আসেন ভাই দেখে যাই বসন্ত বৌরি আর কাঠবিড়ালির ছবি। পশুপাখি ফটোগ্রাফি পর্ব -০৪

in hive-129948 •  2 years ago 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এতো ভালো একটা পরিবারে আপনারা আমায় একজন সদস্য হিসেবে গ্রহণ করেছেন তাতে আমি কি ভালো না থেকে পারি।


আজ আপনাদের সাথে আমি একটা পাখির আর কাঠবিড়ালির ফটোগ্রাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



DSC_0064.JPG

মায়ের জন্য মনটা খারাপ।



বন্য পশুপাখীর ছবি তোলার জন্য দাদাদের সাথে বের হলাম। কিন্তু স্টেশনে গিয়ে দাদা জিজ্ঞাসা করলো বলতো আজ ছবি তুলতে কোথায় যাওয়া যায় ? তখন আমি বললাম, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো।


তো অনেক ভাবনা চিন্তার পর দাদা বললো , আজ যেদিকে মন চায় সেই দিকে যাবো। আমি বললাম , ঠিক আছে দাদা চলো।


তো আমরা যেতে যেতে মালতীপুর এসে পৌঁছলাম। এটা বসিরহাটের ভিতরে অবস্থিত। তো কিছুক্ষন পর দেখতে পেলাম একটা পাখির বাচ্চা মাটিতে পরে আছে। আমি তখন দ্রুত পাখিটাকে একটা গাছে তুলে দিলাম। সাথে সাথে কিছু ছবিও তুললাম।



DSC_0072.JPG

খুব হাঁপিয়ে গেছে পাখিটি।



DSC_0103_edited.jpg

একটু স্বস্তির নিশ্বাস।



DSC_0123_edited.jpg

অধীর আগ্রহে মায়ের জন্য অপেক্ষা করছে।



তো আবারো চারিদিকে ফটো তোলার জন্য ঘুরতে লাগলাম। কিছুক্ষন পর দেখা হলো এক কাঠবিড়ালির সাথে। তারা আবার খুবই লাফালাফি করছে। যাইহোক খুব কষ্ট করে তাদের কিছু ফটো তুললাম।

DSC_0028.JPG

যা তোকে ছুঁয়ে দিলাম।



DSC_0032.JPG

নে এবার এই গাছের থেকে আমার একটা ছবি তোলতো।


DSC_0034.JPG

আবার আমি এখান থেকে একটা বড়ো লাফ দেব।



DSC_0017.JPG

কে কে ব্যাঙের ছাতা মাথায় দেবে, হাত তোলো।



DSC_0044_edited.jpg

তোকে ধন্যবাদ আমাকে এই ব্যাঙের ছাতাটা দেবার জন্য।


ক্যামেরা পরিচিতি : NIKON
ক্যামেরা মডেল : NIKON D5200
ক্যামেরা লেংথ : 210 mm
তারিখ : 12/06/2020
লোকেশন : মালতীপুর, বসিরহাট, উত্তর ২৪ পরগনা।



আজ এই পর্যন্ত। পরবর্তী পোস্টে ফিরে এসব আরো কিছু নতুন ছবি নিয়ে। ততক্ষন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



ধন্যবাদ সবাইকে।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!