কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এতো ভালো একটা পরিবারে আপনারা আমায় একজন সদস্য হিসেবে গ্রহণ করেছেন তাতে আমি কি ভালো না থেকে পারি।
আজ আপনাদের সাথে আমি একটা পাখির আর কাঠবিড়ালির ফটোগ্রাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
মায়ের জন্য মনটা খারাপ।
বন্য পশুপাখীর ছবি তোলার জন্য দাদাদের সাথে বের হলাম। কিন্তু স্টেশনে গিয়ে দাদা জিজ্ঞাসা করলো বলতো আজ ছবি তুলতে কোথায় যাওয়া যায় ? তখন আমি বললাম, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো।
তো অনেক ভাবনা চিন্তার পর দাদা বললো , আজ যেদিকে মন চায় সেই দিকে যাবো। আমি বললাম , ঠিক আছে দাদা চলো।
তো আমরা যেতে যেতে মালতীপুর এসে পৌঁছলাম। এটা বসিরহাটের ভিতরে অবস্থিত। তো কিছুক্ষন পর দেখতে পেলাম একটা পাখির বাচ্চা মাটিতে পরে আছে। আমি তখন দ্রুত পাখিটাকে একটা গাছে তুলে দিলাম। সাথে সাথে কিছু ছবিও তুললাম।
খুব হাঁপিয়ে গেছে পাখিটি।
একটু স্বস্তির নিশ্বাস।
অধীর আগ্রহে মায়ের জন্য অপেক্ষা করছে।
তো আবারো চারিদিকে ফটো তোলার জন্য ঘুরতে লাগলাম। কিছুক্ষন পর দেখা হলো এক কাঠবিড়ালির সাথে। তারা আবার খুবই লাফালাফি করছে। যাইহোক খুব কষ্ট করে তাদের কিছু ফটো তুললাম।
যা তোকে ছুঁয়ে দিলাম।
নে এবার এই গাছের থেকে আমার একটা ছবি তোলতো।
আবার আমি এখান থেকে একটা বড়ো লাফ দেব।
কে কে ব্যাঙের ছাতা মাথায় দেবে, হাত তোলো।
তোকে ধন্যবাদ আমাকে এই ব্যাঙের ছাতাটা দেবার জন্য।
ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 210 mm
তারিখ : 12/06/2020
লোকেশন : মালতীপুর, বসিরহাট, উত্তর ২৪ পরগনা।
আজ এই পর্যন্ত। পরবর্তী পোস্টে ফিরে এসব আরো কিছু নতুন ছবি নিয়ে। ততক্ষন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।