মা। কবিতা নং :- ১১

in hive-129948 •  2 years ago 

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



আমার কাছে মা মানে স্বর্গ। মা হল এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন। মায়ের চেয়ে আপন জন এই পৃথিবীতে কেউ হয়নি আর কেউ হতেও পারবেনা। জীবনে সফল হতে চাইলে নিজের মা-বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না।



আসলে মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য মা ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। আমরা যদি আমাদের মা-বাবাকে সম্মান না করি, ভালো না বাসি তাহলে আমাদের সন্তানও আমাদের কখনো সম্মান করবে না ভালোবাসবে না।

এই পৃথিবীতে ঈশ্বরের সবথেকে বেশি বড় উপহার হলো মা। যে সন্তান জন্মের পর তার মাকে হারায় তার থেকে দুঃখী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। মা এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও তা খুঁজে পাওয়া যায় না।

আমাদের এই পৃথিবীতে ভালোবাসার অনেক মানুষ আছে কিন্তু মায়ের মতো ভালোবাসার মানুষ আর একটাও পৃথিবীতে নেই বা কোনদিনও জন্ম হয়নি তার।



এই পৃথিবীতে সকল সন্তানদের সফলতার পেছনে রয়েছে তাদের মা। তাই একজন মনীষী বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আমরা যতই বড় হই না কেন আমাদের স্বর্গ আমাদের মায়ের কোলে। আর মা হল সকল অভিমান অভিযোগ শেয়ারের একটি জায়গা।

এই পৃথিবীতে মায়ের ঋণ কখনো কেউ শোধ করতে পারেনি, শোধ করতে পারছে না, আর শোধ করতে পারবেনা। এই মা আমাদের ১০ মাস ১০ দিন তার পেটে গর্ভধারণ করে এবং জন্মের পর সকল দুর্যোগ হতে আমাদের সরিয়ে রাখে।



এই মা-ই সন্তানের দু'মুঠো খাবারের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে। কিন্তু বর্তমান সমাজে শিক্ষিত লোকদের নামে যেসব অশিক্ষিত লোক রয়েছে তারা বৃদ্ধ বয়সে মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আসলে তাদের সন্তানরাও তাদের বয়সকালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এটাই স্বাভাবিক।



তুমি যেমন কর্ম করবে তোমাকে তেমনি ফল ভোগ করতে হবে। আর তাই এই পৃথিবীর প্রত্যেক মা-বাবাই দীর্ঘায়ু পান এই আমার প্রার্থনা। যার মা নেই সেই বোঝে মায়ের জ্বালা। মা ছাড়া এই পৃথিবী অন্ধকার।



তাই সময় থাকতে মা-কে কখনো অবহেলা করো না। জীবন প্রাণ দিয়ে মাকে ভালোবাসো। কারণ সময়ের কাজ অসময় করলে সে কাজের ফল কখনোই ভালো হয় না। মাঝে মাঝে তো আমার মনে হয় এই দুনিয়াতে আমার মা যদি না থাকে তাহলে আমার কি অবস্থা হবে। আর এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পত্তি হলো আমার মা। অনেক ভালোবাসি মা তোমায়।


hands-2906458_640.jpg

সোর্স

মা


আসেন দাদা, বসেন দাদা
বলবো দুটো মনের কথা।
আমার কথা যদি ভুল হয়
তাহলে মনে নিবেন না ব্যাথা।


আমরা এই মানব জাতি
সবার মধ্যে সৃষ্টির সেরা জীব।
কিন্তু আমাদের কাজকর্ম
অতি জঘন্ন এবং নিচ।


জন্মেছি আমরা মায়ের পেটে
খেয়েছি মায়ের বুকের দুধ।
বড় হলেই সেই মাকে
দেইনা একটুকুও সুখ।


দশ মাস দশদিন
গর্ভে করে ধারণ।
শত ঝড় গেলেও সে মা
বুঝতে দেয়নি এক বারও।


মায়ের বুকের দুধ
দুর্লভ অমৃতের সমান।
তাইতো মায়ের দুধের ঋণ
শোধ হবার না কোনো দিন।


ছোটবেলাতে এই মা
বুকে জড়িয়ে রাখতো সর্বক্ষণ।
যতই আঘাত আসতো সম্মুখে
বুঝতে দিতনা কোনো ক্ষণ।


শত কষ্টের মাঝেও মা
আমাদের অন্নের সন্ধান করে।
বয়স কালে এই মাই
অবহেলায়, অনাহারে মরে।


বড়ো বড়ো বাবুদের জন্য
আছে অনেক বৃদ্ধাশ্রম।
বয়স কালে মা-বাবাকে
সইতে হয় নির্যাতন।


এখনো ভাই সময় আছে
মা-বাবার করো সমাদর।
মা-বাবা ছাড়া এই পৃথিবী
দুঃখ আর দুর্দশার বহর।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


ধন্যবাদ সবাইকে।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পৃথিবীতে সব থেকে নিরাপদ স্থান হলো মায়ের কোল। পৃথিবীতে মায়ের উপর মর্যাদা আর কারো দেয়া হয়নি। যার পৃথিবীতে মা নেই তার দুনিয়াতে কিছুই নেই। সেই মানে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। কত সুন্দর কথা দশ মাস দশ দিন গর্ভে করে ধারণ শত ঝড় গেলেও সে মা বুঝতে দেয়নি একবারও। খুবই সুন্দর লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

আসলে মায়ের কোনো তুলনা হয় না। মা নামের অক্ষরটি খুব মায়াবী।

এই পৃথিবীতে যার মা নেই তার আমি মনে করি দুই চোখ অন্ধ। মায়ের মমতার মত কারো মমতার সাথে তুলনা হয় না। এ পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা। সবাই কিন্তু প্রয়োজনে মানুষকে ব্যবহার করে প্রয়োজনে কাছে এসে থাকে। সবাই সাময়িকের জন্য মানুষকে কাজে লাগাই। কিন্তু মা হচ্ছে একদম নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালবেসে যাই। ১১ নং কবিতা লিখেছেন মাকে নিয়ে অনেক ভালো লেগেছে ধন্যবাদ।