাকবে।
আসলে যারা অন্যায় করে তারা কিন্তু দ্বিতীয়বার অন্যায় করার সুযোগ তখনই পায় যখন প্রথমবার অন্যায় করে তারা পার পেয়ে যায়। আর যদি প্রথমবার অন্যায়ের পর যদি তাকে কঠোর শাস্তি দেওয়া হয় যাতে করে সে পরবর্তীতে আর কোন অন্যায় করতে না পারে এরপর থেকে কেউ আর কখনো অন্যায় করতে চাইবে না এবং অন্যায় করার মত এমন দুঃসাহস কারো থাকবে না। আসলে এই পৃথিবীতে যে জিনিসটাকে আমরা সবসময় প্রশ্রয় দেবো সেই জিনিসটা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলবে। তাইতো সমাজটাকে সুন্দর করতে হলে দেশে যারা অন্যায় অত্যাচার করে বেড়ায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। শুধুমাত্র আমরা যদি এই একারা এসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি তাহলে সেই প্রতিবার কিন্তু বেশিক্ষণ স্থায়ী কখনোই থাকবে না। কেননা এইসব লোকেরা অনেক বেশি শক্তিশালী হয় এজন্য আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে এসব লোকেদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
আসলে আমরা যদি সবাই একসঙ্গে মিলেমিশে সামনের দিকে এগোতে পারি তাহলে অন্যান্য লোকেরা আর কখনো আমাদের বিরুদ্ধে কোন কথা বলবে না এবং আমাদের ক্ষতি করার মত কোন ধরনের চিন্তাভাবনা তাদের মাথায় আর আসবে না। তাইতো আমরা সবাই মিলে এখনই এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো এবং একটা নতুন দেশ গড়ার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোবো। আর এভাবে আমরা এমন একটা দেশ গঠন করতে পারব যেখানে কেউ আর কখনো কাউকে অত্যাচার করবেন এবং সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করার চেষ্টা করবে। এছাড়াও সবাই যদি মিলেমিশে একসঙ্গে থাকতে পারি তাহলে কোন ধরনের বিপদ-আপদ আর আমাদের কাছে আসবে না। এছাড়াও আমরা এমন একটা জায়গায় বসবাস করবো যেখানে সর্বদা শান্তি বিরাজ করবে। আর এজন্য আমাদের সবাইকে সব সময় সচেতন হতে হবে এবং এসব অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া কখনোই চলবে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন আমাদের সমাজের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো তেমন একটা মানুষ খুঁজে পাওয়া যায় না।আর বর্তমান সময়ে অন্যায় কে আমরা ন্যায় মনে করছি। আমরা চাইলে এই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সকল ধরনের অন্যায় কাজ কে একদম নিস্তার করে দিতে পারবো। যাইহোক, আপনি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি প্রতিনিয়ত খুব সুন্দর পোস্ট করে থাকেন। আপনার পোষ্টের কথাগুলো আমি খুবই পছন্দ করি। আজকে অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার জন্য সুন্দর কিছু অনুভূতি আর আলোচনা সাপেক্ষে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের সকলকে। আমি মনে করব আপনার এই পোস্ট যে পড়বে সে যথেষ্ট সজাগ থাকবে এই বিষয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যায় কে প্রথমেই দমন করতে হয়। না হলে ক্রমেই সেটা বাড়তে থাকে। আপনার কথাটা আমার খুব ভালো লেগেছে দাদা মানুষ তখনই দ্বিতীয় অন্যায় করার সাহস পাই যখন সে প্রথম অন্যায় করে পার পেয়ে যায়। অন্যায়কে কোন ভাবেই সুযোগ দেওয়া যাবে না। দমন করতে হবে শুরুতেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit