কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে আমাদের জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে সবসময় চলাচল করি। সমাজের এক এক জন লোক সবসময় এক এক ধরনের হয়ে থাকে। আসলে মানুষ কখনো একই রকম মন মানসিকতার হতে পারে না। কারণ কোন কোন মানুষ মনের দিক থেকে অনেক বেশি ভালো হয় আবার কোন কোন মানুষ জীবনে অনেক বেশি অহংকারী হয়। আসলে ভালো মানুষেরা এই পৃথিবীতে সারা জীবন সুখ শান্তি ভোগ করতে পারে। কারণ তাদের মনে কখনো অহংকার জায়গা করে নিতে পারেনা। এছাড়াও তারা সমাজের প্রতিটা লোকের সঙ্গে মিলেমিশে একসাথে বসবাস করতে অনেক বেশি ভালোবাসে। আসলে এক কথায় বলতে গেলে একজন নিরহংকারী লোক সমাজের সবথেকে ভালো লোক এবং সমাজের সেই লোককে সবাই অনেক বেশি পছন্দ করে এবং ভালোবাসে।
আসলে কোন একজন ভালো ব্যক্তির মনে যখন অহংকার চলে আসে সেই ব্যক্তিকে তখন থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরাতে থাকে। কারণ এই পৃথিবীতে কোন মানুষই অহংকারী লোককে কখনো পছন্দ করেনা। আসলে এইসব মানুষেরা সবসময় নিজের বিষয়টা ভালোভাবে বোঝে। আর অন্য কেউ যদি কোন সমস্যায় পড়ে তাহলে সেই সমস্যার কথা এরা কখনোই বোঝেনা। আসলে আমাদের জীবনে এই অহংকারী লোককে আমরা সবসময় ঘৃণা করি এবং এদের সাথে আমরা কখনো চলাফেরা করতে চাই না। কারণ এইসব লোকেদের সঙ্গে যারা চলাচল করে তারাও কিন্তু সেই অহংকারীর দলে পড়ে। আসলে অহংকার মানুষের মন মানসিকতাকে নিচু করে দেয় এবং জীবনে যতই সে সাফল্য অর্জন করুক না কেন সে সাফল্যের কোন মূল্য থাকে না।
আসলে আমরা মানুষ হিসেবে আমাদের একটাই পরিচয় হওয়া উচিত। কারণ আমরা যদি এই অহংকারের মধ্যে থাকি এবং মানুষের সাথে কথাবার্তা না বলি তাহলে আমরা জীবনে কখনোই সুখী হতে পারব না। যদিও আপনার কাছে প্রচুর ধনসম্পত্তি থাকে তবুও আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। কারণ সুখ এমন একটা জিনিস যে সুখকে মানুষ কোটি কোটি টাকা দিয়েও কখনো ক্রয় করতে পারে না। আর যারা এই সমাজের নিরহংকারী লোক তাদেরকে সবাই অনেক বেশি পছন্দ করে এবং সবাই অনেক বেশি ভালোবাসে। তাইতো আমাদের সবার উচিত যে এই অহংকারী মন মানসিকতা নিয়ে আমরা কখনো সমাজে চলাফেরা করবো না এবং আমাদের এই অহংকারের জন্য অন্য কারো কখনো কোনো ক্ষতি হয় এটি কখনো চাইবো না। কারণ এই অহংকারই একটা উচু মানুষকে একদম নিচের স্তরে নিয়ে যায়।
✠ অহংকার ✠
কি নিয়ে এসেছিলে তুমি পৃথিবীতে,
কিসের এত তোমার অহংকার হল।
অহংকার সব ধুলোয় মিশে যাবে,
বাসবে না কেউ আর তোমাকে ভালো।
তুমি তো কখনোই এমন ছিলে না আগে,
টাকার জন্য তুমি বদলে গেছো।
যে টাকা নিয়ে তুমি অহংকার করো,
সেই টাকা একদিন থাকবে নাকো।
টাকা দিয়ে তুমি ভালোবাসা কিনলেও,
প্রকৃত ভালোবাসা তুমি পাবে না।
অহংকার ত্যাগ করে মানুষের পাশে দাঁড়ালে,
মানুষ কখনো তোমায় আর ভুলবে না।
অহংকার মানুষকে অমানুষ করে,
ভালো পথে চলতে কখনো দেয় না।
অহংকার করে সব শেষ হয়ে গেছে,
এসব উদাহরণ তুমি তো আর দেখনা।
অহংকারী মানুষ জীবনে কখনো,
ভালো কোন জায়গায় যেতে পারে না।
সবাই অহংকারীকে ঘৃণা করে,
কেউ অহংকারীকে কখনো পছন্দ করেনা।
অহংকার ছেড়ে মানুষকে ভালবাসতে হবে,
মানুষের সেবার জন্য সব সময় কাজ করতে হবে।
মানুষের ভালোবাসার মতো এমন সুখ আর,
টাকার বিনিময়েও আর পাওয়া না যাবে।
জীবনে যারা সব সময় ভালো কাজ করে,
যারা কখনো অন্যের ক্ষতি করে না।
মানুষের সাথে তারা কখনো,
কোন অন্যায় অবিচার আর করে না।
অহংকারকে ত্যাগ করে আমরা সবাই,
সবাই মিলে মিশে সমাজে থাকতে পারি।
সবাই মিলে একসাথে থাকার যে শান্তি,
সেই শান্তির জন্য অহংকারকে ছাড়তে চাই।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় দাদা আপনার লেখা অহংকার শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে অহংকার মানুষের অধঃপতন ডেকে আনে। তাই আমাদের সকলের উচিত সকল প্রকারের অহংকার দূর করে সকল মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। তাহলে আমরা সুন্দর একটি সমাজ বা জাতি গঠন করতে সক্ষম হবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অহংকার নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। আপনার লেখা আগে কবিতাটা আমার কাছে অনেক ভালো লাগলো। মানুষ জন্মগ্রহণ করে খালি হাতে পৃথিবীর বুকে আসে কিন্তু সেই মানুষই বিভিন্ন বিষয় নিয়ে অহংকার দেখায়। মানুষের যদি সঠিক বিবেচনা থাকতো তাহলে অবশ্যই এমন অহংকার দেখতো না। তবে যাই হোক আপনার জনসচেতন মূলক কবিতাগুলো আমার খুবই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীতে মানুষের মানসিকতা এক থাকেনা। ভিন্ন ভিন্ন ধরনের মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা ধারা থাকে। সমাজের মানুষের এই ভিন্ন ধরনের অবস্থা অনেক সময় ভিন্নতা সৃষ্টি করে। আপনি আজকে অহংকার নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি দেখছি অনেক কবিতা শেয়ার করেছেন এই কমিউনিটিতে। আপনার কবিতা লেখা দেখে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দর একটা বিষয়কে কেন্দ্র করে আপনি কবিতা লিখেছেন। এমন কবিতাগুলো মানুষকে সত্যিই প্রভাবিত করে। অসাধারণ কবিতা লেখার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অহংকার জিনিসটা খুবই খারাপ। এটা মানুষের ব্যক্তিত্ব মূহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। সাধারণত টাকা পয়সা সম্পদ এসবের কারণেই মানুষের মনে অহংকার এসে থাকে। এগুলো বেশ খারাপ বলতেই হয়। একজন প্রকৃত ভালো মানুষ সবসময় অহংকার মুক্ত হবে। দারুণ লিখেছেন অনু কবিতা টা দাদা। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া যাদের অহংকার রয়েছে তারা কখনো শান্তিতে থাকতে পারে না কিন্তু যাদের মধ্যে কোনো অহংকার নেই তাদের চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু এই সমাজ কিংবা পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের একটু টাকা পয়সার হলেই মনের ভিতরে অহংকার জমা হয়। কিন্তু তারা এটা বুঝে না অহংকার পতনের মূল। যাই হোক আপনি অহংকার নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়তে সবসময়ই ভালো লাগে। আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit